মে‌হেরপু‌রে জমি দখলের অভিযোগে রোলেক্স গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে‌হেরপু‌রে আদালত অবমাননা করে জমি দখলের প্রতিবাদ ও বিচারের দাবিতে রোলেক্স গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে‌ছে ভুক্ত‌ভোগীরা।

শুক্রবার সকালে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মল্লিক পাড়ায় এই সংবাদ সম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্ত‌ভোগী আব্দুল মান্নানের পুত্র মোঃ মোবিন উদ্দিন বলেন, মল্লিক পাড়ায় আমাদের নিজস্ব জমি । যার আর এস দাগ নাম্বার ৫০২৯, জমির পরিমাণ ১ একর ৪৭ শতক বর্তমান বাংলা সাল ১৪২৯ ও ইংরেজি ২০২৩ সাল হালনাগাদ পর্যন্ত খাজনা পরিষদ করে ভোগ দখল করে আসছি। আমার পিতার সৎ ভাইয়ের ছেলে মেহেদী হাসান রোলেক্স, সাইফুল ইসলাম ঘটন ও আলঙ্গীর হোসেন নান্নু জোরপূর্বক আইনের তোয়াক্কা না করে আদালতকে অবমাননা করে ভূমিদস্যু স্টাইলে আমাদের ন্যায্য জমি জোরপূর্বক দখল এবং বিক্রয় করার চেষ্টা করে যাচ্ছে। দাদা মরহুম মুনসি মোহর আলী তিনি আমার পিতা সহ সকল অংশীদারদের জমি বন্টন করে দেন। জমি বন্টনের পর সৎ চাচা মৃত সামসুজ্জোহা এবং আমার দাদা ১৫ বছর জীবিত ছিল সেই সময় আমার পিতা সহ অন্য চাচা ও তার শরীরে কেউ এই নিয়ে অভিযোগ আপত্তি করেনি। ন্যায্য তার ভিত্তিতে সকলে যে যার জমি ভোগ দখল করে আসছিল অথচ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আমার পিতার সৎ ভাইয়ের ছেলে মেহেদী হাসান রোলেক্স, সাইফুল ইসলাম ঘটন ও আলম হোসেন নান্নু ভূমি দস্যুর স্টাইলে আইন আদালতকে অবমাননা করে আমার পিতা-মাতা সহ আমার পরিবারকে জীবন নাশের হুমকি দিয়ে ন্যায্য সম্পত্তি জোরপূর্বক দখল ও বিক্রয়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমি ও আমার পিতা মাতা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে আইন আদালত থানা নিরাপত্তা প্রার্থনা সহ ন্যায্য বিচার প্রার্থনা করি তখন আদালত উভয় পক্ষের অভিযোগ শুনানির পর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে যেতে নিষেধ করে আদেশ দেন। এ সত্ত্বেও থানা ও আদালতকে অবমাননা করে বারবার ন্যায্য জমি দখলের অপচেষ্টা অব্যাহত রেখেছে। ন্যায্য কাগজ যার জমি হবে তার কথা থাকলেও এখন আমার পুরো পরিবার অত্যান্ত আতঙ্কগ্রস্থ জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এবং জমি রক্ষা করতে আদালত ও থানার দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে।




দামুড়হুদা জুড়ানপুর বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” তথ্য দিন সেবা নিন, এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার আয়োজনে বিষ্ণুপুর দক্ষিণপাড়া সাবেক ইউপি সদস্য দেলোয়ারা খাতুন এর বসতবাড়ির উঠানে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জুড়ানপুর বিট পুলিশিং ইনচার্জ এসআই মারজান এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য আল মাহমুদ আসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য দেলোয়ারা খাতুন, নুরুল ইসলাম প্রমুখ। এ সময় গ্রামের প্রায় শতাধিক মহিলাদের নিয়ে এই উঠান বৈঠকে বাল্যবিবাহ, চুরি, ইভটিজিং, মাদক, মেয়ে ছেলের প্রেমঘটিত পলায়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, একে অপরের প্রতি স্মমান, স্নেহ প্রদর্শন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন করা,বিট অফিসার ও থানা পুলিশকে যেকোনো সময়ে যেকোন সমস্যায় অবহিত করার জন্য বলা হয়।




দামুড়হুদায় বাংলাদেশ ৮৮’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

দামুড়হুদায় বাংলাদেশ ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা বাজারস্থ গ্রিনচিলি রেস্টুেরেন্টের সামনে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ৮৮ চুয়াডাঙ্গা জেলা কো-অর্ডিনেটর ইখতিয়ার উদ্দিন, জয়েন্ট কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক শরীফুল আলম মিল্টন, শিক্ষক আব্দুল মোমিন, আক্তার হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, এসএম আব্দুর রকিব, ইউসুফ আলী খান ইছা মেম্বার, সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন, শিক্ষিকা শামসুন্নাহার, আশেখ উদ-দৌলা লিটন, জাহিদুল ইসলাম, শাহীন কাদির, সাব্বির হোসেন, আব্দুল মোমিন, আতিয়ার রহমান খান, এমদাদুল হক।




ঢাকায় নিয়োগ দেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ডেপুটি ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ডেপুটি ম্যানেজার – কোয়ালিটি কন্ট্রোল ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি / রসায়ন বিষয়ে এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্কিট, চানাচুর, চিপস, টোস্ট প্রভৃতি সেক্টরে অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে প্রভিডেন্ট ফান্ড ,গ্রাচুইটি , উৎসব ভাতা বছরে দুইবার প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩১ জানুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস




সুইডেনে পবিত্র কুরআন অবমাননাকারীদের বিরুদ্ধে দামুড়হুদায় বিক্ষোভ 

দামুড়হুদায় সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার পক্ষ থেকে সুইডেনে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলা চৌরাস্তার মোড় থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা সদরে জুম্মার নামাজের পরে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা একত্রে হয়ে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। দামুড়হুদা চৌরাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে আবার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। হাজার হাজার তৌহিদী জনতার উপস্থিতিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাসস্ট্যান্ড জামে মসজিদের ঈমাম মাওলানা মুফতি এখলাছুর রহমান, দামুড়হুদা বাজার পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সামিউল্লাহ, দামুড়হুদা রাবেয়া তাপসী এতিমখানা মাহতামিম মাওলানা আব্দুস সাত্তার। সমাবেশ শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আশরাফুল আলম।




মেহেরপুরে এসএসসি-৯১ ফাউণ্ডেশনের কম্বল বিতরণ

মেহেরপুরে এসএসসি-৯১ ফাউণ্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকার দুস্থদের মাঝে পৃথক পৃথকভাবে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এসএসসি -৯১ ফাউণ্ডেশনের পক্ষে তরুণ রাজনীতিবীদ ও মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন উপস্থিত থেকে দুস্থদের হাতে কম্বল তুলে দেন।

এসময় এসএসসি -৯১ ফাউণ্ডেশনের পক্ষে ফররুখ আহমেদ উজ্জল, নিশান সাবের, সামসুজ্জোহা রন্টু, শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফ রেজা পান্না, মোস্তাফিজুর রহমান চন্দন, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় সিক্স সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দামুড়হুদায় সিক্স সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে পুড়াপাড়া যুব সমাজের আয়োজনে উপজেলা সদরে পুড়াপাড়া রাজা ইটভাটা সংলগ্ন সামছুল উলুম শান্তিবাগ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কেশবপুর উজ্জ্বল ক্লাবের সভাপতি শামসুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, জাহাঙ্গীর আলমসহ গ্রামের স্থানীয় ব্যক্তিবর্গ।

খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন, পুড়াপাড়া জুনিয়র একাদশ ও কেশবপুর একাদশ। ৫০ মিনিটের এই খেলায় কোন দলই গোল করতে না পারায় পুনরায় পাঁচ মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়। তাতেও কোন দল গোল করতে না পারলে খেলা ট্রাইবেকারে গড়াই। কেশবপুর একাদশ ট্রাইবেকারে ২টি গোল দেয় এবং পুড়াপাড়া জুনিয়র একাদশ ৩টি গোল দিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় চ্যাম্পিয়ন হয় পুড়াপাড়া জুনিয়র একাদশ এবং রানার্স আপ হয় কেশবপুর একাদশ।

উক্ত সিক্স সাইড ফুটবল টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় পুড়াপাড়া জুনিয়র একাদশের তৌফিক রহমান। চ্যাম্পিয়ন দলকে ট্রফি এবং নগদ ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে রানার্স আপ দলকে টফি এবং ১ হাজার ৫০০ টাকা নগদ প্রদান করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আতিকুল ইসলাম রনি। সহকারী রেফারি দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম ও মাসুদ রানা।




সুইডেনে পবিত্র কোরআন অবমাননাকারীর শাস্তির দাবীতে গাংনীতে বিক্ষোভ

সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কী দুতাবাসের সামনে দানেশ উগ্রপন্থী নেতা রাজমুস ফালুদার নেতৃত্বে পবিত্র কোরআন শরীফ অবমাননা করায় সারা বিশ্ব মুসলিম প্রতিবাদী হয়ে বিক্ষোভে নেমেছে। গাংনী শহরসহ গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছেন মুসলমানরা।

শুক্রবার দুপুরে জুম্মা নামাজ শেষে বিক্ষোভ করে গাংনীর ভাটপড়া,নওপাড়া, ভিটাপাড়া,কালিগাংনীসহ বিভিন্ন গ্রামে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

সুইডেনের পন্য বর্জন,সুইডেন সরকারকে প্রকাশ্যে ক্ষমা পার্থনা ও পবিত্র কোরআন অবমাননাকাী রাজমুস ফালুদার মৃত্যুদন্ড দাবী করেছে বিক্ষোভকারীরা।

এলাকাবাসী আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নওপাড়া জামে মসজিদের ইমাম জাহিদুল ইসলাম আল হাবিবি,নওপাড়া মাঠপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মোঃ খালেদ সাইফুল্লাহ,ষোলমারী জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ হাসানুজ্জামান সিদ্দিকী,ভাটপড়া জামে মসজিদের ইমাম ক্বরি মোঃ তৌফিক ই এলাহী ও কালীগাংনী জামে মসজিদের ইমাম আবু দারদা।

দুপুরে ভাটপাড়া ফুটবলমাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে নওপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সার্বিক সহযোগীতা করেন পল্লী চিকিৎসক মোঃ রবিউল ইসলাম, ইয়ারুল ইসলাম,মিরাজুল ইসলাম মিলন।

এদিকে শুক্রবার দুপুরে গাংনী বাজার রেজাউল চত্বরে বিক্ষোভ সমাবেশ,মানববন্ধন ও মিছিল করেছেন উপজেলা ইমাম সমিতি। বাংলাদেশ থেকে সুইডেনের সকল পণ্য অপসারণ,ব্যবহার নিষিদ্ধ করার দাবীসহ পবিত্র কোরআন অবমাননাকারীর মৃত্যদন্ড ও সুইডেন সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী জানানো হয়।

উল্লেখ: গত শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কী দুতাবাসের সামনে দানেশ উগ্রপন্থী নেতা রাজমুস ফালুদার নেতৃত্বে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনা ঘটে। এঘটনার পর থেকে বিশ্ব মুসলিম প্রতিবাদে ফেটে পড়ে। সে থেকে সুইডেন সরকারকারের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে সারা বিশ্বের মুসলিম।




দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ১৮ বোতল ফেন্সিডিল সহ আটক ১

দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮ বোতল ফেন্সিডিল সহ মমতাজ খাতুন নামে এক জনকে আটক করেছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এর দিকনির্দেশনায় শুক্রবার রাত ৮টার দিকে কার্পাসডাঙ্গা বাজার পাড়া গ্রামস্থ আসামির নিজ বসত বাড়ির উঠান থেকে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ আটক করা হয়।

কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইমরান হোসেন এর নেতৃত্বে এএসআই মসলেম উদ্দিন সহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা বাজার পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেনসিডিল সহ এক জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা বাজার পাড়ার মোতালেব হোসেনের স্ত্রী মমতাজ খাতুন (৪৫)কে আটক করে পুলিশ। আটককৃত আসামির কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আসামির দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেন্সডিল সহ এক জন আটক হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, আগামীকাল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।




মুজিবনগর প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন২ এর শুভ উদ্বোধন

“মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ রোধ এবং সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে রামনগর যুব সমাজের আয়োজনে, মুজিবনগর প্রিমিয়ার ক্রিকেট লিগ (সিজন ২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর খেলার মাঠে এই প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রিকেট লীগের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুজিবনগর থানা তদন্ত অফিসার আব্দুল আলিম, যশোর চৌগাছা উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হোসাইন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম রবি, যুবনেতা হাসানুজ্জামান লাল্টু, মুজিবনগর প্রিমিয়ার লিগের সমন্বয়কারী শাহাবুদ্দিন এবং আয়োজক কমিটি সদস্য শামীম শিশির, তারিকুল ইসলাম, মাইদুল ইসলাম, জাহিদ, হাবিবুর, সবুজ, আব্দুল মালেক, মজিবুল ইসলাম, আব্দুল মহিদ মোল্লা, সোহেল রানা।

উদ্বোধনের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ক্রিকেট লীগের আয়োজক কমিটির সদস্য বৃন্দ। পরে প্রধান অতিথি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ব্যাট দিয়ে বল মেরে খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে আনন্দবাস থেকে একাদশ অপরদিকে মেহেরপুর পৌর ২ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশ।

উদ্বোধনী খেলায় আনন্দবাস একাদশ টসে জিতে ব্যাট নিয়ে ১২২ রান করে জবাবে মেহেরপুর পৌর ২ নম্বর ওয়ার্ড একাদশ ১১৬ রান করতে সক্ষম হয়। ৬ রানে জয় পায় আনন্দবাস একাদশ। খেলাটি পরিচালনা করেন, আব্দুস সালাম মোল্লা ও হারুনুর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা এবং খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শামীম শিশির এবং তারিকুল ইসলাম।

এবারের মুজিবনগর প্রিমিয়ার ক্রিকেট লিগের নক আউট ভিত্তিক খেলায় ৩২টি দল অংশগ্রহন করছে।