মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের তিন জেলায় ৩টি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নীলিমা অাফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বাকি দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে নারায়নগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নাটোরে ড.এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ৩টি যুগোপযোগী খসড়া প্রণয়ন কমিটি করে দ্রুত পাঠানোর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।