হোয়াটসঅ্যাপে অপরিচিত ফোন নম্বর থেকে পাঠানো বিভিন্ন বার্তার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানে এক ক্লিকেই অচেনা ফোন নম্বর থেকে পাঠানো বার্তা আটকে দেওয়ার (ব্লক) সুবিধা চালু করছে অ্যাপটি। নতুন এ উদ্যোগের আওতায় হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বারে থাকা অপরিচিত ব্যক্তিদের পাঠানো বার্তা নির্বাচনের পর ব্লক অপশনে ক্লিক করলেই নম্বরটি ব্লক হয়ে যাবে।
উল্লেখ্য, বর্তমানে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে প্রবেশের পর নম্বর ব্লক করার জন্য বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে দ্রুত নম্বর ব্লক করা যাবে।
সূত্র: এনডিটিভি