বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গা কারাগারে কারাভোগ শেষে দর্শনা চেকপোস্ট সীমান্তে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠকে শেষে ভারতে ফিরলেন আব্বাস মন্ডল (৩৫)।
তিনি ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার রাঙ্গীয়ারপোতা গ্রামের মান্দার মন্ডলের ছেলে।
শনিবার ১৯ নভেম্বর বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে চেকপোস্ট দিয়ে তাকে ভারতে ফেরত দেওয়া হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আব্বাস মন্ডল । এসময় বাংলাদেশ অবৈধভাবে অনুপ্রবেশ করায় (বাংলাদেশ বর্ডার গার্ড) বিজিবির সদস্যরা তাকে আটক করে। চুয়াডাঙ্গা কারাগারে সাজা ভোগ শে
ষে দুদেশে হাইকমিশনে কাগজ আদান প্রদানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। শনিবার বেলা ১১ টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে নিজে দেশে ফেরত পাঠানো হয়েছে । আব্বাস আলীর পরিবারের পক্ষে তাকে গ্রহন করে তার ভাতিজা আদম মন্ডল।
পতাকা বৈঠক উপস্থিত ছিলেন (বাংলাদেশ বর্ডার গার্ড) বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবু, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম,দর্শনা থানা পুলিশের এসআই ফজলুর রহমান,ভারতের পক্ষে , বিএসএফ এর গেদে ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) অশোক কুমার , গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোলাপ চন্দ্র পাল, কাস্টমস ইনচাজ সৈকত কুমার, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাপিন মূখার্জি প্রমুখ।