প্রথমবারের মতো মেহেরপুরের গাংনী উপজেলার এসএসসি পরীক্ষার্থীদের উপর শিক্ষকদের পাশা পাশি সিসি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হবে।
পরীক্ষা শতভাগ সুষ্ঠ নকলমুক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
তিনি জানান, উপজেলার মোট ১৩টি কেন্দ্র এর মধ্যে ৯টি মূল কেন্দ্র ও ৪টি উপকেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্র মোট পরীক্ষার্থী ৪২ হাজার ৭শ’৩৫জনের উপর ১শ’৪৭টি সিসি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হবে।
নির্বাহী কর্মকর্তা বলেন, আমার অফিস কক্ষের পাশেই একটি কন্ট্রোল রুম করা হয়েছে যেখানে ১৩জন আইটি এক্সপার্ট সার্বক্ষনিক থাকবেন। তাছাড়া আমার মোবাইল দিয়েও কেন্দ্রগুলো পর্যবেক্ষন করব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন খরচের বিষয়টি এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছেনা কারণ কোটেশনের মাধ্যমে তিনজনকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে তারা এখনও বিলটি সাবমিট করেনি। পরবর্তি সময়ে বলা যাবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার বিষয়ে তিনি বলেন, তেমন কোন গুরুত্বপূর্ণ ঘটনা না ঘটলে অফিস থেকেই পরিদর্শন করা সম্ভভ হবে।
মেপ্র/ইএম