জেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে আলমডাঙ্গার পৃথক স্থানে ২ দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এই অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিলে লাইসেন্স বিহীন দীর্ঘদিন ধান-গম ও পাটের গোডাউন ব্যাবসা চালিয়ে যাচ্ছে ষ্টেশনপাড়ার মৃত-ফারুক হোসেনের ছেলে ইকরামুল কবির। ধান-গম ক্রয়ের ব্যবহৃত প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট আমজাদ হোসেনের গোডাউনে অভিযান চালায়। এসময় একরামুল কবিরের দোকানের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২০ দিনের জেল প্রদান করে।
অপর দিকে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে আব্দুর রহিম দোকানে পাটের বস্তা বিহীন প্লাস্টিক বস্তা ব্যবহার করা অভিযোগ পায় জেলা পাট অধিদপ্তর।
জেলা পাট অধিদপ্তরের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে নির্বাহি ম্যাজিষ্ট্রেট পপি খাতুন অভিযান পরিচালনা করেন।
এসময় দোকান মালিক জেহালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রহিমকে পাটের বস্তা বিহীন প্লাস্টিক বস্তা ব্যবহার আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পৃথক দুই অভিযানে জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
-আলমডাঙ্গা প্রতিনিধি