দেশের মাটিতে হামজা চৌধুরীকে খেলতে দেখার অপেক্ষা ফুরাচ্ছে দ্রুতই। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নামার কথা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলারের। তবে তার আগেই হোম গ্রাউন্ডে অভিষেক হয়ে যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার।
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ১০ জুনের ওই ম্যাচের পাঁচ দিন আগে অর্থাৎ ৫ জুন হবে ম্যাচটি। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আমরা ৩১ মে জাতীয় দল ঘোষণা করব। ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলব। ইথিওপিয়া, সুদান ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। আমরা সুদানকে প্রাধান্য দিচ্ছি। তারা ঢাকায় আসতে আগ্রহ দেখিয়েছে।’
প্রস্তুতি ম্যাচেও হামজাকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে কদিন আগেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে শেফিল্ডে খেলা এই তারকার। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলছেন হামজা। তার দল অবশ্য সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পায়নি। তবে এখনও সুযোগ আছে হামজাদের।
এইতো সেদিন এসেছিলেন হামজা। কিন্তু রেশ রেখে গেছেন অনেকটা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন, কোটি ভক্তকে দেখিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং অল্পতেই রেখে গেছেন বড় ছাপ। ভারতের বিপক্ষে লড়ে আবার ইংল্যান্ডে যাওয়ার আগে হামজা বলে গেছেন, দেখা হবে জুনে।
সূত্র: যুগান্তর