২৫ দিনের ব্যবধানে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে আবারো ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে কোটচাঁদপুর হাসপাতাল এলাকায় (খাঁন ইলেকট্রনিক্সের পাশে) এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইজিবাইক চালক পিন্টু জানান, বৃহস্পতিবার জীবননগর থেকে যাত্রীর ভাড়া নিয়ে কোটচাঁদপুর হাসপাতালে আসি। যাত্রী নামিয়ে আমার শরীর একটু খারাপ লাগলে হাসপাতাল এলাকায় খাঁন ইলেকট্রনিক্সের পাশের একটি সড়কে গাড়ির মধ্যে বিশ্রাম নিই।
পরে ওই স্থানে ইজিবাইক রেখে ঔষধ আনতে পাশের একটি ফার্মেসীতে যায়। সেখান থেকে ফিরে এসে দেখি আমার ইজিবাইক চুরি হয়ে গেছে। আশ-পাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে গেছি।
ভুক্তভোগী ইজিবাইক চালক পিন্টু চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামের মোঃ কাওছারের ছেলে। উল্লেখ্য এর আগেও গত ১২ ফেব্রুয়ারী কোটচাঁদপুর আঁখ সেন্টার এলাকার সনি আবাসিকের সামনে থেকে স্কুল পড়ুয়া এক কিশোর চালকের ইজিবাইক চুরি হয়।
সম্প্রতি শহরে ইজিবাইক চোর চক্রের দাপটে চুরি বেড়ে যাওযায় নিরাপত্তাহীনতায় ভূগছেন ইজিবাইক মালিক ও চালকরা। এব্যাপারে তারা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।