‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ – এই ¯েøাগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত¡াবধানে কর অঞ্চল- খুলনার অধীনে উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৮ (বৈতনিক), কুষ্টিয়ার উদ্দোগে আগামী ১৭ থেকে ২০ নভেম্বর, ২০১৯ চারদিনব্যাপী আয়কর মেলা শুরু হতে যাচ্ছে।
কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব মো: আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার এস. এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, আয়কর উপদেষ্টা এডভোকেট আলাউদ্দিন আহমেদ।
সভাপতিত্ব করবেন যুগ্ম কর কমিশনার মোহাম্মদ তারিক ইকবাল। উক্ত মেলায় সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন উপ-কর কমিশনার জনাব মো: মতিউর রহমান। উক্ত মেলায় আয়কর দাতাগণ যেসব সুবিধাগুলি পাবেন:
আয়কর রিটার্ন দাখিল, ঞওঘ রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের ঞওঘ সনদপত্র প্রদান, আয়কর অধিক্ষেত্র সম্পর্কে জানতে পারবেন, আয়কর রিটার্ন ফর্ম কিভাবে পূরণ করতে হয়, ব্যাংক বুথে আয়কর প্রদানের সুবিধাগুলি পাওয়া যাবে।
-কুষ্টিয়া প্রতিনিধি