দামুড়হুদার জয়রামপুর মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

দামুড়হুদা জয়রামপুর কুমারীদহের মাঠ থেকে শওকত আলী নামের একজন কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে এ লাশ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানার পুলিশ। তিনি জয়রামপুর মল্লিক পাড়ার মৃত বাহাদুর আলীর ছেলে।

জানাগেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মল্লিক পাড়ার মৃত বাহাদুর আলীর ছেলে শওকত আলী (৫০) পারিবারিক কলহের জের ধরে বিষপান করে জয়রামপুর কুমারীদহ’র মাঠে মৃত অবস্থায় পড়ে ছিল। সকালে মাঠে কৃষি কাজ করতে গিয়ে একজন কৃষক মৃতের লাশ পড়ে থাকতে দেখে দামুড়হুদা মডেল থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির, সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা বলেন, রাত ১২ টা থেকে সে নিখোজ ছিলো। অনেক খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যাইনি। পরে সকাল সাড়ে ৬ টার দিকে লোক মারফত সংবাদ পাই সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। লোকটি প্রচন্ড হট মেজাজী ছিলো। পরিবারের সাথে কোন রকম মনমালিন্য হলেই সে বিষ পান করতো। এর আগেও সে দুই দুইবার বিষ পান করেছিলো। কিন্তু এবার তৃতীয় বারে তার আর শেষ রক্ষা হলোনা।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কারো কোন অভিযোগ নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে।




মোবাইল ফোনে ছবি ও ভিডিওতে জায়গা বাড়াবেন যেভাবে

ছবি থেকে শুরু করে ভিডিও সবকিছুই এখন সহজেই জমা করা যায় মুঠোফোনে। অতীতের অ্যালবাম, ডিভিডির চেয়ে এতে অনেক সুবিধা পাওয়া গেলেও বেড়েছে সমস্যাও। প্রিয় ছবির পাশাপাশি মুঠোফোন ভরে গেছে অপ্রয়োজনীয় ছবি ও ভিডিওতে। অতিরিক্ত ছবি ও ভিডিওতে ফোনের স্টোরেজ শেষ হয়ে হ্যাং করছে ফোন। এ পরিস্থিতিতে কোন ছবি রাখব, আর কাকেই বা ডিলিট করব তা নিয়েও পড়তে হয় দোটানায়।

এমন অবস্থায় জেনে নেওয়া যাক কীভাবে মোবাইল ফোন থেকে অপ্রয়োজনীয় সকল ছবি ও ভিডিও মুছে ফেলে ফোনে জায়গা বাড়াবেন :

১. ফোটো স্টোরেজ সফটওয়্যার ব্যবহার করে সহজেই ছবি নিরাপদে গুছিয়ে রাখা সম্ভব। আইফোনের ক্ষেত্রে অ্যাপল ফোটো এবং অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার করা হয় গুগল ফোটো অ্যাপ। দুই অ্যাপেই ছবি সুরক্ষিত রাখার পাশাপাশি অনলাইনে আদানপ্রদানও করা যায়। তাই মুঠোফোনে থাকা ছবি সহজেই মুছে ফেলতে পারেন বা এখানে জমা করতে পারেন। এক্ষেত্রে অ্যাপেলে বিনামূল্যে ৫ জিবি আইক্লাউড স্পেস থাকে, এর পরে আরও জায়গার প্রয়োজন হলে তা টাকা দিয়ে কিনতে হয়। ১৫ জিবি ফোটো গুগল ড্রাইভেই জমিয়ে রাখা যায়।

২. বিভিন্ন সোশাল মিডিয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপ থেকেও অপ্রয়োজনীয় ছবি ভিডিও মুঠোফোনে অটো ডাউনলোড হতে থাকে। তাই ফোনের সেটিংসে গিয়ে ‘অটো-ডাউনলোড’ অপশন বন্ধ করুন। সেই সঙ্গে এই ধরনের সব অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও মুছে ফেলুন।

৩. বিভিন্ন অ্যালবাম তৈরি করে ক্যামেরা, ডাউনলোড, হোয়াটসঅ্যাপ ইমেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবিগুলি রাখুন। এতে সহজেই অপ্রয়োজনীয় ছবি ডিলিট করা যাবে। তা ছাড়া সহজেই ছবি খুঁজে পাওয়া যাবে।

৪. পছন্দের ছবিতে ফেভারিট অপশন ব্যবহার করুন। প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ছবিগুলিতে এই ফেভারিট অপশন ব্যবহার করুন। প্রয়োজন শেষ হলে পরে তা ডিলিট করে দিন। সেই সঙ্গে কাজের ফাঁকে মাসে একটি দিন বের করে অপ্রয়োজনীয় সব ছবি মুঠোফোন থেকে ডিলিট করে আপনার ফোনকে হ্যাং হওয়া থেকে রক্ষা করুন।

সূত্র: কালবেলা




দামুড়হুদায় বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান

দামুড়হুদায় “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা” প্রকল্পের আওতায় উপজেলাধীন বিভিন্ন বিদ্যালয়ে অধ্যায়নরত ১৭১ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ও স্কুলে যাওয়ার উৎসাহ বাড়ানোর জন্য বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। যানজট এড়িয়ে সঠিক সময়ে স্কুল যাওয়া আরও সহজ হবে। স্কুলে যাওয়া আসার ভাড়া সাশ্রয় হবে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ প্রমূখ।

“ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহয়তা” প্রকল্পের আওতায় উপজেলার মোট ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭১ টি গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওঃ মুফতি মামুনুর রশীদ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ।




দামুড়হুদা মডেল থানা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম

দামুড়হুদা মডেল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল ও সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি সরজমিনে পরিদর্শন করেন।

দামুড়হুদা মডেল থানা পরিদর্শন কালে প্রথমেই জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর।

মডেল থানা পরিদর্শন কালে থানার সকল পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

এ সময় জেলা প্রশাসককে দামুড়হুদা মডেল থানার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মডেল থানা পরিদর্শন শেষে তিনি বলেন, জেলার আইন শৃঙ্খলা সমুন্নতি রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। দামুড়হুদা মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। থানায় এসে যেনো কোন সেবা গ্রহীতা বিড়ম্বনা ও প্রতারণার স্বীকার না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পুলিশ ও জনগণের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে। জনগণ ও পুলিশের সম্পর্ক ভালো থাকলে এলাকার সার্বিক পরিস্থিতি ভালো থাকে।




বাবা হলেন টাইগার পেসার

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দুর্দান্ত খেলছেন শরীফুল ইসলাম। বিশেষ করে শেষ কয়েক বছর ধরে জাতীয় দলের নিয়মিত পারফর্মার তিনি। সর্বশেষ ভারত সফরে টেস্টে বিশ্রামে থাকলেও ছিলেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে।

দুঃস্বপ্নের সফর শেষ করে দেশে ফেরার পর সুঃসংবাদ পেলেন পঞ্চগড়ের এ পেসার। জানা গেছে পুত্র সন্তানের জনক হয়েছেন জাতীয় দলের বাঁহাতি এ পেসার।

পিতৃত্বের স্বাদ পাওয়ার পরপর ক্রিকেটীয় ব্যস্ততা বাড়বে শরীফুলের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে বাংলাদেশ। দেশে মাসের শেষ দিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে ঢাকায় আসবে প্রোটিয়ারা।

ঘরের মাঠের এ সিরিজে তার ডাক পাওয়া অনেকটা নিশ্চিত। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দল পেয়েছেন তিনি। চিটাগাং কিংসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।

সূত্র: কালবেলা




মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জনসাধারণ ও পথচারীদের হাত ধোয়াতে উদ্বুদ্ধ করতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এ ছাড়াও এসময় পুলিশ পরিদর্শক আবুল আমিল, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পৌর ভূমি অফিসার গাজী মহিউদ্দিন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী ওয়াহেদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।




১০০ কোটি পার করল রজনীকান্তের ‘ভেটাইয়ান’ সিনেমা

তামিল সিনেমার মহাতারকা রজনীকান্ত ছবিতে থাকলে, দর্শক কেবল তাকেই দেখেন আর কিছু দেখেন না- প্রচলিত এই ধারণাকে ভুল প্রমাণ করে বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর ছবিতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। কেবল অ্যাকশননির্ভর না হয়ে গল্পনির্ভর হওয়ার কারণে প্রশংসিত হচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেটাইয়ান’ও। সমালোচক প্রশংসার সঙ্গে বক্স অফিসেও বাজিমাত করে যাচ্ছে ছবিটি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুডের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) মুক্তির পর ছবিটি ১০০ কোটি রুপি আয় পার করেছে। প্রথম চার দিনে টি জে জ্ঞানভেল পরিচালিত ছবিটির আয় ১০৪ কোটি ৮ লাখ রুপি।

এ ছবিতে রজনীকান্তসুলভ মসলা কিছুটা কম থাকায় ব্যবসা কম হয়েছে। এতে অনেক রজনীভক্ত হতাশ হলেও সমালোচকেরা খুশি। ৭৩ বছর বয়সে এসে নিজের ১৭০তম সিনেমায় এই তারকা নিজেকে যেভাবে ভাঙছেন, সেটার প্রশংসা করেছেন তারা।

এ সিনেমায় মূলত নির্মাতা টি জে জ্ঞানভেল পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বার্তা দিতে চেয়েছেন।

রজনীকান্ত ছাড়াও এ ছবিতে তারকার সমাবেশ ঘটিয়েছেন নির্মাতা। তিনি ছাড়াও এতে আছেন অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দুগ্গাবতি, মঞ্জু ওয়ারিয়রের মতো তারকারা।

৩০০ কোটি রুপি বাজেটের ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে রজনীকান্তকে। তামিলনাড়ু ছাড়াও ছবিটির শুটিং হয়েছে ভারতের কেরালা, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে।

সূত্র: ইত্তেফাক




সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে যাচ্ছে বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশ দল আজ সকালে নেপালে যাচ্ছে। কাঠমান্ডুর দশরথে সাফ নারী চ্যাম্পিয়নশিপ আগামী ১৭ অক্টোবর উদ্বোধন হলেও বাংলাদেশ প্রথম খেলবে পাকিস্তানের বিপক্ষে ২০ অক্টোবর। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার তাদের ট্রফি ধরে রাখার মিশন।

কিন্তু ট্রফি নিয়ে তারা ভাবছে না। কারণ একটা একটা করে ম্যাচ খেলে এগিয়ে যেতে চায়। সাদা চোখে সাবিনাদের হিসাব হচ্ছে ফাইনালে পৌঁছাতে হবে। এবার কোনো প্রস্তুতি ম্যাচ না খেলে বাংলাদেশ ফুটবল দল নেপাল যাচ্ছে। প্রস্তুতি কেমন হয়েছে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পরখ করার সুযোগ পাননি সাবিনারা। তার ওপর ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ দলের অনেক ফুটবলার এবারের স্কোয়াডে নেই।

ইংলিশ কোচ জেমস পিটার বাটলারের ২৩ খেলোয়াড়ের মধ্যে ৯ জন নতুন হলেও অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইয়ারজান বেগম ছাড়া আট জনরই এটি প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ। সবাই অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯-সহ আন্তর্জাতিক ফুটবল প্রীতিম্যাচ খেলেছেন। সেখানে ভালো পারফরম্যান্স করার কারণে এবার সাফে খেলার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ ট্রফি আনতে যাবে, নাকি ট্রফি দিয়ে আসবে, তা নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ প্রস্তুতি ম্যাচ খেলে দেখার সুযোগ হয়নি। কোচ বাটলার বলেছেন, ‘অভিজ্ঞ ও তারুণ্যনির্ভর দল এটি। এ দল নিয়েই আমরা শিরোপা ধরে রাখার জন্য লড়াই করব। প্রথমে আমাদের সেমিফাইনাল নিশ্চিত করতে হবে, তারপর ফাইনাল।’ ইংলিশ কোচ বলেন, ‘শীর্ষ পর্যায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ বছর খেলেছি, তাই ফুটবল আমার কাছে চাপের নয়, উপভোগের। আমরা এই টুর্নামেন্ট উপভোগ করব। আমরা মুখে হাসি নিয়ে খেলব। এ নিয়ে আমার ওপর কোনো চাপ নেই।’

দুই বছরের ব্যবধানে সাফের দল বদলে গেছে আমূল। গতবারের নয়জন নেই এবার। বিশেষ করে, চার গোল করা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না এবং রক্ষণের সবচেয়ে বড় ভরসা আঁখি খাতুন ফুটবল ছেড়ে চলে যাওয়ায় শক্তি কমেছে। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমি ওদেরকে মিস করব।’ সাফ চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে কোচ পিটার বাটলার বলেন, ‘পেছনর কথা বলে লাভ নেই। অতীতে যেটা অর্জন করেছি, সেটাকে শ্রদ্ধা করি, এটা নতুন টুর্নামেন্ট। এই দলটারও দারুণ সম্ভাবনা আছে।’

প্রথম বারের মতো সাফ খেলতে যাচ্ছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, মিলি আক্তার, ডিফেন্ডার আফঈদা খন্দকার, মিডফিল্ডার আইরিন খাতুন, ডিফেন্ডার কোহাতি কিসকু, ফরোয়ার্ড মাতসুসিমা সুমাইয়া, মুনকি আক্তার, শাহেদা আক্তার রিপা ও সাগরিকা। পুরোনো ১৪ জন হচ্ছেন-রূপনা চাকমা, মাসুরা পারভীন, সিউলি আজিম, শামসুন্নাহার, নিলুফা ইয়াসমিন নিলা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র) ও কৃষ্ণা রানী সরকার।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

“হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসো সহয়তা করি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর ) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আসাদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, প্রতিবন্ধী কর্মকর্তা তুলসী কুমার পাল প্রমুখ।




দামুড়হুদার চন্দ্রবাসে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে যুবদল নেতা আমানুর রহমানের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি, কৃষকদল, সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটুদা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওসমান গণি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর নতিপোতা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা জাবেদ আলী মেম্বর, নাটুদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জামিউল হাসান।

এসময় বক্তারা বলেন আমাদের এ বিজয় সাময়িক বিজয়। এ বিজয় ধরে রাখতে হলে আগামীতে চুয়াডাঙ্গা ০২ আসনের বিএনপির অভিভাবক মাহমুদ হাসান খাঁন বাবুকে এমপি করে সংসদে পাঠাতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপি সরকারে আসলে আমাদের বিজয় অর্জিত হবে। দলকে সুসংগঠিত করতে দিনরাত কাজ করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মাসুদ, শহীদ, মিন্টু, ছাত্রদল নেতা এখলাস, ওয়ালিদ, জিহাদ, ইয়াসিন, রাকিব, মহিবুল, সেলিম, তানভীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটুদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জামিউল হাসান।