বিয়ের কারণে ঢাকার সঙ্গে চুক্তি স্থগিত হেলসের
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের রোমাঞ্চ। খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো।
সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা ব্যাটার অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছিল ঢাকা ক্যাপিটালস। গত শুক্রবার হেলসকে দলে নেওয়ার ঘোষণা দেয় রাজধানী ঢাকার ফ্রাঞ্চাইজিটি। তবে সেই চুক্তিটি স্থগিত করা হয়েছে। হেলসের বিয়ের কারণে বিপিএলে দেখা যাবে না তাকে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।
রোববার (১৩ অক্টোবর) বিবৃতিতে ঢাকার ফ্রাঞ্চাইজিটি জানায়, ‘ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’
ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা। দেশিদের মধ্যে দলে ভিড়িয়েছে মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমকে। এ ছাড়া বিদেশিদের মধ্যে জনসন চার্লস, থিসারা পেরেরা ও আমির হামজাকে নিয়েছে তারা।
সূত্র: ইত্তেফাক
মেহেরপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
”আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এ সময় স্থানীয় সরকার উপপরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু: তানভীর হাসান রুমান, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ত্রাণ ও পুনর্বাসন শাখা) মোঃ সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা, আইসিটি শাখা) মোঃ হাবিবুর রহমান, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা, তথ্য ও অভিযোগ শাখা, অভিযোগ নিষ্পত্তি সেল) শেখ তৌহিদুল কবীর, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শিত করা হয়।
আলমডাঙ্গার ওসমানপুরে যৌথবাহিনীর অভিযানে ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
আলমডাঙ্গায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সেনাবাহিনীর যৌথ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মতিয়ার রহমান বুদো নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার রাত ৭ টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের ওসমানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মতিয়ার রহমান বুদো (৫৭) একই গ্রামের মৃত ফকির চান মন্ডল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার ওসমানপুর গ্রামে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর গ্রামে মাদক ব্যবসায়ী বুদোর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বুদোকে গ্রেপ্তার ও তার বসতঘর তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইয়াসমিন বাদী হয়ে শনিবার রাতে বুদোর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
জেলা প্রশাসক-পুলিশ সুপার-শান্তিপূণভাবে দুর্গা উৎসব শেষ হবে
দামুড়হুদার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক-পুলিশ সুপার। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা মন্ডপের নিরাপত্তা সহ সকল বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জেলায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে। জেলার কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশাকরি শান্তিপূণভাবে দুর্গা উৎসব শেষ হবে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম বলেন, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোথাও কোনো অপশক্তি সুন্দর পরিবেশ বিনষ্ট করতে পারেনি। যদি কোনো অপশক্তি দুগা উৎসব বিনষ্ট করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মমতাজ মহল, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার (ওসি) মো আলমগীর কবির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান, বাকী বিল্লাহ, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, চিৎলা হালদারপাড়া মন্দিরের সভাপতি, মদন কুমার হালদার, সাধারণ সম্পাদক বিশু হালদার প্রমুখ।
উল্লেখ, চলতি বছরে দামুড়হুদা উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মোট ২০টি মন্দিরে শারদীয় দূর্গাপূজার কার্যক্রম চলছে। প্রতিটি মন্দিরে পূজা যেন নির্বিগ্নে উদযাপন করতে পারেন, সেই জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ভূমিকায় রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মেহেরপুরে পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
খুলনা রেঞ্জের পুলিশের ডিআইজি রেজাউল হকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা মেহেরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
গতকাল শনিবার বিকাল পাঁচটার সময় মেহেরপুর শহরের নায়েব বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শূভেচ্ছা বিনিময় করেন। পরে শহরের কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন ডিআইজি সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।
এ সময় পূজা মন্ডপের দায়িত্বে থাকা সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন পূজা মন্ডপগুলিতে আগত ভক্তদের সাথেও কথা বলেন তিনি বলেন সারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন ও উৎসব মুখর পরিবেশে সকল পূজা উদযাপনের আহ্বান জানান।
এ সময় ডিআইজি রেজাউল হক বলেন, সারাদেশের মত মেহেরপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোন অপীতিকার ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তায় বলয় তৈরি করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
এ সময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অপারেশন হাসানুজ্জামান, মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুজিবনগরের মোনাখালীতে মিডা আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মুজিবনগরের মোনাখালীতে মিডা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজের পুরস্কার ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং আলোচনা অনুষ্ঠান-২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৪ টার সময় মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিডা’র সভাপতি মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল ইকরাম সোহাগের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক ও মিডা’র উপদেষ্টা আনারুল ইসলাম, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (সাবেক) প্রধান শিক্ষক ও মিডা’র উপদেষ্টা মো: ফিরাতুল ইসলাম, মিডা সাধারণ পরিষদের সদস্য রোকনুজ্জামান বকুল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মিডার প্রতিষ্ঠাকালীন সভাপতি হাসানুজ্জামান (সোহাগ), সাবেক সহ সভাপতি মিজানুর রহমান ও রাজু আহম্মেদ, সদস্য ফারিদুল ইসলাম, মাহফুজ ইমন, সম্রাট, রাকিব, আল আয়মান (সোহান), রিফাত বিশ্বাস অন্তর, হামিম বিশ্বাস, তামিম, পলক প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, কুইজের উত্তীর্ণ ৯ জনকে পুরস্কৃত ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
কোটচাঁদপুরে ৫ ম শ্রেনীর ছাত্রী ধর্ষন অভিযোগ
কোটচাঁদপুরে ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন ওই ছাত্রীর মা। আজ শনিবার (১২ অক্টোবর) সকালে এজাহার করেন তিনি। পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ কুদু মিয়া নামে একজন আটক করেছেন।
ভুক্তভোগীর মা বলেন, গেল ৯ অক্টোবর দুপুর ২ টার সময় আমার মেয়ে একা ঘরে শুয়ে ছিল। এ সময় পাশের বাড়ির মোহাম্মদ কুদু মিয়া (২৩) ঘরে যান। এরপর তাঁর হাত ও মুখ বেঁধে তাঁকে ধর্ষন করেন। এ ঘটনার পর আমার মেয়ে আমাকে বিস্তারিত বলেন। বিষয়টি নিয়ে তাঁরা আমাকে মিমাংসার জন্য চাপ সৃষ্টি করেন। এ কারনে থানায় এসে আইনের সহায়তা নেয়া সম্ভব হয়নি। কুদু মিয়া কোটচাঁদপুরের সাবদারপুর হঠাৎ পাড়ার হাসু মিয়ার ছেলে।
এদিকে পুলিশ এজাহার পাওয়ার পর অভিযানে যান কুদু মিয়াকে আটকের। ওই অভিযানে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দ আল মামুন।
তিনি বলেন, ভুক্তভোগীর এজাহার হাতে পাওয়ার পর কুদু ধরতে অভিযান চালানো হয়। এরপর তাঁকে সাবদারপুরের তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ছাড়া ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
মোটরসাইকেল চালানোর দিন আজ
মোটরসাইকেল চালানো শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি অনেকের জন্য স্বাধীনতা, রোমাঞ্চ আর জীবনের আনন্দ খুঁজে পাওয়ার উপায়। যারা দুই চাকার এই গতির যন্ত্রে মজে আছেন, তাদের জন্য আজ বিশেষ একটি উপলক্ষ। বাইকের গতি আর রাস্তায় ছুটে চলার স্বাধীনতা-এসবই মোটরসাইকেলের যাত্রাকে রোমাঞ্চকর করে তোলে। যেন প্রতিটি বাঁক নতুন অভিজ্ঞতার জানালা খোলে।
চারপাশের গাড়ি যখন জ্যামে আটকে থাকে, বাইক তখন রাস্তার ফাঁকফোকর দিয়ে স্লিপ করে বেরিয়ে যায়, যেন বলতে চায়-গাড়ির চেয়ে দ্রুততর এবং স্মার্ট! শহরের ট্রাফিক পার হতে বা গ্রামের পথ ধরে দূরে কোথাও চলে যেতে মোটরসাইকেলের জুড়ি নেই। আজকের দিনটি সেই সমস্ত রাইডারদের জন্য, যারা দুই চাকার গাড়ির প্রতি ভালোবাসা লালন করে।
অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার মোটরসাইকেল চালনা দিবস। ২০১৫ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে। ডানলপ মোটরসাইকেল কোম্পানির পণ্য ব্যবস্থাপক চ্যাড গিয়ার এই দিবসের উদ্যোক্তা। ১৮৮৭ সালের অক্টোবরে জন বয়েড ডানলপ উদ্ভাবন করেন বায়ু ভরা টায়ার, যা মোটরসাইকেল জগতে নিয়ে আসে যুগান্তকারী পরিবর্তন।
দলবেঁধে বাইক চালানো, মাঝপথে কোনো চায়ের দোকানে থামা আর বন্ধুদের সঙ্গে আড্ডা। কেউ আবার একা বাইক চালাতে ভালোবাসে, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায়। আজকের এই দিনে বন্ধুরা একসঙ্গে কোনো নতুন গন্তব্যে রওনা দিতে কিংবা একা রাইড করে উপভোগ করতে পারেন প্রকৃতির রূপ।
অনেক বাইক প্রেমী ঘটাকরেও দিনটি উদযাপনে মেতে পড়ে। কুরবানির ঈদে যেমন গরুকে সাজায় তেমনি শখের বাইকটিকেও এই দিনে রাঙ্গিয়ে তোলে। কেউবা কেক কেটেও উৎযাপন করে দিনটি।
তবে অতি রোমাঞ্চে নিরাপত্তাকে কখনও অবহেলা করা যাবে না। হেলমেট ছাড়া বাইক চালানো যতই আরামদায়ক মনে হোক, দুর্ঘটনার ঝুঁকি কমাতে এটি অপরিহার্য। আজকের দিনে মজার পাশাপাশি রাইডারদের নিরাপত্তা নিয়েও ভাবতে হবে। রাস্তার নিয়ম মেনে চলা এবং গতি নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ মজা তখনই অর্থবহ যখন তা নিরাপদ হয়।
সবার জন্যই এক বার্তা, জীবনকে উপভোগ করুন, প্রতিটি মুহূর্তকে উদযাপন করুন। হেলমেট পরে বাইকে চড়ুন, নিয়ম মেনে চলুন, আর এই দিনটিকে রোমাঞ্চকর ও স্মরণীয় করে তুলুন।
সূত্র: ইত্তেফাক
মেহেরপুরে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৪
‘পোকা মাকড় রক্ষা করে পাখির জীবন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুরে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৪।
আজ শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার সময় মেহেরপুরের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিযায়ী পাখি রক্ষা বিষয়ে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ফাউন্ডেশন এর আয়োজনে সংস্থার নির্বাহী পরিচালক নাসের চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় উপস্থিত ছিলেন ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ওয়াদুদ, পিজেইউএস এর নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া।
এ সময় বক্তারা বলেন, শীতের শুরুতে বিভিন্ন অতিথি পাখি আমাদের এখানে আগমন ঘটে। অতিথি পাখি অনেক দুর দুরান্ত থেকে এসে আমাদের পর্যটকদের আনন্দ দেয়। অতিথি পাখি বিভিন্ন ক্ষতিকর পোকা মাকড় খেয়ে থাকে। এর ফলে আমাদের ফসল উৎপাদন অনেক বৃদ্ধি পায়। ফসলে কীটনাশক ব্যবহার করার ফলে অনেক অতিথি পাখি মারা যায়। এক শ্রেণির পাখি শিকারি বিভিন্ন মাধ্যমে অতিথি পাখিদের হত্যা করে। আমাদের উচিত অতিথি পাখি সংরক্ষনে এগিয়ে আসা।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।