১২৪ একর ভুট্টা খেতে ‘মেসি’ ফুটিয়ে তুললেন কৃষক

বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে কত জনে কত বিচিত্র-অদ্ভুত কাণ্ডকারখানাই তো করেছেন বা করছেন। আর্জেন্টিনার এক সমর্থক যেমন নিজ মুখে মেসির ট্যাটু এঁকে সমালোচিত হয়েছেন। তীব্র সমালোচনার মুখে পরে সেই ট্যাটু মুছেও ফেলেছেন। তবে আর্জেন্টিনারই এক কৃষক এমন এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছেন, যা এরই মধ্যে ফুটবল দুনিয়াকে বিস্ময়ে হতবাক করে দিয়েছে। ঐ কৃষক যে মেসিকে ফুটিয়ে তুলেছেন ফসলের খেতে। ভুট্টারখেতে ভুট্টার চারায় চারায় এঁকেছেন মেসির দাড়ি-গোঁফ সমৃদ্ধ মুখখানা। যেন ভুট্টার খেতে শুয়ে আছেন জীবন্ত মেসি!

তা-ও এক-দুই বিঘা জমিতে নয়, ঐ কৃষক মেসিকে ফুটিয়ে তুলেছেন ১২৪ একর, তা ৩৭২ বিঘা জমিতে! বিস্তীর্ণ খেত জুড়ে মেসির মুখটি পরিষ্কারভাবে ফুটে উঠেছে ড্রোন ক্যামেরায়। মানে ভুট্টার খেতটিতে গেলেও আপনি খালি চোখে মেসির মুখ দেখতে পাবেন না। খেতের পাশে দাঁড়িয়ে তা দেখা সম্ভব নয়। ভুট্টার চারায় অঙ্কিত মেসিকে দেখতে হলে আপনাকেও ড্রোন ক্যামেরাসমেত বিমান নিয়ে যেতে হবে।

বিস্ময়কর এই কাজটি সফলতার সঙ্গে সম্পন্ন করা কৃষকের নাম ম্যাক্সিমিলিয়ানো স্পিনাজ্জি। তার বাড়ি আর্জেন্টিনার মধ্য করদোবা রাজ্যের লস কনদোরেসে। তিনি মূলত ভুট্টা চাষি। কাজটি সম্পন্ন করেছেন তিনিই। তবে ফসলের খেতে জীবন্ত মেসিকে ফুটিয়ে তোলার ভাবনাটা প্রথম আসে কৃষি প্রকৌশলী কার্লোস ফারিকেল্লি। তিনি আর্জেন্টিনার অনেক কৃষকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। পরে চ্যালেঞ্জটা নেন ম্যাক্সিমিলিয়ানো স্পিনাজ্জি। এর পর দুজনে মিলে শুরু করেন গবেষণা, মেসিকে ফুটিয়ে তুলতে কীভাবে বীজ ছিটাতে হবে, কোথায় বেশি করে বীজ ছিটাতে হবে, কোথায় কম বীজ ছিটাতে হবে—গবেষণার মাধ্যমে সবকিছুই করা হয়েছে পরিকল্পনা মতো। দাড়ি, গোঁফ, চোখের ভ্রু, মাথার চুল—এসব জায়গার জন্য বেশি করে বীজ ছিটানো হয়, যাতে চারাগাছ ঘন হয়। মুখায়বের বাকি অংশগুলোর জন্য বীজ ছিটানো হয় পাতলা করে।

নিজেদের প্রচেষ্টায় সফল হওয়ায় ভীষণ খুশি তারা। তারা খুশি মেসিকে এভাবে শ্রদ্ধা জানাতে পেরে। কৃষক ম্যাক্সিমিলিয়ানো স্পিনাজ্জি বলেছেন, ‘আমার কাছে মেসি অপরাজেয়। তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। মেসির মুখ শস্যখেতে ফুটিয়ে তুলতে পেরে সত্যিই আমি উচ্ছ্বসিত।’ প্রকৌশলী ফারকেল্লি বলেছেন, ‘ফসলের মাঠে মেসিকে ফুটিয়ে তুলতে কীভাবে শস্যদানা ছিটাতে হবে, এই ধারণাটা আমারই। এটি মেসির প্রতি আমাদের শ্রদ্ধা।’

উল্লেখ্য, ভুট্টাই আর্জেন্টিনার প্রধান কৃষিপণ্য। ভুট্টা রপ্তানিতে মেসিদের দেশ বিশ্বে তৃতীয়।

সূত্র: ইত্তেফাক




হোটেল আটলান্টিকা কাণ্ডে সাংবাদিক জনির ২ দিনের রিমাণ্ড মঞ্জুর

মেহেরপুরে হোটেল আটলান্টিকা কাণ্ড মামলায় গ্রেফতার দেখানো সাংবাদিক মিজানুর রহমান জনির ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: তারিক হাসান এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল হোটেল আটলান্টিকা কাণ্ড মামলায় গ্রেফতার দেখানো সাংবাদিক মিজানুর রহমান জনির ৭দিনের রিমাণ্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফ আলী। আদালতে আসামি সাংবাদিক মিজানুর রহমান জনি অসুস্থতার কারণ দেখিয়ে রিমাণ্ডের বিরোধীতা করেন তার আইনজীবী। আদালতের রিমাণ্ড আবেদন শুনানি শেষে বিজ্ঞ বিচারক ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফ আলী জানান, হোটেল আটলাণ্টিকা কাণ্ড মামলার অধিকতর তদন্তের স্বার্থে আদালতে মিজানুর রহমান জনির ৭দিনের রিমাণ্ড চাওয়া হয়। আদালতের বিজ্ঞ বিচারক ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
হোটেল আটলান্টিকা কাণ্ডে ব্লাকমেইলার চার সাংবাদিকের অন্যতম মিজানুর রহমান জনি। এ নিয়ে আসামি প্রিয়া খাতুন ও ছন্দা পৃথক পৃথক ১৬৪ ধারার জবানবন্দিতে জনিকে অভিযুক্ত করেন। এ নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে জনি আত্নগোপনে ছিলেন।

অপরদিকে, সাংবাদিক মিজানুর রহমান জনিকে চাঁদাবাজি ও প্রতারণা মামলায় গত ১৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা শহর থেকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় মেহেরপুর সদর থানা পুলিশের একটা টিম তাকে এনটিভি মেহেরপুর জেলা প্রতিনিধির ক্যামেরা ছিনতাই ও প্রতারণার অভিযোগে গ্রেফতার করে।

গত ২২ নভেম্বর মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজে বাদি হয়ে একটা মামলা দায়ের করেন সাংবাদিক রেজ আন উল বাসার তাপস। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে এফআরআই এর নির্দেশ দেন। পরে গত ১০ জানুয়ারি হোটেল আটলান্টিকা কাণ্ড মামলায় জনিকে শোন এ্যারেষ্ট মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, ২২ নভেম্বর মউকের একটি চাঁদাবাজী মামলার আসামী হিসেবে হোটেল আটলান্টিকায় অসামাজিক কার্যকলাপের অন্যতম হোতো নাজনিন খান প্রিয়াকে আটক করে সদর থানা পুলিশ। পরে ওই মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে ডিবি পুলিশ মামলার তদন্তকালে ৩০ নভেম্বর মেহেরপুরের ওয়াপদা সড়কে আটলান্টিকা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে মামুন এবং সদর উপজেলার হিজুলী গ্রামের এনামুল হকের মেয়ে ছন্দা খাতুনকে গ্রেফতার করে। ছন্দা খাতুনকে ১৬৪ ধারায় জবাবনবন্দীতে হোটেল আটলান্টিকার অসামাজিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। তার জবানবন্দীতে উঠে আসে ভয়ংকর সব তথ্য। হোটেল মালিক মতিয়ার ও তার ছেলে মামুন স্থানীয় কিছু সাংবাদিকের সহায়তায় হোটেলে বিভিন্ন মেয়েদের ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারণ করে সেগুলো সাংবাদিকদের মাধ্যমে চাদাবাজি করে আসছিলেন।

ছন্দা খাতুনের জবানবন্দী নিয়ে মেহেরপুর প্রতিদিনে সংবাদ প্রকাশ হলে মেহেরপুরসহ আশেপাশের কয়েকটি জেলায় সংবাদটি তোলপাড় সৃষ্টি করে। যার রেশ এখনো চলমান। সংবাদে মেহেরপুরের চার সাংবাদিক ও এক আইনজীবীর কথা উঠে আছে। প্রকাশিত ওই সংবাদের চার সাংবাদিকের একজন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মিজানুর রহমান জনি।

প্রসঙ্গত, হোটেল আটলান্টিকা কাণ্ডে পুলিশ এ পর্যন্ত ৮ জনকে আটক করেছে। আটকৃতরা হলেন- কথিত সাংবাদিক নাজনিন খান প্রিয়া, হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে মামুন, হিজুলির ছন্দা খাতুন, হোটেল কর্মচারী হাসিবুল হক জয়, সাংবাদিক মিজানুর রহমান জনি, নিহাল আল মুকিত ও শাহজাহান আলী।




গাংনীতে কবরস্থানের রাস্তা নিয়ে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগ্রাছি মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে গ্রামের সামাজিক কবরস্থানের সড়কে মানববন্ধন করেন। মানববন্ধনের বক্তারা জানান, গ্রামের কয়েকজনকে মিথ্যা মামলায় হয়রানি করছে এমন অভিযোগ উত্থাপন করে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে গ্রামের বয়োবৃদ্ধ মোশারফ হোসেন মন্ডলের নেতৃত্বে বক্তব্য রাখেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক সুমন আলী, সদ্য জমিদাতা হানজালা, ইসরাফিল হুসাইন উজ্জল, ফজলুল হক রবিউল ইসলাম।

বক্তরা বলেন, গ্রামবাসীর সকলের জন্যই কবরস্থান উন্মুক্ত। কবরস্থানের প্রবেশ মুখে সামান্য একটু জমির কারণে রাস্তা বন্ধ ছিল। সাম্প্রতিক সময়ে ওই জায়গার মালিক হানজালা আড়াই শতক জমি কবরস্থানের নামে দান করেন। তখন থেকে সংস্কারের জন্য রাস্তায় মাটি ফেলা শুরু হয়। গ্রামের মানুষের স্বার্থে প্রায় সকলে মিলে কবরস্থানের উন্নয়নে মনোনিবেশ করেন। কাজ চলমান অবস্থায় গ্রামের গোলাম জাকারিয়া ও গোলাম রসুল আড়াই শতক জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের অভিযোগ তুলে মেহেরপুর আদালতে ১৪৫ ধারায় একটি পিটিশন দায়ের করেন। যা তদন্তাধীন রয়েছে। এখানে বিবাদি করা হয়েছে কবরস্থানের উন্নয়নের দায়িত্বে থাকা গ্রামের ৮ জনকে।

বক্তারা বলেন, হানজালা তার ক্রয় করা সম্পত্তি দান করেছেন। এখানে কোন প্রকার জটিলতা নেই। গোলাম জাকারিয়া ও গোলাম রসুল পক্ষ চায় না যে গ্রামে কবরস্থানের হোক কিংবা রাস্তা হোক। তারা ব্যক্তি স্বার্থে গ্রামের মানুষের বৃহত্তর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের ক্ষমতার জোরে গ্রামের মানুষকে এ মামলায় হয়রানি করে যাচ্ছে।

একদিকে গ্রামের মানুষ হয়রানি অন্য দিকে অন্য কোন মামলায় গ্রেফতারের হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন। তাই মিথ্যা মামলায় রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধনে গ্রামে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ গ্রহণ করেন।




দর্শনা কেরুজ চিনিকলের কৃষিখামার পরিদর্শন শিল্পমন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব 

দর্শনা কেরুজ চিনিকলের বিভিন্ন কৃষিখামার পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব আফরোজা বেগম পারুল।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খামারগুলো সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে আফরোজা বেগম পারুল বলেন, বর্তমান সরকারের সঠিক পরিকল্পনায় কৃষি উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। সরকার কৃষকদের সম্ভাব্য সব রকম উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রবর্তিত কৃষি উপকরণ সহায়তা দেশে ও বিদেশে বিপুলভাবে প্রশংসিত হয়েছে। সেই সাথে কৃষি গবেষনা প্রতিষ্ঠানগুলো প্রতিকল ও অপ্রতিকল পরিবেশ উপযোগী উচ্চ ফলনশীল কৃষি বীজ উদ্ভাবন করেছে। স্বাধীনতার আগে প্রায় সাত কোটি মানুষের খাদ্য উৎপাদন করতেই হিমশিম খেতে হয়েছে দেশকে। তখন আমদানি করে চাহিদা মেটাতে হতো। অথচ এখন দেশের লোকসংখ্যা দ্বিগুণেরও বেশি, পাশাপাশি আবাদি জমির পরিমাণ কমেছে প্রায় ৩০ শতাংশ। এরপরও খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পরিশ্রমী কৃষক ও কৃষি বিজ্ঞানীদের যৌথ প্রয়াসেই এ সাফল্য। কেবল উৎপাদন বৃদ্ধিই নয়, হেক্টরপ্রতি ফলনও বৃদ্ধি পেয়েছে। কৃষকরা এখানেই থেমে যাননি। একই জমিতে বছরে একাধিক ফসল চাষের দিক থেকেও দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আর এ সাফল্য সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকের পাশাপাশি সঠিক পরিকল্পনা ফলে সরকারি কৃষি খামার গুলোও ঘুরে দাঁড়াতে শুরু করেছে।  দর্শনা কেরুজ চিনিকলের কৃষিখামার পরিদর্শনে এসে তার বাস্তবতা দেখলাম।

সফরসঙ্গী হিসাবে তাঁর সাথে ছিলেন, শিল্পমন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব (এমআইএস) সিরাজুছ ছালেকীন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ব্যবস্থাপক (মিলস ফার্ম) রওসন আরা আরজু।

এসময় আরও উপস্থিত ছিলেন, চিনিকলের ব্যবস্থপনা পরিচালক মোশারফ হোসেন, খামার ব্যবস্থপক সুমন কুমার সাহা, ফুরদেশপুর কৃষি খামার ইনচার্জ এমদাদুল হক। ঢাকা থেকে পরিদর্শনে আসা সদস্যরা বিশেষ করে ফুরশেদপুর খামারে আখের পাশাপাশি ছোলা, মসুরী, খেসারী, সরিষা, আলু, সূর্যমুখি ফুল সহ ৯ প্রকার খাদ্য শস্য উৎপাদন করা প্লটগুলো ঘুরে দেখেন।




জীবননগরে জমির আইল কাটাকে কেন্দ্র করে হামলা যুবক জখম

জীবননগর উপজেলার শ্রীরামপুর মাঠে জমির আইল কেটে জমি নষ্ঠ করার ঘটনায় প্রতিবাদী কৃষক যুবককে মেশিনের হ্যান্ডিল দিয়ে মারাত্মক ভাবে জখম করা হয়েছে।

ঘটনাটি  বৃহস্পতিবার সকালের দিকে সংঘটিত হয়েছে। জখম যুবককে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া মাঝপাড়ার প্রান্তিক কৃষক শফিকুল ইসলাম বলেন,আমার পার্শ্ববর্তী শ্রীরামপুর মাঠে থাকা আমার জমির আইল গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে শফিউদ্দি শফি পর্যায়ক্রমে কেটে নষ্ট করার ব্যাপারে আমার ছেলে  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে প্রতিবাদ জানায়।

এসময় শফি আমার ছেলে ইলাহি ওরফে ইলার(৩৪) ওপর ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে জখম করে। শফি আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মাথায় মেশিনের হ্যান্ডিল দিয়ে আঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে। আমার ছেলে মাটিতে লুটিয়ে পড়ার পরও শফি তাকে মারপিট করে জখম করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মিন্টু মিয়া বলেন,ঘটনার সময় একই মাঠের পার্শ্ববর্তী জমিতে আমি কাজ করছিলাম। ওই সময় শফি ও ইলার মধ্যে জমির আইল কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শফি ইলার মাথায় আঘাত করলে ইলার মাথা কেটে রক্তাক্ত জখম হয়।

আমরা ঘটনাস্থলে পৌছানোর আগেই শফি ঘটনাস্থান থেকে সরে যায়। এ সময় ইলাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। তারপরও আমরা চেষ্টা করছি,ঘটনাটি স্থানীয় ভাবে আপস নিস্পত্তি করা যায় কিনা।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমের মাথায় কাটা ছবি দেখেছি। ঘটনাটি তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।




দর্শনা রেলগেটে আমির ও সুজনের অবৈধ্য মদের ব্যবসা , প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দর্শনা রেলগেটে আমির ও সুজন নামের দু’ব্যাক্তি অবৈধ্যভাবে চলিয়ে যাচ্ছে মদের জমজমাট ব্যবসা। তারা দীর্ঘদিন ধরে দর্শনা বাসস্ট্যান্ড-মুজিবনগর সড়কের রেলবাজার রেলগেট নামক স্থানের বৈশাখী হোটেলের নিকটবর্তী স্থানে অবৈধ্যভাবে এ মদের ব্যবসা বীরদর্পের সাথে নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে।

জানাগেছে, দর্শনা রেলগেট সংলগ্ন বৈশাখী হোটেল সংলগ্ন স্থানের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে আমির তার নিজ বাড়ির পার্শেই দর্শনা শান্তিপাড়ার সুজনকে নিয়ে গড়ে তুলেছে অবৈধ্য মদের জমজমাট ব্যবসা। তারা দীর্ঘদিন ধরে রেলগেট সংলগ্ন আমির তার সহযোগী দর্শনা শান্তিপাড়ার সুজনকে সাথে নিয়ে বীরদর্পের অবৈধ এ মদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে। তাদের অবৈধভাবে এ মদের ব্যাবসার কারণে প্রতিদিন বিকাল হতে মধ্যরাত পর্যন্ত মদ সেবনকারীদের আড্ডাখানায় পরিণত হয়।

যার ফলে সেখান হতে উঠতি বয়সী সহ বিভিন্ন বয়সের মানুষ খুব সহজে মদ ক্রয়ের পর তা সেবন করতে পারছে। যার ফলে মদ সেবনের পর তারা মাতলামী সহ অশ্লিল গালমন্দের কারণে পথচারীদের চলাচলে নানাবিদ সমস্যার সম্মক্ষিন হতে হচ্ছে। তাই স্থানীয় ব্যবসায়ী সহ সচেতন মহলের দাবী অবৈধ্য মদ বিক্রি বন্ধ সহ ব্যবসায়ীদের আইনের আওতায় নিতে পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর বলেন, মদের ব্যবসার বিষয়টি আমার জানানেই। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।




দর্শনা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপারাধে বিজিবি’র হাতে আটক ১

দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে ঠাকুরপুর বিজিবি ক্যাম্প।

জানাগেছে,  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঠাকুরপুর ক্যাম্পের বিজিবি সদস্যগণ নিয়মিত টহল ডিউটি করা কালীন অবৈধ ভারত থেকে আসা এক বাংলাদেশী নাগরিককে আটক করে।

আটককৃত ব্যক্তি পাসপোর্ট,ভিসা বা কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে ভারত হতে বাংলাদেশের সীমান্তে অনধিকার প্রবেশ করার দায়ে তাকে আটক করে। সে দর্শনা থানাধীন কুড়ালগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মাঠের মধ্যে ভারতীয় সীমান্তে ৮৭ নং পিলারের নিকট হতে বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন কুড়াল গাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মাঠের মধ্যে ভারতীয় সীমান্তের বাংলাদেশের নোয়াজ্জেস হালসোনা(৪২),কে আটক করে। সে চাকুলিয়া গ্রামের ফজলে লতিফের ছেলে।

এ ঘটনায় ঠাকুরপুর ক্যাম্প কমান্ডার বাদি হয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করছে।
এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে।




৪৬৮ জনকে নিয়োগ দেবে সোনালী ও জনতা ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী, জনতা ব্যাংকে ‘অফিসার (আইটি)’ পদে মোট ৪৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অফিসার (আইটি) ।

পদসংখ্যা

মোট ৪৬৮ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ এর অনুযায়ী ১৬,০০০-৩৮৬৪০ টাকা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট  (www.erecruitment.bb.org.bd)  এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৩ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

রিস্তারিত বিজ্ঞপ্তিতে




ঝিনাইদহে জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালিত

ঝিনাইদহে জেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯জানুয়ারি) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি আয়োজনে সকালে শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া শহরের একটি বেসরকারী ক্লিনিকে ১০ জন অসুস্থ রোগীকে রক্তদান, ওয়াজির আলী হাইস্কুল মাঠে ৫’শ শীর্তাতদের মাঝে কম্বল বিতরন ও জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. এমএ মজিদ বলেন, এ দেশের স্বাধীনতার ঘোষক একমাত্র জিয়াউর রহমান। অথচ আজ এই ভোট বিহীন সরকার জিয়াউর রহমানকে নিয়ে প্রকৃত ইতিহাস বিকৃত করছে। আগামীতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় এলে এর সঠিক জবাব দেওয়া হবে।




গেট অপারেটরকে শোকজ করায় প্রকৌশলীকে মারধরের হুমকী

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে আউট সোর্সিংয়ের মাধ্যমে কর্মরত দুই কর্মচারীর বিরুদ্ধে অফিস ফাঁকি দেয়াসহ অফিসের শৃংখলা ভঙ্গের অপরাধে মোখলেছুর রহমান ও তৈমুর রহমান টিপু নামে দুই গেট অপারেটরকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। এই শোকজ নোটিশ পাওয়ার পর ক্ষুদ্ধ হয়ে গেট অপারেটর তৈমুর রহমান টিপু উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমানকে গালিগালাজ করে মারতে উদ্যোত হন।

গতকাল বুধবার ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের ২০৯ স্মারকের একটি চিঠিতে আউটসোর্সিংয়ে কর্মরত দুই কর্মচারীর ওদ্ধ্যত্যের কথা উঠে এসেছে। অভিযোগ উঠছে ২০২২ সালের পহেলা মে ঢাকার জেমসন্স ট্রেডিং এজেন্সি ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৩ জন কর্মচারী সপ্লাই করে। যোগদানের পর থেকে এ সব কর্মচারীদের কেউ কেউ অফিস না করেই বেতন উত্তোলন করতেন বলে অভিযোগ।

২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে নিয়ন্ত্রন কর্তৃপক্ষ হিসেবে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড আউটসোর্সিংয়ে কর্মরতদের দেখভাল করছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে দেখা যায় গত ১২ জানুয়ারি থেকে অদ্যবধি গেট অপারেটর মোখলেছুর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের এক্সটেনশন অফিসার মোতালেব হোসেনের ভাই এবং সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার চড়িয়া শিকার উত্তরপাড়া গ্রামের আব্দুল ইউসুফের ছেলে। ভাই অফিসার হওয়ার কারণে মোখলেছুর রহমান ডিউটি না করেই বেতন তোলেন বলে অভিযোগ।

বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানতে পেরে গত ১৬ জানুয়ারি ২০৭ নং স্মারকের একটি চিঠিতে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। অন্যদিকে ১৭ জানুয়ারি আরেক গেট অপারেটর হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দনপুর গ্রামের আমিরুল ইসলাম ঠান্ডুর ছেলে তৈমুর রহমান টিপু কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে শোকজ করেন উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান। এই শোকজ চিঠি জারির পর টিপু ক্ষুদ্ধ হয়ে অফিসে এসে প্রকৌশলী হাবিবুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার পিতা আমিরুল ইসলাম ঠান্ডুকে নিয়ে মারধর করতে উদ্যোত হন।

চিঠিতে উল্লেখ করা হয় টিপুর এমন সন্ত্রাসী কর্মকান্ডে অফিসে উপস্থিত কর্মকর্তা কর্মচারিরা হতবাক ও আমি নিজেও ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান জেমসন্স ট্রেডিং এজেন্সির পরিচালক আবু সাইদকে গতকাল বুধবার ২০৯ স্মারকে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে গেট আপারেট টিপুকে সতর্ক করার করণে এমন ওদ্ধত্যমুলক আচরণ আউটসোর্সিং কাজের উদ্দেশ্য ব্যহত হবে। এ ব্যাপারে গেট অপারেটর মোখলেছুর রহমান ও তৈমুর রহমান টিপুর বক্তব্য জানতে তাদের মুঠোফোনে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান গতকাল বুধবার বিকালে জানান, তারা কাজে অনুপস্থিত থাকেন বলেই তাদের শোকজ করা হয়েছে। তিনি বলেন গত মঙ্গলবার বিকালে তৈমুর রহমান টিপুকে শোকজ করায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারতে উদ্যোত হন। বিষয়টি তাদের নিয়োগ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।