দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

চুয়াডাঙ্গার দর্শনায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দর্শনা থানার নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যার পর দর্শনা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের সাথে সাংবাদিকদের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, আমি নতুন স্বাধীন দেশের নতুন ওসি হিসাবে এই দর্শনা থানায় যোগদান করেছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই থানা এলাকায় সকল প্রকার মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগিতায় কাজ করতে চাই। অতীতে কি ঘটেছে এই থানায় সেটা আমি দেখতে চাই না। আমি চাই আমি যতদিন এখানে দ্বায়িত্বে থাকবো সব ধরনের অপরাধ দমনে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তবে বিশেষ করে মাদকের বিরুদ্ধে জোর তদারকি থাকবে। তাই আমি আপনাদের সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সাংবাদিকবৃন্দ বলেন, আমরা আমাদের দর্শনাকে মাদক ও দুর্নীতি মুক্ত করতে পুলিশকে সার্বিক সহযোগিতা করবো। সেই সাথে আমাদের পেশাগত দায়িত্ব থেকে মাদক, চোরাচালান, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আমাদের লেখনির মাধ্যমে তা তুলে ধরবো। সেই সাথে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পুলিশকে সার্বিক সহযোগিতা থাকবে সাংবাদিকদের।

এসময় উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক এস.এম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাংবাদিক- কামরুজ্জামান যুদ্ধ, নজরুল ইসলাম, মাহমুদ হাসান রনি, মনিরুজ্জামান সুমন, চঞ্চল মেহমুদ, হাসমত আলী, আহসান হাবিব মামুন, মাসুম বিল্লাহ, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুল হান্নান, সুকোমল চন্দ্র দাস বাঁধন, আবিদ হাসান রিফাত প্রমুখ।




আলমডাঙ্গায় গণত্রাণ কমিটির ২০০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা প্রদান

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গণত্রাণ কমিটির ২০০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায়  সংবর্ধনা উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয় বর্নাঢ্য র‍্যালির মাধ্যমে।

র‍্যালি পান্না কমিউনিটি সেন্টার থেকে শুরু করে স্বাধীনতা স্তম্ভ হয়ে পুনরায় পান্না কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। বেলা ১২ টায় স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বর্ণনা, স্বেচ্ছাসেবার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা সহ নানান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এই পর্য়ায়ে বক্তব্য রাখেন ইমাম আকরাম হোসেন, শায়খ ইমদাদুল হক সহ প্রমূখ।

মধ্যহ্ন ভোজের পর আলমডাঙ্গা গনত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক শেখ শাফায়েতুল ইসলাম হিরোর সভাপতিত্বে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।তিনি তার বক্তব্যে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এ কমিটি এলাকার নানাবিধ সামাজিক ও সেবামূলক কাজ চালিয়ে যাবেন বলে আশা করেন এবং তাতে তাঁর পূর্ণ সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের পক্ষে বক্তব্য রাখেন লক্ষীপুরগামী উদ্ধারকারী দল প্রধান মুসাব ও আলমডাঙ্গা স্থানীয় পর্যায়ে কর্মরত স্বেচ্ছাসেবী দলের আবীর আনাম, সমন্বয়ক হাবিবুল করিম চনচল, রহমান মুকুল (সিনিয়র সাংবাদিক), আব্দুল্লাহ আল মামুন (সেক্রেটারি, বণিক সমিতি),জামাত নেতা নুর মোহাম্মদ টিপু, ডা. আব্দুল্লাহ আল মামুন, শরীফুল ইসলাম পিন্টু, ফজলুল হক শামীম (প্রধান শিক্ষক) মীর উজ্জ্বল সহ প্রমূখ।

আলোচনা সভা শেষে সকল স্বেচ্ছাসেবককে এই কাজের স্মৃতি সংরক্ষণে সার্টিফিকেট, এলাকার বিশিষ্ট সন্তানদের নিয়ে হাবিবুল করিম চনচলের লেখা “প্রাইড অব আলমডাঙ্গা” বইয়ের একটি করে কপি ও বিশেষ অবদানের জন্য কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়।

দিনব্যাপী কর্মসূচী শেষাংশে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০০’র অধিক স্বেচ্ছাসেবক তাদের অভিবাবক এবং লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবী সংস্থা ভিবিডি ৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।




আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

‘আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্ব¡পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও দুর্ঘটনা এবং অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের মহড়ার প্রদর্শিত হয়। এরপর পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, ইন্সট্রাক্টর জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা এ.জেড.এম ওবাইদুল্লাহ, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আকরাম হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রফিক, আশরাফুল আলম, মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদ কামাল, স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বে-সরকারি সংস্থা সুধীসমাজের প্রতিনিধিগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোন না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।




মেহেরপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর ) সকাল ১০টার সময় জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম ,গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রতীম কুমার সাহা, এন এস আই’র ডিডি মিজানুর রহমান, মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম ,মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, বিজিবি’প্রমুখ।




ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের কমিটি গঠন

ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী কর্মজীবী দলের কমিটির আহ্বায়ক হলেন ইবনে সাউদ বিন মমতাজ (হালিম) ও সদস্য সচিব মো জাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানান দপ্তর সম্পাদক মোঃ সোহাগ ভুইয়া।

কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, শামীম রেজা (আহাদ), সোহেল আরমান, আলমগীর হোসেন, মোঃ ইউসুফ আলী আলিম, জাহিদুল ইসলাম সজল, সাইদুর রহমান, সাফিয়ার রহমান, মো: আনোয়ার হোসেন, জুইচ উজ্জ্বমান, মো: সাদিকুল ইসলাম, সদস্য মোঃ রুবেল মিয়া, শেখ আরাফাত হোসেন, মো: তোফাজ্জল হোসেন, মো: ফরহাদ হোসেন, মো: সাইফুল ইসলাম, এ এইচ এম কারুজ্জামান, মো: শাওন হোসেন ও মো: আরিফুর রহমান। চিঠিতে আরো বলা হয় আগামী ৯০ দিন অথ্যাৎ ৩ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করার।

নেতারা বলেন, আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছে ও ভবিষ্যতে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলে একমাত্র তাদেরই স্থান হবে ।




ঝিনাইদহে নারায়ণগঞ্জ কারগারের জেলার মামুনুর রশিদের কোটি কোটি টাকার সম্পদ!

নারায়ণগঞ্জের জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ ঝিনাইদহ শহরের বাইপাস, ভুটিয়ারগাতি, হাটগোপালপুরসহ বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার সম্পদ ক্রয় করেছেন। কোথাও নিজ নামে আবার কোথায় স্বজনদের নামে এই জমি কিনেছেন। এছাড়াও সদর উপজেলার হাটগোপালপুর বাজারে দুই তলা বাড়ীসহ প্রায় আড়াই কোটি টাকার জমি কিনতে বায়নাও করেছেন তিনি।

আরও অভিযোগ রয়েছে শুধু ঝিনাইদহে না, যশোর ও ফরিদপুরেও তার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি। জেলার হয়ে কিভাবে এত সম্পত্তির মালিক হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে মানুষের মাঝে।

খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর জেলায় বাড়ি মামুনুর রশিদের। বর্তমানে নারায়ণগঞ্জের জেলা কারাগারের জেলার হিসেবে কর্মরত আছেন। এর আগে ঝিনাইদহ, যশোর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।
অভিযোগ রয়েছে, জেলার মামুনুর রশিদ যে জেলায় কর্মরত ছিলেন সেখানেই দুর্নীতি করে লাখ লাখ টাকা কামিয়েছেন। আর সেই জেলাতেই কিনেছেন নামে বেনামে সম্পত্তি।

নাম প্রকাশ না করার শর্তে তার এক স্বজন জানান, ঝিনাইদহ ২০১২ সালে ডেপুটি জেলার হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় সদর উপজেলার বাকড়ি গ্রামের দেলোয়ার হোসেন দুর্লভ নামের এক দালালের সাথে পরিচয় হয় তার। সেই দুর্লভের মাধ্যমে ঝিনাইদহ শহরের বাইপাস, ভুটিয়ারগাতি, হাটগোপালপুরে কয়েক কোটি টাকার জমি ক্রয় করেছেন। সম্প্রতি সদর উপজেলার হাটগোপালপুর বাজারের ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের ১২ শতক জমি, মার্কেটসহ ২ তলা বাড়ী ক্রয় করার জন্য বায়না দিয়েছেন। যার আনুমানিক মূল্যে আড়াই কোটি টাকা। এছাড়াও যশোর, ফরিদপুর, কুমিল্লায় ও তার নামে বেনামে একাধিক সম্পত্তি রয়েছে।

তিনি আরও জানান, জেলার মামুনুর রশিদ তার অবৈধ সম্পত্তি জমা রেখেছেন ঝিনাইদহের দেলোয়ার হোসেন দুর্লভের কাছে। কোটি কোটি টাকা রেখে সেই টাকা দিয়ে বেনামে সম্পদ কিনছেন মামুনুর রশিদ। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে নানা অপকর্মও করেছে বলে অভিযোগ রয়েছে।

সচেতন মহল বলছেন, একজন জেলারের এত টাকার সম্পদ কিভাবে হলো। তার আয়ের উৎস কী তা খুজে বের করতে হবে।

এ ব্যাপারে জেলার মামুনুর রশিদকে একাধিক বার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

তবে তার সহযোগী দেলোয়ার হোসেন দুর্লভ বলেন, ঝিনাইদহ জেলা কারাগারে থাকাকালীন সময়ে আসামী দেখতে গিয়ে উনার সাথে আমার পরিচয় হয়। সেই থেকে ভালো সম্পর্ক। তার ঝিনাইদহ শহরের হামদহ বাইপাসে একটি জমি কেনা আছে। আরও কয়েকটি জমি কিনবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। অন্য কোথাও আছে কি না তা আমি জানি না।




চাকরি দিবে ওয়ার্ল্ড ভিশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ স্টোর সহকারী পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স পদের নাম : স্টোর সহকারী বিভাগ : কোয়ালিটি কন্ট্রোল পদসংখ্যা : ০১টি

শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা : এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর

চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : ২৫ থেকে ৩৫ বছর

কর্মস্থল : কক্সবাজার (উখিয়া) বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, বছরে ১টি উৎসব বোনাস।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন

সূত্র: কালবেলা




ঝিনাইদহে মামলায় হেরে অন্যের জমি জোরপূর্বক দখল করলেন বিএনপি নেত্রী আঞ্জু

বিক্রি করা জমি নিয়ে ৩৭ বছর ধরে মামলা চালিয়েছেন। স্বত্ব না থাকায় নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত হেরেও গেছেন। তারপরও পিছু ছাড়ছেন না বিএনপি নেত্রী ও ঝিনাইদহ পৌরসভার সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু। আদালতের রায় উপেক্ষা করে পরের জমিতে তুলছেন স্থাপনা। এক্ষেত্রে তিনি পুলিশ ও আদালতের কোন বিধি নিষেধ মানছেন না। জমি দখলের এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের ১৫৭ নং কাঞ্চননগর মৌজায় এইচ, এস, এস সড়কের দক্ষিন পাশে ৯৮/১ খতিয়ানের সাবেক ১০৪ এবং হাল ১৭৬০ ও ১৭৬১ নং দাগে। ঝিনাইদহ সদর থানায় লিখিত

অভিযোগপত্র থেকে জানা গেছে, ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কে সাবেক পৌর চেয়ারম্যান মোশাররফ হোসেন মশার স্ত্রী তৌহিদা খাতুন ও তার দেবরের স্ত্রী ফরিদা খাতুন ১৫৭ নং কাঞ্চননগর মৌজার অধীনে ১০৪ নং দাগে ১২ শতক জমি জনৈক ইউসুফের কাছ থেকে ক্রয় করেন। ১৯৭৮ সালে ইউসুফ ওই জমি কেনার জন্য মালিক দলিল উদ্দিনের সাথে বায়না করেন। দলিল উদ্দিন জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় ১৯৮১ সালে ইউসুফ আদালতের মাধ্যমে উক্ত জমির সত্ত্ববান হন। এর আগে দলিলউদ্দিন একই দাগের ৬ শতক জমি ১৯৭৪ সালে জামিলা আহম্মেদ কাছে বিক্রি করে। সাবেক পৌর কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জুর পিতা দলিলউদ্দিন গং পরবর্তীতে জমির মালিকানা নিয়ে মামলা করেন। দীর্ঘ ৩৫ বছর আদালতে মামলা চলতে থাকে। সর্বশেষ ২০২২ সালে সুপ্রিম কোর্ট বিবাদীর পক্ষে চুড়ান্ত রায় প্রদান করে। রায় হওয়ার পর ঝিনাইদহ যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক বিবাদী তৌহিদা খাতুন ও ফরিদা খাতুনের পক্ষে উচ্ছেদের রায় দেন। ২০২৩ সালের ১৭ জুলাই আদালতের নির্দেশ পেয়ে ম্যাজিষ্ট্রেট ও পুলিশ এসে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে দখল সত্ব বুঝিয়ে দিয়ে যান। এদিকে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আদালতের রায় উপেক্ষা করে ওই জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করেন ওই বিএনপি নেত্রী।

তৌহিদা খাতুন সোমবার ঝিনাইদহ প্রেসক্লাবে লিখিত এক অভিযোগে জানান, বিএনপি করার কারণে সাবেক কমিশনার আঞ্জু শক্তি প্রয়োগ করে জমি দখল করে ঘর নির্মান অব্যাহত রেখেছেন। তিনি কোন আইন কানুনের তোয়াক্কা করছেন না। আমি এবং আমার পরিবার আনজুর পেশি শক্তির কাছে অসহায়।

জমি দখলের অভিযোগ অস্বীকার করে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফারহানা রেজা আনজু বলেন, এটা তার পৈতৃক সম্পত্তি। আদালতকে প্রভাবিত করে বিবাদীগন তঞ্চকতার মাধ্যমে তাদের পক্ষে রায় নিয়েছেন। তিনি বলেন, আমরা ন্যায় বিচার পায়নি।

ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিন উদ্দীন জানান, জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। কারণ বিবাদীর পক্ষে সর্বোচ্চ আদালতের রায় রয়েছে এবং আদালতের নির্দেশে মামলার বাদীকে উচ্ছেদ করে বিবাদীকে জায়গা বুঝে দিয়েছে। ফলে পুলিশ উভয়পক্ষকে আদালতের রায় মেনে চলতে বলে এসেছেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মানকাজ বন্ধ করে দিয়ে এলেও পরক্ষনে তা আবার শুরু করেছেন বলে তৌহিদা খাতুনের ছেলে এ্যাড মাজহার সবুজ অভিযোগ করেন।




বিপিএল ড্রাফট শেষে চূড়ান্ত হলো দলগুলোর স্কোয়াড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই ড্রাফটে চূড়ান্ত হয়েছে সাত দলের স্কোয়াড। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া এবারের বিপিএলকে সামনে রেখে ড্রাফটে দেশের এবং বিদেশি ক্রিকেটারদের নিয়ে দলগুলো তাদের স্কোয়াড সাজিয়েছে।

ড্রাফটের মূল আকর্ষণ ছিল নতুন ও পুরোনো তারকাদের দল পাওয়া এবং কিছু অপ্রত্যাশিত চমক। জাতীয় দলের তারকা খেলোয়াড় রিশাদ হোসেনকে দীর্ঘ সময় দলবিহীন থাকতে দেখা যায়, যা বেশ অবাক করেছে সবাইকে। তবে শেষ পর্যন্ত ফরচুন বরিশাল তাকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুবদের মতো খেলোয়াড়রা দীর্ঘ বিরতির পর বিপিএলে খেলার সুযোগ পেয়েছেন।

ফরচুন বরিশালের শক্তিশালী স্কোয়াড

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারের ড্রাফটে বেশ ভালো করেছে, বিশেষ করে জাতীয় দলের চার অধিনায়ককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। ড্রাফটের আগে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স এবং মোহাম্মদ নবীকে দলে নিয়েছিল বরিশাল। ড্রাফট থেকে বরিশাল দলে নিয়েছে মাহমুদউল্লাহ, ইবাদত হোসেন, রিশাদ হোসেন এবং বিদেশি খেলোয়াড় হিসেবে নিয়েছে পাথুম নিশাঙ্কা ও নান্দ্রে বার্গারকে।

দুর্বার রাজশাহীর সাদামাটা উপস্থিতি

নতুন করে বিপিএলে আসা দুর্বার রাজশাহী কোনো বড় চমক দেখাতে পারেনি। ড্রাফটের আগে তারা এনামুল হক বিজয়কে দলে নিয়েছিল। আর ড্রাফট থেকে তাসকিন আহমেদ, ইয়াসির আলীসহ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। বিদেশি খেলোয়াড় হিসেবে তারা সাদ নাসিম এবং লাহিরু সামারাকুনকে দলে ভিড়িয়েছে।

ঢাকা ক্যাপিটালসের চমকপ্রদ দল

ঢাকা ক্যাপিটালস দলে রয়েছে জাতীয় দলের তারকা লিটন দাস এবং তরুণ প্রতিভা সাইম আইয়ুব। এছাড়াও মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস এবং থিসারা পেরেরা ড্রাফটের আগেই দলে যোগ দিয়েছিলেন। ড্রাফটে তারা দলে নিয়েছে সাব্বির রহমান, মুকিদুল ইসলামসহ আরও কয়েকজন স্থানীয় খেলোয়াড়কে।

চিটাগাং কিংসের হতাশা

চিটাগাং কিংস ড্রাফটের আগে সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি এবং অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো বড় নামগুলোকে দলে নিয়েছিল, তবে ড্রাফটে তেমন কোনো চমক দিতে পারেনি। ড্রাফট থেকে তারা গ্রাহাম ক্লার্ক এবং থমাস ও’কনেলকে বিদেশি খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে।

রংপুর রাইডার্সের তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ

রংপুর রাইডার্স ড্রাফটের আগে দলে নিয়েছিল নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান এবং অ্যালেক্স হেলসকে। ড্রাফট থেকে তারা তরুণ সাইফ হাসান এবং সৌম্য সরকারের পাশাপাশি বিদেশি খেলোয়াড় হিসেবে আকিফ জাভেদ এবং কার্টিস ক্যাম্ফারকে দলে ভিড়িয়েছে।

সিলেট স্ট্রাইকার্সের অভিজ্ঞতার সমাহার

সিলেট স্ট্রাইকার্স দলে নিয়েছে অভিজ্ঞ মাশরাফী বিন মোর্ত্তজা, রনি তালুকদার, আল আমিন হোসেন এবং আরাফাত সানিকে। বিদেশি খেলোয়াড় হিসেবে তারা রাহকিম কর্নওয়াল এবং ইংল্যান্ডের পেসার রিস টপলিকে দলে নিয়েছে।

খুলনা টাইগার্সের পরিকল্পিত দলগঠন

খুলনা টাইগার্স ড্রাফটের আগে নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজকে দলে নিয়েছিল। ড্রাফট থেকে তারা দলে নিয়েছে তরুণ খেলোয়াড় মাহমুদুল হাসান এবং অভিজ্ঞ লুইস গ্রেগরিকে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে মোহাম্মদ হাসনাইনও আছে খুলনার দলে।

বিপিএলের উত্তেজনার শুরু

ড্রাফটের মাধ্যমে বিপিএল ২০২৪ এর উত্তেজনা এখন পূর্ণ মাত্রায় শুরু হয়েছে। প্রতিটি দলই শক্তিশালী স্কোয়াড গঠন করেছে, যেখানে তারকা ক্রিকেটার এবং প্রতিভাবান তরুণদের মিশ্রণ রয়েছে। এবার দেখার পালা, কে ছিনিয়ে নেয় শিরোপার লড়াই।




গাংনীতে জোড়া খুন; তিন জনকে আসামি করে অপর ভাইয়ের মামলা

গাংনীর সানঘাট গ্রামে বোন ও ভাইয়ের স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত স্কুল শিক্ষক জাকিউল ইসলাম ইলমার স্বামী জাহিদ হোসেন বাদি হয়ে গাংনী থানায় গতকাল রবিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন। মামলার নং ২৩, তারিখ ১৩/১০/২৪ ইং।

মামলায় প্রধান আসামি করা হয়েছে মহিবুল ইসলাম ওহিদকে। অপর আসামিরা হলেন, ওহিদের স্ত্রী স্কুল শিক্ষক মালা খাতুন ও তার পুকুরের নিরাপত্তা কর্মী একই গ্রামের বিছার উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম ও মামলার বাদি জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি মহিবুল ইসলাম ওরফে ওহিদকে ঘটনার দিন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আহতাবস্থায় আটক করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধী নিয়ে আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ হেফাজতে নিয়েছেন।
মহিবুল ইসলাম ওহিদ স্থানীয় এনজিও সানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

নিহতরা হলেন, তার আপন বোন জোছনা খাতুন ও মেঝো ভাই জাহিদ হোসেনের স্ত্রী স্কুল শিক্ষিক জাকিয়া ইসলাম ইলমা।

উল্লেখ্য, গত শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি ও পুকুরে মাছ ছাড়ার প্রস্তুতিকালে মহিবুল ইসলাম ওহিদ তার বোন জোছনা খাতুন, মেঝো ভাই জাহিদ হোসেন, তার স্ত্রী জাকিউল ইলমা ও ছোট বোন শামীমা খাতুনকে রামদা দিয়ে এলাপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই জাকিউল ইলমা ও জোছনা খাতুন নিহত হন। গুরুতর আহত হন ভাই জাহিদ হোসেন ও অপরা বোন শামীমা খাতুন।

জোড়া খুনের এই ঘটনাটি এলাকায় এখন আলোচনার শীর্ষে।