অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও নীল টিক চালু করল টুইটার

কম্পিউটার ও আইফোনের পাশাপাশি এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রেও ব্যবহার করা যাবে টুইটারের নীল বা ব্লু টিক সুবিধা। কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে নীল টিক সুবিধা ব্যবহার করতে পারলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের খরচ হবে ১১ ডলার। উল্লেখ্য, আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনেও নীল টিক সুবিধা ব্যবহারের জন্য মাসে ১১ ডলার খরচ করতে হয়।

টুইটার কেনার পরপরই মাসে আট ডলারের বিনিময়ে নীল টিক সুবিধা চালু করেছিলেন টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। কিন্তু অর্থের বিনিময়ে নীল টিক যুক্তের সুযোগ থাকায় অনেক ভুয়া অ্যাকাউন্ট মিথ্যা তথ্য ছড়ানো শুরু করে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি করে নীল টিক কার্যক্রম স্থগিত করে টুইটার কর্তৃপক্ষ। এরপর গত ডিসেম্বর মাসে কম্পিউটার ও আইফোন ব্যবহারকারীদের জন্য নীল টিক সুবিধা চালু করে খুদে ব্লগ লেখার সাইটটি।

টুইটারের তথ্যমতে, নীল টিক চালুর জন্য অর্থের পাশাপাশি বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের কার্যক্রম ও পরিচয় যাচাই করা হবে। অর্থাৎ চাইলেই যেকোনো ব্যক্তি নিজেদের অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করতে পারবেন না।

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানে বসবাসকারীরা টুইটারের নীল টিক সুবিধা ব্যবহার করতে পারেন। নীল টিক যুক্ত অ্যাকাউন্টে বিজ্ঞাপন কম দেখানোর পাশাপাশি সাধারণ অ্যাকাউন্টের তুলনায় বাড়তি সুবিধা দিয়ে থাকে টুইটার।

সূত্র: টেকক্রাঞ্চ




মুজিবনগরের ভবেরপাড়ায় মধ্যরাতে ইলেকট্রিক দোকানে আগুন

মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে গতকাল বুধবার দিবাগত রাত ১২:৩০ সময় ইলেকট্রিক মেকানিক্স এর দোকানে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে ।

স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশন কে খবর দেয় । মুজিবনগর  ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

দোকানের মালিক মনির হোসেন‌ বলেন, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। কারণ আমি দোকান থেকে যাবার পরে মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে আমার দেকানের সব মালামাল আগুনে পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ১,০০০০০(এক লক্ষ) টাকার অধিক।

মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশন এর সাব স্টেশন অফিসার মোঃ শাহজাহান আলী বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণ করা হচ্ছে।




বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখ

বিশ্বের ধনী তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অব স্ট্যাটিটিক্স। তাদের ট্যুইটে দেখা যাচ্ছে সেই তালিকায় ৮ জনের মধ্যে ৪ নম্বরে আছেন শাহরুখ খান। তালিকা অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন ডলার।

তালিকায় এক বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে শীর্ষে আছেন জেরি সেইনফিল্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন টাইলার পেরি ও ডয়েন জনসন।

শাহরুখের পর তালিকায় আছেন টম ক্রুজ। তার সম্পত্তির পরিমাণ ৬২০ মিলিয়ন। এ ছাড়া তালিকায় আছেন জ্যাকি চান, জর্জ ক্লুনি ও রবার্ট ডি নিরো।

শাহরুখের কেনা এখনো পর্যন্ত সবচেয়ে দামি জিনিস তার মুম্বাইয়ের বাড়ি মান্নাত।

একটি রেডিওর অনুষ্ঠানে একবার এই অভিনেতা বলেছিলেন, মুম্বাইয়ে যখন থাকতে এলাম তখন আমি বিবাহিত। গৌরীকে নিয়ে থাকতাম ছোট্ট অ্যাপার্টমেন্টে। আমার শাশুড়ি বলতেন তোমরা এত ছোট বাড়িতে থাকো!

তিনি বলেন, শেষে আমি যখন মান্নাত দেখলাম, মনে হলো এ তো দিল্লির কুঠি। সে কারণেই কিনেছিলাম এবং এটাই সব থেকে দামি জিনিস যেটি আমি কিনেছি।

এদিকে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের আলোচিত সিনেমা ‘পাঠান’। যদিও এখনো এ সিনেমা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে নেট দুনিয়াসহ বলিউডপাড়ায়।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ কাটখড় পোহাতে হচ্ছে বলিউড বাদশাকে। এর মধ্যেই সিনেমাটির একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরের বুর্জ খলিফার ডিসপ্লেতে প্রদর্শিত হয়েছে ‘পাঠান’র ট্রেলার।

বলা যায় শাহরুখ খান এ মুহূর্তে আলোচনার তুঙ্গে। তবে নতুন বছরটি যে শাহরুখময় হতে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ প্রেক্ষাগৃহে চলতি ও পরের বছর এ অভিনেতার ৯টি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ সিনেমা ২ জুন মুক্তি পাবে।

রাজকুমার হিরানি ও প্রযোজক গৌরী খান এ বছর দর্শককে উপহার দিতে যাচ্ছেন ‘ডানকি’ নামের একটি সিনেমা। এ বছরই মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘টাইগার ৩’। এতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। চলতি বছরই ‘হে রাম’ সিনেমার হিন্দি সংস্করণের কাজ শেষ হয়ে যাবে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

এ সিনেমাতে শাহরুখ খান মুখ্য চরিত্রে অভিনয় করবেন। আশুতোষের পরিচালনায় চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে ‘অপারেশন খুকরি’ সিনেমা। এতে মূল চরিত্রে শাহরুখ খানকে দেখা যাবে। সঞ্জয় লীলা বানশালির ‘ইজহার’ নামে একটি সিনেমা চলতি বছরই মুক্তি পাবে। শিমিত কেটি একটি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন চলতি বছর। এতে শাহরুখ খান অভিনয় করবেন বলে জানা গেছে।

সূত্র: যুগান্তর




মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে শীতবস্ত বিতরণ

মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে ৫শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

বৃহস্পতিবার সকালে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সদস্য মামলত হোসেনের সঞ্চালনায় ও যুগ্ন আহবায়ক কেতাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল হামিদ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন আব্দুল মান্নান সদস্য, জেলা জাতীয় পার্টির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য বাবলু হোসেন, কুতুব উদ্দিন, রুহুল আমিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




জয়ে ফেরার লক্ষ্যে টস জিতে বোলিংয়ে ঢাকা

প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে হেরে পরাজয়ের হ্যাটট্রিক করে ফেলেছে ঢাকা ডমিনেটর্স। জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে নাসির হোসেনের দল। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডমিনেটর্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ১তা ৩০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্স। টপ্স জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ঢাকার অধিনায়ক নাসির হোসেন।

হ্যাটট্রিক হারের পর যেমন জয়ের খোঁজে মাঠে নামছে ঢাকা তেমনি আজ হ্যাটট্রিক জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছিলো ঢাকা। তারপরই পথ হারায় দলটি। টানা তিন ম্যাচে হেরে টেবিলের তলানিতে রয়েছে ডমিনেটর্স। আজকের ম্যাচ দিয়েই জয়ে ফিরতে মরিয়া তারা।

অন্যদিকে, প্রথম তিন ম্যাচে টানা হারের পর টান দুই ম্যাচে দুর্দান্ত দুই জয় তুলে নিয়ে হ্যাটট্রিক জয়ের অপেক্ষায় ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার বিপিএলে প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে উড়তে থাকা সিলেটকে হারিয়েছে কুমিল্লা। হ্যাটট্রিক জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ভিক্টোরিয়ান্সরা।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে সাত কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের উদ্বোধন

মেহেরপুরের গাংনী উপজেলাতে প্রায় সাত কোটি টাকার তিনটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার এ প্রকল্পের উদ্বোধন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। পকল্প গুলোর মধ্যে রয়েছে ৬৬ লক্ষ ২২ হাজার টাকা ব্যয়ে তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ভবন, ৪২ লক্ষ ৪৫ হাজার ৫৩১ টাকা ব্যয়ে ইসলামপুর সড়ক উন্নয়ন ও ৫ কোটি ৫৭ লক্ষ ৪৭ হাজার ২৯৩ ব্যয়ে কাথুলী – কাজিপুর বাজার পর্যন্ত রাস্তা উন্নয়নকাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




হোটেল আটলান্টিকা কাণ্ডের অন্যতম আসামি শাহজাহান গ্রেফতার

হোটেল আটলান্টিক কাণ্ড মামলার তদন্তে প্রাপ্ত সরাসরি জড়িত নাজনীন খান প্রিয়ার সহযোগী ক্যামেরা ম্যান এবং তার কথিত বয়ফ্রেন্ড শাহজাহান আলী ওরফে বেতার (২৪) কে আটক করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত শাহজাহান আলী মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পূর্বপাড়ার এসকেন আলীর ছেলে।

মঙ্গলবার ডিবির একটি টিম ঢাকার রুপনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেহেরপুরে নিয়ে আসে। পরে গতকাল বুধবার বিকালে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: তারিক হাসানের আদালতে হাজির করা হলে। বিজ্ঞ বিচারকের খাসকামরায় শাহজাহান আলী ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

আসামী শাহজাহান তার জবানবন্দিতে আটলান্টিক হোটেলে অনৈতিক কাজের ভিডিও ধারন করে ব্লাকমেইলিং করে চাঁদা দাবি ও আদায়ের কথা স্বীকার করে এবং তার সহযোগী অপরাপর আসামীদের নাম উল্লেখ করে।

ডিবির ওসি সাইফুল আলম জানান, মামলার ঘটনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। মামলাটি গভীর তদন্তের স্বার্থে প্রকাশিত সহযোগী অন্যান্যদের নাম উল্লেখ করা সম্ভব হলো না।

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মনোয়ার হোসেন নামের এক এনজিও কর্মীর সদর থানায় নারী চক্রের প্রধান হোতো প্রিয়া খানকে আসামি করে দণ্ডবিধির ৪১৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা করেন। যার মামলা নম্বর-৩২। মামলার দিন রাতেই শহরের হোটেলবাজার এলাকার ভাড়া বাসা থেকে প্রধান আসামি নাজনীন খান প্রিয়াকে আটক করে পুলিশ। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়। ডিবি মামলার দায়িত্ব পাওয়ার পর তদন্ত শুরু করে। তদন্তে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

তদন্তের অংশ হিসেবে ৩০ নভেম্বর রাতে হোটেল আটলান্টিকায় অভিযান চালিয়ে অর্থ আদায় চক্রের হোতা মেহেরপুর শহরের অভিজাত হোটেল আটলান্টিকার মালিক মতিয়ার, মতিয়ারের ছেলে মামুন ও ছন্দা খাতুন নামের এক নারীকে গ্রেফতার করে পুলিশ। পরে ছন্দা খাতুন আদালতে জবানবন্দিতে চক্রের মূল হোতা হিসেবে চার সাংবাদিক ও এক আইনজীবীকে অভিযুক্ত করে আদালতে জবানবন্দি প্রদান করে।

এ নিয়ে গত ১ ডিসেম্বর মেহেরপুর প্রতিদিনে প্রধান শিরোনামে সংবাদ প্রকাশ হলে মেহেরপুরসহ আশেপাশের জেলাগুলোতে তোলপাড় ফেলে দেয়। এই মামলায় ইতোমধ্যে চার সাংবাদিকের মধ্যে মিজানুর রহমান জনিকে শোন এ্যারেস্ট দেখানো হয়েছে। তিনি মেহেরপুরে জেলা কারাগারে হাজত বাস করছেন। এছাড়াও হোটেল আটলান্টিকা কাণ্ড মামলায় শাহজাহান আলীকে দিয়ে পুলিশের কাছে গ্রেফতার হয়ে এ পর্যন্ত ৮ আসামি কারাগারে হাজত বাস করছেন। জবানবন্দিতে অভিযুক্ত বেশ কিছু আসামি পলাতকও রয়েছে।




চুয়াডাঙ্গায় এশিয়ান টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দশ পেরিয়ে এগারোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগান কে সামনে রেখে বুধবার (১৮ই জানুয়ারি)  চুয়াডাঙ্গায় এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা পুলিশ পার্কের অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালিত হয় ।

চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি হাসেম রাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

এশিয়ান টেলিভিশনের দীর্ঘ ১০ বছরের সাফল্য নিয়ে আলোচনা ও এশিয়ান টিভির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন সকল অতিথিবৃন্দরা । অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি পালন করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুত মালিক সমিতির যুগ্ন মহাসচিব খাজা নাসির উদ্দিন আহম্মেদ,বাংলাদেশ যুবমহিলালীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফরোজা পারভীন, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নুর আলম আকাশ, দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক ও দিপ্ত টিভির জেলা প্রতিনিধি জান্নাতুল আওলিয়া নিশি, যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জিসান আহমেদ, নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী দেবাসিস বিশ্বাস ও সাংবাদিক বৃন্দুরা।




হিম পৌষের প্রাতে-রফিকুল ইসলাম

শীতের ভোরে -পৌষের দিগন্ত ঝিমিয়ে আছে
শীতার্ত পাখিরা কলাহলে জাগেনি এখনো গাছে।

দীর্ঘরাতের শীত চুয়ে পড়ে পত্রহীন বৃক্ষের পরে
বাতাসে তুমুল হিম ঝরে ছকিনাদের কুঁড়েঘরে,
কুয়াশার ঘোরে শীত ঝরে,শিশিরের সাথে ভোরে।

কনকনে শীত পড়ে ফুটপাত আর বস্তির প্রান্তে
ঠোঁটকাঁপা শীত পড়ে বস্ত্রহীন গরিবের গাত্রে,
শীতে কাঁপে থরথর ঘুম নেই রাত্রে।

শীত বিলাসিদের শীত আসে উঁচুউঁচু দালানে
লেপের ওমে উষ্ণতা লোভে লাল ঠোঁট চুম্বণে,
হাত দু’টি গুটিসুটি শীতবস্ত্র বিতরণে।

নিষ্ঠুর ভাগ্যদোষে ওরা ভাসমান ফুটপাতে
শীত নিবারণে বস্ত্রহীন ঘরহীন শীেতের রাতে,
রাস্তার পাশে শুনেছো কি নবজাতকের চিৎকার ?
যাচে জন্মের অধিকার তীব্র হিম পৌষের প্রাতে।




উপজেলা পর্যায়ে ৩টি খেলাতে চ্যাম্পিয়ন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-এ ব্যাডমিন্টন, ভলিবল এবং হ্যান্ডবল খেলায় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মেয়েরা উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ সিরাজুল ইসলাম মুসলিম হাইস্কুলে অনুষ্ঠিত উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্যাডমিন্টন, ভলিবল এবং হ্যান্ডবল খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

বিকেলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস।

এসময় ভেন্যু প্রধান সিরাজুল ইসলাম মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক নীলিমা বিশ্বাস, কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেসা সবুজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মেয়েরা এমন কৃতিত্ব লাভ করায় খেলোয়াড় ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক।