১০ ওভারে ১৪২ রানের জবাব দিতে গিয়ে ৬৮ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেরও হোয়াইটওয়াশ এখন সময়ের ব্যাপার।
শূন্য রানে সাজঘরে ফিরেছেন দুই ব্যাটসম্যান। অধিনায়ক লিটন দাস আর মেহেদী হাসান।
শুরু থেকেই আসা-যাওয়ার মধ্যে রয়েছেন টাইগাররা। ব্যাট হাতে নামতে দেরি, উঠতে দেরি নেই।
এ পর্যন্ত সর্বোচ্চ ইনিংসটি এসেছে ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে। তাও মাত্র ১৩ বলে ১৯ রান। এই ১৯ করতেই রীতিমতো যুদ্ধ করতে হয়েছে তাকে।
বাকিরা যুদ্ধে নামার সুযোগই পাননি। কিউই পেসারদের তোপে বাংলাদেশি ব্যাটসম্যানরা একেবারেই অসহায়।
৪ বল খেলে দুই বাউন্ডারি হাঁকিয়েই আউট হয়ে গেছেন ওপেনার সৌম্য সরকার। ১০ রান জমা করেই বিদায় নেন তিনি।
কিউই অধিনায়ক টিম সাউদির বলে কট এন্ড বোল্ড হন সৌম্য।
সৌম্যর দেখাদেখি আউট হয়ে গেছেন অধিনায়ক লিটন দাসও। এক বল মোকাবিলা করতে গিয়েই সাউদির বলে সরাসরি বোল্ড হয়ে ফিরলেন। রানের খাতাই খুলতে পারলেন না তিনি।