জাপার চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা জাতীয় পার্টির আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, সাধারণ সম্পাদক এমদাদুল হক বাচ্চু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কবির, জাপা নেত্রী মনিকা আলম, জাপা নেতা আজিজুর রহমান অটোসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।




বলিউডে অভিষেক হচ্ছে সালমানের ভাগ্নির

বলিউডের অনেক তারকা পরিবারের সন্তানই ইতোমধ্যে পা রেখেছেন বলিউডে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী। সালমানের বড় বোন আলভিরা এবং বলিউড অভিনেতা অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন তিনি।

এক ফ্রেমে এপার-ওপারের তিন তারকাএক ফ্রেমে এপার-ওপারের তিন তারকা ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে। ছবির কাজ শুরু হলেও নাম এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই নতুন ছবি।

পরিচালক সৌমেন্দ্র পাধি কাল্ট ওয়েব সিরিজ ‘জামতারা’ সিজন ১ এবং ১-এর জন্য পরিচিত। ‘বুধিয়া সিং’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সৌমেন্দ্র।

আলিজেহের বাবা অতুল অগ্নিহোত্রীও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেন। নানা পাটেকরের সঙ্গে ‘ক্রান্তিবীর’ ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ইত্যাদি ছবির প্রযোজনা করেছেন অতুল।

অন্যদিকে সালমানের বোন আলভিরা পেশায় একজন সিনেমা প্রযোজক এবং ফ্যাশন ডিজাইনার।

সূত্র: হিন্দুস্থান টাইম।




মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ যুবক আটক

৫ গ্রাম হেরোইনসহ মহিবুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) একটি টিম। আটক মহিবুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২৩ নভেম্বর) বিকালের দিকে ডিবি পুলিশের একটি টিম সদর থানার সীশান্তবর্তি হরিরামপুর গ্রামের স্কুল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জুম্মান ,এস আই মহসিন, এএসআই হেলাল, এএসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

হেরোইন উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।




দামুড়হুদায় পাওয়ার ট্রিলারের চাকায় হাওয়া বিস্ফোরণে কিশোর কর্মচারী নিহত

দামুড়হুদায় পাওয়ার ট্রিলারের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় রহিম (১১ ) নামের এক কিশোর কর্মচারী নিহত হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রঘুনাথপুর ব্রিজ সংলগ্ন মন্ত্রী ইন্জিনিয়ারিং ওয়ার্কার্স এন্ড ওয়েলিং হাউজ প্রতিষ্ঠানে এ দূর্ঘটনাট ঘটে।

নিহত কিশোর একই ইউনিয়নের পুরাতন বাস্তুপুর গ্রামের ফকরের ছেলে।সে ৮ দিন পূর্বে উল্লেখিত দোকানের শ্রমিক হিসেবে কাজ শুরু করছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পাওয়ার ট্রিলারের চাকা পামছার হওয়ার কারণে।গাড়ির চালক চাকাটি সারানোর জন্য খুলে নিয়ে আসেন মন্ত্রী ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ সিরাজুলের দোকানে। দোকানে থাকা ১১ বছর বয়সের কর্মচারী কিশোর রহিম ঐ চাকাটি সারান।এরপর গ্যাস সিলিন্ডারে পাওয়ার ট্রিলারের চাকায় হাওয়া ঢুকান সে। চাকায় হাওয়া ঢুকানোর এক পর্যায়ে অতিরিক্ত হাওয়ায় ফলে চাকাটি বিস্ফরোণ হয়।এসময় চাকার ভিতরে থাকা লোহার বস্তুু’র একটা অংশ ছিটকে দোকানের উপরে থাকা টিন ভেদ করে সড়কের উপরে পড়েন। অপর একটি লোহার অংশে কিশোর রহিমের মাথায় স্ব জোরে আঘাত লাগলে তার মাথা দ্বি খন্ডিত হয়।এতে ঐ কর্মচারী মারাত্মক জখম হলে তার মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা দ্রুত তাকে রক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন।হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সচেতন মহল বলছেন,একেবারে অল্প বয়সের একটা কিশোরকে দিয়ে এ ধরনের কাজ করানোটা উচিত হয়নি।জেনেছি নিহত কিশোর এ দোকনে ৭-৮ দিন কাজ শুরু করেছেন।এ কাজের তো তার কিছুই বোঝার কথা নয়।তাছাড়া আইনে আছেন এ বয়সের শিশু – কিশোরদের দিয়ে কাজ করানো অবৈধ। এরপর পারিবারিক অচ্ছলতার কারণে যদি কেউ করেই থাকেন তবে দেকান মালিককে অবশ্যই শিখিয়ে পড়িয়ে নেওয়া উচিত ছিল । সামান্য একটা ভুলের কারণে অল্প বয়সের একটা জীবন হারিয়ে গেল। অতচ এখন তার থাকার কথা স্কুলে।

ইউপি সদস্য আব্দুল হান্নান জানান,ঘটনাটি খুবই দুঃখ জনক।পারিবারিক ভাবে জেনেছি এ ঘটানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করবেে না। ময়নাতদন্ত ছাড়াই যাতে তাদের সন্তনের মরদেহ দাফন করতে পারেে তার জন্য আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত, চিকিৎসক সৌরভ হোসেন জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে আছে।

এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয় নিহতের পরিবার থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।




বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে অংশ নিতে খুলনায় মেহেরপুরের জেলা পুরুষ ও নারী দল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল খেলায় অংশগ্রহণের জন্য মেহেরপুর জেলা পুরুষ ও নারী দল খুলনার উদ্দেশ্যে আজ বুধবার (২৩ নভেম্বর) সকালের রওনা দিয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান অংশগ্রহণকারীদের শুভ কামনা জানিয়ে বিদায় জানান। এসময় মেহেরপুর ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ খেলায় অংশগ্রহণের জন্য ২২ সদস্যের মেহেরপুর জেলা পুরুষ দল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপে অংশগ্রহণের জন্য ২১ সদস্যের মেহেরপুর জেলা মেয়ে দল নির্বাচিত করা হয়েছে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে জেলা মেয়ে দলের সদস্যরা হলেন বন্যা, শ্রাবনী, সুমাইয়া, আদুরী, শনিতা, জুঁই, জুথি, কবিতা, রিয়া রোমানা, রিংকি, শাপলা, সিমি, রিংকি, সুমাইয়া, হালিমা, রিমা, তামান্না, নুপুর, সোনিয়া, মোহনা এবং মুসলিমা।

ছেলে দলের সদরা হলেন লিখন, ইমরান, জিহাদ, আশিক, বায়েজিদ, সাকলাইন, সায়েম আহমেদ, ওবায়দুল ইসলাম, সাদউল্লাহ, আরাফাত, অনিক, হুসাইন, সৌরভ, রিমন রেজা, বারিউল, শামীম রেজা, সোহান মিয়া, গাফফারুল, আবু সায়ীদ, সাব্বির এবং লালচাঁদ।

জাতীয় ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে খুলনায স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।




গাংনীতে মেয়ে ভাগানোর দোষ দিয়ে যুবককে পিটিয়ে জখম

প্রেমে সহযোগীতা দিয়ে মেয়েকে ভাগিয়ে দিয়েছে এই অভিযোগে রতন আলী (৩৫) নামের এক যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দিয়েছে।

আহত রতন গাংনী উপজেলার কসবা গ্রামের ডুবাপাড়া এলাকার মনোয়ার হোসেনের বড় ছেলে। হামলাকারি একই গ্রামের জারু’র ছেলে ফজল হোসেন।

স্থানীয়রা আহত রতনকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।

মঙ্গলবার বিকালের দিকে প্রকাশ্যে দিবালোকে কসবা বাজারে উপর এই হামলার ঘটনা ঘটে। রতনের দুই হাত ভেঙ্গে চুরমান হয়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত রতন বলেন, আমাকে মোবাইল ফোনে ডাক দিলে আমি বাজারে আসি। বাজারে আসার সাখে সাখে আমাকে মোটরসাইকেলের উপর থেকেই দু হাতে আঘাত করতে থাকে। আমার চিৎকারে মানুষ জন ছুটে এলে সে পালিয়ে যায়।

আহতের পরিবারের লোকজন জানান, হামলাকারী ফজলুর পরিবারের একটি মেয়ে ছেলের সাথে পালিয়ে গেছে। সে ঘটনায় রতনকে তার সহযোগী হিসেবে দোষ দিয়ে তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে।




গাংনীতে প্রতারক চক্রের নতুন প্রতারণার ফাঁদ

গ্রামের অসহায় প্রতিবন্ধীদের নামে বিদেশী সংস্থা থেকে মোটা অংকের অনুদান দেওয়ার প্রলোভন দিয়ে গাংনী বিভিন্ন এলাকায় প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

গত ২১ নভেম্বর গাংনী ‍উপজেলার বামন্দী ইউনিয়নের মুন্দা গ্রামের হাজের মন্ডলের ছেলে দিনমজুর আব্দুল হান্নানের কাছে গিয়ে ২৪ হাজার টাকা পাইয়ে দেওয়ার নাম করে একটি কাগজ দিয়ে ৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে।

প্রতারক চক্রের দেওয়া কাগজে লেখা আছে, বিদেশী সংস্থা সৌদি আরব সিসিডিবি অনুদানের তালিকা।গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নং ২০৮৬৫১। বাংলাদেশ প্রতিবন্ধী অসহায় ব্যক্তির তালিকা, এক গ্রাম থেকে ও ওয়ার্ড থেকে ৬ ব্যক্তি পাবেন। বাংলাদেশের যে কোনো জেলা সমাজসেবা অফিস থেকে টাকা উঠানো যাবে। সার্বিক সহযোগীতায় জেস ফাউন্ডেশন, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ তালিকা হবে।

প্রতারিত মোঃ হান্নান বলেন প্রতারক চক্র আমার বাড়িতে এসেছিল। সে বলেছে, আপনি একবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রতিবন্ধী হয়ে গেছিলেন। তাই আপনার নামে ইউনিয়ন পরিষদে ২৪ হাজার টাকা বরাদ্দ এসেছে। আমাদের এখন ছয় হাজার টাকা নগদ দিলে এই কাগজটি দেবো। আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে কাগজটি দিলে আপনী চব্বিশ হাজার টাকা নগদ পাবেন। কাগজে আমার নাম ঠিকানা দেখেই তড়ি ঘড়ি করে ৬ হাজার টাকা তাদের দিয়ে দিই।আমাকে ২/৩ দিন পর ইউনিয়ন পরিষদে গিয়ে টাকা তুলার কথা বলেছিল ওই চক্রটি। আজ বুধবার সকালের দিকে ইউনিয়ন পরিষদে এসে শুনছি ওটা প্রতারক চক্রের প্রতারণা।




ইয়ারুল হোটেলের মালিক ইয়ারুল সহযোগীসহ জেলে

রোগাক্রান্ত গাভীর মাংস বিক্রি করার অপরাধে মেহেরপুর কলেজ মোড়ের ইয়ারুল হোটেলের মালিক ইয়ারুল ইসলামসহ তার সহযোগী মজিবর রহমানকে জেলে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে মেহেরপুরের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ তাদের জেলে পাঠানোর আদেশ দেন।
জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ স্টেডিয়াম পাড়া সংলগ্ন পারভেজ কসাইয়ের বাড়িতে রোগাক্রান্ত গাভীর মাংস বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান টিমটি জানতে পারেন ওই মাংস ইয়ারুল হোটেলে বিক্রি করা হয়েছে। পরে ইয়ারুল হোটেল অভিযান পরিচালনা করে সেখান থেকে ৩২ কেজি মাংস জব্দ করা হয়। এসময় আসামী ইয়ারুল ইসলাম ও তার সহযোগী মজিবর কে আটক করে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে জেলে পাঠানো নির্দেশ দেন। এবং প্রধান আসামি পারভেজ কসাই পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তি দিন ধার্য করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা আরো জানান, আসামীরা দীর্ঘদিন ধরে যোগসাজশ করে এধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে জব্দকৃত মাংস ধবংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক তারিকুল ইসলাম ও মনিরুল ইসলামসহ সদর থানা পুলিশের একটি টিম।
উল্লেখ্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্মমানের খাবার বিক্রি নিয়ে ইয়ারুল হোটেলের বিরুদ্ধে মেহেরপুর প্রতিদিনে সংবাদ প্রকাশ হলে আদালত তার বিরুদ্ধে স্বপ্রনোদিত মামলা দায়ের করেন। তারপরও তাকে সতর্ক হওয়ার নির্দেশ দেন আদালত। তবুও সে নিম্মমানের খাবার বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে আসছেন।




মিরপুরে আনসার-ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকালে উপজেলা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন।

এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ফাতৌসী বেগম, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জামাল উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রেজওয়ান আহমেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমারখালি উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক হামিদা পারভীন।

অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দ কেক কাটেন এবং পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে কাজের স্বীকৃতি স্বরূপ ১১ জন আনসার-ভিডিপি সদস্যকে পুরষ্কৃত করা হয়।




মেহেরপুর ট্রাফিক পুলিশ বিভাগের অভিযান, ৪ টি মামলা

মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৪ টি মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মোটরজান আইনে মামলা দিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করেছে মেহেরপুর ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ট্রাফিক সার্জেন্ট আলামিন হোসেন এর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলা দিয়ে ৪ টি মোটরসাইকেল জব্দ করেন। এসময় তিনি প্রায় ২০ টি মোটরসাইকেলের কাগজপত্র ও মালিকের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন।

মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আলামিন হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং সহ প্রয়োজনীয় কাগজপত্র চেক অব্যাহত থাকবে।