সাবেক মন্ত্রী ফরহাদের মদদে কোটিপতি ছাত্রলীগ নেতা বাঁধন

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের মদদপুষ্ট জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। মন্ত্রীর মদদে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ঠিকাদারী বাগিয়ে নিয়ে তিনি সম্পদের মালিক হন।

এছাড়া অনলাইন জুয়ার পরিচালনা করেও হয়েছেন টাকার মালিক। ছাত্রলীগের রাজনীতি থেকে ব্যবসায়ী বা আর্থিক সুবিধা নেওয়ার নিয়ম না থাকলে ক্ষমতার দাপটে তিনি এসকল সুবিধা নিয়েছেন। তার দাদা আমিনুল ইসলাম মুজিবগর উপজেলার যতারপুর গ্রামের একজন তালিকাভুক্ত রাজাকার। চাচা আমাম হোসেন মিলু মুজিবনগর উপজেলার অপসারিত চেয়ারম্যান। চাচার হাত ধরে তিনি মন্ত্রীর পাশে স্থান করে নেন। মন্ত্রীর সুপারিশে বনে যান ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি।

অভিযোগ রয়েছে আব্দুস সালাম বাঁধন ও তার চাচা আমাম হোসেন মিলু মেহেরপুরের অনলাইন জুয়ার অন্যতম গডফাদার। সরকার পরিবর্তনের পর থেকে চাচা-ভাতিজা দুজনই আত্মগোপনে রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে কয়েকটি মামলাও হয়েছে।

অনলাইন জুয়ার অপরাধে বিভিন্ন সময় পুলিশ প্রায় অর্ধশত এজেন্টকে গ্রেফতার করলেও সাবেক জনপ্রশাসন মন্ত্রীর সিগনাল থাকায় এই দুই চাচা-ভাতিজাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ওই সময় আক্ষেপ ছিলো। তবে তা প্রকাশ করতে পারেনি।

আব্দুস সালাম বাঁধন জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগের সভাপতি হলেও গঠণতন্ত্র অমান্য করে তিনি বিয়ে করেছেন, এক কন্যা সন্তানের পিতা, পেশায় ঠিকাদারী ব্যবসায়ী। ছাত্রলীগের জেলা কমিটির মেয়াদ অনেক আগে শেষ হলেও ক্ষমতার লিপ্সু বাঁধন সম্মেলনও করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, জেলা কমিটির সভাপতি বিবাহিত এবং এক কন্যা সন্তানের বাবা। তিনি ঠিকাদারী ব্যবসার আড়ালে মূলত অনলাইন জুয়ার অন্যতম সম্রাট। ক্ষমতায় থাকার কারণে তার বিরুদ্ধে কেউ কোন কথা বলতে না পারলেও ভিতরে তাদের ক্ষোভ রয়েছে।

ছাত্রলীগের সভাপতির পদ বাগিয়ে তিনি হয়েছেন কোটিপতি। ছাত্র না থাকলেও তিনি মায়ের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান তৈরি করে বিভিন্ন দপ্তরের কাজ করছেন। সড়ক ও জনপথ বিভাগ, এলজিইড, শিক্ষা প্রকৌশল অধিপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিভিন্ন ঠিকাদের সাথে লিয়াজু করে কাজ করতেন। প্রতিটি কাজে রয়েছে অনিয়ম ও দুনীতির অভিযোগ। আব্দুস সালাম বাঁধনের অনিয়ম নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়েও কালের কণ্ঠতে সংবাদ প্রকাশিত হলে তার বিল আটকিয়ে দেয় সড়ক ও জনপথ বিভাগ। পরে সিডিউল মোতাবেক কাজ করে তাকে বিল নিতে হয়েছে। এছাড়া কয়েকটি কাজে অনিয়মের কারণে দুদকের অনুসন্ধানও চলছে বলে জানা গেছে।

এ সকল অনিয়ম, কমিটির পদ, অনলাইন জুয়ার মাধ্যমে তিনি হয়েছেন কোটি কোটি টাকার মালিক। নিজ গ্রাম মুজিবনগর উপজেলার যতারপুরে এক সঙ্গে একই দাগে কিনেছেন ৫বিঘা জমি। যার বর্তমান বাজার মূল্যো প্রায় দেড় কোটি টাকা। এছাড়া শহরে এবং গ্রামেও তার জমি কেনার খবর পাওয়া গেছে। ছাত্রলীগের সভপতি হলেও তিনি যাতায়াত করতেন প্রাইভেট কারে। পরে বিষয়টি সমালোচনা কারটি বিক্রি করে দেন বলে জানা গেছে।

২০১৮ সালের ৩ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন আব্দুস সালাম বাঁধন। পরবর্তিতে ২০১৯ সালের ১৪ জুলাই পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের নেতারা অভিযোগ করে বলেন, জেলা কমিটির সভাপতি বিবাহিত এবং ব্যবসায়ী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেন্দ্র একাধীক বার অভিযোগ দেওয়া হয়েছে তবুও কেন্দ্র কোন ব্যবস্থা নেননি। ফলে জেলা কমিটি ও অন্যান্য ইউনিটের কমিটিগুলো অনেক বিবাহিত নেতা তৈরি হয়েছে। যা ছাত্র রাজনীতির জন্য কাল হয়েছে।




গাংনীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন যুবক

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লিখন হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে। এঘটনায় আটোবাইক চালক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিখন হোসেন মোটরসাইকেল যোগে গাংনী থেকে সাহারবাটি যাচ্ছিলেন এবং অপরদিক থেকে গাংনী গামী একটি ইজিবাইক চৌগাছাতে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিখন হোসেন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়াতে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় পাবনা জেলার রুপপুর এলাকায় পৌছানোর পর তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




মাওলানা তাজউদ্দিন খান আবারও জেলা জামায়াতের আমীর নির্বাচিত

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর জেলার পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা তাজউদ্দিন খান।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জেলা জামায়াতের আমীর হিসেবে তার নাম ঘোষণা করেন।

মাওলানা তাজ উদ্দিন খান এবার দিয়ে চতুর্থবারের মত মেহেরপুর জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন।
দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।




চুয়াডাঙ্গায় হাত ধোয়া প্রদর্শনী ও হ্যান্ডওয়াশ বিতরণ

“স্বাস্থ্য সুরক্ষার পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” প্রতিপাদ্য বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মিম সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে হাত ধোয়া প্রদর্শনী ও হ্যান্ড ওয়াশ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলডাঙ্গা হাফেজিয়া কাওমি মাদ্রাসা ও লিল্লাহি বোডিং এর ছাত্রদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনী ও হ্যান্ড ওয়াশ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উল্লেখ মিম সমাজকল্যাণ সংস্থা একটি সেচ্ছাসেবীমূলক সেবাধর্মী সংগঠন। বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে আসছে। মিম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাবরিনা ইয়াসমিন মিমের নেতৃত্ব চুয়াডাঙ্গায় ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি, গরীব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবাদান, রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও হ্যান্ডওয়াশ বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাকিব বিশ্বাস, সংগঠনের সেচ্ছাসেবক ফিরোজ হোসেন, অন্তর রহমান, সাদ হাকিম, মামুন আর রশিদ, মইন আশরাফ সহ সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।




চুয়াডাঙ্গায় বাঁধন সংগঠনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

“রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন” প্রতিপাদ্যে বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোন এ রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল দশটাই বাঁধন সংগঠনের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট পদ্মা জোন এর পক্ষ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়।

র‍্যালিটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে কোর্ট মোড় ঘুরে আবার চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোন এর সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে পুরো আয়োজন জুড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ,কে,এম সাইফুর রশীদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বাঁধন সংগঠন একটি সেচ্ছাসেবী, অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও জনকল্যাণমূলক রক্তদাতাদের একটি সংগঠন। বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোন যেদিন থেকে কার্যক্রম শুরু করছে সেদিন থেকেই চুয়াডাঙ্গার মানুষের আর রক্ত নিয়ে চিন্তা করতে হয় না। চুয়াডাঙ্গার মানুষের আস্থার সংগঠন হয়ে উঠেছে বাঁধন সংগঠন। বিনা স্বার্থে মানুষের উপকারে কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের একঝাঁক সেচ্ছাসেবক। এ সময় বাঁধন সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সকল রক্তদাতা সেচ্ছাসেবকদের ও নতুন কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” স্লোগান নিয়ে বাঁধন সংগঠন ১৯৯৭ সালের ২৪ অক্টোবরে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল থেকে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের ৫৪টি জেলায় ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান রক্তদাতাদের বাঁধন সেচ্ছাসেবী সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটে ৪২৭ ব্যাগ রক্তের চাহিদায় তারা ৪০০ ব্যাগ রক্ত বিভিন্ন সময়ে বিভিন্ন রোগীদের ম্যানেজ করে দিয়েছে এবং ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করেছেন ১২০০ জনের।

২৭ বছর পূর্তির আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রফেসর ফারজানা কেতকী, শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলাম, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট এর শিক্ষক উপদেষ্টা সফিকুল ইসলাম, মতিউর রহমান, আবু বকর ছিদ্দিক, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, মাসুম হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা সাজেদুর রহমান, ইব্রাহিম হোসেন, তৌফিক শুভ, সজিবুল ইসলাম, সুজাউদ্দীন টুটুল, হাফিজুর রহমান, অনামিকা জোয়ার্দ্দার, বাঁধন পদ্মা জোনাল পরিষদের সভাপতি আজিজুর রহমান, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মিকাইল হোসেন, সাকিব বিশ্বাস, সামিউল, হাসিবুল, রাসেল,মর্তুজা,রিমা,মুসলিমা, রাজীব,আশিক,মনিরুল, অপূর্ব সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের রোভার স্কাউটস ও বিএনসিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় উপজেলার নবাগত ইউএনও এবং ওসিকে ফুলের শুভেচ্ছা

দামুড়হুদায় মানব সেবা সেচ্ছায় রক্তদান সংগঠনের পক্ষথেকে দামুড়হুদা উপলেজার নাবাগত উপজেলা নিবাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল ও দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুই নবাগত কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মানব সেবা সেচ্ছায় রক্ত দান সংগঠনে সভাপতি এনামুল হক, সেক্রেটারি জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আকাশ মিয়া, দামুড়হুদা সদর ইউনিয় শাখার সভাপতি তালহা জুবায়ের, অর্থ সম্পাদক আকরাম মিয়া, সাংগনিক সম্পাদক আহসাফ মিয়া, প্রাচার সম্পাদক সাকিব মিয়া, হাউলী ইউনিয় শাখার সভাপতি জহিরুল ইসলাম, সেক্রেটারি আল আমিন, অর্থ সম্পাদক রিওন, কারপাসডাঙ্গা ইউনিয়ন সভাপতি রাহিমুল্লাহ, জুড়ানপুর ইউনিয় শাখার সহ সভাপতি বাবুল মিয়া, সহ সেক্রেটারি আবির, নাটুদাহ ইউনিয়ন শাখার সহ সভাপতি হুসাইন মিয়া, সেক্রেটারি আহাদ আলী, কার্পাসডাঙ্গা ইউনিয় শাখার সভাপতি রাহিমুল্লাহ, দপ্তর সম্পাদক আল আমিন রজব প্রাচার সম্পাদক আবু জিহাদ সিফাত, ক্রিয়া সম্পাদক রাব্বি, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজ শাখার সভাপতি আকাশ মিয়া, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, প্রাচার সম্পাদক রিফাত মিয়া সহ রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুব রেডক্রিসেন্ট সৌসাইটির দামুড়হুদা উপজেলার যুব প্রধান মোঃ আব্দুর রহিম প্রমূখ।




মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশন আরএমটিপি প্রকল্পের মেশিন ও চেক বিতরণ

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশন আরএমটিপি প্রকল্পের মেশিন ও চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ফুলবাগান পাড়ায় মেহেরপুর সদর উপজেলা ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট অফিসে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ডেনমার্ক দূতাবাস (ড্যানিডা) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট আরএমটিপি’র আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধ জাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের মাধ্যমে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন, দানাদার খাদ্য ভাঙানো মেশিন এবং অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয় ।

উক্ত মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমটিপি’র প্রকল্প ব্যবস্থাপক  ডা.আবু সালেহ্ মোঃ শহীদ, ইউনিট ম্যানেজার মোঃ মাজিদুল ইসলাম , ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কৃষিবিদ সাজেদুল হক , এলএসপি শাহিনুল ইসলাম এবং স্বপন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন ।

মেশিন বিতরণকালে প্রকল্প ব্যবস্থাপক সামগ্রিকভাবে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন ।

এ সময় ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ আশরাফুল হক খামারিদের উদ্দেশ্যে মেশিন ব্যবহারের সামগ্রিক গুরুত্ব ও সময় অপচয় রোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোছাঃ সহিবা খাতুন ।




মেহেরপুরে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

মেহেরপুর বিআরটিএ’র মোটর ভেহিকেল ইন্সপেক্টর জিয়াউর রহমানের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে একটি পক্ষকে মোটরযানের ড্রাইভিং লাইসেন্স এর লিখিত পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র’র (টিটিসি)ড্রাইভিং ট্রেডের পরীক্ষার্থীরা।

বিআরটিএ’র মাধ্যমে যারা ঘুষ দিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে তাদের সকলকেই গতকাল বুধবার অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় পাশ করানো হয়েছে অপর দিকে টিটিসি’র পরীক্ষার্থীরা ঘুষ না দেওয়ায় তাদের ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন কে পাশ করানো হয়। পরে পরীক্ষার্থীরা খাতা পুনরায় নিরীক্ষার আবেদন জানায়, তাতে আরও ২০ জন পাশ করে। এমন অভিযোগে ফুৃঁসে ওঠেন তারা। তাদের অভিযোগের পরে আগের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হলে পরিস্থিতি শান্ত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অভিযোগ, টিটিসি’তে তিন মাসের ড্রাইভিং কোর্স শেষ করে ৭৬ জন পরীক্ষার্থী ড্রাইভিং পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র ২৭ জন পাশ করেছে। এদিকে কোন রকম প্রাকটিক্যাল ও ব্যবহারিক প্রশিক্ষণ না নিয়ে ১শ ৩৫ জন ড্রাইভিং পরিক্ষায় অংশ নেন। এদের মধ্যে ১শ ৩০ জনকে ঘুষের বিনিময়ে পাশ করানো হয়েছে। টিটিসি থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের খাতা পুণঃ পরীক্ষনে ২০ জন পুনরায় পাশ করে। এতে প্রমানিত হয় খাতা নিরীক্ষণে অনিয়ম হয়েছে। তাদের আরো অভিযোগ বিগত দিনে টিটিসি থেকে ড্রাইভিং পরীক্ষায় অংশ নেওয়ার সময় জনপ্রতি বিআরটিএ অফিসে দুই হাজার টাকা করে ঘুষ দিতে হতো। কিন্তু এবার তারা সে ঘুষ পদ্ধতি বন্ধ করে দিয়েছে। তাই তাদের ইচ্ছা করে ফেল করানো হয়েছে। তবে পুনঃ পরীক্ষায় টিটিসি থেকে ৬২ জন অংশ গ্রহণ করে ৫৫ জন লিখিত পরীক্ষায় পাশ করে তবে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ১৮ জন পাশ করে। অপর দিকে বিআরটিএ দপ্তরের কম্পিউটার অপারেটর স্বাধীনের বিরুদ্ধে বায়োমেট্রিক গ্রহণের সময় জনপ্রতি ১শ টাকা করে ঘুষ নেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা।

এ বিষয়ে বিআরটিএ দপ্তরের মোটর ভেহিকল ইন্সপেক্টর জিয়াউর রহমান বলেন কোন অনিয়ম হয়নি। তবে খাতা দেখায় কিছু ভুল হয়েছিলো।

মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আগের পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তবে কেউ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ছাত্রলীগকে নিষিদ্ধ করায় দামুড়হুদার হাউলী ইউনিয়নে আনন্দ মিছিল

ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করায় দামুড়হুদার হাউলী ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তারা জয়রামপুর থেকে মিছিল নিয়ে হাউলী ইউনিয়নের প্রত্যেক টা গ্রাম ঘুরে জয়রামপুর এসে সমাবেশ করে।

মিছিলে তারা বলেন এই মুহূর্তে খবর এলো-ছাত্রলীগ নিষিদ্ধ হলো, ছাত্রলীগ জঙ্গি খুনি হাসিনার সঙ্গী, দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত, ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে, হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, এসব স্লোগান দেন।

এসময় নেতারা অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। কারণ, ছাত্রলীগ সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা হত্যাকাণ্ড, গুম, ছিনতাই, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতন, টেন্ডারবাজি এবং অন্যান্য অপরাধে জড়িত ছিল। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু নোমান পাপন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, সদস্য দেলোয়ার হোসাইন, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সদস্য রাকিব হাসান, সোলায়মান হক, হাউলী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, দামুড়হুদা থানা যুবদলের সদস্য মেজবাহুল হক সুমন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, জাহিদুল ইসলাম, লাজিব সিদ্দিকী, নাজমুল, রব, মহাসিন, নয়ন।

আরো উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক তামিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকি, দপ্তর সম্পাদক নাবিদ ফয়সাল, সদস্য আশরাফুল, নয়ন, জসিম, শাকিল, কিরণ, স্বপন, সাগর, স্বাধীন, সায়েম, আলিফ প্রমুখ।




সকলকে একত্ববদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-আব্দুর রশিদ

ছাত্র আন্দোলনে ছাত্র জনতার চাপে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে ঠিকই।কিন্তু অলিতে গলিতে তার প্রেত-আত্মারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সব সময় তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাই আমাদের সকলকে একত্ববদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে সকলকে একত্ববদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে মুজিবনগরে বাগোয়ান ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও আলোচনা সভায় এ সব কথা বলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের উপর আমাদের কোন ক্ষোভ নেই। তবে বাগোয়ানবাসীকে বলে দিতে চাই, যে সকল আওয়ামী লীগের নেতারা পরিচয় দিয়ে গেছে আমি মন্ত্রীর খালাতো ভাই, খালাতো বোন, মন্ত্রীর কাছের লোক।

এসব বলে তারা আমাদের উপর যে অত্যাচার করেছে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এ সকল লোকদের ক্ষমা করা হবে না।

উক্ত আলোচনা সভায় মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও (সাবেক মেম্বার) আনিসুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোখলেসুর রহমানের সঞ্চালনায় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হামিদ, মুজিবনগর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সহ-সভাপতি শাহীনুর রহমান (শাহিন), উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন ও তুষার।

এ সময় জুলাই- আগস্ট এ নিহত সকল ছাত্র-জনতার আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।