২৫০ বোতল ফেনিসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল। আটকরা হলেন, গাংনী উপজেলার তেরাইল গ্রামের সুলতান হোসেনের ছেলে আবুল কালাম (৩৮) ও একই গ্রামের মোতাহার আলীর ছেলে মেছের আলী (৫০)।
আজ রোববার (৩ এপ্রিল) ভোররাতে দিকে ভরাট গ্রামের রাস্তার উপর থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত নাম্বারপ্লেটহীন একটি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বামন্দী পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান চালান। এএসআই শরিফুল ইসলাম জানান, ভারত থেকে পাচার হয়ে আসা ফেনসিডিলের একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অবস্থান নেয়া হয়। তারা মোটরসাইকেল যোগে আসার সাথে সাথে তাদের আটক করা হয়।
আটক আবিল কালামের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক সহ নানা অভিযোগে ডজ্জন খানেক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুজনে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।