হিট অ্যাকশন ডে উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের বর্ণাঢ্য র্যালি, নাটক প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রবিবার সকালে মেহেরপুর জেলা পরিষদের মিলনায়তন থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়। পরে সেখানে Heat Action Day উপলক্ষে নাটক প্রদর্শন করা হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হীরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগ সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর বিকেলে Heat Action Day উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হীরা, মেহেরপুর মহিলা কলেজর সাবেক প্রভাষক নুরুল আহমেদ উপস্থিত ছিলেন।
এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকারী এহসান শফিকের হাতে পুরস্কার তুলে দেন এবং দ্বিতীয় স্থান অধিকারী তালহা জুবায়ের এর হাতে পুরস্কার তুলে দেন।
খ গ্রুপে প্রথম স্থান অধিকারী সাজিদ আহমেদের হাতে তুলে দেন এবং দ্বিতীয় স্থান অধিকারী তানিছা তাসনিমের হাতে পুরস্কার তুলে দেন ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেরপুর জেলা ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।