দর্শনায় ক্রিকেট টুর্নামেন্ট ডিপিএল’র উদ্বোধন 

 “খেলা ধুলায় মনোনিবেশ করি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই শ্গালোগানকে সামনে রেখে দর্শনা পৌর মাঠে দর্শনা প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহাফুজুর রহমান মনজু।

শুক্রবার বিকাল ৩ টার দিকে দর্শনা খেলাঘরের আয়োজনে ডিপিএলে’র উদ্বোধনী ম্যাচে অংশ নেয় টাইগার ক্লাব একাদশ ও শান্তিনগর একাদশ। ১২ ওভারের এ ম্যাচে টাইগার ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে শান্তিনগর একাদশ। খেলা পরিচালনা করেন, টিটু, সুলভ দাস ও সাজু।

উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক নেতা হারুন জুয়েল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা প্রমুখ।




দর্শনা পৌর আ.লীগের বর্ধিতসভা,পৌর উপ-নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হাবু

দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান মারা যান গত মাসের ২৭ তারিখে। মেয়রের মৃত্যুতে দর্শনা পৌর উপ-নির্বাচন আসন্ন। এ নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থী করণের দাবী ওঠে আতিয়ার রহমান হাবুকে। শুরুতে ঈশ্বরচন্দ্রপুর থেকে এ দাবী করা হলেও ধীরে ধীরে পৌরবাসির দাবীতে পরিণত হয়েছে।

দর্শনা পৌর আ.লীগের বর্ধিতসভায় সর্বসম্মতিক্রমে আসন্ন দর্শনা পৌর উপ-নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থী মেয়র প্রার্থী হিসেবে আতিয়ার রহমান হাবু আলোচনা এসেছেন। এ সময় বক্তারা আতিয়ার রহমান হাবুকে মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ঘোষনা করেন।

শুক্রবার বিকালে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিতসভার সভাপতিত্ব করেন, পৌর আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী।

প্রধান অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর আ.লীগের যুগ্নসম্পাদক গোলাম ফারুক আরিফ, আ.লীগ নেতা হাজি জাহিদুল ইসলাম, হাজি ইদ্রিস আলী, মোজাহারুল ইসলাম, হাজি আ. জলিল, বিল্লাল হোসেন, হুমায়ন কবীর, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দর্শনা পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান। সাবেক দর্শনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ততকালীন আ.লীগের বর্ষিয়ান নেতা প্রয়াত শামসুল ইসলামের জ্যোষ্টপুত্র মতিয়ার রহমানের মৃত্যুর কারণে পৌরবাসি সহ দলীয়ভাবে তার মেজো ছেলে দামুড়হুদা উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সিএ্যান্ডএফ ব্যবসায়ী আতিয়ার রহমানকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চায়। সে লক্ষে আ.লীগের বর্ধিতসভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।




রায়পুরে নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিল্ডপাড়া সেভেন স্টার

মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্টে ফিল্ডপাড়া সেভেন স্টার টিম চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল শুক্রবার রাতে রায়পুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফিল্ডপাড়া সেভেন স্টার ৫-০ গোলে চৌকিদার হেয়ার কাটিং টিমকে পরাজিত করে। খেলা পরিচালনা করে ছিলেন শামীম এবং সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন লাল চাঁদ ও রকি।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, বকুল আলী, আলী হোসেন, আজগর আলী এবং রায়পুর জাগরণী ক্লাবের পরামর্শদাতা ফারুক হোসেন।

রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে নাইট ফুটবল টুরামেন্টে রায়পুরের বিভিন্ন ফুটবল প্লেয়ার এবং ফুটবল খেলা ভক্ত বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ কনকনে শীতের মধ্যে এই নাইট ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন।




এসএসসি পাসে নিয়োগ দেবে সজীব গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

সেলস অফিসার ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এসএসসি/ এইচএসসি পাস হতে হবে। বয়স সর্বনিম্ন ১৮ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন ।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন

আলোচনা সাপেক্ষ। আকর্ষণীয় বেতন, টিএ/ডিএ, বিক্রয়ের উপর কমিশন ও বোনাস, ছুটি নগদায়ন।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৬ ফেব্রুয়ারি , ২০২৩।

সূত্র : বিডিজবস




এবার ১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল

কিছুদিন আগে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এবার গুগলও একই পথে হাঁটছে। গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

শুক্রবার এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় কোম্পানিটি। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে গুগল।

অ্যালফাবেট যে কর্মী ছাঁটাই করছে, তা শতকরা হিসাবে কোম্পানির প্রায় ৬ শতাংশ কর্মী।

এনডিটিভি জানায়, এরই মধ্যে বহু কর্মীর কাছে ইমেল পাঠিয়ে দিয়েছে অ্যালফাবেট। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।

তবে অন্য দেশের স্থানীয় নিয়োগ আইনের কারণে ছাঁটাই প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলেও জানিয়েছে কোম্পানিটি।

গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্তের সম্পূর্ণ দায় আমার।

সূত্র: যুগান্তর




আরও ৪৩ দেশে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখাবে টিকটক

টিকটকে থাকা বেশির ভাগ ভিডিও মজা করার উদ্দেশ্যে তৈরি হলেও কিছু ভিডিও বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এসব ভিডিওতে ভুল বা অতিরঞ্জিত তথ্য থাকায় অনেকেই বিভ্রান্ত হন। বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রনিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থাও এসব ভিডিও তৈরি করে। তবে সেগুলো বিভিন্ন কনটেন্ট নির্মাতা বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে আপলোড হওয়ায় ব্যবহারকারীদের অনেকেই ভিডিও তৈরির উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন না। এ সমস্যা সমাধানে আরও ৪৩টি দেশে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখানোর সিদ্ধান্ত নিয়েছে টিকটক।

নতুন এ উদ্যোগের আওতায় সরকার নিয়ন্ত্রিত বা সমর্থিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভিডিওগুলোতে ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া’ লেবেল দেখা যাবে। ফলে টিকটক ব্যবহারকারীরা ভিডিওতে থাকা তথ্যের গ্রহণযোগ্যতা নিজেরাই যাচাই করতে পারবেন।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রাথমিকভাবে রাশিয়া, ইউক্রেন ও বেলারুশে এ সুবিধা চালু করে টিকটক। নতুন এ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ মোট ৪৬টি দেশে লেবেলটি যুক্ত করা হবে। তালিকায় বাংলাদেশের নাম না থাকায় আপাতত এ সুবিধা দেশে পাওয়া যাবে না।
সূত্র: ম্যাশেবল




মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

শুক্রবার দুপুরে শহরের ক্যাশবপাড়ায় ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা সৈয়দা মোনালিসা ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিউজা উল জান্নাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল্লাহ।

জেলা যুবলীগের সাবেক নেতা মিজানুর রহমান হিরনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, সাবেক যুবলীগ নেতা রাহিনুজ্জামান পলেন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালি খাতুন, সহ সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।




মুজিবনগরের আনন্দবাসে যুবমহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

উন্নয়নের অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ। সমৃদ্ধি উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতায় আমাদের মেহেরপুর এই স্লোগানে, সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা এবং প্রিয় নেতার কথা তৃণমূলের মা বোনদের মাঝে তুলে ধরার মাধ্যমে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, আগামী নির্বাচনে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনকে পুনরায় নির্বাচিত করার মাধ্য দিয়ে মেহেরপুর মুজিবনগরের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুজিবনগর উপজেলায় বাগোয়ান ইউনিয়নে আনন্দবাস গ্রামে ইউনিয়ন যুব মহিলালীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামে বাগোয়ান ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি লিপিকা মন্ডলের এর সভাপতিত্বে,এবং মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা এ্যাড: রুত শোভা মন্ডল এর সঞ্চালনায় এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা এবং সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সুযোগ্য সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাগোয়ান ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের (সাবেক) সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন। উঠান বৈঠকে মুজিবনগর উপজেলা ও বাগোয়ান ইউনিয়ন যুব মহিলা লীগের নেতাকর্মীবৃন্দ এবং বিপুল সংখ্যাক যুব মহিলা লীগের কর্মী ও সমর্থকবৃন্দ উপস্হিত ছিলেন।




মেহেরপুরের জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতি

মেহেরপুরের কৃষকদেও কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে মালচিং পদ্ধতি। কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি খরচ কম ও মাটির স্বাস্থ্য রক্ষায় যে সকল চাষ পদ্ধতি রয়েছে তার অন্যতম মালচিং পদ্ধতি। আর পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হওয়ায় মেহেরপুর জেলার কৃষকরা ঝুঁকছেন এ পদ্ধতি ব্যবহারে।

মালচিং পদ্ধতিতে উৎপাদিত ফসলের চাহিদা ও মুল্য বেশি পাওয়ায় অনেক কৃষকই আগ্রহী হয়ে পরামর্শ নিচ্ছেন মালচিং পদ্ধতি সম্পর্কে। আর এতে সহায়তা করছেন বেসরকারী সংস্থা পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি।

মেহেরপুর কৃষি অফিসের দেয়া তথ্য সুত্রে জানাগেছে, জেলায় এবছর ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো আবাদ হয়েছে। এতে ২০০০ মেট্রিক টন টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলায় উন্নত জাতের মধ্যে বিউটি প্লাস, লাভলী, অভিলাস, লভেলট্রি, বাহুবলি ও জিরো ফোর জাতের টমেটো আবাদ হচ্ছে। আর এসকল টমোটোর আবাদের খরচ কমিয়ে রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পেতে মালচিং পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।

মালচিং হচ্ছে চাষকরা মাটির উপর এক ধরনের মোটা ও কার্বন যুক্ত পলিথিন পেপার। যা মাটি বাহিত বালাই প্রতিরোধী ও সেচ সাশ্রয়ী। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে খরচ কম হচ্ছে এবং উৎপাদিত ফসলের গুনগত মান বৃদ্ধি হচ্ছে। পাশাপাশি বাজারেও চাহিদা বাড়ছে। ফলে বেশি দামে বিক্রি হচ্ছে মেহেরপুরের টমেটোসহ মালচিং পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন সবজি। এপদ্ধতি ব্যাপক হারে ছড়িয়ে দিতে কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শও দেয়া হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি কাজ করে কৃষকদের আরও সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত রেখেছে।

গাড়াডোব গ্রামের টমেটো চাষী আমজাদ হোসেন জানান, প্রচলিত পদ্ধতিতে আবাদ করে লোকসান হচ্ছিল। পরে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি বিনামুল্যে মালচিং পেপার ও কিছু নগদ অর্থ সহায়তা করে। তাদের কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী প্রথমে এক বিঘা জমিতে টমেটো চাষ করা হয়। টমেটো গাছ অনেক বড় ও সবল হয়েছে। মাটি বাহিত রোগ বালাই নেই। সেচ খরচও হচ্ছেনা। এক বিঘা জমিতে টমেটো আবাদ করেত খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। ৫০ হাজার টাকার টমেটো ইতোমধ্যে বিক্রি করা হয়েছে। এখনও গাছে পর্যাপ্ত টমেটো রয়েছে। আশা করা হচ্ছে এক লক্ষ টাকার টমেটো বিক্রি করা সম্ভব হবে।

কৃষক জাকিরুল ইসলাম জানান, মালচিং পদ্ধতিতে চাষ প্রশিক্ষণ নিয়ে টমেটো চাষ করায় অন্যান্য বছরের তুলনায় মালচিং পদ্ধতিতে টমেটো গাছে বেশি টমেটো হয়েছে। দেখতে সজিব ও সুন্দর। বাজারে অন্যান্য জেলার তুলনায় এ পদ্ধতিতে উৎপাদিত টমেটোর কদর অনেক বেশি। দামও ভাল। আগে সবজিতে ৪/৫ টি সেচ লাগতো। মালচিং পদ্ধতি ব্যবহার করে মাত্র দুটি সেচেই আবাদ হচ্ছে। আগাছাও কম। এপদ্ধতি ব্যবহারে কৃষকদের অনেক খরচ কমে যাবে এবং কীটনাশকের ব্যবহারও কমে আসবে।

কৃষক জাকিরুলের ছেলে জুয়েল রানা জানান, আমি লেখাপড়ার পাশাপাশি বাবার সাথে কৃষি কাজেও সহায়তা করি। আগে জমিতে অনেক সেচ ও আগাছা দমনে সময় বেশি লাগতো । এখন আর তা লাগেনা। আমাদের আবাদ ভাল হচ্ছে এবং খরচও কমেছে।

মেহেরপুর পলাশীপাড়া সমিতির কৃষি অফিসার মস্তফা রাব্বি জানান, কৃষি নির্ভরশীল ও সম্ভাবনাময় মেহেরপুরের কুষিকে আরো সমৃদ্ধ করতে সরকারি সহায়তার পাশাপাশি আমরাও নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষন ও পরামর্শ দিচ্ছি কৃষকদের।

পিএসকেএস সংস্থার নির্বাহী পরিচালক মুহঃ মোশাররফ হোসেন, বলেন, পিকেএসএফ অর্থায়নে পরিচালিত আমাদের এই সংস্থা। সংস্থাটি জন কল্যাণে ও কৃষি কল্যাণে কাজ করছে দির্ঘদিন থেকে। কৃষি প্রণোদনা হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি কৃষকদের। উদ্বুদ্ধ করা হচ্ছে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে। মালচিং একটি প্রযুক্তি। যা ব্যবহার করে কৃষকরা লাভবান হচ্ছেন।

মেহেরপুর কৃষি অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার জানান, মালচিং পদ্ধতি মেহেরপুরের কৃষকদেও কাছে দিনদিন জনপ্রিয় হচ্ছে। এতে রোগবালাই কম হয় ফলে কীটনাশক ব্যবহার কমে এসেছে। সেচ খরচও কম। এবং উৎপাদিক ফসল দেখতেও ভাল হয়। যে কারনে বাজারেও চাহিদা বেশি। আমাদেও পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও কৃষিকে এগিয়ে নিচ্ছে, যা ভাল উদ্যোগ। আমরা চাই কৃষকরা যে কোন ভাবে কৃষকরা লাভবান হোক।




৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থ-কিয়ারা

অবশেষে বিয়ের তারিখ ঘোষণা করল বলিউড তারকা সিদ্ধার্থ-কিয়ারা। আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি। দুই পরিবার ও কাছের বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সারবেন তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, বেশ কিছু দিন ধরেই লিভইনে রয়েছেন সিড-কিয়ারা। বিয়ের আগে একে অপরকে আরও ভালোভাবে চিনে নিতেই হয়তো এ সিদ্ধান্ত তাদের। ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা সিদ্ধার্থের। সেই সময় থেকেই আলিয়া ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন। এর পর সেই প্রেম ভাঙলে কিয়ারার সঙ্গে নতুন সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। বিয়ের দিন নিয়ে নানা চর্চা চললেও মুখ খোলেননি তারা। তবে স্বীকার না করলেও প্রতিক্রিয়া বলছে ‘গল্প হলেও সত্যি’।

মাস দুয়েক আগে কিয়ারার পোস্ট করেন, ‘অনেক দিন গোপনীয়তা বজায় রাখলাম। খুব শিগগির আসছে… অপেক্ষা ২ ডিসেম্বরের।’ তার পর তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। মনে করা হয়েছিল, ডিসেম্বরেই বোধ হয় চার হাত এক হবে। বিটাউনের ওপেন সিক্রেট এই লাভ স্টোরি। সম্প্রতি ‘মিশন মজনু’ ছবির প্রিভিউতে দেখা যায় তাদের। সাদা পোশাকে অনবদ্য দেখায় কিয়ারাকে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে পোজ দেওয়ার মাঝেই অনুরাগীরা ‘ফেব্রুয়ারি ৬’ বলে চিৎকার করছিলেন। কোনো উত্তর না দিলেও একগাল হাসি নায়িকার। এর পর আবারও প্রশ্ন ‘আমরা খুব এক্সাইটেড’। এর পর সিদ্ধার্থকে দেখেও একই প্রশ্ন অনুরাগীরা। ফেব্রুয়ারির ৬ তারিখ কি তা হলে দেখা হচ্ছে? ‘কী আছে ওই দিন’ হালকা হেসে প্রশ্ন ছুড়ে দিলেন সিদ্ধার্থ।

নীরব হাসিই কি তবে সম্মতির লক্ষণ? শোনা যাচ্ছে, ডেসটিনেশন ওয়েডিং করতে চলেছে এই জুটি। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’-র খবর অনুযায়ী, ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখ সংগীত ও গায়েহলুদের অনুষ্ঠান। তাই ইতোমধ্যে গানের লিস্টও তৈরি করা হয়েছে কিয়ারার তত্ত্বাবধানে।