আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সাতটি সিনেমা। এর মধ্যে অনন্ত জলিল ও বাপ্পী চৌধুরীর দুটি সিনেমা রয়েছে। যার একটি ‘কিল হিম’ অন্যটি ‘শত্রু’। প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্টের বানে ভাসছে সিনেমা দুটির টিজার ও ট্রেইলার।
‘কিল হিম’ সিনেমার এক মিনিটের টিজারটি অনন্তর ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে ২২ লাখেরও বেশি বার। টিজারটিতে রিয়েকশন দেওয়া প্রায় ১ লাখ মানুষের মধ্যে ৫২ হাজারেরও অধিক মানুষ ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছেন।
অন্যদিকে, গত ১১ এপ্রিল প্রকাশ হওয়া বাপ্পী চৌধুরীর ‘শত্রু’ সিনেমার ট্রেইলার তার ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে ছয় লাখেরও বেশি বার। টিজারটিতে রিয়েকশন দেওয়া ৩৩ হাজার মানুষের মধ্যে ২১ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন।
ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে একজন কিলারের চরিত্রে এবং ভিলেন চরিত্রে বর্ষা। আর সুমন ধর পরিচালিত ‘শত্রু’ সিনেমায় বাপ্পীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে এবং জাহারা মিতু অভিভাবকহীন এক বখাটে তরুণী।
সূত্র: ইত্তেফাক