ঝিনাইদহে নিখোঁজের ৮ দিন পর লাশ উদ্ধার

নিখোঁজের ৮ দিনপর ঝিনাইদহে রুবেল হোসেন (৩০) নামে এক কৃষকের লাশের সন্ধান পেয়েছে স্বজনরা। গতকাল শনিবার দুপুরে বাঁদপুকুরিয়া গ্রামের একটি পরিত্যাক্ত সেফটি ট্যাংকের মধ্যে লাশের সন্ধ্যান মেলে। রুবেল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাঁদপুকুরিয়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। রুবেল গত ১১ জানুয়ারী শনিবার থেকে নিখোঁজ ছিলো।

পরিবার ও এলাকাবাসী জানায়, গত শনিবার বিকালে বাড়ী থেকে বের হয় রুবেল। রাতে গ্রামের একটি চায়ের দোকানে আড্ডাদিতে দেখাযায় তাকে। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রুবেলের প্রতিবেশীর একটি বাড়ীতে কাঠ মিস্ত্রীরা কাজ করছিলো। হঠাৎ তারা দুর্গন্ধ পায়। এসময় তারা দুর্গন্ধের সন্ধ্যান করতে গিয়ে পরিত্যাক্ত পায়খানার সেফটি ট্যাংকের মধ্যে মাথা নিচেই ও পা উপরে দেওয়া একটি লাশ দেখতে পায়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রুবেলের মরদেহটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে বলে জানান। লাশটি ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে রুবেলর বলেও জানান, রুবেল গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল।




ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছে ১০ জন।

শনিবার সকালে সদর উপজেলার সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের ফুয়াদ বিশ্বাস ও রানা মেম্বরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে ফুয়াদ বিশ্বাসের সমর্থক খেজমত আলী ও তার ছেলে নবাবকে গ্রামের মাঠে মারধর করে রাজা বিশ্বাসের লোকজন। এরই জের ধরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১০ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের আশংকায় এলাকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।




কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে আসেন মেহেদী হাসান

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে আসেন ঝিনাইদহে- ৩ আসনের সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান (রনি)।

শনিবার বিকেলে পরিদর্শনে আসেন তিনি। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। খোঁজ খবর নেন চিকিৎসাধীন রোগীদের।

জানা যায়, রোগী দেখতে ও কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে আসেন ঝিনাইদহে- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান (রনি)।

এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ফারুক হোসেন (খোকন), মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর যুব দলের সদস্য সচিব সেলিম রেজা (মধু ), পৌর ছাত্র দলের আহবায়ক বাধন রাজবীর (নিশু)।

এরপর তিনি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ওয়ার্ড পরিদর্শন করেন। খোঁজ খবর নেন চিকিৎসাধীন রোগীদের। মেহেদী হাসান রনি ঝিনাইদহ -৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টারের বড় ছেলে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ – ৩ আসন থেকে সংসদ নির্বাচনে সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী বলে দলীয় সুত্রে জানা গেছে।




যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে টিকটক

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আনুষ্ঠানিকভাবে বন্ধ হতে যাচ্ছে। এর আগে আইনপ্রণেতারা অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলেও পরিচালনাকারী প্রতিষ্ঠান এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। তবে সর্বশেষ রায়ে সুপ্রিম কোর্ট অ্যাপটি নিষিদ্ধের পক্ষে থাকা পূর্ববর্তী রায় বহাল রেখেছে। খবর রয়টার্সের।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ কারণে অ্যাপটি নিষিদ্ধ করা বাকস্বাধীনতা লঙ্ঘন বলে গণ্য হবে না।
রায়ের পর টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি কোনো বিশেষ পদক্ষেপ না নেন, তবে আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

এর আগে, ২০২৪ সালের এপ্রিলে মার্কিন আইনপ্রণেতারা টিকটক সম্পর্কিত একটি আইন পাস করেন। এতে অ্যাপটিকে চীনা প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দেওয়া হয়। তবে এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১৯ জানুয়ারি ২০২৫ থেকে টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

বর্তমানে টিকটকের ভবিষ্যৎ নির্ভর করছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। এর আগে তিনি টিকটককে সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে টিকটকের প্রায় ১৭ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

টিকটক নিষিদ্ধ হওয়ার খবরে দেশটির ব্যবহারকারীরা ইতোমধ্যেই নতুন প্ল্যাটফর্মের সন্ধান শুরু করেছেন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জেলা মহিলা দলের লিফলেট বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মেহেরপুরে পথসভা ও লিফলেট বিতরণ করেছে জেলা মহিলা দল।

শনিবার (১৮ই জানুয়ারি) বিকেলে মুখার্জি পাড়া জেলা বিএনপির কার্যালয় থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে এ লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করেন।

জেলা মহিলা দলের উপদেষ্টা রুমানা আহম্মেদ ও জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানার নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

এসময় তিনি বলেন, আপনারা যদি শেখ হাসিনার বিচার করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে থাকতে হবে। আওয়ামীলীগের সকল দুর্নীতির বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এছাড়াও এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, সাবেক সহ-সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, নাহিদ আহম্মেদ, ইমন বিশ্বাস জনি, সাবেক মেম্বার জাহানারা খাতুন, রাকিবা খাতুন, শান্তি, মেরিনা, নুরজাহানসহ নারী নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।




এসএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিশওয়াশার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন প্রক্রিয়া গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৬ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স। পদের নাম : ডিশওয়াশার। পদসংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ। অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা। অভিজ্ঞতা : প্রয়োজন নেই।

কাজের ধরন :

যেকোনো রান্নার সরঞ্জামাদি ধৌত করা। খাবারের বাস্কেট এবং অন্যান্য সরঞ্জামাদি পরিষ্কার করা। রান্নার কাঁচামাল (যেমন: চাল,ডাল,মাছ-মাংস,সবজি ইত্যাদি) ধৌত করা। খাবারের ট্রলি পরিষ্কার করা। রান্নার কাজে সহায়তা করা।

চাকরির ধরন : ফুলটাইম। কর্মক্ষেত্র : অফিসে। প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা : সর্বোচ্চ ৩০ বছর, প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা (উত্তরা)। বেতন: ১৬,০০০ টাকা প্রতি মাসে। অন্যান্য সুবিধা: ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান, উৎসব ভাতা, সাপ্তাহিক দুই দিন ছুটি।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ৩১ জানুয়ারি ২০২৫।

সূত্র: কালবেলা




মুজিবনগরে যুব মহিলা দলের লিফলেট বিতরন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগনের মাঝে তুলে ধরতে মুজিবনগরে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা যুব মহিলা দল।

শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজারে জেলা যুব মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়নের নেতৃত্বে সাধারণ পথচারীদের মাঝে এ লিফলেট বিতরন করা হয়।

এ সময় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুব মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পলি আক্তার, সাংগঠনিক সম্পাদক ফাহিমা খাতুন, যুগ্ম সাধারন সম্পাদক পারুলা খাতুন, স্বেচ্ছাসেবক সম্পাদক সোনিয়া আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক রুপালী খাতুনসহ যবু মহিলা দল নেত্রী নাজমুন নাহার রীনা, ফিরোজা আক্তার পপি, রশিদা, বীনা, রোজিনা, আলেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।




আমার বউ আমারই: অভিষেক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে গত বছর সরগরম ছিল বলিপাড়া। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের মাঝে ছিল আলোচনা-সমালোচনা। সত্যি কি আলাদা থাকছেন এ দম্পতি? শেষ পর্যন্ত এ তারকা দম্পতির ১৭ বছরের বিয়ে ভাঙবে? এমন আলোচনায় উঠে এসেছে অভিষেক বচ্চনের পরকীয়া চর্চাও। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে নতুন বছরের গোড়াতেই মেয়ে-স্ত্রীর হাত ধরে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিষেক বচ্চন। জানিয়েছেন একসঙ্গেই আছেন তারা।

অভিষেক বচ্চন ২৫ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন। বলিউড শাহেনশাহর ছেলে হওয়ার সুবাদে বাবা অমিতাভ বচ্চন কিংবা কখনো স্ত্রীর সঙ্গেও তুলনার মুখে পড়তে হয়েছে এ অভিনেতাকে। সম্প্রতি সিএনবিসি-টিভি ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের সঙ্গে তুলনা থেকে স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে মনের ঝাঁপি খুলেছেন বচ্চনপুত্র।

পরিবারের সাফল্য, কৃতিত্ব ও গৌরবের বোঝা ক্যারিয়ারের শুরু থেকে বয়ে বেড়াচ্ছেন অভিষেক বচ্চন। এগুলো কি তার ওপর প্রভাব ফেলে?—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, এটা কখনই সহজ নয়; কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্ন শুনে শুনে আমি এই নিয়ে ইমিউন (প্রতিরোধী) হয়ে উঠেছি। আপনি যদি আমাকে আমার বাবার সঙ্গে তুলনা করেন, তা হলে আমি ধরে নেব— আপনি আমাকে সবচেয়ে সেরা অভিনেতার সঙ্গে তুলনা করছেন। তিনি বলেন, আর আপনি যদি আমাকে সেরাদের সঙ্গে তুলনা করেন, তা হলে আমি বিশ্বাস করি যে, সম্ভবত আমি এই মহান নামগুলোর মধ্যে বিবেচিত হওয়ার যোগ্য। আমি এটাকে এভাবেই দেখি। আমার বাবা-মা আমার বাবা-মা, আমার পরিবার আমার পরিবার, আমার স্ত্রী আমারই স্ত্রী এবং আমি তাদের কৃতিত্বের জন্য এবং তারা যা অর্জন করেছেন তা নিয়ে অত্যন্ত গর্বিত।

৮২ বছর বয়সেও কাজের প্রতি নিবেদিত প্রাণ অমিতাভ বচ্চন। বাবার সাফল্য কিংবা ঐশ্বরিয়ার নাম-যশ কোনো দিন তার নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়নি বলেও জানান অভিষেক। বাবার প্রশংসা করে অভিনেতা বলেন, আমরা এখানে মুম্বাইয়ের একটি দুর্দান্ত এসিরুমে বসে এই সাক্ষাৎকারটি করছি, একটি দুর্দান্ত কাপ কফি খাচ্ছি এবং ৮২ বছর বয়সি এক অভিনেতা সকাল ৭টা থেকে কেবিসির জন্য শুটিং করছেন। পা (অমিতাভ) আমার কাছে একটা জ্বলন্ত উদাহরণ। আমি সে রকমই হতে চাই। যখন আমি রাতে বিছানায় যাই, তখন আমি যা ভাবি যে, আমার মেয়েও যেন আমার সম্পর্কে এটা বলতে সক্ষম হোক— ‘আরে, আমার বাবার বয়স ৮২ এবং তিনি এখনো কাজ করছেন’।

উল্লেখ্য, অভিষেক বচ্চনকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের কিং-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান ও অভিষেক ভার্মা। এ ছাড়া রেমো ডি’সুজার বি হ্যাপি-তে দেখা মিলবে অভিষেক বচ্চনের।

সূত্র: যুগান্তর




কোটচাঁদপুরে জমি নিয়ে সহিংসতার শিকার শিম ক্ষেত

জমি নিয়ে বিবাদে প্রতিপক্ষরা কেটে সাবাড় করেছেন কৃষকের এক বিঘা ধরন্ত শিমের ক্ষেত। ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সাবদারপুর মকছেদ মোড় সংলগ্ন মাঠে। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় গতকাল শুক্রবার অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী কৃষক গোলাম হোসেন বলেন,দীর্ঘ ৪০ বছর ধরে আমি জমিটি ভোগ দখল করে আসছি। এর পরিবর্তে তারাও একটা জমি দখল করে খাচ্ছেন। এখন এই জমির দাম বেড়ে যাওয়ায়, তারা দখল নিতে বিভিন্ন তালবাহানা শুরু করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তারা আমাকে আমার শীমের ক্ষেত থেকে জোর পূর্বক ধরে নিয়ে মকছেদ মোড়ে যায়।

এরপর আমাকে লোহার বড় ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিঠিয়ে জখম করেন। পরে আমি স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে হাসপাতালে যায়। তিনি বলেন,প্রতিপক্ষরা আমাকে পিটিয়ে শান্ত থাকেননি। তারা ওই জমি দখল নিতে জমিতে থাকা শীম গাছ কেটে সাবাড় করে দিয়েছেন। আগুন ধরিয়ে দিয়েছেন শীমের মাচায় থাকা বাশ, দড়ি, লতায়। এরপর শুক্রবার রাতের অন্ধকারে ট্র্যাক্টর দিয়ে চাষ করেছেন ওই জমি। বিষয় নিয়ে কোটচাঁদপুর থানায় ৪ জনের নামে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ওই কৃষক।

অন্যদিকে নজরুল ইসলাম ও তাজুল ইসলাম জমি ট্র্যাক্টর দিয়ে চাষ করে দেবার কথা স্বীকার করলেও অস্বীকার করেছেন মারপিট করা ও শীম গাছ কেটে দেয়ার বিষয়টি। তারা বলেন, শীম গাছ তারাই কেটে দিয়েছেন। আর পাশের গরু ছাগলে কিছু নস্ট করেছেন। আর আমরা তাদেরকে মারধর করিনি, বরং তারাই আমাদের মারপিট করেছেন।

এ ব্যাপারে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহ উপ-পরিদর্শক (এএসআই) কুদ্দুস আলী বলেন, জমি সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু করার নাই। তবে যে মারামারির ঘটনায় আইনগত যা হয় সেটা করা হবে। আজ বিকেলে ঘটনাটি নিয়ে বসার কথা আছে। দেখা যাক কি দিয়ে কি করা যায়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে যা পাওয়া গেল সেটা হচ্ছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের নিজেদের ঝামেলা দীর্ঘদিনের। ঘটনাটি নিয়ে বেশ কয়েক বার বিচার সালিশও হয়েছে।




শীতে কন্ডিশনার লাগিয়েও রুক্ষ-শুষ্ক চুল, ভরসা রাখুন ঘরোয়া উপায়ে

শীতের এই সময়ে তাপমাত্রা উঠা নামা করছে। টানা কয়েক মাস গরমের পর শীতকাল মন্দ লাগে না বটে! তবে শীত এলেই হানা দেয় ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে ওঠার সমস্যা। ত্বকের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে খসখসে হয়ে যায় চুল। শ্যাম্পু করেও লাভ হয় না।

এমনকী কন্ডিশনার ব্যবহারের পরও নিস্তার নেই।
বাজারে পাওয়া বেশিরভাগ কন্ডিশনারেই থাকে নানা রকম রাসায়নিক, যা সাময়িকভাবে চুলকে রক্ষা করলেও তার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়। সেক্ষেত্রে ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন কন্ডিশনার। আর তাতেই চুল হয়ে উঠবে ঝলমলে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন-

দই ও মধু

একটি পাত্রে দই ও মধু সমান পরিমাণে নিন। ভালো করে মিশিয়ে চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিলেই হবে। এই ঘরোয়া কন্ডিশনার আপনার চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

গ্রিন টি

ওজন কমাতে যেমন গ্রিন টি কার্যকরী, তেমনই চুলের জেল্লা ফেরাতেও এর জুড়ি মেলা ভার। শ্যাম্পু করার পর আগে থেকে বানিয়ে ছেঁকে ঠাণ্ডা করে রাখুন গ্রিন টি। আর সেটি দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন। খানিকক্ষণ মাথায় ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা

বাড়িতে অ্যালোভেরা গাছ বা হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়েও দারুণ কন্ডিশনার বানানো যায়।

অ্যালোভেরা জেল শ্যাম্পু করার পর ২০ মিনিট চুলে লাগিয়ে রেখে দিন। তারপর ধুয়ে নিলেই ফল দেখতে পাবেন। অ্যালোভেরা জেল চুলকে নরম রাখতে সাহায্য করে।
আপেল সাইডার ভিনিগার

পানির সঙ্গে আপেল সাইডার ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার শ্যাম্পু করার পর এই মিশ্রণ চুলে বিশেষত স্ক্যাল্পে ঢেলে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে নিন। কয়েকবার ব্যবহারের পরই তফাৎ বুঝতে পারবেন।

নারকেল তেল ও মধু

২ টেবিল চামচ নারকেল তেলে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এটি ভেজা চুলে গোড়া থেকে চুলের দৈর্ঘ্য পর্যন্ত লাগান। ৩০ মিনিট থেকে এক ঘণ্টার জন্য রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

সূত্র: কালের কন্ঠ