মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে।
নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ফরোয়ার্ড করা মিডিয়া, মেসেজে বিস্তারিত তথ্য বা নির্দেশনা যুক্ত করতে পারবে। ফলে পাঠানো বার্তাটি আরও বোধগম্য ও সহজ হবে টেকটাইমস। আগে বেটা পরীক্ষকদের জন্য ফিচারটি চালু করা হয়েছিল। বর্তমানে হালনাগাদ ভার্সনের মাধ্যমে সবার জন্য ফিচারটি চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরমটি।
সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াবেটাইনফো এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে আইওএস ব্যবহারকারীরা ফরোয়ার্ড করা কোনো ছবি, ভিডিও, ডকুমেন্ট বা জিআইএফ থেকে ক্যাপশন মুছে ফেলার পর সেখানে বিস্তারিত যুক্ত করতে পারবেন।