এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সরাসরি ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির সেবা নিতে পারবেন।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকেই এ সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে, প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য কেবল ফোনের কনট্যাক্টসে ১ (৮০০) চ্যাটজিপিটি বা ১ (৮০০) ২৪২-৮৪৮৭ নম্বরটি সংযুক্ত করতে হবে। এরপর মেটার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে।
তবে এ ফিচারে শুধুমাত্র চ্যাটজিপিটির টেক্সট ইনপুট সুবিধা পাওয়া যাবে। উন্নত ভয়েস মোড কিংবা ভিজুয়াল ইনপুট ফিচার এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে, চ্যাটজিপিটির জিরো ওয়ান মিনি মডেলের সব সুবিধা এই ফিচারের মাধ্যমে ব্যবহার করা যাবে।
অ্যাকাউন্ট ছাড়াই যেখানে চ্যাটজিপিটির চ্যাটবট রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ থেকেও এটি ব্যবহার করা যাবে। ওপেনএআই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের প্রমাণীকরণের নতুন উপায় নিয়ে কাজ করছে। তবে ফিচারটি সবার জন্য কবে থেকে উন্মুক্ত হবে, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে নির্দিষ্ট কোনও সময় উল্লেখ করা হয়নি।
এনগ্যাজেট আরও জানিয়েছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যাটজিপিটি হটলাইন চালু করেছে ওপেনএআই। ওই নম্বরটিও ১ (৮০০) চ্যাটজিপিটি। এটি স্মার্টফোন কিংবা পুরোনো ফ্লিপ ফোনেও ব্যবহারযোগ্য হতে পারে।
ওপেনএআইয়ের চিফ প্রোডাক্ট অফিসার কেভিন ওয়েইল জানিয়েছেন, ‘আমরা ওপেনএআইকে সবার কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছি মাত্র।’ সম্প্রতি ‘১২ ডেইজ অফ ওপেনএআই’ লাইভস্ট্রিম চলাকালে এ মন্তব্য করেন তিনি।
ওয়েইল আরও জানান, প্রতিষ্ঠানটির হ্যাক উইক আয়োজন থেকেই এ ফিচারগুলো তৈরি হয়েছে। চ্যাটজিপিটির এ নতুন সুবিধা প্রযুক্তিপ্রেমীদের জন্য বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: ইত্তেফাক