হোয়াটসঅ্যাপের চ্যাট স্ক্রিনে শুধু একজন ব্যক্তির পাঠানো বার্তা দেখা যায়। ফলে সেই ব্যক্তির সঙ্গে বার্তা বিনিময়ের সময় অন্যদের পাঠানো বার্তা দেখতে গেলেই নতুন চ্যাট স্ক্রিন চালু হয়। এতে অনেকেরই মনোযোগে সমস্যা হয়। কিন্তু অন্যদের পাঠানো বার্তাগুলো না পড়লে সম্পর্ক নষ্টেরও ভয় থাকে। সমস্যা সমাধানে একাধিক অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার বিজ্ঞপ্তি সাময়িকভাবে বন্ধ বা মিউট করার সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।
নতুন এ সুবিধা দিতে হোয়াটসঅ্যাপের চ্যাট মেনুর ভেতরে যুক্ত করা হবে ‘সিলেক্ট চ্যাট’ অপশন। এ সুবিধা কাজে লাগিয়ে অন্য অ্যাকাউন্টগুলোর বার্তা নির্বাচন করে দিলেই, সেগুলোর পরবর্তী বিজ্ঞপ্তিগুলো দেখা যাবে না। শুধু তা–ই নয়, চাইলে বার্তাগুলো পড়া হয়েছে বলেও প্রদর্শন করা যাবে।
বর্তমানে ডেস্কটপ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ। সুনির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও শিগগির এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া