নতুন বছরে নতুন স্মার্টফোন কিনতে চান অনেকে। এ জন্য প্রায় সবাই কম দামে ভালো মানের স্মার্টফোনের খোঁজ করেন। বিষয়টি মাথায় রেখে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান দেশের বাজারে ১৩ হাজার টাকার নিচে বেশ কয়েকটি ভালো মানের স্মার্টফোন বাজারজাত করছে। দাম তুলনামূলক কম হলেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলো দিয়ে প্রয়োজনীয় প্রায় সব কাজই করা যায়। ১৩ হাজার টাকার নিচে ৩ স্মার্টফোনের খোঁজ দেখে নেওয়া যাক—
রেডমি ১০ এ
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলা ৬.৫৩ ইঞ্চি পর্দার ফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধা থাকায় চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর–সুবিধার ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ০৪
স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের স্বল্প বাজেটের ফোন হচ্ছে গ্যালাক্সি এ০৪। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ৬.৫ ইঞ্চি পর্দার এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। ৩ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৫০ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধার ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।
রিয়েলমি সি৩৩
অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ৬.৫ ইঞ্চি পর্দার এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি–সুবিধার ফোনটি ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থন করায় দ্রুত চার্জ হয়। ৩ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির সামনে ও পেছনে রয়েছে ৫০ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। দাম ১২ হাজার ৯৯৯ টাকা।
সূত্র: প্রথমআলো