ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এ উপলক্ষেই ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
প্রতিদিন মেসি হয়ে থাকা কতটা কঠিন? এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, আমি ৩৪ বছর ধরে তো মেসি হয়েই আছি, তাই এটাতেই অভ্যস্ত হতে শুরু করেছি। যা করেছি, যা পেয়েছি, আমি সন্তুষ্ট। তবে অস্বীকার করব না, কখনো কখনো একটু আড়ালে থাকতে পারলে ভালো লাগত।
তিনি আরও বলেন, কেউ আমাকে চিনছে না, এভাবে পরিবার নিয়ে সময় কাটাতে পারলে ভালো লাগত। তবে এ নিয়ে আমার অভিযোগ নেই। এভাবে মানুষের প্রশংসা পাওয়া, হাসিমুখ দেখা কিংবা কারও কাছ থেকে ছবি তোলার বায়না শোনা— এগুলো দারুণ ব্যাপার। আমি এখন এতেই অভ্যস্ত এবং এটাই আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে।
থিয়েরি অঁরি বলেছেন আপনি সাধারণ মানুষ নন? এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, অঁরি এমন একজন, যার সঙ্গে আমি ড্রেসিংরুম ভাগাভাগি করেছি, অনেক শিরোপা জিতেছি। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক এবং তিনি সব সময় আমার সম্পর্কে ভালো কথাই বলেন। তার মতো একজনের কাছ থেকে প্রশংসা পাওয়া দারুণ ব্যাপার।