কেজিএফ থ্রি নিয়ে সুখবর

বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘কেজিএফ’ ও ‘কেজিএফ টু’ ফ্র্যাঞ্চাইজি ৩য় কিস্তি নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। কেজিএফ এর আগের দুই পর্বেই দর্শক মাতিয়েছেন ‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ। এবার তিনি ‘কেজিএফ থ্রি’র রকি ভাইয়ের চরিত্র নিয়ে ফেরার সুখবর দিলেন ভক্তদের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কেজিএফ থ্রি’ নিয়ে কথা বলেছেন অভিনেতা যশ।

সাক্ষাৎকারের সময় যশ বলেন, ‘কেজিএফ থ্রি’ অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি এই দুটি প্রকল্পে (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছি। আমরা (তিনি ও প্রশান্ত নীল) এটি সম্পর্কে হামেশাই কথা বলি, আমাদের অনেকগুলো পরিকল্পনাও আছে… এটি বিশাল হবে, এটি এমন একটি বিষয় যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।’

এসময় তিনি ‘কেজিএফ থ্রি’ সিনেমার পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমরা সত্যিই যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা কেজিএফ ৩ এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে।

এটা একটা কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর পরিচালক প্রশান্ত নীল আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।’

২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। আর কেজিএফ চ্যাপ্টার ২ আসে ২০২২ সালে। এই ফ্র্যাঞ্চায়েজিতে যশকে দেখা গিয়েছে কি ভাইয়ের চরিত্রে।

কেজিএফের প্রথম পার্টটি ২৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। তবে কেজিএফ চ্যাপ্টার ২ ছিল ম্যসিভ হিট। ১২০০ কোটির উপর ব্যবসা করেছিল সিনেমাটি।

দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তও। আশা রাখা যায়, তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নীল। এখন দেখার কবে অফিসিয়ালি কেজিএফের ঘোষণা করেন তারা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে সাড়ে ৩১ হাজার কিশোরী পাবে এইচপিভি টিকা

জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে মেহেরপুরে সাড়ে ৩১ হাজার জনের বেশি কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।  মেহেরপুর সিভিল সার্জন অফিসের মাধ্যমে আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী এ বিশেষ টিকা কার্যক্রম চলবে।

এ উপলক্ষে আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টার সময় সিভিল সার্জন হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার মহী উদ্দিন আহম্মেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এইচপিভি ক্যাম্পেইন বিষয়ে সার্বিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক। এসময় এই কর্মসূচির তত্বাবধায়ক ডাক্তার খোন্দকার ইমরান হাসিব উপস্থিত ছিলেন।

আগামী ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ৫ম শ্রেণীতে অধ্যয়নরত ৬ হাজার ৬৯৬ জন, ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ণরত ৬ হাজার ২৪৬ জন, সপ্তম শ্রেণির ৬ হাজার ৩৩৮ জন, অষ্টম শ্রেণির ৬ হাজার ১১১ জন, নবম শ্রেণির ৫ হাজার ৯৩৯ জন, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ৪১ ছাত্রীকে টিকা প্রদান করা হবে।

এছাড়াও ৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ২০২ জন কিশোরীদের টিকা প্রদান করা হবে।




ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় রিয়ালের

সান্তিয়াগো বার্নাব্যুর ৯০ মিনিট অনেক লম্বা। কথাটি ফুটবলভক্তদের জানা। বার্নাব্যুর ৯০ মিনিট কতো লম্বা, তা আরও একবার দেখলো ফুটবল বিশ্ব। ২-০ গোলে পিছিয়ে বিরতিতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে কামব্যাকের অসাধারণ গল্প লিখে বরুশিয়া ডর্টমুন্ডের জালে ৫ গোল দিয়েছে লস ব্লাঙ্করা। আর সেই গল্পের মহানায়ক ভিনিসিয়ুস জুনিয়র। করেছেন অসাধারণ এক হ্যাটট্রিক।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের ৩০ মিনিটে ডোনিয়েল মালেন ও ৩৪ মিনিটে জেমি গিটেন্সের গোলে এগিয়ে যায় বরুশিয়া। তাদের গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

এরপরের গল্পটা শুধুই রিয়ালের। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ভিনিসিয়ুস-রদ্রিগোরা। একের পর এক আক্রমণে ডর্টমুন্ড ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। ম্যাচের ৬০ মিনিটে গোল করে দলের ব্যবধান কমান অ্যান্টোনিও রুডিগার।

এর দুই মিনিট পরেই স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়ুস। তার গোলে সমতায় ফেরে রিয়াল। এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় লস ব্লাকোরা। ম্যাচের ৮৩ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় রিয়াল। লকাস ভাসকেস গোল করে এগিয়ে দেন দলকে।

এর তিন মিনিট পরে অসাধারণ এক গোল করেন ভিনিসিয়ুস। নিজেদের অর্ধে থেকে বল পেয়ে একাই টেনে নিয়ে যান এই ব্রাজিলিয়ান। প্রায় ৭০ মিটার দৌড়ে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ শটে বল জালে জড়ান ভিনি।

এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিনির তৃতীয় হ্যাটট্রিক। তবে চ্যাম্পিয়নস লিগে প্রথম। তার অসাধারণ নৈপুণে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে এইচপিভি টিকাদান কর্মসূচী উপলক্ষে কর্মশালা ও পরিকল্পনা সভা

মেহেরপুরে এইচপিভি টিকাদান কর্মসূচী ২০২৪ উপলক্ষে কর্মশালা ও পরিকল্পনা সভা আয়োজন করা হয়েছে।

আজ বুধবার ( ২৪ অক্টোবর) সকাল দশটার সময় মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন ও জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এইচপিভি টিকাদান কর্মসূচী ২০২৪ উপলক্ষে কর্মশালা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও মেডিকেল অফিসার ডাঃ ইনজামুল হক।

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আমানুল্লাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার ওবাইদুর রহমান।

এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান, গাংনী উপজেলা মডেল মসজিদের ইমাম জাহিদুর রহমান।

কর্মশালা ও পরিকল্পনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল হামিদ।

পরে মেহেরপুর জেলা এইচপিভি ক্যাম্পেইন ঠিকাদান কার্যক্রম জোরদারকরণের নিমিও এ কর্মশালা ৪০ জন অংশগ্রহণ করে




মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ ৩ জন আটক

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ইটালি তৈরী একটি অত্যাধুনিক ম্যাগজিন ও পিস্তলসহ ৩ জনকে আটক করেছে মেহেরপুর অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

 

আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় জনৈক বাবলুর বাড়ি পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে আওয়ামীলীগ সমর্থক কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম(৩২), দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে পেশাদার চোর এনামুল হক (৩৫) এবং একই গ্রামের মিন্টু আলীর ছেলে বিএনপি সমর্থক সাইফুল ইসলাম (৩২)।

বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ এই তিনজনকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, দারিয়াপুর গ্রামের আটক এনামুল হকের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। সে এর আগেও এলাকায় কয়েকটি দোকানে চুরি করে ধরা পড়েছিল। এনিয়ে তার বিরুদ্ধে একাধিকবার শালিস বৈঠক ও জরিমানা করা হয়েছে।

 

মেহেরপুর সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গেলোরাতে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে একটি টিম মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামের সাইফুল ইসলাম, একই উপজেলার দারিয়াপুর গ্রামের এনামুল হক ও অপর সাইফুল ইসলামকে আটক করে। তাদের আটকের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অস্ত্রের কথা স্বীকার করেন। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকার ছেলে বাবলুর বাড়ির পাশ থেকে ইটালি তৈরি ম্যাগাজিনসহ একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেন।

এঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




দামুড়হুদায় রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ শে অক্টোবর) দুপুর ১ টার সময় উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দামুড়হুদার আয়োজনে বিপ্লবী ছাত্র জনতার গণজমায়েত অনুষ্ঠিত হয়।

গণজমায়েতে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা, রাষ্ট্রপতি চুপ্পুকে ফ্যাসিবাদ হাসিনা সরকারের দোসর ও গণহত্যার প্রতিবাদে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্ন স্লোগান দেন এবং অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তোলেন।

এসময় দামুড়হুদা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ হাসান, খাজা ইবনে মুদ্দাসসির আজম (মাজিন) রহিমের নেতৃত্বে সানজিদা তাবাসসুম, মাহির শাহরিয়ার, মেহেরাব হোসেন, রকিবুল ইসলামসহ প্রায় শতাধিক শিক্ষার্থী গণজমায়েতে অংশগ্রহণ করেন।




দর্শনায় গাঁজাসহ দক্ষিণ চাঁদপুরের একজন গ্রেফতার

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ পারভেজ মুন্সিকে (২৩)গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত পারভেজ মুন্সি দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের লালু মুন্সির ছেলে। আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় দক্ষিণ চাঁদপুর ইট খোলা পাড়ায়।

এ সময় পুলিশ পারভেজ মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ পলাতক হিসাবে দক্ষিণ চাঁদপুর হল্ট ষ্টেশন পাড়ার নুরু মিয়ার ছেলে রুস্তম আলীর বিরুদ্ধে পলাতক মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার পারভেজ মুন্সিকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।




দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের গাভর্নিং বডির সভাপতি হলেন তনু

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের গাভর্নিং বডির সভাপতি হলেন রফিকুল হাসান তনু।

আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্বাক্ষরিত এক পত্রে সভাপতির অনুমোদন দেওয়া হয়।

জানাযায়, বৈষম্য ছাত্র জনতা আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজের গভর্নিং কমিটি বিলুপ্ত করা হয়।পরে দামুড়হুদা উপজেলার আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের সভাপতি পদে দামুড়হুদা থানা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হাসান তনুর নাম প্রস্তাব করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক স্বাক্ষরিত পত্রে আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে অনুমোদন দেওয়া হয়।

আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির সভাপতি রফিকুল হাসান তনু হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরাসরি এবং ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

‘ছাত্রজনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক চাই (নিসচা) দিবস পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নিসচার চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এই দিবসটি পালনসহ র‌্যালি ও সমাবেশ করা হয়।

এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের কোর্ট মোড় ঘুরে একই স্থানে এসে র‌্যালি শেষ করা হয়। ওই সময় চুয়াডাঙ্গা নিসচার দিবসটি সফল করতে র‌্যালিতে অংশনেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। এরপর এই দিবসের র‌্যালি শেষ করে সংগঠনটির সভাপতি এ্যাড. মানিক আকবরের সভাপতিত্বে সমাবেশ সভা করা হয়।

সভায় বক্তারা বলেন, সড়ক যেন হয় শান্তির, মৃত্যুর নয়। তাই সকলকে সড়কের নিয়ম মেনে চলাচল করতে হবে। সড়কের চলাচলের মোবাইল ফোনে কথা বলা যাবে না। এতে দূর্ঘটনার ঝুকি থাকে। ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে। প্রায় তিন দশক আগে এই দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান নিয়ে গড়ে তোলেন সামাজিক সংগঠন-নিরাপদ সড়ক চাই (নিসচা)। এই আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে দেশে দিবসটি জাতীয় ভাবে পালন হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা নিরাপদ সড়ক চাই (নিসচার) সাধারন সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি কানিজ সুলতানা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান সেলিম, জামান আখতার, শামিম আহমেদ বিপ্লব, সমাজকল্যান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা মিনি, দপ্তর সম্পাদক শেখ লিটন, সদস্য ইলিয়াস হোসেন, বিজন, মাজেদুল, ওবাইদুল ইসলাম তুহিন সহ অন্যান্যরা।




মুজিবনগরে গ্রাম আদালত প্রকল্পের অগ্রবর্তী পরিদর্শন

মেহেরপুরের মুজিবনগরে গ্রাম আদালত প্রকল্পের অগ্রবর্তী পরিদর্শন করেছেন জাতীয় প্রজেক্ট কো-অর্ডিনেটর বিভাস চক্রবর্তী।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও অন্যান্য মেম্বারদের সাথে গ্রাম আদালত এর কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এবং মামলার লতি পর্যবেক্ষণ, একলাস পরিদর্শন করেন।

এ সময় গ্রাম আদালতের সেবা পেয়েছে এমন উপকার ভোগীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শংকর পাল, গ্রাম আদালত ইউএনডিপির প্রজেক্ট এনালিস্ট শরিফা পারভীন, গ্রাম আদালত বাস্তবায়ন কমিটির জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান, মুজিবনগর উপজেলা সমন্বয়কারী শাকিলুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সাথে গ্রাম আদালতের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।