হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে নিয়মিত কাজ করছে। এরমধ্যে কদিন আগে তারা ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার অপশনের ঘোষণা দিয়েছে। তবে আরও তিনটি ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে। নতুন এই ফিচারগুলোর অপেক্ষা বেটা ব্যবহারকারীরা। কি এই নতুন ফিচার? চলুন জেনে নেই:
ইউনিক ইউজার নেম
হোয়াটস অ্যাপে এতদিন ইউনিক ইউজার নেমের অপশন ছিল না। সেটিংস থেকে প্রোফাইল মেনুতে গেলেই ইউজার নেম বদল করা যাবে। এভাবে প্রাইভেসি রক্ষা করা সহজ হবে। কারো ফোন নাম্বার দিয়ে হোয়াটস অ্যাপ একাউন্ট খোজার বদলে ইউজারনেম দিয়ে খুঁজলেই সমস্যার সমাধান হচ্ছে।
সেটিংস পেজে রদবদল
হোয়াটস অ্যাপ সেটিংস ব্যবহার করতে হলে প্রচুর স্ক্রলিং করতে হয়। কিন্তু মেটা এবার সেখানে বদল আনবে। অ্যান্ড্রয়েডের সেটিংসে এমন বদল আনলে ব্যবহারকারীদের সুবিধা হবে।
পাসওয়ার্ড রিমাইন্ডার
হোয়াটস অ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশনের নিরাপত্তার জন্যই নতুন এই ফিচার। ব্যবহারকারীরা এখন তাদের ডাটার পাসওয়ার্ড রিমাইন্ডার দিয়ে সহজেই নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। তবে এটি নিয়েও কাজ করা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক