ফেব্রুয়ারি থেকে আয় করা যাবে ইউটিউব শর্টসে

আগামী ফেব্রুয়ারি মাস থেকে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু করতে যাচ্ছে ইউটিউব। নতুন এ উদ্যোগের আওতায় শর্টস ভিডিও নির্মাতাদের জন্য আলাদা মনিটাইজেশন প্রোগ্রাম চালু করা হবে। ফলে শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের নির্দিষ্ট অংশ পাবেন ভিডিওর নির্মাতারা। এর মাধ্যমে ইউটিউবের সাধারণ ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও তৈরি করে আলাদাভাবে আয় করা যাবে।

এক ব্লগ বার্তায় ভিডিও ইউটিউব জানিয়েছে, ফেব্রুয়ারির শুরুর দিকে শর্টস ভিডিওর জন্য মনিটাইজেশন সুবিধা চালু করা হবে। নির্মাতারা যেদিন থেকে এ সুবিধার যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপনের নির্দিষ্ট অংশ আয় করতে পারবেন। তবে এ জন্য অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে শর্টস ভিডিও নির্মাতাদের।

উল্লেখ্য, ইউটিউব শর্টসে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে বিনিময় করা যায়। আকারে ছোট হওয়ায় এসব ভিডিও ইউটিউবে খুবই জনপ্রিয়। তবে মনিটাইজেশন প্রোগ্রাম চালু না থাকায় বর্তমানে এসব ভিডিও তৈরি করে আয় করা যায় না। আর তাই এবার মূল ভিডিওর আদলে শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে নির্মাতাদের আয়ের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউটিউব।

জানা গেছে, শর্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই চ্যানেলে কমপক্ষে এক হাজার গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে। শুধু তা–ই নয়, এক বছরের মধ্যে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে। নতুন এ সুবিধা চালু হলে ইউটিউব শর্টস ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




মুজিবনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

১০ই জানুয়ারী ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের সেই অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। পাকিস্তান থেকে লন্ডন, লন্ডন থেকে দিল্লি এবং দিল্লি থেকে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন বঙ্গবন্ধুর এই যাত্রা ছিল অন্ধকার থেকে আলোর পথে যাত্রা।

সেই বিশেষ দিনটিকে স্মরণ করতে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স গেট থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে একটি র‍্যালী বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, সম্পাদক নজরুল ইসলাম। দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বল্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজীব,সম্পাদক শাহিনুর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, যুব নেতা হাসানুজ্জামান লালটু,আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।




সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, দাবি সোমির

সালমান খানের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন তার সাবেক প্রেমিকা সোমি আলি।

সাবেক এ বলিউড অভিনেত্রীর দাবি, ২০ বছর পরও তার শরীর ও মনের ক্ষত দগদগে, মানসিক ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেননি তিনি।

শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে সোমি দাবি করেন, সালমান খান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যাতে ডিসকভারি+ইন্ডিয়াতে সোমির শো ‘ফ্লাইট অর ফাইট’ সম্প্রচারিত না করা হয়।

এর পর সালমান খানের হাতে অত্যাচারিত হওয়ার অভিযোগ করেন সোমি। এখানেই শেষ নয়, সোমির দাবি সালমানকে নিজের ‘অপরাধ’ শিকার করতে হবে।

সোমি ওই ভিডিওবার্তায় বলেন, আমি চাই সালমান খান নিজের দোষ শিকার করুক। প্রকাশ্যে বলুক, আমাকে কোন পরিস্থিতিতে ফেলেছিলেন উনি। আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা পেতে চাই। আমি চাই উনি আমার শো থেকে প্রতিবন্ধকতা তুলে নিন। আমি চাই ভারতের মানুষ দেখার সুযোগ পাক আমা সংস্থা নো মোর টিয়ারস কী কাজ করে।

আমি নিজের জীবনের ১৫টা বছর এই সংস্থায় ঢেলেছি। আমার রক্ত-ঘাম মিশে আছে এই এনজিওর সঙ্গে, যা প্রায় ৪০ হাজার পুরুষ আর মহিলার জীবন বাঁচিয়েছে।

সালমান খানের সঙ্গে নাম জড়িয়েছে বহু নারীর। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল অবধি সালমান প্রেম করেছেন অভিনেত্রী সোমি আলির সঙ্গে, এমনটিই শোনা যায়।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে কালের কণ্ঠর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে জাকজমকভাবে পালিত হলো কালের কণ্ঠ’র ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

শুভ সংঘ জেলা শাখার সভাপতি প্রফেসর নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, নারী সাংবাদিক দিলরুবা খাতুন, গাংনী প্রেস ক্লাবের সভাপতি এম এ লিংকন।

সাংবাদিক মাহাবুব চান্দুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শফিউল ইসলাম সরদার বলেন, কালের কণ্ঠ পত্রিকা জন্মলগ্ন থেকে শিক্ষাসহ নানা বিষয় নিয়ে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। কালের কণ্ঠ শুধু জাতীয়ভাবে নয়, জেলা পর্যায়ের অনেক গুরত্বপূর্ণ সংবাদ প্রকাশ করছে। কালের কণ্ঠর শুভ সংঘর ছেলে মেয়েরা বিভিন্ন সময় অসহায়, দরিদ্রদের জন্য আর্তমানবতার সেবায় কাজ করছে যেগুলো সমাজ উন্নয়ন ভুমিকা রাখছে।

অন্যান্য বক্তারা বলেন, শক্তিশালী গণমাধ্যমে হিসেবে কালের কণ্ঠ পাঠকদের মনে স্থান করে নিয়েছে। সাদাকে সাদা, কালোকে কালো বলা গণমাধ্যমের সংখ্যা আমাদের সামনে হারিয়ে গেলেও কালের কণ্ঠ সে অগ্রণী ভুমিকা পালন করে চলেছে।

পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শুভ সংঘর সদস্যরা অংশ নেন।




ফুটবল থেকে বিদায় নিলেন বেল

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই তারকা বর্তমানে খেলছিলেন মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস এফসিতে। মেজর লিগের দলটির সঙ্গে চুক্তির মাঝপথে হঠাৎ করেই সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েলস জাতীয় দলের হয়ে সর্ব্বোচ্চ গোলদাতা বেল।

এর আগে, কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ওয়েলসের বিদায় নেওয়ার পর আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন বেলস। তবে এর মাঝেই হুট করে সোমবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজের অবসরের ঘোষণা জানিয়ে একটি পোস্ট দেন বেল।

ফেসবুকে করা সেই পোস্টে বেল বলেন, ‘বেশ চিন্তাভাবনা করেই আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলাম। যে খেলাকে ভালোবাসি সেই খেলা খেলে আমার স্বপ্ন পূরণ করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করি। ফুটবল আমার জীবনে সেরা কিছু মুহূর্ত এনে দিয়েছে। ১৭ মৌসুম ধরে যা হয়েছে, তা পুনরাবৃত্তি করা অসম্ভব, পরের অধ্যায়ে আমার জন্য কী আছে সেটা কোনও ব্যাপার নয়।’

ওয়েলসের হয়ে সর্বাধিক ম্যাচ এবং সবচেয়ে বেশি গোল করা বেলের ক্লাব ক্যারিয়ারও ছিলো বেশ সমৃদ্ধ। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও তিনটি লা লিগা শিরোপা।

সূত্র: ইত্তেফাক




হোটেল আটলান্টিকা কাণ্ডে আরো এক যুবক গ্রেফতার, এ নিয়ে গ্রেফতার ৭

মেহেরপুরে হোটেল আটলান্টিকা কাণ্ডে জড়িত অভিযোগে নিহাল আল মুকিত নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গত রবিবার রাতে মেহেরপুর শহরের এশিয়া নেট মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক নিহাল আল মুকিত শহরের বড় বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

এ নিয়ে হোটেল আটলান্টিকা কাণ্ডে পুলিশ ৭জনকে আটক করলো। বাকিরা হলেন; কথিত সাংবাদিক নাজনিন খান প্রিয়া, হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে মামুন, হিজুলির ছন্দা খাতুন, হোটেল কর্মচারী হাসিবুল হক জয়, সাংবাদিক মিজানুর রহমান জনি।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির ওসি সাইফুল আলমের নেতৃত্বে এসআই আশরাফ সহ সঙ্গীফোর্স নিয়ে শহরের বড় বাজার এলাকার এশিয়া নেট মোড়ে অভিযান চালিয়ে নিহালকে গ্রেফতার করা হয়। নিহালের কাছে থেকে মেহেরপুর শহরের আলোচিত আটলান্টিক হোটেল কাণ্ডে তার একাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে এবং আলোচিত হোটেল আটলান্টিকাতে অসামাজিক কার্যকলাপের মিডিয়া হিসেবে কাজ করতো এবং নিজেও এসব কর্মকাণ্ডের সুবিধা নিতো।

ডিবি পুলিশ আরো জানায়, হোটেল আটলান্টিকা মামলার আসামি হাসিবুল হক জয়ের ১৬৪ ধারার জবানবন্দি অনুযায়ী তাকে গ্রেফতার করা হয় এবং নেহালের মোবাইলে অসংখ্য মেয়েদের সাথে শারীরিক মিলনের অনৈতিক ভিডিও ছবি পাওয়া গেছে।

উল্লেখ্য, ২২ নভেম্বর মউকের একটি চাঁদাবাজী মামলার আসামী হিসেবে হোটেল আটলান্টিকায় অসামাজিক কার্যকলাপের অন্যতম হোতো নাজনিন খান প্রিয়াকে আটক করে সদর থানা পুলিশ। পরে ওই মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে ডিবি পুলিশ মামলার তদন্তকালে ৩০ নভেম্বর মেহেরপুরের ওয়াপদা সড়কে আটলান্টিকা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে মামুন এবং সদর উপজেলার হিজুলী গ্রামের এনামুল হকের মেয়ে ছন্দা খাতুনকে গ্রেফতার করে। ছন্দা খাতুনকে ১৬৪ ধারায় জবাবনবন্দীতে হোটেল আটলান্টিকার অসামাজিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। তার জবানবন্দীতে উঠে আসে ভয়ংকর সব তথ্য। হোটেল মালিক মতিয়ার ও তার ছেলে মামুন স্থানীয় কিছু সাংবাদিকের সহায়তায় হোটেলে বিভিন্ন মেয়েদের ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারণ করে সেগুলো সাংবাদিকদের মাধ্যমে চাদাবাজি করে আসছিলেন।

ছন্দা খাতুনের জবানবন্দী নিয়ে মেহেরপুর প্রতিদিনে সংবাদ প্রকাশ হলে মেহেরপুরসহ আশেপাশের কয়েকটি জেলায় সংবাদটি তোলপাড় সৃষ্টি করে। যার রেশ এখনো চলমান। সংবাদে মেহেরপুরের চার সাংবাদিক ও এক আইনজীবীর কথা উঠে আছে। প্রকাশিত ওই সংবাদের চার সাংবাদিকে একজন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মিজানুর রহমান জনিকেও ওই মামলায় শোন এ্যারেষ্ট দেখিয়েছে পুলিশ। আজ হোটেল আটলান্টিকা কাণ্ড মামলার রিমাণ্ড শুনানী হওয়ার দিন ধার্য রয়েছে।




মেহেরপুরে অনলাইনে মেশিনারীজ ব্যবসায়ী দিপুর সংবাদ সম্মেলন

একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নিজেকে নির্দোষ দাবী করে সংবাদ সম্মেলন করেছে দেলোয়ার হোসেন ওরফে দিপু নামের এক মেশিনারীজ ব্যবসায়ী।

গতকাল দুপুরে মেহেরপুর জেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি ।

তিনি বলেন, আমি অন্যের কার্ড দিয়ে সিম তুলেছি, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ফাঁসানোর জন্য এগুলো করা হয়েছে। আসল ঘটনাটা হল আপনারা সবাই জানেন যে, আমার অনলাইনের আউট সোর্সের বিজনেস আছে এবং আমার চারটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক পেজ আছে। যেগুলোর মাধ্যমে দিয়ে আমরা সারা বাংলাদেশে মেশিনারিজ প্রোডাক্ট সেল করে থাকি।

সেক্ষেত্রে বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে মেশিন অর্ডার দেয়। তারা সবাই আমাদেরকে নগদ বিকাশ অথবা রকেটের মাধ্যমে কিছু টাকা এডভান্স করে। যেমন পাঁচ হাজার, দশ হাজার, পনেরো হাজার ইত্যাদি আবার অনেকে ব্যাংকের মাধ্যমেও পাঠায়। আমরা সবাই জানি যে পার্সোনাল নগদ বিকাশ এবং রকেটে ২৫ হাজারের বেশি টাকা পাঠানো যায় না এবং মাসে দেড় লাখ টাকার বেশি লেনদেন করা যায় না। এক্ষেত্রে আমাদের প্রায় ১৫ থেকে ২০ টা নগদ বিকাশ এবং রকেটের পার্সোনাল একাউন্ট লাগে। যেগুলো দিয়ে আমরা টোটাল মাসটাকে কভার করতে পারি। যাতে লিমিটের কোন প্রবলেম না হয় কিন্তু আমাদের যে নগদ একাউন্টগুলো খোলা আছে তাতে আমাদের মাস কভার হচ্ছিল না। এর আগে আমার, মায়ের, বাবার ও স্ত্রীর আইডি কার্ড দিয়ে একাউন্ট খোলা হয়েছে।

একটা আইডি কার্ড দিয়ে একটার বেশি একাউন্ট করা যায় না। আমার ফুফাত ভাই সাইফুল ইসলামের আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলি। এবং সে অসুস্থ থাকায় ফল খাওয়ার জন্য ৫শ টাকা দিই। এটা আশে পাশের মহিলা জানতে পেরে আমার কাছে ৫শ টাকা করে দাবি করে। আমার পুরনো অভ্যাসের কারণে তাদের তিনজনকে ৫শ করে টাকা দিই। যে টাকা দেওয়ায় আমার জন্য কাল হয়েছে। এই ভুলবোঝাবুঝিতে গ্রামের বেশ কিছু মহিলা থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। এর সুষ্ঠ তদন্ত চাই।




ঝিনাইদহে শেখ কামাল যুব গেমস উদ্বোধন

ঝিনাইদহে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আন্ত: উপজেলা প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসন মনিরা বেগম।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের সচিব সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয় কারাতে, দৌড়, দাবা, সাতার, বল নিক্ষেপসহ নানা প্রতিযোগিতা। এতে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মঙ্গলবার বিকেলে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।




ঝিনাইদহে বিআরটিয়ের ১ দালালকে কারাদন্ড

ঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালি করার অপরাধে জিল্লুর রহমান নামের এক দালালের ১ মাসের কারাদন্ড ও ১’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত জিল্লুর রহমান শহরের আরাপপুর এলাকার মুনতাজ খান’র ছেলে।

আদালত সুত্রে জানা যায়, বিআরটিএ অফিসে দালালরা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে শহরের আরাপপুর এলাকার জিল্লুর রহমান নামের এক দালালকে আটক করা হয়। টাকা নিয়ে কাজ করে দেওয়ার দোষ স্বীকার করায় জিল্লুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ডের আদেশ দেয় বিচারক।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালতের বিচারক এস এম নুরুন্নবী।




কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার ও র‌্যাবের বিশেষ অভিযানে ভেজাল পণ্য তৈরির কারখানার খোঁজ মিলেছে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে র‌্যাব-১২ কুষ্টিয়ার কম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ দল কুষ্টিয়া কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় তদারকিমূলক অভিযান চালায়।

র‌্যাব জানায়, ওই কারখানা থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল কসমেটিকস, অলিভ ওয়েল এবং সুগন্ধি তেলসহ আরো অনেক পণ্য জব্দ করা হয়।

জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, কুষ্টিয়া কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়। এসময় ‘অথই কসমেটিকস’ নামে একটি্ প্রতিষ্ঠানে তারা দীর্ঘদিন ধরে ভেজাল পণ্য উৎপাদন ও দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে আসছিল।

এসময় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল কসমেটিকস, অলিভ ওয়েল এবং সুগন্ধি তেল উৎপাদন ও বিক্রয় করার অপরাধে অথই কসমেটিকস এর সত্ত্বাধিকারী মোঃ রুহিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি লক্ষাধিক টাকার ভেজাল কসমেটিকস এবং কসমেটিকস তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন ও র‍্য্যাব-১২’র সদস্যরা উপস্থিত ছিলেন।