হেমন্তের এই আগমনে
সোনা ধানের মেলা
হিম বাতাসে শিশির কণা
বাংলায় করে খেলা।
পিঠাপুলির ধুম পড়ে যায়
বাংলা মায়ের ঘরে
খেজুর রসের মিষ্টি পিঠা
খায় যে পেটটি ভরে।
কুটুম আসে কুটুম যে যায়
সবার বাড়ি বাড়ি
সবার হাতেই দেখতে যে পাই
হরেক পিঠার হাড়ি।
সাদা রঙের শাড়ি পড়া
শীতের বুড়ি আসে
লুটিয়ে পরে হিরের রুপে
সবুজ দূর্বা ঘাসে।