সাত পাকে বাঁধা পড়লেন রাহুল-আথিয়া

হালকা গোলাপি শেরওয়ানিতে কেএল রাহুল, আর আইভরি লেহঙ্গায় পাত্রী আথিয়া শেট্টি। গোপনীয়তা সত্ত্বেও বিয়ের মণ্ডপ থেকে বর-কনের ছবি প্রকাশ্যে এলো। অবশেষে প্রেমিকের গলায় মালা দিলেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি।

সোমবার শুভ লগ্নে অভিনেত্রী বিয়ে সারলেন ক্রিকেটতারকা কেএল রাহুলের সঙ্গে। বিয়ের অনুষ্ঠান একেবারে ঘরোয়াভাবে করা হয়েছে। সোমবার বিকালে সুনীল আর তার ছেলে অহন শেট্টি বাড়ি থেকে বেরিয়ে এসে মিষ্টিমুখ করান বাইরে উপস্থিত আলোকচিত্রী এবং সাংবাদিকদের।

সুনীল জানান, তিনি এ বার আইনত ‘শ্বশুরমশাই’ হলেন। তিনি বলেন, অসাধারণ অনুষ্ঠান হলো, কিন্তু ছোট করে। শুধুমাত্র পারিবারিক বৃত্তে।

সুনীলের খান্ডালার খামারবাড়িতেই বিয়ের আয়োজন। বেশ কয়েক জন বলিউড তারকাকে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায়।

আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ১০০ জন। যদিও রিসেপশনের অনুষ্ঠান আরও বড় করে হবে কয়েক সপ্তাহ পরে।




গাংনীতে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে গ্যাড়াকলে দুই জন

মেহেরপুরের গাংনীর কসবা গ্রামে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে জিয়ারুল (৩৮) ও জহির উদ্দীন (৫৮) নামের দুই জন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে দুটি ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ তাদেরকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে দুজনকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গভীর রাতে গাংনীর কসবা গ্রামের গোলাম রসুল নামের এক ব্যক্তির বাড়ির পেছনে খড়ের গাদায় ককটেল আছে এমন সংবাদ দেয় মুসাদ আলীর ছেলে জিয়ারুল ও জারমান আলীর ছেলে জহির উদ্দীন।

সংবাদ পেয়ে এসআই রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গেলে সংবাদদাতা জিয়ারুল ও জহির দুজনেই ওই ককটেল বের করে দেয়। এতে সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে পুর্ব শত্রুতার জের ধরে তারা ককটেল রেখে গোলাম রসুলকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে স্বীকার করে। পরে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে ।




শেষ হলো ল্যাম্পার্ডের এভারটন অধ্যায়

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) রেলিগেশনের খরায় থাকা এভারটন শেষ পর্যন্ত ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করেছে। গুডিসন পার্কে এক বছরেরও কম সময় দায়িত্বে ছিলেন চেলসির সাবেক এই তারকা মিডফিল্ডার ও কোচ। ব্রিটিশ গণমাধ্যমেই গতকাল এ খবর প্রকাশিত হয়।

২০২২ সালের জানুয়ারিতে রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হয়েছিলেন ল্যাম্পার্ড। কিন্তু নতুন মৌসুমে তার অধীনে এভারটনের অবনমন হতে হতে টেবিলের ১৯তম স্থানে গিয়ে ঠেকেছে। এই মুহূর্তে তলানির দল সাউদাম্পটনের সঙ্গে সমান ১৫ পয়েন্ট এভারটনের। ক্লাবের ধারাবাহিক ব্যর্থতার জেরে মাসের শুরুতে নিরাপত্তা ঝুঁকি থাকায় গুডিসন পার্কে লিগের ম্যাচ দেখতে যেতে পারেনি ক্লাব পরিচালকরা। শনিবার মৌসুমের আরেক ব্যর্থ দল ওয়েস্ট হামের কাছে ২-০ গোলের পরাজয়ের স্বাদ পেয়েছে এভারটন। শেষ ১২ লিগ ম্যাচে এটি ছিল তাদের নবম পরাজয়।

এভারটনের মালিক ফরহাদ মোশিরি এর আগে ৪৪ বছর বয়সী ল্যাম্পার্ডের প্রতি সমর্থকদের সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যাচ দেখতে প্রায় এক বছরের বেশি সময় পর মাঠে উপস্থিত হয়েছিলেন মোশিরি। ম্যাচ শেষে তাকে ল্যাম্পার্ড প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্কাই স্পোর্টসকে মোশিরি বলেছেন, ‘আমি এ ব্যপারে কোন মন্তব্য করবো না, এটা আমার একক কোন সিদ্ধান্ত নয়।’

নিজের ভবিষ্যত সম্পর্কে ল্যাম্পার্ড বলেন, ‘এ বিষয়গুলো আমার পছন্দের ওপর নির্ভর করেনা। আমার দায়িত্ব হলো কাজ করে যাওয়া, নিজের কাজের উপর গুরুত্ব দেওয়া। আমি জানি ক্লাবের বর্তমান পরিস্থিতি কি। চেয়ারম্যান বা বোর্ডের কোন সদস্য যদি মাঠে উপস্থিত থাকে তবে এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য নয়।’

১৯৫৪ সালের পর প্রথমবারের মত প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কায় এভারটন বাধ্য হয়েই বেনিতেজকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। ১২ মাস আগে ল্যাম্পার্ড এভারটনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ঐ সময় ক্লাবটি ১৬তম স্থানে ছিল। চেলসির সাবেক এই কোচ প্রাথমিক ভাবে ক্লাবটিকে রেলিগেশন থেকে রক্ষা করার কাজই করেছেন।

গুডিসন পার্কের অতি উৎসাহী কিছু সমর্থকই ক্লাবের প্রাণ। টফিসরা গত মৌসুমের শেষ ছয়টি লিগ ম্যাচের তিনটিতে জয়ী হয়ে নিজেদের অবস্থান রক্ষা করে। এর মধ্যে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ৩-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচটি ছিল।

গত মৌসুমের সাফল্য ধরে রাখতে পারেনি ল্যাম্পার্ড। যে কারণে এই নিয়ে গত সাত বছরে অষ্টম ম্যানেজারের খোঁজ করতে হচ্ছে এভারটনকে। সব ধরনের প্রতিযোগিতায় ল্যাম্পার্ডের অধীনে ৪৪ ম্যাচে মাত্র ১২টিতে জয় পেয়েছে এভারটন। সাবেক বার্নলি বস সিন ডাইচ, লিডসের সাবেক কোচ মার্সেলো বিয়েসলা নতুন কোচের তালিকায় রয়েছে। এছাড়া বর্তমান ওয়েস্ট হাম ও এভারটনের সাবেক কোচ ডেভিড ময়েসকেও আবারো ফিরিয়ে আনা হতে পারে। এই তালিকায় আরো রয়েছেন আলি-ইতিহাদ বস নুনো এস্পিরিতো সান্তো, উলভসের সাবেক ও বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডের কোচ ও এভারটনের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে উপজেলা জামায়াতের আমির সহ ২ জন আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে নাশকতার পরিকল্পনা করার সময়ে উপজেলা জামায়াতের আমির খাঁনজাহান আলী সহ ২ সদস্যকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে খাঁনজাহান আলী এবং গোপালনগর গ্রামের আজিল শেখ এর ছেলে হাবিবুর রহমান কে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমান জিহাদী বই, টাকা আদায়ের রশিদ, রেজিস্টার উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলায় এজাহার নামীয় ২ জন ও অজ্ঞাতনামা আরো ২১/২২ জনকে আসামি করা হয়েছে।

আটক কৃতদের বিরুদ্ধে মামলার রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মেহেদী রাসেল।




দর্শনা কেরুজ ডিস্টিলারীর ফিদা হাসান বাদশাকে অব্যাহতি

দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় ধারাবাহিক ভাবে দৃর্নিতির রিপোর্ট প্রকাশিত হলে দর্শনা কেরুজ ডিস্টিলারী বিভাগের দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক (জিএম) ফিদা হাসান বাদশাকে অব্যাহতি দিয়েছে চিনি ও খাদ্য শিল্প করপেরশন কতৃপক্ষ।

সোমবার (২৩ জানুয়ারী) ভারপ্রাপ্ত চীফ অফ পারসোনেল শাহরীনা তানাজ এর স্বাক্ষরিত ৩৬.০৪.০০০০.০১১.
১৯.০০১.১৮.১৪১ নং স্বারকে অব্যাহতির বিষযটি নিশ্চত করে।

পুনরাদেশ না দেওয়া পযর্ন্ত বিএসএফআইসি’র অধীনে কেরু এ্যান্ড কোম্পানী বাংলাদেশ লিমিটেডের মহাব্যাবস্থাপক ফিদা হাসান বাদশাকে বর্তমান বেতনক্রমে নামের পার্শ্বে উল্লেখিত পদ থেকে অব্যাহতি দেয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে “স্থানীয় ও জাতীয় দৈনিক” পত্রিকায় নিয়োগপত্র ছাড়াই মহাব্যবস্থাপক (জিএম) পদে ফিদা হাসান বাদশা কেরুজ চিনিকলের কোষাগার থেকে নিচ্ছেন বেতনভাতা এই মর্মে পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়। তার পরিপেক্ষিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরশন কতৃপক্ষ নড়েচড়ে বসে এবং সরেজমিনে তদন্তে আসে। তদন্তে এসে কর্মস্থলের তার বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়। যে কারণে সাথে সাথে তার মহাব্যবস্থাপক (জিএম) ডিস্টিলারী পদ থেকে অব্যাহতি দিয়ে দেয়। এ বিষয়ে দর্শনা কেরুজ চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক বলেন, আজ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে তার ডিস্টিলারী মহাব্যবস্থাপক (জিএম) পদ থেকে একটি পরিপত্র এসেছে। পরিপত্রে মহাব্যবস্থাপক (জিএম) ফিদা হাসান বাদশাকে অব্যাহতি প্রদান করে ওই স্থলে রাজিবুল হাসান ডিস্টিলারী মহাব্যবস্থাপক (জিএম) পদে দায়িক্তভার গ্রহন করেছে।

উল্লেখ্য, দর্শনা কেরুজ চিনিকলের ডিস্টিলারী বিভাগের মহাব্যবস্থাপক ফিদাহ হাসান বাদশা দীর্ঘ ১৮ বছর ঘুরে ফিরে অবস্থান করছেন একই প্রতিষ্ঠনে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কর্তৃক ফিদাহ হাসান বাদশাকে নিয়োগ দেওয়া হয় চিনিকলের বিএমআর প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) হিসাবে। অথচ তিনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে আকড়ে রাখেন ডিস্টিলারী বিভাগের প্রধান চেয়ার। ফিদাহ হাসান বাদশার পদ মর্যাদা ব্যবস্থাপক, এ পদে পদন্নোতি হলে উপ-মহাব্যবস্থাপক, তার পরের পদ মহাব্যবস্থাপক। অথচ ব্যবস্থাপক পদ থেকে তিনি মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। ফলে একই ব্যাক্তি গুরুত্বপূর্ণ ২টি চেয়ার ধরে রাখায় অনেকের মধ্যে প্রশ্ন জাগে প্রকল্পের পিডি হিসাবে নিয়োগ প্রাপ্ত হলেও কি কারণে ধরে রেখেছেন ডিস্টিলারীর চেয়ার। কি মধু এ চেয়ারে ? এ সংক্রান্তে পত্রিকায় রিপোর্টা পত্রিকায় প্রকাশিত হলে বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করে দেন তিনি।

সুত্রে জানা যায়, দর্শনা কেরুজ চিনিকলে ২০০৫ সালে যোগদান করেন ফিদাহ হাসান বাদশা। যোগদানের পর পদন্নতি পেয়ে মিলের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তা বাবুদের ম্যানেজ করেই ২০১৯ সালের ২৬ মে ডিস্টিলারী বিভাগে মহাব্যবস্থাপক পদে দায়িত্ব নেন। এরই মধ্যে পদন্নতি পেয়ে সদর দপ্তর থেকে চিনিকলের বিএমআরআই করণ প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) হিসেবে দায়িত্ব পান। তার মূলদায়িত্ব ওই প্রকল্পে হলেও অনৈতিক সুবিধা থাকায় ডিস্টিলারীর চেয়ার কৌশলে আকড়ে আছেন।

সূত্রে আরও জানা যায়, ডিস্টিলারী বিভাগে প্রতিবছর কোটি কোটি টাকার মালামাল ক্রয় হয়ে থাকে। পাশপাশি কয়েক শত কোটি টাকার মদ বিক্রি। পদাধিকার বলে ডিস্টিলারীরে মালামাল ক্রয় কমিটিতে তার যাচাই বাচাই এবং দেখভাল করার গুরুদায়িত্ব থাকে। অভিযোগ রয়েছে, প্রত্যেকটি মালামাল ক্রয় কমিটিতে তার সক্রিয় অবস্থান থাকে। যার ফলে সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠনের সাথে বিশেষ সখ্যতাও রয়েছে ফিদাহ হাসান বাদশার। ফলে কোন কোন ক্ষেত্রে সুবিধা গ্রহনের মাধ্যমে প্রতিষ্ঠানে নিন্মমানের মালামাল সরবরাহের সুযোগ করে দেন তিনি। এতে প্রতিষ্ঠানের লোকসান হলেও আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন বাদশা। ডিষ্টিলারীর ক্রয় দুর্নিতি রোধে তার অপসারণ জরুরী বলে সাধারণ শ্রমিক কর্মচারীরা মনে করেন।

দীর্ঘদিন একই চেয়ারে থাকলে অনেকের সাথে সখ্যতা গড়ে ওঠার সুবাদে দুর্ণিতি সিন্ডিকেট তৈরী হয়েছে। চিনিকলের শ্রমিক-কর্মচারীদের দাবি ডিষ্টিলারীর চেয়ার ছেড়ে দিয়ে বিএমআরআই প্রকেল্পর মূলদায়িত্ব যেন গ্রহণ করেন ফিদাহ হাসান বাদশা। তাহলে অনেকাংশে দূর্নিতি কমে যাবে এ বিভাগে।

এ সংক্রান্ত রিপোর্ট পত্রিকায় প্রকাশের পরিপেক্ষিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরশন কতৃপক্ষ নড়েচড়ে বসে এবং সরেজমিনে তদন্তে আসে। তদন্তে এসে কর্মস্থলের তার বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়। যে কারণে সাথে সাথে তার মহাব্যবস্থাপক (জিএম) ডিস্টিলারী পদ থেকে অব্যাহতি দিয়ে দেয়। যে করণে গতকাল সোমবার চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে তার ডিস্টিলারী মহাব্যবস্থাপক (জিএম) পদ থেকে একটি পরিপত্র এসেছে। পরিপত্রে মহাব্যবস্থাপক (জিএম) ফিদা হাসান বাদশাকে অব্যাহতি প্রদান করে ওই স্থলে রাজিবুল হাসানকে ডিস্টিলারীর মহাব্যবস্থাপক (জিএম) পদে দায়িক্তভার গ্রহণের আদেশ প্রদানের কথা জানানো হলে বাদশাকে অব্যাহতি দিয়ে রাজিবুলকে দায়িত্বভার দেওয়া হয়েছে বলে জানান দর্শনা কেরুজ চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।




মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

আরিফুল ইসলাম সোবহানকে আহবায়ক ও বারিকুল ইসলাম লিজনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র।

২১ জানুয়ারি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ প্রস্তুতি কমিটির অনুমোদন দেন। এ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের সাথে সমন্বয় করে সম্মেলন সফল করতে প্রয়োজনে উপকমিটি গঠণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাকি সদস্যরা হলেন- কামাল হোসেন জুয়েল, শোয়েবুর রহমান, মোস্তাফিজুর রহমান চন্দন, আমিনুল ইসলাম খোকন, মিজানুর রজমান হিরন, মতিউর রহমান, জুয়েল রানা, শেখ মো: শরিফ রেজা পান্না, রাশেশদুল ইসলাম আনন্দ, তৌহিদুল ইসলাম তৌহিদ, হানিফ খান ,জীবন আকবর, রেজাউল করিম, শাহরিয়ার হাসান, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান তুহিন, শেখ সাদিক , রুবেল হোসেন, আশরাফুল ইসলাম।




দর্শনায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানের ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

দর্শনা পুরাতন বাজার দোয়েল ফার্মেসীর মালিক মোঃ হায়দার আলীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধেভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ১০.০০০(দশ) হাজার জরিমানা আদায় করে।

পুরাতন বাজার মাস্টার ফার্মেসীর মালিক মোঃ আবু সাঈদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা, পুরাতন বাজারে অবস্থিত সুমন ফল ভান্ডারের মালিক মোঃ সুমন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ৩ হাজার টাকা এবং মোমিন ফল ভান্ডারের মালিক মোঃ মমিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সজল আহমেদ। অভিযানে সহযোগিতা করেন দর্শনা থানা পুলিশ একটি দল।




চুয়াডাঙ্গায় জিয়াউর রহমানের জন্মবা‌র্ষিকীর আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরন

বাংলারদেশ জাতীয়তাবা‌দি কৃষক দ‌ল চুয়াডাঙ্গায় জেলা শাখার আয়োজনে জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবা‌র্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়া‌রি) বেলা সাড়ে ৩ টার দিকে রজব আলী সুপার মার্কেটে চুয়াডাঙ্গা জেলা বিএন‌পির কার্যালয়ে জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেনের সভাপ‌তিত্বে অনুাষ্ঠিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন, জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির অন‌্যতম সদস‌্য খন্দকার আব্দুল জব্বার সোনা।

জেলা কৃষকদলের সদস‌্য সচিব ও ইউ‌পি চেয়ারম‌্যান তবারক হোসেনের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন, জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আ‌রিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, ত‌রিকুল আলম জোয়ার্দ্দার বিলু, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শ‌ফিকুল হেলার পিটু, বিএন‌পি নেতা সা‌বেক ইউ‌পি চেয়ারম‌্যান ই‌দ্রিস আ‌লী।

জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীর আলোচনা অনুষ্ঠান শেষে শীতার্থ দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




দামুড়হুদায় নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা 

দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা শিল্পকলার সাবেক সভাপতি ইসমাইল হোসেন, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, শিল্পকলার সঙ্গীত শিক্ষক আসমত আলী বিশ্বাস, আক্কাস আলী, সদস্য আবুল কালাম, বশির আহাম্মেদ, আব্দুল আলিম, সাইদুর রহমান, মাহফুজুর রহমান জনি, আরিফ মাহমুদ প্রমূখ।




জীবননগরে চোরাই মোটরসাইকেল সহ আটক ৩

চুয়াডাঙ্গার জীবননগরে চোরাই মোটরসাইকেল সহ ৩জনকে আটক করেছে পুলিশ। সোমবার(২২শে জানুয়ারি) রাত সাড়ে ১০টার সময় উপজেলার শাহপুর তিন রাস্তা মোড় থেকে BAJAJ BOXER-AT 100CC সহ তাদেরকে আটক করেছেন।

সোমবার বেলা ২টার সময় নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।

আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার রুদ্রপুর স্কুলপাড়া মো. খোকন রহমানের ছেলে মো.ফাহিম হুসাইন(২৩),বাজে বাওন্দা কলেজপাড়া আঃ হালিমের ছেলে মো. বিপ্লব(২৫)ও অপর জন এই গ্রামের মো.জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সোহান হোসেন(২৫)।

থানা পুলিশ জানান, জীবননগর থানাধীন শাহপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনাকালে শাহপুর তিন রাস্তার মোড় হতে সন্দেহভাজন BAJAJ BOXER-AT 100 CC একটি মোটরসাইকেল দাঁড়ানোর জন্য সংকেত দিলে তারা গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় গাড়িসহ ফাহিম হুসাইন,বিপ্লব, সোহান হোসেনকে আটক করে তাদের জিজ্ঞেসা করলে তারা জানান এটি আন্দুলবাড়িয়ার খাঁন ব্রিক্স হতে চুরির করে এনেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, জীবননগর উপজেলা আন্দুলবাড়িয়ার খাঁন ব্রিক্স থেকে গাড়ি চুরি করে পালানোর সময় আটক তিনজনকে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আটকদ্বয়কে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।