জাতীয় দলে এখনো নবীণ ব্যাটার তাওহিদ হৃদয়। তবে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন এই ব্যাটার। ডাক পান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার। সেখানেও নিজের জাত চিনিয়েছেন হৃদয়।
চলমান এলপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলেছেন হৃদয়। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বদলে হৃদয়কে ডেকেছিল জাফনা। ৮ আগস্ট পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) ছিল হৃদয়ের শেষ ম্যাচ।
ম্যাচ শেষে হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছে জাফনা। ভেরিফায়েড ফেসবুক পেইজে তারা লিখেছে, ‘তিনি এলেন, জয় করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ হৃদয় ভাই।’
এলপিএল অভিষেকেই ৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হৃদয়। ৬ ম্যাচে ৩৮ এর বেশি গড়ে করেছেন ১৫৫ রান। টুর্নামেন্টে রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন হৃদয়।
সূত্র: ইত্তেফাক