মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে জেলাপ্রেশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ মুনসুর আলম খান।
অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর টিটিসির অধ্যক্ষ মো: আরিফ হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক অ্যাড ইব্রাহীম শাহিন।
বক্তব্য দেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, শিক্ষক শ্বাশত নিপ্পন।
সেমিনারে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা উন্নয়ন, বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ, তফসিলি ব্যাংকে অর্থ লেনদেনের বিষয়ে গুরত্ব দেন বক্তারা।
সেমিনার শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ প্রদান করা হয়।