দীর্ঘ একমাস সিয়াম সাধনা
তারপর আসে ঈদ,
আনন্দ আর কোলাকুলিতে
চন্দ্র মুদে নীদ।
ছেলেমেয়েরা খুশি মনে
ঈদের সেমাই খায়,
সালামি পায় বড় থেকে
খুশির সীমা নাই।
মা দাদীরা নতুন শাড়ীতে
দেখতে লাগে বেশ,
সবার মুখেই ঈদের হাসি
খুশি ভরায় রেশ।
নতুন পোশাক বাহারি খাবার
আত্মীয় দেখার পালা,
বহুদিন পর দেখি প্রিয় মুখ
ঈদ আনন্দ মেলা।