জীবননগরে গ্রাম-পুলিশদের মাঝে কম্বল বিতরন

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

বুধবার দুপুরে জীবননগর থানার চত্বর উপজেলার ৬০জন দফাদার ও গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

জীবননগর-দামুড়হুদা সার্কেল এএসএসপি মুন্না বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন।

এসময় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল খালেক, জীবননগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার দাস, সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর কেরামত আলী,নাহিরুল ইসলাম,সোহাগ হোসেনসহ থানার সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

জীবননগর উপজেলা গ্রাম পুলিশ অ্যাসোসিয়েশন সভাপতি আহার আলী বলেন,আমরা অনেক দিন ধরে চাকুরির সুবাদে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু এমন আনুষ্ঠানিকতার সাথে গ্রাম পুলিশদের কোন পুলিশ সুপার মহোদয় কোন শীতবস্ত্র বিতরন করেছেন বলে আমাদের জানা নেই। আমাদের জানামতে পুলিশ সুপারের পক্ষ থেকে গ্রাম পুলিশদের কম্বল বিতরন এটিই প্রথম। মানবিক পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের এমন মহত উদ্যোগ আমাদেরকে কাজে কাজে অনুপ্রাণিত ও উৎসাহিত প্রদান করবে।

কম্বল বিতরন কালে প্রধান অতিথি জীবননগর-দামুড়হুদা সার্কেল এএসপি মুন্না বিশ্বাস বলেন,গ্রাম পুলিশও অনেক দায়িত্ব পালন করে থাকে বলেই গ্রাম অঞ্চলে পুলিশের কাজ করতে সুবিধা হয়। তিনি গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেণ,আপনারা এলাকায় যথাযথ দায়িত্ব পালন করবেন। আপনার পুলিশকে সহযোগীতা করলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে।




উথলীতে স্বাস্থ্য কর্মীদের সাথে ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চার মতবিনিময়

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জীবননগর উপজেলার উথলীতে ইউনিয়ন পর্যায়ে উপ-স্বাস্থ্য,কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা বিভাগের নানা সমস্যা ও সম্ভাব্য বিষয় নিয়ে ওয়েভ ফাউন্ডেশন ও উপজেলা লোকমোর্চার নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উথলী ডিগ্রী কলেজ মাঠে ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উথলী উপস্বাস্থ্য কেন্দ্র,কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় চিকিৎসার মান আরও বৃদ্ধি করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সেগুলো বাস্তবায়নের জন্য পরিকল্পনা নেওয়া হয়।

উথলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আব্দুল মান্নান পিল্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো.আব্দুল লতিফ অমল,উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল,উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল,ইউনিয়ন লোকমোর্চার সদস্য ইউনুচ আলী,অবসরপ্রাপ্ত শিক্ষক দাউদ হোসেন,আব্দুল মতিন সহ অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র,কমিউনিটি ক্লিনিক ও পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বরত স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।




সরকারি চাকরিতে সাড়ে তিন লাখের বেশি পদ খালি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও অফিসে বেসামরিক জনবলের ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ শূন্য রয়েছে।

বুধবার সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলমান অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

কাজিম উদ্দিন আহম্মেদ এমপির প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১ এর (২০২২ সালের জুনে প্রকাশিত) তথ্য অনুযায়ী- সরকারের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর ও সরকারি কার্যলয় সমূহে বেসামরিক জনবলের মোট শূন্য পদ ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি।

এর মধ্যে প্রথম শ্রেণির ৪৩ হাজার ৩৩৬টি, দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১, তৃতীয় শ্রেণির ১ লাখ ৫১ হাজার ৫৪৮ এবং চতুর্থ শ্রেণি পদে শূন্য পদ ১ লাখ ২২ হাজার ৬৮০টি।

তিনি আরও জানান, সরকারি অফিসগুলোর শূন্য পদের নিয়োগ চলমান প্রক্রিয়া।

জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে ৫ হাজার ৪৩৬টি শূন্য পদের চাহিদাপত্র পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত সুপারিশযোগ্য শূন্য পদের সংখ্যা জানানো সম্ভব হবে।

সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন নাহারের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১ প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। এর মধ্যে নারী ৪ লাখ ৪ হাজার ৫৯১ জন, যা মোট চাকরিজীবীর প্রায় ২৬ শতাংশ। ২০১০ সালে এ হার ছিল ২১ শতাংশ।

তিনি আরও জানান, প্রথম শ্রেণির পদে নারীদের জন্য আলাদা কোটা না থাকলেও ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগে নারীদের জন্য ১৫ শতাংশ কোটা সংরক্ষণ করা আছে।

সূত্র: যুগান্তর




গাংনীতে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমকে বিভিন্ন মহলের বিদায়ী সংবর্ধনা প্রদান

গাংনী উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের পদন্নতি বদলিতে বিভিন্ন মহল থেকে বিদায়ী সংর্বধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল থেকে সারাদিন পৃথক পৃথক ভাবে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রথমে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদানের আয়োজন করেন জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তযোদ্ধারা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুন্তাজ আলী, বীর মুক্তিযোদ্ধা পাতান আলী,বীর মুক্তিযোদ্ধা গোলাম আলীসহ অনেকে।

দুপুরে অফিসারর্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেলে গাংনী প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কর্মজীবন নিয়ে প্রশংসামুলক আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা,সাধারণ সম্পাদক মাহাবুব আলম, আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিকসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

পরে উপজেলা ভুমি অফিসারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় ভুমি অফিসরে কর্মকর্তা কর্মচারিবৃন্দরা উপস্থিত ছিলেন। অন্যদিকে গাংনী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ লিংকন, সাধারণ সম্পাদক পাভেলসহ সাংবাদিকবৃন্দরা।

এছাড়াও উপজেলা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৌসুমী খানমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

প্রসংগতঃ বিগত ১৭/০৫/২০২১ ইং তারিখে মৌসমী খানম গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন সুনামের সাথে গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর এডিসি হিসেবে তিনি পদন্নতি প্রাপ্ত হন।

তিনি জানান, জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক(এডিসি) হিসেবে যোগদান করবেন।




কোটচাঁদপুরে ৬ শিং বিশিষ্ট গরুর সন্ধান

৬ শিং বিশিষ্ট গরুর সন্ধান মিলেছে কোটচাঁদপুরে। এ অস্বাভাবিক গরুটির ঘটনা এলাকায় জানাজানি হয়ায় দর্শনার্থীদের ভিড় জমছে উপজেলার বহরমপুর গ্রামে।

গরুর মালিক মোশারফ হোসেন বলেন,দীর্ঘদিন ধরে আমি গরু পালন করে আসছি। এর আগে এমন বাছুর দেখিনি কোন দিন। তিনি বলেন, গেল দুই বছর আগে গরুটি জন্ম গ্রহন করেন। ওই বাছুরটি স্বাভাবিক গরুর মতই ছিল।

গরুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিং ও বাড়তে থাকে বাছুরটি। প্রথমে বাছুরটির স্বাভাবিক গরুর মত দুইটি শিং দেখা যায় মাথায়। এর ৬ মাস পর দেখা যায় আরো দুইটি শিং। এর কয়েক মাস পর দেখা যায় আরো দুটি শিংয়ের।

বর্তমানে গরুরটির মাথায় ৬ টি শিং শোভা পাচ্ছেন। তবে আরও শিং গজাতে পারে বলে মনে করছেন গরুর মালিক মোশারফ হোসেন।

ওই গ্রামের শিপন মন্ডল জানান,এমন অস্বাভাবিক গরু সচারাচর দেখা যায় না। ছোটবেলা থেকে লালন পালন করেছেন গরুর মালিক মোশারফ হোসেনের স্ত্রী। এ গরুটির কথা এলাকায় জানাজানি হয়ে পড়ায়,প্রতিনিয়ত গরুটি দেখতে দর্শণার্থীরা ভিড় করছেন তাদের বাড়িতে।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা জন্মগত হতে পারে। তিনি উদাহরন দিয়ে বলেন,যেমন মানুষের হাতে পায়ে বাড়তি আঙ্গুল গজায়। ঠিক তেমন আর কি। এটা একটা বিশেষ গরু। ওই বিশেষ গরুটি দেখার আগ্রহও প্রকাশ করলেন ওই কর্মকর্তা।




১৩৮৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান পদে মোট ১৩৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

ওয়েম্যান।

পদসংখ্যা

মোট ১৩৮৫ জন।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

৮,৫০০-২০,৫৭০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা অনলাইনে আবেদন (http://br.teletalk.com.bd) করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২ মার্চ, ২০২৩।

সূত্র : বাংলাদেশ রেলওয়ে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে




নতুন ম্যাকবুক আনল অ্যাপল

নিজেদের তৈরি এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপ দিয়ে তৈরি নতুন মডেলের ম্যাকবুক উন্মুক্ত করেছে অ্যাপল। এম২ প্রো প্রসেসরে চলা ম্যাকবুক প্রো মডেলের দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার থেকে এবং এম২ ম্যাক্স চিপ দিয়ে তৈরি ম্যাকবুকটির দাম শুরু হয়েছে ১ হাজার ২৯৯ ডলার থেকে। ২৪ জানুয়ারি থেকে ম্যাকবুকগুলো বাজারজাত শুরু হবে। তবে ক্রেতারা চাইলেই অগ্রিম ফরমাশ দিতে পারবেন।

এম২ প্রো চিপে চলা ম্যাকবুকটিতে ৮ কোর সিপিউ, ১০ কোর জিপিউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট), ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অপর দিকে এম২ ম্যাক্স চিপে চলা ম্যাকবুকে রয়েছে ১০ কোর সিপিউ, ১৬ কোর জিপিউসহ ১৬ গিগাবাইট র‍্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ১৪ এবং ১৫ ইঞ্চি পর্দার ম্যাকবুকগুলোতে থান্ডারবোল্ট ৪ পোর্টের পাশাপাশি একটি করে ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট রয়েছে।

অ্যাপলের তথ্যমতে, নতুন মডেলের ম্যাকবুক আগের যেকোনো সংস্করণের তুলনায় ছয় গুণ দ্রুত কাজ করায় গেমসের পাশাপাশি ফটোশপের মতো গ্রাফিকস সফটওয়্যারগুলো স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে। শুধু তা–ই নয়, সর্বাধুনিক ওয়্যারলেস নেটওয়ার্কিং স্টান্ডার্ড ‘ওয়াই-ফাই ৬ ই’ প্রযুক্তি থাকায় দ্রুতগতির ইন্টারনেটও ব্যবহার করা যাবে।

উল্লেখ, প্রতিবছর মার্চে নতুন পণ্য উন্মোচন করে থাকে অ্যাপল। এবার হঠাৎ বছরের শুরুতেই নতুন ম্যাকবুক আনল অ্যাপল।

সূত্র: নাইনটুফাইভম্যাক ডটকম




কোটচাঁদপুরে ছিনতাইকারী চক্রের কুড়ালের কোপে ভ্যান চালক সহ আহত ২

ছিনতাইকারী চক্রের কুড়ালের কোপে ভ্যান চালক শাহজামাল(৩৫) সহ দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। বর্তমানে ভ্যান চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

ভ্যান চালক শাহজামালের ভাই আশাদুল ইসলাম বলেন,মঙ্গল সন্ধ্যা রাতে সাবদারপুর বাজার থেকে ভ্যানে দুই জন যাত্রি তোলেন। এরপর তাদের নিয়ে যান উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে। তাদেরকে ওই গ্রামে নামিয়ে বাড়ি ফেরার পথে ভোমরা ডাঙ্গা মাঠের মধ্যে কবলে পড়েন ছিনতাইকারী চক্রের। তারা ভ্যান চালকের টাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় ধস্তাধস্তি হয় ছিনাকারীদের সঙ্গে। এক পর্যায় তারা শাহজামাল কে কুড়াল দিয়ে কোপ দিয়ে নগদ ২ হাজার টাকা ও মোবাইল সেটটি জিনিয়ে নেন। বেধড়ক মারপিট করেন ভ্যানে থাকা শাহজামালের ভাইপো ফয়সাল হোসেনকে। এতে সেও গুরুতর আহত হন।

শাহজামাল উপজেলার সোয়াদি গ্রামের আফসার মুন্সির ছেলে আর ফয়সাল ওই গ্রামের আশাদুল ইসলামের ছেলে। বর্তমানে ভ্যান চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আর ভাইপো ফয়সাল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

এ ব্যাপারে কোটচাঁদপুরের লক্ষিপুর পুলিশ ফাঁড়ির সহউপপরিদর্শক (এএসআই) শামসুল আলম বলেন,ভ্যানচালক যাত্রী নিয়ে ভোমরা ডাঙ্গা গ্রামে যান। এসময় ওই ভ্যানে দুই জন যাত্রী ও তাঁর ভাইপো ছিলেন। যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে ভোমরা ডাঙ্গা মাঠের মধ্যে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। ওই সময় তাদের কুড়ালের ভ্যান চালক গুরুত্বর আহত হয়েছেন। মারিপিটের স্বীকার হয়েছেন ফয়সাল। এ ব্যাপারে থানার মামলার প্রস্তুুতি চলছে। অন্যদিকে আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি।




মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

মেহেরপুরের মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ শাওন আলী(৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

বুধবার বেলা ১২ টার দিকে দারিয়াপুর বাজারের থেকে দারিয়াপুর ঘোষ পাড়া অভিমুখে রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটকৃত শাওন আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর ঘোষপাড়ার খোকন আলী শেখের ছেলে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান,আটককৃত শাওন আলী একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগে করে ফেনসিডিল নিয়ে বিক্রির উদ্যেশে দারিয়াপুর বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম,এসআই বিপ্লব ও এসআই সাহেব আলী সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালীন সময়ে দারিয়াপুর বাজার হতে ঘোষ পাড়া অভিমুখে জমির উদ্দীনের বাড়ির পিছনে রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করে। তার নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।




হ্যাটট্রিক জয়ে চোখ কুমিল্লার, হারের বৃত্ত ভাঙতে চায় ঢাকা

হ্যাটট্রিক হারের পর বিপিএলের নবম আসরে টানা দুই ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের হ্যাট্টিক জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল নিজেদের ষষ্ঠ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা। পক্ষান্তরে, হ্যাটট্রিক হারের স্বাদ পাওয়া ঢাকা নিজেদের দ্বিতীয় জয় পেতে মরিয়া।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরয়ান্স ও ঢাকা ডমিনেটর্স।

এবারের আসরে নিজেদের প্রথম তিন ম্যাচেই হারে কুমিল্লা। ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে ও দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটে হারে কুমিল্লা।

চট্টগ্রামের মাটিতেও শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ফরচুন বরিশালের কাছে ১২ রানে ম্যাচে হারে কুমিল্লা। হ্যাটট্রিক হারে কোণঠাসা হয়ে পড়ে কুমিল্লা।

অবশেষে নিজেদের চতুর্থ ম্যাচে এবারের আসরে প্রথম জয়ের দেখা পায় কুমিল্লা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারায় তারা। এরপর পঞ্চম ম্যাচেও উড়তে থাকা সিলেটের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় ইমরুল-লিটনদের কুমিল্লা।

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে মাশরাফির অপ্রতিরোধ্য সিলেট স্ট্রাইকার্সকে এবারের আসরে প্রথম হারের স্বাদ দেয় কুমিল্লা। ৫ উইকেটে জয় পায় কুমিল্লা।

সিলেটের বিপক্ষে জয়ের পর কুমিল্লার অধিনায়ক ইমরুল বলেন, ‘প্রথম তিন ম্যাচে আমরা ভাল করতে পারিনি। এরপর আমরা অনেক আলোচনা করেছি, নিজেদের পরিকল্পনাগুলো মাঠে কাজে লাগানোর চেষ্টা করি। আশা করি, পরের ম্যাচগুলোতেও ভালো করতে পারবো।’

এদিকে, অধিনায়ক নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছিলো ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছিলো ঢাকা।

কিন্তু এরপরই পথ হারায় ঢাকা। পরের তিন ম্যাচেই হারে তারা। সিলেট স্ট্রাইকার্সের কাছে ৬২ রানে ও ৫ উইকেটে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৮ উইকেটে পরাজিত হয় ঢাকা। ঢাকা ও চট্টগ্রামে মাটিতে সমান ২টি করে ম্যাচ হারে তারা।

হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে মরিয়া ঢাকা। দ্বিতীয় জয়ের স্বাদ পেতে হলে ব্যাটিং বিভাগে জ্বলে উঠতে হবে নাসির-সৌম্য-মিথুনদের। বোলিংয়ে দারুন ছন্দে আছেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু খুব বেশি উইকেট নিতে পারেননি তিনি। ৪ ইনিংসে ১৫ দশমিক ৪ ওভার বল করে ৮৬ রানে ৪ উইকেট নিয়েছেন তাসকিন। তার ইকোনমি রেট ৫ দশমিক ৪৮।

সূত্র: ইত্তেফাক