জামায়াত নেতা হত্যা মামলা: সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও সাবেক এসপিসহ আসামি ১৯

২০১৪ সালে মেহেরপুরে জামায়াত নেতা তারিক মো: সাইফুল ইসলামকে কথিত বন্ধুকযুদ্ধের নামে হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তৎকালীন পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন নাহারের আদালতের জামায়াত নেতা তারিক মো: সাইফুল ইসলামের ভাই তাওফিকুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত সদর থানাকে এফআইআরের নির্দেশ দেন।

মামলায় ১৯ জনের মধ্যে চার জন্য রাজনৈতিক নেতা ও বাকি ১৫ জন পুলিশ, র‌্যাব, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তা রয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন তৎকালীন এ এস পি মোস্তাফিজুর রহমান, এ এস পি আব্দুল জলিল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদ মোমিন মজুমদার, সদর এসি ল্যাণ্ড ফরিদ হোসেন, গাংনী র‌্যাব ক্যাম্পের কামণ্ডার ক্যাপটেন আশরাফ হোসেন, ডিএডি জাহাঙ্গীর আলম, বুড়িপোতা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আসাদ মিয়া, ওসি ডিবি বাবুল আক্তার, সদর থানার ওসি রিয়াজুল ইসলাম, ওসি তদন্ত তরিকুল ইসলাম, এ এস আই আব্দুল হান্নান, কনস্টেবল সাধন কুমার, নারদ কুমার, ডিবির কনস্টেবল জিল্লুর রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, সাবেক ইউপি সদস্য দরুদ আলী।

মামলার এজাহারে জানা গেছে, ২০১৪ সালে তারিক মোঃ সাইফুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার সহকারী সেক্রেটারী ছিলেন। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার সম্ভাবনা থাকায় ভিন্ন মতের নেতৃত্বকে সমূলে বিনাশের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসামীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

২০১৪ সালের ১৯ জানুয়ারি দুপুরে ব্যক্তিগত কাজে তারিক মোঃ সাইফুল ইসলাম মেহেরপুর শহরের হোটেল বাজার ইসলামি ব্যাংকের কাছে গেলে আসামি বারিকুল ইসলাম লিজন ও দরুদ আলী সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও আওয়ামী লীগ নেতা গোলাম রসুলকে জানায়।

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সুপারিশে তৎকালীন পুলিশ সুপার কে এম নাহিদুল ইসলামের নির্দেশে মামলার অন্যান্য আসামিরা তারিককে আটক করে। তাৎক্ষনিক সাংবাদিকরা জানতে পেরে পুলিশ সুপারের কাছে বিষয়টি নিশ্চিত হলেও তারিকের স্ত্রী স্বামীর সন্ধানে পুলিশ সুপারের কাযার্লয়ে গেলে পুলিশ সুপার আটকের বিষয়ে অস্বীকার করেন। আটকের পর গোপনস্থানে রেখে তারিককে শারিরীক ও মানসিক নিযার্তন করে আসামিরা।

পরে রাত সাড়ে ১১ টার দিকে শহরতলী বামনপাড়া শ্বশান ঘাট এলাকায় কথিত বন্ধুকযুদ্ধের নামে একাধিক গুলি করে তাকে হত্যা করা হয়। পরদিন সকালে মেহেরপুর মর্গে থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ তবে ময়নাতদন্তের রিপোর্ট পরিবারের কাছে দেওয়া হয়নি এমনকি মামলা না করার জন্য বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় এবং দ্রুত লাশ দাফনের নির্দেশ দেওয়া হয়।

চলতি বছরের ৫ই আগষ্ট গণঅভ্যুত্থানের পর দেশে ন্যায় বিচারের পরিবেশ সৃষ্টি হওয়ায় বাদি ন্যায় বিচারের লক্ষে আদালতে মামলা দায়ের করেন।




দামুড়হুদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দামুড়হুদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান তনু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ নায়েব আলী, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল বাসার, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, ফাস্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের পরিচালক মাসুম বিল্লাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।




দামুড়হুদায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাতা বিতরণ

দামুড়হুদায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীও সাধারণ মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা চত্বরে ছাতাগুলো বিতরণ করা হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা গতকাল দামুড়হুদায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের ও সাধারণ ভ্যান চালকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছাতা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা দশমী পাড়ার সেলিম বিশ্বাস, জিহাদ, সেন্টু, শিপন আলী, দেউলী গ্রামের বাদশা মিয়া, দামুড়হুদা নতুন বাস্তপুর গ্রামের মিঠু, শফি, হাসিবুল, হাউলী গ্রামের মামুন, চিতলা গ্রামের আবু সাঈদ, জয়রামপুর গ্রামের মিজানুর রহমান (ময়না) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বিএনপির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা বিএনপি’র সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।

সেসময় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপি’র সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সদর পৌরসভা বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুবুর রহমান শেখর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন বিএনপি’র নেতাকর্মীদের। কোথাও কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুশিয়ারী দেন তারা।




ঢাকায় নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটির এসসিএম বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : কমপক্ষে ৩ থেকে ৭ বছর

বয়সসীমা : ২৬ থেকে ৩৬ বছর

কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ/ এমবিএ। তবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

অন্যান্য যোগ্যতা : প্রকল্প পরিচালনা এবং ভালো রিপোর্ট লেখার দক্ষতা। অন্যান্য সুবিধা : মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, সপ্তাহে ২ দিন ছুটি, প্রতি বছর বেতন বৃদ্ধি, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




দামুড়হুদার নতিপোতায় জামায়াতের সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল রবিবার বিকাল ৪টায় পোতারপাড়া গ্রামে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর বিশিষ্ট আয়কর আইনজীবি জননেতা রুহুল আমিন, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ মোহসিন আলী, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর মোঃ নায়েব আলী, নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম,নতিপোতা ইউনিয়ন সভাপতি ইসমাঈল হোসেন, রকীবুজ্জামান হেলাল ও মনজুরুল কবির লাভলু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রুহুল আমিন বলেন- স্বৈরাচার আওয়ামীলীগের সরকার অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দ্বের ফাঁসি দিয়েছে, উদ্দেশ্য ছিল যেকোন মূল্যে ক্ষমতায় টিকে থেকে দেশকে ভারতের হাতে তুলে দেবে। এই স্বৈরাচার এমন এক শাসন ব্যবস্থা কায়েম করেছিল, যে ব্যবস্থায় শতশত বেনজীর তৈরী হয়েছিল। আওয়ামীলীগের লীডারদের বাড়ীতে ২৫ শত কোটি টাকা পাওয়া গেছে। অপর দিকে আমরা জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করার জন্য যোগ্য মানুষ তৈরী করতে চাই। আপনারা দেখেছেন ৫ আগস্টের পর আমরা মন্দির,গীর্জা, প্যাগোডা, ব্যবসা কেন্দ্র পাহারা দিয়েছি।

আমরা বলি কে আওয়ামীলীগ করে, কে হিন্দু কে খ্রীস্টান, কে বৌদ্ধ, সেটা বিবেচ্য বিষয় নয় বরং আমরা বলি সে বাংলাদেশের নাগরিক কিনা সেটাই বিবেচ্য বিষয়। যদি তাই হয় তবে তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করবো। রসাতলে যাওয়া দেশটাকে আমরা নতুন করে গড়তে চাই। আমরা নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে চাই। আমরা সম্প্রতি আন্দোলনে নিহত ও আহত ছাত্র জনতার জন্য, বন্যা কবলিত মানুষের জন্য পাশে দাড়িয়ে কোটি কোটি টাকা সহায়তা দিয়েছি। আমরা সামাজিক যেকোন সমস্যায় আপনাদের পাশে দাড়িয়ে সহায়তার হাত বাড়াতে চাই।

জামায়াতে ইসলামী রাজনীতি করে নিজেদের ভাগ্য বদলের জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, খাল বিল দখলের জন্য নয় বরং জামায়াতে ইসলামী রাজনীতি করে জনগনের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেরার জন্য। তিনি আগামীদিনের নতুন বাংলাদেশ গড়তে তাই সকলকে জামায়াতের ছায়াতলে আসার আহবান জানান।




লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার লাইফ সাপোর্টে আছেন। বাংলাদেশের ‘পাপেটম্যান’ হিসেবে খ্যাত এই শিল্পী বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার। তিনি বলেন, ‘মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।’

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। এ দেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে তার হাত ধরেই। এ কারণে তাকে ‘পাপেটম্যান’ হিসেবে অভিহিত করা হয়। ১ সেপ্টেম্বর ছিল তার ৮৯তম জন্মদিন।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে গুডনেইবার্সের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

বহুভাষিক শিক্ষার প্রচার পারস্পরিক বোঝাপড়া এবং শান্তির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যে মুজিবনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

গতকাল রবিবার বিকেলে গুডনেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, উপজেলার ভবেরপাড়ার সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুল অডিটরিয়ামে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়।

স্বাক্ষরতা দিবসের অনুষ্ঠানে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর প্রজেক্ট ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।

উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মালতি মালো, গুডনেইবারর্স এর সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ, সিডিসি সভাপতি রেহেনা খাতুনসহ গুডনেইবারর্স এর কর্মকর্তা এবং স্কুলের শিক্ষকবৃন্দ।




বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারত

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। এখনও বাকি প্রায় ১১ দিন। এতটা সময় হাতে রেখে রোববার (৮ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য কেবল প্রথম টেস্টের স্কোয়াড দিয়েছে।

রোহিত শর্মাকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিসিআই। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে ভারত। ভারতের ব্যাটিং লাইন আপ বরাবরই সমৃদ্ধ। রোহিতের পাশাপাশি দলে আছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলদের মতো ব্যাটাররা। তরুণ তারকা হিসেবে যশস্বী জাইসওয়াল ও শুভমান গিলরা জায়গা পেয়েছেন অনুমিতভাবেই।

বোলিংয়ে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা আছেন। স্পিনের সঙ্গে যাদের ব্যাটিংও দুর্দান্ত। টেস্টের অন্যতম সেরা দুই অলরাউন্ডারের সঙ্গে পেস আক্রমণে আছেন জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা।

দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এ ছাড়া প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন যশ দয়াল।

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে দুই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের অভিযোগ

বিদ্যালয় আঙিনায় ধুমপান করতে নিষেধ করায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও হুমকি দিয়েছেন একই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক।

এঘটনায় বিচার ও জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক বাকের আলী। ঘটনাটি গাংনী উপজেলার মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে।

প্রধান শিক্ষক বাকের আলীর লিখিত অভিযোগে জানান গেছে, সহকারী শিক্ষক মোহাম্মদ শাহেদ মেহদাদ (ইনডেক্স নং ১০৫৩৩৩৫) ও মো: আরিফুর রহমান (ইনডেক্স নং ১১৪৪৪৬৯) বিদ্যালয় আঙিনায় যত্রতত্র দাঁড়িয়ে ধুমপান করে থাকেন।

বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বারবার অভিযোগ দেই। বিষয়টি আমি ওই দুই শিক্ষককে নিষেধ করার কারনে ক্ষিপ্ত হয়ে আমাকে অন্যান্য শিক্ষকদের সামনে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তারা দুজনে বলেন, সিগারেট সেবন আমাদের ব্যক্তিগত বিষয়। আমরা সিগারেট খাবো পারলে ঠেকাশ। আমরা যেভাবে স্কুল চালাবো সেভাবেই স্কুল চলবে। এছাড়া হুমকী দিয়ে বলেন, তুই বাসে চড়ে গাংনী যাবি কি করে আমি দেখে নেবো। তারা প্রায়ই আমার সাথে মারমুখী আচরণ করেন। দম্ভ করে বলে আমরা তোর আন্ডারে চাকুরী করিনা। এছাড়া আমাকে প্রাননাশের হুমকী দেন। এই ঘটনার পর আমি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছি। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান প্রধান শিক্ষক বাকের আলী।