মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপন

মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ, মেহপরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দির,নায়েববাড়ী মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জনের জন্য সরস্বতী পূজার আয়োজন করে। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় বেশি মনোযোগী হয়।




জীবননগরে নৈশপ্রহরীদের মাঝে কম্বল বিতরণ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে জীবননগরে উপজেলার নৈশপ্রহরীদের মাঝে কম্বল উপহার দেন জীবননগর থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার সময় জীবননগর থানা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার ( দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক প্রমূখ।

এছাড়াও জীবননগর থানার অনন্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।




দুটি নতুন ম্যাক মিনি আনল অ্যাপল

এম ২ এবং এম ২ প্রো চিপযুক্ত নতুন ম্যাকবুক মিনি কম্পিউটার এনেছে অ্যাপল। এম ২ চিপের ম্যাকবুক মিনিটি আগের থেকে আরও শক্তিশালী, উন্নত ফিচারের এবং সাশ্রয়ী। এই চিপযুক্ত অ্যাপল ম্যাকবুক মিনি পাওয়া যাবে ৫৯৯ ডলারে। এ ছাড়া নতুন এম ২ প্রো চিপ এবার প্রথমবারের মতো ম্যাকবুক মিনিতে যুক্ত করা হয়েছে। এই চিপের কারণে কম্পিউটারটি অনেক ভালো কাজ করবে। ব্যবহারকারীরা সহজেই গ্রাফিকস, অ্যানিমেশন বা ভিডিও সম্পাদনার মতো ভারী কাজ করতে পারবেন। এ ধরনের কম্প্যাক্ট ডিজাইনে এ ধরনের পারফরম্যান্স আগে অকল্পনীয় ছিল। এম ২ মডেলের দুটি মনিটর এবং এম ২ প্রো মডেলের তিনটি মনিটর যুক্ত করা যাবে।

স্টুডিও ডিসপ্লে, উন্নত যন্ত্রাংশের সঙ্গে ম্যাকওএস অপারেটিং সিস্টেমে ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটার ব্যবহারের মতোই অভিজ্ঞতা দেবে। ফলে ব্যবহারকারীর উৎপাদনশীলতা বাড়বে। ছিমছাম নকশার ম্যাক মিনি সহজেই বহনযোগ্য। আগের তুলনায় ম্যাকবুক মিনির এই নতুন দুই সংস্করণে উন্নত প্রসেসর (সিপিইউ) ও গ্রাফিকস প্রসেসর (জিপিইউ) ব্যবহৃত হয়েছে। অনেক বেশি মেমোরি ব্যান্ডউইডথ এবং শক্তিশালী মিডিয়া ফিচার আছে এই দুই কম্পিউটারে। আরও টেকসই করার জন্য দুটি যন্ত্রেই আধুনিক থার্মাল সিস্টেম ব্যবহার করেছে অ্যাপল।

ম্যাকবুক মিনি এম-২তে রয়েছে আট কোরের সিপিইউ এবং ১০ কোরের জিপিইউ। ৫৯৯ ডলার দাম হওয়ায় এটি বেশ সাশ্রয়ী। এতে রয়েছে ২৪ গিগাবাইট পর্যন্ত ইউনিফায়েড মেমোরি এবং প্রতি সেকেন্ডে ১০০ জিবির মেমোরি ব্যান্ডউইডথ। ফলে ছবি সম্পাদনার সফটওয়্যার ব্যবহার আরও মসৃণ হবে। একই সঙ্গে ৩০ এফএস, ৮কে প্রো রেজল্যুশনের দুটি ভিডিও চালানো যাবে। ফলে ভিডিও সম্পাদনার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।

ম্যাকবুক মিনি এম ২ প্রোতে রয়েছে ১২ কোরের প্রসেসর এবং ১৯ কোরের জিপিইউ। এতে রয়েছে প্রতি সেকেন্ডে ২০০ জিবির মেমোরি ব্যান্ডউইটথ। এ ছাড়া এতে ৩২ জিবি পর্যন্ত মেমোরি সমর্থন করবে। একসঙ্গে পাঁচটি পর্যন্ত ৩০ এফএসের ৮কে প্রো রেজল্যুশনের ভিডিও চালানো যাবে। একই সঙ্গে ২৩টি পর্যন্ত ৪কে প্রো রেজল্যুশন ৪২২ ভিডিও চালানো যাবে। ফলে ভিডিও সম্পাদনার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।

দুটি মডেলেই দুটি করে ইউএসবি-এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি ১০ জিবি বিকল্পসহ একটি গিগাবিট ইথারনেট পোর্ট এবং একটি হালনাগাদ করা হেডফোন সংযোগসুবিধা রয়েছে। আছে তারহীন ওয়াই-ফাই ৬ই৫ এবং ব্লুটুথ ৫ দশমিক ৩ সংযোগের সুবিধা।

সূত্র: প্রথমআলো




দামুড়হুদায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

দামুড়হুদায় নব যোগদানকৃত নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা’র সাথে উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন,ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য মিরাজুল ইসলাম মিরাজ, সুজন।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবীব মামুন, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সভাপতি হানিফ মন্ডল, সদস্য এফ এ আলমগীর হোসেন, সহ সম্পাদক কামরুজ্জামান যুদ্ধ, সদস্য আব্দুল হান্নান, সুকুমার চন্দ্র বাধন, হাসমত আলী।কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক রকিবুল হাসান তোতা, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা মিন্টু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সহ-প্রচার সম্পাদক আনারুল ইসলাম, কোষাধক্ষ্য আরাফাত মল্লিক, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সিম্পোজিয়াম মিটিং পরামর্শ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, নির্বাহী সদস্য ইমরান হোসেন, শেখ হাতেম, হাফিজুর রহমান শমসের, রাজু আহম্মেদ, রবিউল ইসলাম বাবু, মশিউর রহমান প্রমূখ।




দামুড়হুদা সীমান্তে আটক ভারতীয় বৃদ্ধা নাগরিককে বিএসএফ এর নিকট হস্তান্তর

দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে আটকের চাঁর দিনপর ভারতীয় অসুস্থ বৃদ্ধা নাগরিক মন্ডল জমিলা বেওয়া (৭৮)কে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিককে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়। আটককৃত বৃদ্ধা ভারতের নদীয়া জেলার ধুবুলিয়া থানার পাথরাদহ গ্রামের মৃত ফজলু’র স্ত্রী।

চুয়াডাঙ্গা-৬ব্যাটালিয়ন (বিজিবির) পরিচালক শাহ মোঃ ইশতিয়াক, পিএসসি জানান,গত তিন মাস আগে মন্ডল জমিলা বেওয়া বাংলাদেশী বসবাসকারী মেহেরপুরের কাসীয়ারী পাড়া গ্রামে তার আত্মীয়র বাড়ীতে বেড়াতে আসে। গত রবিবার (২২ জানুয়ারি) তিনি দামুড়হুদার মুন্সীপুর বিওপির ৯৩ মেইন পিলারের নিকট দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করারর চেষ্টা করলে ৮২ বিএসএফ এর মহাখোলা ক্যাম্পের কর্তব্যরত সদস্যগণ তাকে ভারতে প্রবেশে বাধা প্রদান করে।

বিজিবির টহলদল বেলা তিনটার দিকে মুন্সিপুর এমপি ঘাট নামক স্থান থেকে তাকে আটক করে। বৃদ্ধা বার্ধক্যজনিত রোগী হওয়ায় ২৩ জানুয়ারি মুন্সীপুর বিওপির এবং মহাখোলা ক্যাম্পের ৮২ বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পের সীমান্তের ৯৩/৩-আর এর নিকট শুন্য লাইনে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আটককৃত বৃদ্ধা মহিলাকে ভারতে ফেরত বিষয় উপস্থাপন করা হয়।

পরবর্তীতে ২৫ জানুয়ারি সন্ধায় মুন্সিপুর সীমান্তের ৯৩/৩-আর এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিককে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়।




বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আইসিসি তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।

২০২২ সাল স্বপ্নের মতো কাটিয়েছেন বাবর আজম। ব্যাট হাতে সব মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ৫৪.১২ গড়ে ৮টি সেঞ্চুরি ও ১৫টি ফিফটিতে করেছেন ২৫৯৮ রান। আর এমন পারফরম্যান্সে পুরস্কারস্বরূপ বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেলেন বাবর আজম। ইংল্যান্ডের বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন বাবর।

এর আগে ২০২২ সালের ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন পাকিস্তানের এই অধিনায়ক। এই নিয়ে টানা দুইবার ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন বাবর। ২০২২ সালে ৯টি এক দিনের ম্যাচ খেলে ৩টি শতক ও ৫টি অর্ধশতকে ৬৭৯ রান করেন বাবর আজম।




শর্তে ক্ষমা পেলেন গাংনীর ষোলটাকা ইউপি চেয়ারম্যান পাশা

দলীয় সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা পেলেন মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউপি চেয়ারম্যান ও ষোলটাকা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পাশা।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে তাকে ক্ষমা প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হয়।

গত স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে সমর্থন না জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন পাশা নির্বাচনে অংশ নেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। স্থানীয় আওয়ামীলীগের সু-পারিশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এমতাবস্থায় গত ১৭ ডিসেম্বর ২২ইং তারিখে গণভবনে অনুষ্ঠিত আওয়ামীলীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ি সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক দলের কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনার আবেদন করেন আনোয়ার হোসেন পাশা। বিষয়টি পর্যালোচনা শেষে দলীয় সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রদর্শন করা হয়।




গাংনীর রানা চেয়ারম্যানের অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে আওয়ামীলীগ

মেহেরপুরের গাংনী কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো: মিজানুর রহমান রানার অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ আওয়ামীলীগ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরিত পত্রে অব্যাহতির আদেশ প্রত্যাহারের এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো: মিজানুর রহমান রানাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো: মিজানুর রহমান রানার আবেদনের প্রেক্ষিতে ২০২২ সালের ১৭ ডিসেম্বর গণভবনে আওয়ামীলীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের স্বার্থ পরিপন্থী না করার শর্তে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।

অব্যাহতির আদেশ প্রত্যাহার সংক্রান্ত অনুলিপি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে দেয়া হয়েছে।

অব্যাহতির আদেশ প্রত্যাহার হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কাথুলী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো: মিজানুর রহমান রানা বলেন,তার অব্যাহতির আদেশ প্রত্যাহার হওয়ায় তিনি সহ তার কর্মী সমর্থকরা খুশি।
অব্যাহতির আদেশ প্রত্যাহার হওয়ায় মো: মিজানুর রহমান রানাকে আওয়ামীলীগের কমিটিতে গুরুত্বপূর্ন পদ দেওয়ার দাবি করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন,কাথুলী ইউনিয়নের জনগনের ভালোবাসা আর সমর্থন নিয়ে পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে গতবার আওয়মীলীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কিন্তু এবার কুচক্রী মহলের মিথ্যা প্ররোচনার কারনে এবার দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়। কিন্তু আওয়ামীলীগ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে তাদের আবদার রক্ষা ও জনগনের চাপে পড়ে নির্বাচন করতে বাধ্য হয়েছেন। সদ্য নির্বাচনে প্রায় ২ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এই বিজয় সহ প্রতিটা বিজয় আওয়ামীলীগ ও কাথুলী ইউনিয়নের আমার প্রান প্রিয় জনগনকে উৎস্বর্গ করেছি। নির্দল নির্বাচন করলেও আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখে জনগনের সেবা করে চলেছি।

মো: মিজানুর রহমান রানা মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদকের পাশাপাশি কাথুলী ইউনিয়ন পরিষদের পরপর তিন বারের নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদক,কুতুবপুর স্কুল এন্ড কলেজ,ধলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।




বাদশার পাঠানে ধামাকা, প্রথম দিনেই ব্যবসা ৫৫ কোটি

মুক্তির প্রথম দিন সব হিসেব গুলিয়ে দিল ‘পাঠান’। বুধবার সারাদিন এমন কথাই বার বার শোনা গেল। হুল্লোড়ে মেতেছেন দর্শক। শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই প্রায় ৫৫ কোটির ব্যবসা করে ফেলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটি।

এখনও পর্যন্ত প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল দক্ষিণী ছবি ‘কেজিএফ-চ্যাপ্টার ২’- ৫৩ কোটি ৯৫ লাখ। ছবিমুক্তির দিনে দক্ষিণী মেগা হিটের ব্যবসাকে ছাপিয়ে গেল ‘পাঠান’।

শোনা যাচ্ছে, বুধবার প্রায় ৫৩-৫৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। যা ছাড়িয়ে গিয়েছে ‘ওয়ার’, ‘থগস অব হিন্দুস্তান’, ‘ভারত’ ছবির প্রথম দিনের উপার্জন।

দীর্ঘ ৪ বছর পরে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বলিউডের ‘বাদশা’কে নিয়ে অনুরাগীদের উন্মাদনার ঝলক দেখা গিয়েছিল ট্রেলার মুক্তির পরেই। দুবাইয়ের বুর্জ খলিফাতেও শাহরুখের উপস্থিতিতে ট্রেলার প্রদর্শনের সময় ঢল নেমেছিল ভক্তদের। বক্স অফিসে যে ভালো অঙ্কের ব্যবসা করবে ‘পাঠান’, তার আভাস মিলেছিল অগ্রিম টিকিট বুকিংয়েই।

দর্শকের উন্মাদনা দেখে সকাল ৬টা ও ৭টাতেও শো রেখেছিল ভারতের বড় বড় শহরের একাধিক প্রেক্ষাগৃহ। এমনকি, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে মধ্যরাতেও শো চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রযোজনা সংস্থা ওয়াইআরএফ। তবে হিন্দি ছবির ইতিহাসে ছবিমুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসাই সর্বোচ্চ। ইতিমধ্যে ব্লকবাস্টার খেতাবও পেয়েছে ছবিটি।

সূত্র: ইতেফাক




গাংনী থানা পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার

গাংনী থানা পুলিশের ২৪ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার হয়েছে।

গতকাল বুধবার সন্ধা থেকে আজ বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ জন করমদি গ্রামের আব্দুল খালেকের ছেলে শওকত আলী মামলা নং ২৭৮/২২।

সিআর মামলায় একজন মহিলাসহ ৪ জন আসামি এরা হলেন হেমায়েতপুর বাজার পাড়ার জহুরুল ইসলামের স্ত্রী মোছা: তহুরা খাতুন মামলা নং ৫২৪/২২,গাড়াডোব গ্রামের তাজের আলীর ছেলে মো: কুদ্দুস আলী মামলা নং ৪৭৮/২২,ধর্মচাকি গ্রামের মৃত রহিমের ছেলে মো: নিজাম উদ্দিন মামলা নং ১/২৩,ধর্মচাকি গ্রামের জফের উদ্দিনের ছেলে মো: আজিজুর রহমান মামলা নং ০১/২৩।

এছাড়াও অনান্য মামলায় দুইজন মানিকদিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে মো: মোমিনুল ইসলাম মামলা নং ২৫(১২)২২,আযান (দক্ষিণ পাড়া) গ্রামের মো: ইয়ারুলের ছেলে মো: মিঠুন হোসেন মামলা নং ৩৫(১)২৩ কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নির্দেশে একাধিক টিম অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত আসামিদের আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে ।