গাংনী থেকে গণধর্ষণসহ পর্নোগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার চেংগারাতে অভিযান চালিয়ে গণধর্ষণসহ পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী মবিউল ইসলাম (১৯)কে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন পিপিএমের নির্দেশে মেহেরপুর র‌্যাব ক্যাম্পের একদি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মবিউল দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের মৃত খেজমত আলীর ছেলে।

র‌্যাব জানায়, ২০২২ সালের ১১ নভেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ৮(১)/৮(২)/৮(৩) ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মবিউলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী। সেই থেকে মবিউল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় সে চেংগারাতে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে চেংগারা এলাকায় অভিযান পরিচালনা করে মবিউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




গাংনীতে যুবককে হাতুড়িপেটা

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশির হোসেন(২০)নামের এক যুবককে হাতুড়িপেটা করে জখমের ঘটনা ঘটেছে।

রবিবার(১৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার বানিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশির গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের দিনাউদ্দিনের ছেলে।

শিশিরের চাচা সাইদুর রহমান জানান, রফিকুল ইসলামের ছেলে আবির হোসেন মোটরসাইকেলের নাট খোলা কে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতান্ডার। সন্ধ্যায় শিশিরকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।পরে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক জানান, কপালে হাতুড়ির আঘাতে অনেকটা ক্ষত হয়েছে ও বাম পা হাতুড়ি আঘাতে রয়েছে,উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে।শিশিরের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




মেহেরপুরের কোর্ট পরিদর্শককে এএসপির র‌্যাংক ব্যাজ প্রদান

মেহেরপুর কোর্ট পরিদর্শক গোলাম মোহাম্মদ সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় তাঁকে র‌্যাংক ব্যাজ পরানো হয়। গতকাল রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো: রাফিউল আলম পিপিএম গোলাম মোহাম্মদকে র‌্যাংক

ব্যাজ পরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন।




মেহেরপুরে ১৫০পিস ইয়াবাসহ যুবক আটক

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ইমরান ওরফে শাকিল আহমেদ (২৪) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল রবিবার (১৫ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে  ডিবির পরিদর্শক রত্নেস্বর কুমার মণ্ডলের নেতৃত্বে ডিবি একটি টিম রফিকুল ইসলামের বাড়ীর সামনে ১৫০ পিস ইয়াবাসহ  তাকে আটক করা হয়। অভিযানে এসআই আশরাফুল, এসআই শাহিনুর ও এএসআই হেলাল উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

আটক শাকিল আহমেদ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের তিন নং ওয়ার্ডের জাবেদ আলীর ছেলে।
ডিবির ওসি সাইফুল আলম জানান, শ্যামপুর গ্রামে মাদকসহ একজন অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমরান ওরফে শাকিল পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১৬ জানুয়ারী)  আটক ইমরানকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।




 মেহেরপুরের দুটি মডেল মসজিদের উদ্বোধন আজ

২৭ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর জেলায় নির্মাণ করা হয়েছে ২টি দৃষ্টি নন্দন মডেল মসজিদ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এসব মডেল মসজিদ হবে নামাজ আদায়ের পাশাপাশি গবেষণা, ইসলামি সংস্কৃতি ও জ্ঞান চর্চার কেন্দ্র। ইতোমধ্যে মেহেরপুর জেলা শহরের কোর্ট এলাকায় একটি ও গাংনী উপজেলা শহরে একটির কাজ শেষ হয়েছে।

আজ সোমবার সকাল দশটার সময় গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মেহেরপুর জেলার দুটিসহ সারা দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করছেন। সরকার একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে। ৪০ শতাংশ জমির উপর জেলায় ৪ তলা ও উপজেলা পর্যায়ে ৩ তলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

জেলা পর্যায়ে ১৫ ও উপজেলা পর্যায়ে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে এসব মডেল মসজিদ নির্মান করা হচ্ছে। প্রতিটা মসজিদে কমবেশি ১ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এসব মডেল মসজিদগুলোতে দ্বীনি দাওয়া কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। মডেল মসজিদগুলো শুধু নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি জ্ঞান অর্জন ও গবেষণার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। মডেল মসজিদ গুলো চালু হলে মুসল্লির সংখ্যা বাড়ার পাশপাশি প্রকৃত ধর্মীয় চার্চার কেন্দ্র গড়ে উঠবে। এদিকে মডেল সমজিদ দেখতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা।

মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন,মডেল মসজিদ নির্মাণ করায় তারা খুশি। সামাজিক অবক্ষয় ও অন্যায়-কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে মসজিদগুলো সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে। মডেল মসজিদ চালু হলে মানুষ নামাজ আদায়ের পাশাপাশি বিশুদ্ধ ভাবে আল কোরআন

শরীফ শিখতে পারবে।
পূর্ণ অবদান রাখবে।
গাংনী মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইলিয়াস হোসেন বলেন,দৃষ্টি নন্দন মডেল মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ার পাশাপাশি সাংস্কৃতির বিকাশ ঘটবে। বেশি বেশি ধর্ম চর্চার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। এদিকে উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত থাকবেন।




দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত একজনের ২৯ দিন পর মৃত্যু

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহান বিজয় দিবস পালনের সময় অবৈধ লাটা হাম্বারের ধাক্কায় স্কুলের নাইটগার্ড আশরাফুল গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৯দিন পর ঢাকার ইসলামিয়া হাসপাতালে গতকাল শনিবার রাত ১২টার দিকে আশরাফুল মৃত্যু বরণ করেন।

উল্লেখ, উপজেলার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গত ১৬ই ডিসেম্বর একই স্কুলের নাইট গার্ড লোকনাথপুর গ্রামের মুংলা মির’র ছেলে আশরাফুল (৩০) এবং নবম শ্রেণীর ছাত্র একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে সিজান (১৬) কে ইট ভর্তি অবৈধ লাটা হাম্বা দিয়ে পেছন থেকে দ্রুত গতিতে ধাক্কা দেয় একই গ্রামের রেজাউলের ছেলে সাব্বির (১৮)। ঘটনাস্থলে দুজন মারাত্মক আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিজানকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন, এবং আশরাফুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানা যায়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। নাইট গার্ড আশরাফুল কে ৫/৬ দিন চিকিৎসার পরে অবস্থার অবনতি হলে রাজশাহী রেফার্ড করা হয়। পরে ঢাকায় রেফার্ড করা হয়। প্রায় ৪ সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার ইসলামিয়া হাসপাতালে মৃত্যু বরণ করেন।

সরজমিনে গিয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, মহান বিজয় দিবসে স্কুল কতৃপক্ষ ছাত্র ছাত্রীদের মাঝে খোরমা বিতরণ করছিল। তখন খুরমা বিতরণে কম হয়ে গেলে ছাত্র ছাত্রীরা হট্টগোল শুরু করে। এরই একপর্যায়ে স্কুল থেকে বেরিয়ে এসে স্কুলের বাইরে গেটে ছাত্র-ছাত্রীরা হট্টগোল শুরু করে। তখন পেছন থেকে ইট ভর্তি অবৈধ লাটা হাম্বা নিয়ে নাবালক অনভিজ্ঞ ড্রাইভার একই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র সাব্বির পিছন দিক থেকে সজোরে হট্টগোলের মধ্যে গাড়ি চালিয়ে দেয়।

তখন লোকনাথপুর স্কুলের নাইট গার্ড আশরাফুল ও একই গ্রামের নবম শ্রেণীর ছাত্র সিজান গুরুতর আহত হয়। বেশ কয়েক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মৃত্যু বরণ করলো। এভাবে মেন রাস্তায় গাড়ির আসল ড্রাইভার এবং গাড়ির মালিক থাকা অবস্থায় কিভাবে একজন নাবালক ছেলেকে গাড়ি চালাতে দিল। এলাকাবাসী আরও জানান, মেন রাস্তায় এসব অবৈধ গাড়ি যেন না চলে এবং গাড়ি গুলো যেন কোন অবস্থাতেই নাবালক ড্রাইভারদের হাতে দেওয়া না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এবিষয়ে চালক সাব্বিরের পিতা রেজাউল বলেন, আমার ছেলেই গাড়ি চালাচ্ছিল।
রাস্তার উপর ছেলেপেলে হট্টগোল করছিল,আমরা মনে করেছিলাম সবাই সরে যাবে। কিন্তু কেউ রাস্তা থেকে সরেনি। যার কারনে দূর্ঘটনা ঘটে গেছে।

এবিষয়ে নিহত আশরাফুলের পিতা মুংলা বলেন, আমর ছেলে মারা গেছে এই ব্যাপারে আমার কারো উপর কোন অভিযোগ নেই।

রবিবার বাদ জোহর লোকনাথপুর ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হয় এবং লোকনাথ পুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, বিষয়টি আমর জানানেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।




দর্শনা কেরুজ চিনিকলের ডিষ্টিলারীর জি এম বাদশা এখন রাজা

কোন কর্মকর্তা একই জায়গায় দীর্ঘদিন চাকুরী করলে সেখানে দূর্নীতি অবধারিত। তাই দূর্ণীতি রোধে সরকারি চাকুরীতে বদলি ব্যবস্থা রাখা আছে। তবে দর্শনা কেরুজ চিনিকলের ডিস্টিলারী বিভাগের প্রধান জিএম ফিদা হাসান বাদশা দীর্ঘ ১৮ বছর ঘুরেফিরে অবস্থান করছেন একই প্রতিষ্ঠানে।

তার নিয়োগ চিনিকলের বিএমআর প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) হিসাবে হলেও অতিরিক্ত হিসাবে আকড়ে রেখেছেন ডিস্টিলারী বিভাগের প্রধান চেয়ার। ফলে একই ব্যাক্তি গুরুত্বপূর্ণ ২টি চেয়ার ধরে রাখায় হয়েছে বাদশা থেকে রাজা। অনেকের মনেই প্রশ্ন জেগেছে প্রকল্পের পিডি হিসাবে নিয়োগপ্রাপ্ত হলেও কি কারণে ধরে রেখেছেন ডিস্টিলারীর চেয়ার। কি মধু এ চেয়ারে ?

দর্শনা কেরুজ চিনকলে ২০০৫ সালে যোগদান করেন ফিদা হাসান বাদশা। যোগদানের পর পদউন্নতি পেয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে আসছেন তিনি। ২৬/০৫/২০১৯ তারিখ থেকে ডিস্টিলারী বিভাগে জিএম হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

এরিমধ্যে পদউন্নতি পেয়ে সদর দপ্তর থেকে চিনিকলের বিএমইকরণ প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) দায়িত্ব পান তিনি। তার মূলদায়িত্ব এ প্রকল্পে হলেও অনৈতিক সুবিধা থাকায় ডিস্টিলারীর চেয়ার কৌশলে আকড়ে আছেন।

একটি সূত্র জানিয়েছে, ডিস্টিলারী বিভাগে প্রতিবছর কোটি কোটি টাকার মালামাল ক্রয় হয়ে থাকে। এসব মালামাল ক্রয় কমিটিতে তার যাচাই বাচাই এবং দেখভাল করার গুরুদায়িত্ব থাকে। জনশ্রতি আছে ডিস্টিলারী বিভাগের প্রত্যেকটি মালামাল ক্রয় কমিটিতে তার অবস্থান থাকে। যার ফলে সরবরাহ ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে বিশেষ সখ্যতা। যার ফলে প্রতিষ্ঠানে নিন্মমানের মালামাল সরবরাহ হয়ে থাকে এতে প্রতিষ্ঠানের লোকশান হলেও আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন তিনি। ডিষ্টিলারীর ক্রয় দুর্নিতি রোধে তার অপসারণ জরুরী বলে সাধারণ শ্রমিক কর্মচারীরা মনে করছেন।

তারা মন্তব্য করে বলেন, দীর্ঘদিন একই চেয়ারে থাকলে অনেকের সাথে সখ্যতা গড়ে ওঠার সুবাদে দৃর্নীতি বাঁশা বাঁধে।

এব্যাপারে ফিদা হাসান বাদশা তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, যা খুশি লেখেন কোন ব্যাপার না।




ঝিনাইদহ সদর হাসপাতালের দুইটি লিফট একসাথে নষ্ট চরম ভোগান্তিতে রোগীসহ স্বজনরা

সেলিনা বেগমের শ্বশুর অসুস্থ। হাসপাতালের ৬ষ্ঠ তলায় তার অবস্থান। প্রতিনিয়ত নিচে ওঠানামা করতে হয়। কিন্তু রোববার থেকে হাসপাতালের বহুতল ভবনরে দুইটি লিফট এক সঙ্গে নষ্ট হয়ে গেছে। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। শুধু সেলিনা বেগন নয়, তার মতো শতাধীক রোগী ও রোগীর স্বজনরা বিপাকে পড়েছেন। সেই সাথে চিকিৎসক ও নার্সসহ হাসপাতালের স্টাফরাও।

তথ্য নিয়ে জানা গেছে, রোববার দুপুর ১২টার পর থেকে ঝিনাইদহ সদর হাসপাতালের লিফট বন্ধ হয়ে যায়। লিফট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রোগী ও তার স্বজনদের মধ্যে দুশ্চিন্তা ভর করে। আতংক ছড়িয়ে পড়ে সর্বত্র। এদিকে হৃদরোগ ও দুর্ঘটনায় আহত রোগীদের পরীক্ষা নিরীক্ষাসহ জরুরী প্রয়োজনে ওঠানামা বন্ধ হয়ে গেছে। অনেক হার্টের রোগী প্রয়োজনে তিনতলার উপরে উঠতে পারছেন না। আবার চিকিৎসকরাও ৬ তলা ও ৮ তলায় যেতে পারছেন না।

আসাদুজ্জামান নামে এক রোগীর স্বজন বলেন, ঝিনাইদহ আড়াই’শ বেড জেনারেল হাসপালের লিফট মানেই ছিল আতংক। আগে যখন তখন লিফট বন্ধ হয়ে রোগী ও তার স্বজনরা বিপদের সম্মুখিন হলেও কোন প্রতিকার ছিল না। কারণ এ দুটি লিফট চালান হাসপাতালেরই তিনজন সিকিউরিটি গার্ড। এ বিষয়ে তারা দক্ষ না হলেও তাদের হাতেই সোপর্দ করা হয়েছে আটতলা ভাবনের দুইটি লিফট। ফলে প্রতিনিয়ত লিফট আটকে রোগীদের বিড়ম্বনায় ফেলে দিত। এবার নষ্ট হয়ে ভোগান্তির চরম শিখরে পড়লো রোগীর পাশাপাশি ও তার স্বজনরা।

লিফট নষ্ট হওয়ার কথা স্বীকার করে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম জানান, বিষয়টি রোববার জেলা সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। মিটিংয়ে উপস্থিত ঝিনাইদহ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেনকে অবহিত করে দ্রুত লিফটি মেরামতের জন্য বলা হয়েছে।

তত্ত্বাবধায়ক জানান, ঝিনাইদহ সদর হাসপাতালটি বহুতল বিশিষ্ট হওয়ায় লিফট খুবই জরুরী। প্রতিদিন রোগীসহ প্রায় ৮/৯’শ দর্শনার্থী লিফট ব্যবহার করেন। তাছাড়া তিন তলা ছাড়া লিফট ব্যাতিত উপরে যাওয়া কষ্টকর। বিষয়টি নিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে উপ বিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে হাসপাতালের ঠিকাদার সাইফুল ইসলাম টিপু জানান, লিফট কেনার জন্য গনপুর্ত বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাইখ দুইবার ইটালি যান। তিনিই দেখে শুনে এই লিফট কিনে আনেন। তাই লিফট নিয়ে প্রশ্ন উঠলে গনপূর্ত বিভাগ তার সমাধান করবেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০১৭ সালে টি.ই অ্যান্ড ইউসিসি জেভি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করে। ২০১৯ সালের ডিসেম্বরে নির্মাণকাজ সম্পন্ন করে ভবনটি হস্তান্তরের কথা ছিল। কিন্তু ঘুষ লেনদেন নিয়ে ঠিকাদারের সঙ্গে তৎকালীন নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাইখের দ্বন্দ হলে ঠিকাদারের বিল আটকে দেন। এ নিয়ে বিরোধ চরমে ওঠে। দুদক বিষয়টি তদন্তে নামে। একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী কায়সার বদলি হয়ে যান।




ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন দেড় লাখ টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ‘কোঅর্ডিনেটর- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

কোঅর্ডিনেটর- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম, ব্রডকাস্টিং বা কমিউনিকেশনস বা সমমান বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিজিপিএ ৪ স্কেলের মধ্যে ২.৫ থাকতে হবে। তবে ৫ স্কেলের মধ্যে ৩ থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ডেভেলপমেন্ট বা মিডিয়া সেক্টরে পাঁচ বছরের অভিজ্ঞতা বা ম্যানেজারিয়াল পজিশনে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ২৭ থেকে অনূর্ধ্ব-৬০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

১,.৬৩,২২৪/-টাকা। সঙ্গে টি/এ, মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, ইনস্যুরেন্স, গ্র্যাচুইটি বা উৎসব ভাতা বছরে দুই বার প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৮ জানুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস




মুজিবনগরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পৌষের শেষে এবং মাঘ মাসের শুরুতে মুজিবনগরে বেড়েছে শীতের তীব্রতা। চলছে শত্য প্রবাহ বিপর্যস্ত জনজীবন। কষ্টে দিনপার করছে খেটে খাওয়া নিম্নবিত্তরা। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করে কিছুটা উষ্ণতা প্রদানের উদ্যোগ নিয়েছে মেহেরপুর ১ আসনের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিতরণ করছেন শীত বস্ত্র।

তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে ইয়াং বাংলা ফিউচার লিডার্স, মুজিবনগর উপজেলা শাখার আয়োজনে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এর নিজস্ব উদ্যোগে মুজিবনগর আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গণে ইয়াং বাংলা ফিউচার লিডার্স মুজিবনগর উপজেলার সদস্যদের মাধ্যমে প্রায় ৪ শতাধিক দুস্থ অসহায় শীতার্থদের হাতে শীত নিবারণের শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহধর্মিনী কেন্দ্রীয় যুবমহিলা লীগের সদস্য সৈয়দা মনালিসা ইসলাম শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

এসব কম্বল উপজেলার ইয়াং বাংলা ফিউচার লিডারের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় শীতার্থদের মাঝে বিতরণ করবেন।

শীত বস্ত্র বিতরণ উপলক্ষে মুজিবনগর আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ইয়ং বাংলা ফিউচার লিডার্স মুজিবনগর উপজেলা শাখার সভাপতি হাসানুজ্জামান লালটু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সহধর্মিনী কেন্দ্রীয় যুবমহিলা লীগের সদস্য সৈয়দা মনালিসা ইসলাম। ইয়ং বাংলা ফিউচার লিডার মুজিবনগর উপজেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ।

এ সময় ইয়াং বাংলা ফিউচার লিডার্স মুজিবনগর উপজেলার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।