গাংনীতে পিকেএসএফ এর কম্বল বিতরণ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উদ্যোগে দারিদ্র বিমোচন সংস্থা (ডিবিএস) এর সহযোগীতায় মেহেরপুরের গাংনী, বামন্দী ও কাজীপুর ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৭০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

বুধবার সকালে ডিবিএস এর গাংনী শাখা অফিস প্রাঙ্গণে ডিবিএস এর নির্বাহী পরিচালক মোঃ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন।

এ সময় গাংনী উপজেলা অফিসার মোছাঃ রনি খাতুন বলেন, পিকেএসএফ ও ডিবিএস কে সামাজিক সেবামূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান । তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সব সময়ই জনকল্যাণমূলক কর্মীদের পাশে আছেন ।

ডিবিএস এর নির্বাহী পরিচালক মোঃ আবু জাফর বলেন, পিকেএসএফ সব সময়ই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে । ডিবিএস পিকেএসএফ এর এই সেবামূলক কার্যক্রম মাঠপর্যায়ে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত । ভবিষ্যতে ডিবিএস ও পিকেএসএফ এভাবেই মানুষের সেবাই এগিয়ে আসবে বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন ।

এছাড়া একইদিনে পৃথক পৃথকভাবে ডিবিএস এর বামন্দী ও কাজীপুর শাখাতেও ডিবিএস এর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে মোট ৭০০ জন দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয় । মূলত তৃণমূল পর্যায়ে যথাযথ জরিপের মাধ্যমে উল্লেখিত তিনটি ইউনিয়নের ৭০০ জন অসহায় শীতার্ত মানুষের তালিকা করা হয় । এবং সেই তালিকার ওপরে ভিত্তি করেই এই কম্বলগুলো বিতরণ করা হয় । কম্বল প্রাপ্ত অসহায় মানুষদের বেশিরভাগই ষাটোর্ধ্ব প্রবীণ। তবে অনেক এতিম, প্রতিবন্ধী ও বিধবা নারীও এই কম্বল পেয়েছেন ।

উল্লেখ্য যে, এর আগেও গত ১৬ই জানুয়ারী রোজ সোমবার মেহেরপুরের কুতুবপুর ইউনিয়স্থ ২৪০ জন অসহায় শীতার্তের মাঝে ডিবিএস তার নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করে ।




সদর উপজেলা জামায়াতের আমির ও বুড়িপোতা ইউনিয়ন আমির গ্রেফতার

মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর থেকে উপজেলা জামায়াতের আমির সোহেল রানা ও রাধাকান্তপুর থেকে বুড়িপোতা ইউনিয়ন জামায়াতের আমির হামিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল নিজ নিজ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোহেল রানা কামদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং হামিদুল ইসলাম রাধাকান্তপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত শেখ মইনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা চলমান রয়েছে। যার মামলা নম্বর-২২, তারিখ ১৪/০১/২০২৩ ইং। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে আদি বম্বে ব্রেড এন্ড সুইটস’র ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে আদি বম্বে বেড এন্ড সুইটস কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় স্যানিটারি পরিদর্শক তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযানে জানতে পারি আদি বম্বে ব্রেড এন্ড সুইটসের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মানুষের শরীরের জন্য ক্ষতিকারক রং ও অবৈধভাবে বিএসটিআই এর লোগো এবং ভূয়া লাইসেন্স ব্যবহার করে উৎপাদন করে। এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় আদি বম্বে ব্রেড এন্ড সুইটসের মালিক রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।




মেহেরপুরে বিএনপির অপর অংশের সমাবেশ

মেহেরপুরে গণতন্ত্র হত্যা দিবস গণতন্ত্রের পুনরুদ্ধারে ১০ দফা দাবি দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা বিএনপির বড়বাজার কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল এর সঞ্চালনায় জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমগীর খান ছাতু সহ-সভাপতি জেলা বিএনপি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপি’র সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহমুদ সানি।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক হাসানুজ্জামান বিপলু, যুবনেতা ইসমাইলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের শোভাযাত্রা

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল ইসলাম সোবহান ও সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আরিফুল এনাম বকুল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল হোসেন জুয়েল, শোয়েবুর রহমান, মোস্তাফিজুর রহমান চন্দন, আমিনুল ইসলাম খোকন, মতিউর রহমান, জুয়েল রানা, শেখ মো: শরিফ রেজা পান্না, রাশেদুল ইসলাম আনন্দ, তৌহিদুল ইসলাম তৌহিদ, হানিফ খান ,জীবন আকবর, রেজাউল করিম, শাহরিয়ার হাসান, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান তুহিন, শেখ সাদিক , রুবেল হোসেন, আশরাফুল ইসলাম।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।




মেহেরপুরে বিএনপির সমাবেশ

মেহেরপুরে ২৫শে জানুয়ারী ১৯৭৫ এর গণতন্ত্র হত্যা দিবস স্মরণে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে জেলা বিএনপি’র সমাবেশ।

বুধবার বিকালে মেহেরপুর কাথুলী বাসস্ট্যাণ্ডে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আরজুল্লা মাস্টার বাবলু।
সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।




চুয়াডাঙ্গায় ৪ টি চোরাই মটরসাইকেলসহ সংঘবদ্ধ চক্রের ২ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ টি চোরাই মটরসাইকেলসহ সংঘবদ্ধ চক্রের ২ জনকে গ্রেফতার করেছে।উদ্ধার করেছে ৪ টি মটরসাইকেল।

জানাগেছে  বুধবার ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে। চুয়াডাঙ্গা সদর থানার এস আই হাসানুজ্জামান, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে ০৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ০২ (দুই) জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি আলমডাঙ্গা থানার বকশিপুর মাঝেরপাড়া,গ্রামের রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬)কে গ্রেফতার করে। সাইফুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বকশিপুর, হাউসপুর সহ বেশ কয়েকটি জায়গায় চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলামের স্বীকারোক্তি মতে সংঘবদ্ধ দলের আরেক সদস্য একই গ্রামের স্কুলপাড়ার আব্দুল গনির ছেলে ইমরান(২০) কে গ্রেফতার করে।উক্ত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও দেখানো মতে ২টি পালসার, ডিসকভারি ১টি ১২৫ সিসি, ০১ টি টিভিএস ১১০ সিসি এবং ০১ টি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আরো চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।গতকালই তাদের দুইজনকে চুরি মামলাসহ সদর থানা পুলিশ চুয়াডাঙ্গা কোর্ট হাজত প্রেরন করেছে।




দামুড়হুদায় লাল তীর সীডের উদ্যোগে তুলা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

দামুড়হুদায় লাল তীর সীড লিমিটেডের উদ্যোগে তুলা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নতুন বাস্তুপুর ঈদগাহ মাঠে হাইব্রিড তুলা বীজ ডিএম-৪ জাতের ফলন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

লাল তীর সীডের জেনারেল ম্যানেজার কৃষিবিদ বসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর কৃষিবিদ ড. কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা জোনের সিসিডিও কৃষিবিদ শেখ আল মামুন, তুলা উন্নয়ন বোর্ডের মেহেরপুর জোনের সিসিডিও কৃষিবিদ এজাজুল ইসলাম, লাল তীর সীডের ডিভিশনাল ম্যানেজার কৃষিবিদ কামরুল হাসান ও দামুড়হুদা তুলা অফিসের কটন ইউনিট অফিসার বিদ্যুৎ চন্দ্র দাস।

এলাকার দুই শতাধিক তুলাচাষির উপস্থিতিতে অনুষ্ঠিত মাঠ দিবসে তুলা চাষের জমি নির্বাচন, বীজ ভিজানো ও বপন পদ্ধতি, অন্তবর্তীকালীন পরিচর্যা ও ফসল সংগ্রহ বিষয়ে আলোকপাত করা হয়। লাল তীর সীড ডিএম-৪ জাতের তুলা চাষ করে ভাল ফলন পেয়েছেন বলে জানান উপস্থিত তুলা চাষিরা। পরিশেষে তুলাচাষী নাসির উদ্দীনের তুলাক্ষেত পরিদর্শন করা হয়। মাঠ দিবসটি পরিচালনা করেন লাল তীর সীডের মেহেরপুর রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ আবু রায়হান।




রোমেলা খাতুন রহমানিয়া মাদ্রাসায় কম্পিউটার দিলেন জেলা পরিষদে চেয়ারম্যান

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা রোমেলা খাতুন রহমানিয়া মাদ্রাসা ও লিল্লাহবোর্ডিং এ দুইটা কম্পিউটার একটা প্রিন্টার দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজু রহমান মন্জু।

 দুপুর ১টায় জেলা পরিষদের কার্যালয়ে মাদ্রাসার সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দুইটা কম্পিউটার ও একটা প্রিন্টার তুলে দেন।

এময় জেলা পরিষদের চেয়ারম্যান বলেন মাননীয় প্রধান মন্ত্রী অলরেডি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করছেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের ঘোষণা দিয়েছেন সুতরাং এখন থেকেই আগামী প্রজন্ম যেন আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারে তারই অংশ হিসাবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলার সদস্য জহুরুল ইলাম, সহকারী প্রকৌশলী আনিছা খানম, উপসহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, মাদ্রাসার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী হৃদয় হাসান প্রমূখ।




দামুড়হুদায় উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ 

দামুড়হুদায় উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২৮৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা অংশ নেয়। খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমারদাস, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, হাউলী ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। উপস্থিত ছিলেন মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকতিয়ার উদ্দিন, জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সহকারী সুপার জয়নাল আবেদীনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান খোকন, আশাদুল হক, সামসুল হক, আব্দুল খালেক, ইউসুফ আলী, মাহমুদুল হাসান, ইব্রাহিম হোসেন, কামাল হোসেন, জাহিদুল ইসলাম, তিতুয়ার রহমান, জহির রায়হান ও জাফর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিরাজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।