চুয়াডাঙ্গায় গলা কেটে এক নারীকে হত্যা

চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ে অঞ্জলি (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়াড় দক্ষিনপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অঞ্জলি খাতুন দৌলতদিয়াড় দক্ষিনপাড়ার গহেশের স্ত্রী ও পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত. মেঘনাথের মেয়ে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী এ খুনের তথ্য নিশ্চিত করে বলেন, এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।




৩৬ বছর পর ভারতের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট জয়

১৯৮৮ সালে ভারতের মাটিতে সবশেষ টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। এরপর দীর্ঘদিন ভারতের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে জয়হীন ছিল কিউইরা। দীর্ঘ ৩৬ বছরের খরা কাঁটিয়ে অবশেষে ভারতের মাটিতে টেস্টে জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

বেঙ্গালুরু টেস্টে প্রথম দিনেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় নিউজিল্যান্ড। দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয় ভারত।

জবাবে রাচীন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৪০২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৫৭ বলে ১৩৪ রান করেন রাচীন। ৩৫৬ রানের লিড পায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়ায় ভারত।

৩৫৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শরফরাজ খান ও রিঝভ পন্থের ব্যাটে লড়াই করে ভারত। সেঞ্চুরি তুলে নেন শরফরাজ। তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন পন্থ।

এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানে অলআউট হয় ভারত। ১০৭ রানের পুঁজি পায় স্বাগতিকরা। শরফরাজ ১৯৫ বলে ১৫০ ও পন্থ ১০৫ বলে ৯৯ রান করেন। হেনরি ও উইলিয়াম নেন ৩টি করে উইকেট।

১০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানের মধ্যে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রাচীন ও উইল ইয়ং এর ব্যাটে ভর করে ৮ উইকেটের জয় পায় কিউইরা। ইয়ং ৭৬ বলে ৪৮ ও রাচীন ৪৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও ইউনিয়ন সমন্বয়ক গঠন

মেহেরপুর জেলাধীন মেহেরপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও ইউনিয়ন সমন্বয়ক গঠন করা হয়েছে।

জেলা সমন্বয়ক ক্যাপ্টেন (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেকের আয়োজনে রবিবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে মেহেরপুর সাধু বার্ণবার গির্জা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা ও ইউনিয়ন সমন্বয়ক গঠন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক ক্যাপ্টেন (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।

বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা উমেদীন আলী, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল হক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনার আগে ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে, মুক্তিযোদ্ধা ইউনিয়ন সমন্বয়ক গঠন করা হয়। গঠিত মুক্তিযোদ্ধা ইউনিয়ন সমন্বয়কদের মধ্যে মেহেরপুর পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ পাতান, কুতুবপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহন আলী, বুড়িপোতা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, আমদহ ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌফিক আলী, পিরোজপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ কদম আলী, বারাদী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ আহাদ আলী, আমঝুপি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ কাওছার আলী, শ্যামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনকে ইউনিয়ন সমন্বয়ক করা হয়েছে।




আলমডাঙ্গায় দোকানের শাটার ভেঙে মোবাইলসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

আলমডাঙ্গা উপজেলার একটি দোকান থেকে ৩৫টি স্মার্ট মোবাইল ফোন, রিচার্জ কার্ডসহ নগত ৫ হাজার টাকা চুরি হয়েছে। যার সব বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

গতকাল শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারের রোজি টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।

চুরির ঘটনায় ওই দোকান পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার (ওসি) মাসুদুর রহমান।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় মার্কেটের সবাই দোকান বন্ধ করে চলে যান। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় পাশের দোকানের কর্মচারী দোকান খুলতে গেলে দেখতে পান দোকানের তালা খোলা ও শাটার ভাঙা। পরে রোজি টেলিকমের মালিক মজিবুলের মোবাইল ফোনে জানালে তিনি তার দোকানের সিসি ক্যামেরার ভিডিওতে দেখতে পান তার দোকানে চুরি হয়েছে।

দোকান মালিক মজিবুল ইসলাম বলেন, আমার দোকান থেকে ৩৫ টি স্মার্ট মোবাইল, রিচার্জ কার্ড ও নগত ৫ হাজার টাকা চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আমি আইনগত ব্যবস্থা নেব।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, চুরির ঘটনায় দোকানের সিসি ক্যামেরার মেমোরি কার্ড থানায় আনা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




আলমডাঙ্গার রায়সায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

আলমডাঙ্গার রায়সায় শিখা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। মালয়েশিয়া প্রবাসী স্বামীর পরকীয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে এই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ অভিযোগে থানায় অপমৃত্যু মামলা করেছে তাঁর পরিবার। শিখা খাতুন উপজেলার রায়সা গ্রামের মালয়েশিয়া প্রবাসী হারুনের স্ত্রী।

স্থানীয়রা জানান , শিখা খাতুনের সঙ্গে ১৩ বছর আগে খাসকররা ইউনিয়নের হারুন (৪০) সঙ্গে বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হারুন গত ৫ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি তার স্ত্রী শিখা খাতুনের বড় বোন ঘিন্না খাতুন (৩৮) সঙ্গে মোবাইলে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। গত ১ বছর আগে হারুন দেশে ছুটিতে আসেন। ওই সময় বিষয়টি জানতে পেরে শিখা খাতুন প্রতিবাদ করলে স্বামী হারুন তাঁকে মারধর করেন।

এদিকে, গত কয়েকদিন আগে ঘিন্না খাতুন হারুনের সঙ্গে একাত্ম সময় কাটানো ছবি শিখার মোবাইলে পাঠায়। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় । গতকাল শুক্রবার রাতে ছেলে হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে ঘুমাতে যায় শিখা ।

আজ শনিবার ভোররাতে শিখা তার ছেলেকে বিছানায় রেখে ঘরের আড়ার সঙ্গে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নিহত শিখার আরেক বোন জবেদা খাতুন বলেন, শিখার স্বামীর সঙ্গে বড় বোন ঘিন্নার অবৈধ সম্পর্কের জেরে তাদের দাম্পত্য জিবনে কোলাহলের সৃষ্টি হয় । এ নিয়ে তার বোন মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছিল। আজ শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহালও নেওয়া হয়েছে।




আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর সাংবাদিক সম্মেলন

আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের প্রশাসনিক ভবনের জায়গা দখল ও স্বার্থ হাসিলের অপচেষ্টাসহ নানান অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে পরিচালক জাকারিয়া হিরো।

আজ শনিবার বিকেল ৪ টার দিকে ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত সংবাদ সম্মেলনে ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক জাকারিয়া হিরো বলেন, গত ২০১০ সালে ব্রাইট মডেল স্কুল নামে আলমডাঙ্গা এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বিগত ৫/৬ বছর ধরে প্রতিষ্ঠানটি পরীক্ষার ফলাফলে চুয়াডাঙ্গা জেলার শীর্ষস্থানে অবস্থান করে আসছে। শুধু চুয়াডাঙ্গা জেলায় নয়, যশোর বোর্ডের শীর্ষ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।

তিনি আরও বলেন, গত ২০২২ সালে নভেম্বরে শেষের দিকে পৌর এলাকার ৭২ নম্বর গোবিন্দপুর মৌজার ২৪৮৮ খতিয়ানে আর.এস ৮১০৩, ৮১০৪, ৮১০৬ নং দাগে মোট ১২.২১ শতক জমি ক্রয় করা হয়। ওই জমির মালিক ছিলেন পৌর এলাকার বাবুপাড়ার দিলীপ কুমার বিশ্বাস গং। একই খতিয়ানের ৮১০৬ নং দাগের ৩.৭১ শতক ক্রয় সূত্রে জমির মালিকানা হিসেবে সরকারি ভাবে নামজারির মাধ্যমে খাজনা পরিশোধ করা হয়েছে। আলমডাঙ্গা পৌরসভা থেকে নকশা অনুমোদন করে ওই জমিতে বিদ্যালয়ের তিনতলা প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়। ইতোমধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।

জাকারিয়া হিরো বলেন, বিগত দিন ওই জমির মালিক দিলীপ কুমার বিশ^াস গংয়ের অনুমতি বিহীন কতিপয় ব্যাক্তি একটি ব্যামাগার নির্মাণ করেন। সরকারি বিধি মোতাবেক ওই জমি ক্রয় করি। ওই জমিতে ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। গত এক মাসের অধিক সময় ধরে কিছু স্বার্থন্বেষী মহল আমার এবং ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের সাফল্য ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার ও হিংসাত্মক কাজের মাধ্যমে তাদের নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকিও প্রদান করা হচ্ছে। জোরপূর্বক আমার ক্রয়কৃত জমি দখলে তারা শহরের প্রধান সড়কে বিভিন্ন ¯েøাগান ও মশাল মিছিল করেছে। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট দফায় দফায় আলোচনা সভাও করা হয়েছে। ওই সভায় আমার সকল জমির কাগজপত্র দাখিল করি। উপস্থিত সকলে কাগজপত্র দেখিয়া প্রতিয়মান হয় যে, ক্রয়কৃত জমিটি নিষকণ্ঠক ও নির্ভেজাল যা ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর।

তিনি সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করে বলেন, আমার প্রতিষ্ঠান ব্রাইট মডেল স্কুলের প্রশাসনিক ভবনটি কিছু স্বার্থন্বেষী কুচক্রীয় মহল জোরপূর্বক দখলের চেষ্ঠা করছে। কিন্তু হঠাৎ করে ঐ সকল স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের বিপক্ষে দিনের পর দিন আলমডাঙ্গাবাসীকে মিথ্যা ও বিভ্রান্তি মূলক তথ্য দিয়ে ভুল বুঝানোর চেষ্টা করছে। যা আমার ও আমার প্রতিষ্ঠানের সকলের জন্য অত্যান্ত বেদনাদায়ক ও মান হানিকর। আমি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তার কথা চিন্তা করে উপস্থিত সাংবাদিকদের নিকট লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দের সহযোগীতা ও হস্তক্ষেপ কামনা করছি।




দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে। জানাযায় গতকাল শুক্রবার গভীর রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে বিশেষ অভিযান চালায় দর্শনা তিতুদহ ইউনিয়নের তিতুদহ গ্রামে।

এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলো দীর্ঘদিনের পলাতক আসামী তিতুদহ গ্রামের একই পরিবারে কালা চাঁদের ছেলে ফরজ আলী (২৬), বাশার (৩০) জসিম (৩৫)গ্রেফতার করে।

গতকালই তাদের ৩ জনকে জিআর নং-৯০/১৬ এর গ্রেফাতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।




দামুড়হুদা চিৎলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দামুড়হুদা সদরে চিৎলায় ওয়ার্ড বিএনপির উদ্যেগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধা ৭ টার দিকে চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএন পির সভাপতি আব্দুল খালেক খাঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

এ সময় তিনি বলেন, সমাজ থেকে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে হবে। মাদক উচ্ছেদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা অনুরোধ করবো এদিকে আপনারা লক্ষ্য রাখুন আমরা আপনাদের মাদক উচ্ছেদের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। সেই সাথে বিএনপি দলের ভেতর কোনো চাঁদাবাজি উচ্ছৃংখল কাউকে স্থান দেওয়া হবে না। বিএনপি একটি শান্তি প্রিয় ও জনগণের আস্থার দল।

কর্মী সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির , যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলি।

এ সময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপি নেতা আতিয়ার রহমান চুন্নু, তোতাম মিয়া, শামসুল আলম, টিটন, যুবদল নেতা লিটন, সজল,দামুড়হুদা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন, ছাত্রদল নেতা সজীব আহমেদ, মামুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা বিএনপির সংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম।




মেহেরপুরের পিরোজপুর ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুরে পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জুলাই-আগস্টে গণহত্যার বিচারের দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে বলিয়ারপুর স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য  মাসুদ অরুন।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, জুলাই-আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে আমরা স্বৈরাচারী হাসিনাকে উচ্ছেদ করেছি। আমি বলেছিলাম যে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ হবে সেই রাষ্ট্রের মালিক। মানুষের বৈষম্যহীন ভাবে তাদের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, আমরা লাগাতার ১৮ বছর করেছি। জেল জুলুমসহ আমার নেতারা গুম খুনের শিকার হয়েছে। আমি বলতে চাই লড়াই শেষ হয়ে যায়নি, ভারতের ষড়যন্ত্র চলছে, হাসিনার ষড়যন্ত্র চলছে সেই অপশক্তির দিকে নজর রাখবেন। যারা ১৮ বছর আমাদের ভোট দিতে দেয়নি আমাদের ভোটের অধিকার ছিনতাই করেছিল সেই নিপীড়কদের শক্তিকে অবশ্যই অবশ্যই সতর্ক দৃষ্টিতে নজর রাখতে হবে। আমরা কারো ক্ষতি করতে চাই না, আমরা আহবান করতে চাই ৫ তারিখের পর যে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছি, সেই বাংলাদেশে আপনারা নিজেদের সংশোধন করুন। ভালো হয়ে যান আল্লাহর কাছে তওবা করে নিন, মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন, তবেই আপনাদের ক্ষমা করা হবে। নচেৎ ক্ষমা করা হবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আরজুল্লাহ রহমান বাবলু, জেলা যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক লিয়াকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহাম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহফুজুর রহমান সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী।




মুজিবনগরে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা

মেহেরপুরের মুজিবনগরে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা করেছে ইউনিয়ন বিএনপি।

আজ শনিবার রাত সাড়ে ৮ টার সময় দারিয়াপুর খানপুর ইউনিয়ন বিএনপির অফিসে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

জেলা বিএনপির সদস্য হাশেম আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসুজোহা, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির।

দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় ইউনিয়ন বিএনপির সিনিয়র নেত সহ দারিয়াপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।