বৃহত্তর হাটবোয়ালিয়া অঞ্চলের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে ২০২১ সালে যাত্রা শুরু করে “হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরাম” নামের এই সংগঠনটি।
পরবর্তীতে পরপর দুটি সফল মিলনমেলা করতে সক্ষম হয় এই কমিউনিটি ফোরামের সংশ্লিষ্ট আয়োজকরা। তবে, কিছুটা জটিলতা এবং দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হলে সংগঠনটির যাত্রায় ব্যাঘাত ঘটে। অবশেষে সকল বাধা বিপত্তি কাটিয়ে আবারও প্রাণ ফিরে পায় এই সংগঠনটি।
আবারও সকলের সম্মিলিত প্রচেষ্টায় একুশে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সংগঠনটির নতুন কমিটির ঘোষণা করা হয়। ঘোষিত নতুন এ কমিটিতে নাজমুল হুদা নুর সভাপতি এবং মিজানুর রহমান হেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
কমিটিতে অন্যান্যরা হলোঃ হালিম নজরুল – সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান রেকর্ড – সাংগঠনিক সম্পাদক, আবুইখতিয়ার হাশেমি (রতন) – দপ্তর সম্পাদক, নেছার উদ্দিন – অর্থ সম্পাদক, খাদেমুল হক রাজু – প্রচার ও প্রকাশনা সম্পাদক, রজত হুদা – সাংস্কৃতিক সম্পাদক, শাহীন মাহমুদ – আইন বিষয়ক সম্পাদক।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হচ্ছেনঃ ফখরুল ইসলাম সেলিম,মোঃ মোজাম্মেল হক,কাবেদুল ইসলাম রান্নাফ, তরিকুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ তহিদুল তুহিন, রাশেদুল ইসলাম, শাকিল আহমেদ, দীপক পাল, জয়নব খাতুন।
সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদকাল আগামী দুই বছর।
একুশে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ঢাকার পার্শ্ববর্তী অংকন রিসোর্টে সংগঠনটির বাৎসরিক মিলনমেলায় ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলির পক্ষ থেকে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা কমিটির সমন্বয়কারী মঞ্জুরুল হুদা । “মিলন মেলা- ২০২৫” খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রিসোর্টের নান্দনিক সৌন্দরে্য সবাই অত্যন্ত আনন্দিত এবং সৌহার্দপূর্ণ পরিবেশে দিনটি উদযাপন করেন।
নবনির্বাচিত সভাপতি নাজমুল হুদা নুর বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কমিউনিটি ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়া হবে অনেক দূর। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপে ভূমিকা রাখবে এই কমিউনিটি ফোরাম।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল বলেন, আগামী দিনে তরুণরাই এই কমিউনিটি ফোরামের হাল ধরবে। আমাদের উদ্দেশ্য হতে হবে এই কমিউনিটি ফোরাম যেন এলাকার সকল মানুষের পাশে সব সময় থাকতে পারে। এলাকার সকলকে মিলিত করার একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই আঞ্চলিক কমিউনিটি ফোরাম।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কমিউনিটি ফোরামের উপদেষ্টা জনাব মনজুরুল হুদা সকলকে একনিষ্ঠভাবে এই সংগঠনকে এগিয়ে নিতে আহ্বান জানান।পাশাপাশি তিনি এই কমিউনিটি ফোরামকে গতিশীল করতে ফান্ড বৃদ্ধিতে জোরালো ভূমিকা রাখেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় সাবেক ডিআইজি ফজলুর রহমান, মোঃ তোফাজ্জেল হোসেন স্বপন, প্রকৌশলী আবুহেনা মোস্তফা কামাল, মোঃ আব্দুস সোবহান, মোঃ শরিফুল হুদা, সুলতান বিশ্বাস প্রমূখ।