আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩ জন। আজ নিয়মিত ব্রিফিং এ তিনি এ তথ্য জানান।
এরআগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২৯ জন আক্রান্ত এবং চার জনের মত্যুর কথা জানিয়েছিলেন। সেব্রিনা ফ্লোরা জানান, স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই তথ্য জানিয়েছিলেন।