সব ছেড়ে ছুড়ে যাবো বহু দুরে
পাবে নাতো কোনো খানে
যেথা কেহ নেই সেই খানেতেই
যাবো কোথায় কে জানে।
তারা হয়ে মাঝে দেখা দেবো সাঁঝে
রোজ রোজ আলো দেবো
মনে আছে জোর হোক তবে ভোর
ফুলের সুবাস নেবো।
দুর থেকে দুরে যাবো অন্তঃপুরে
মেঘের লুকোচুরি খেলা
হাওয়ায় উড়ে উড়ে যেতে হবে দুরে
বাতাসে ভাসাবো ভেলা।