দামুড়হুদা দলিল লেখক মিয়াজানের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

দামুড়হুদা সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক মিয়াজান আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা সাব রেজিস্ট্রী অফিস চত্তরে দলিল লেখক সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সহসভাপতি হারুন অন রশিদ, বরকত আলী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মোমিনুল ইসলাম মনির, নুর আলম লাভলু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, অর্থ সম্পাদক শমশের আলী, দফতর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তাহাজুল হক, নির্বাহী সদস্য ইউসুফ আলী খান ইছা মেম্বার, উসমান আলী, আবু সাইদ, বুলু মেম্বার, বখতিয়ার হোসেন বকুল, জুলফিকার আলম, মুনছুর আলী, আলম ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, নিহত দলিল লেখক মিয়া জানের ছেলে আরিফুল ইসলামসহ সকল দলিল লেখকবৃন্দ।

দোয়া পরিচালনা করেন পুরাতন বাস্তুপুর জামে মসজিদের ইমাম মুফতি ইসমাইল হোসেন। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে আকর্স্মিক ঘুমের মধ্যে স্ট্রোক করে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।




মুজিবনগরে সবুজায়ন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ঐতিহাসিক মুজিবনগর কে সারা বাংলাদেশ এবং বিশ্বের দরবারে তুলে ধরতে শুরু হয়েছে”সবুজ মুজিবনগর পরিচ্ছন্ন মুজিবনগর” কর্মসূচি।

স্বাধীনতার সূতিকাগার বাংলাদেশের প্রথম রাজধানী বাংলাদেশ প্রথম সরকারের শপথ ভূমি ঐতিহাসিক মুজিবনগর একটি বৃহৎ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।যেখানে সারা বছরই দেশ-বিদেশের অনেক পর্যটক মুক্তিযুদ্ধকে জানতে মুক্তিযুদ্ধের ইতিহাস কে জানতে এই ঐতিহাসিক মুজিবনগরে আসেন। ঐতিহাসিক স্থানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সবুজ বাতায়নে গড়ে তোলার জন্য মুজিবনগর উপজেলা প্রশাসন গ্রীন মুজিবনগর ক্লিন মুজিবনগর এই প্রতিপাদ্যে মুজিবনগরে পিকনিক কর্নার সহ সমস্ত মুজিবনগরকে একটি সুন্দর পরিছন্ন মুজিবনগর হিসাবে গড়ে তুলতে সবুজায়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা,টুরিষ্ট পুলিশ ওসি হাবিবুর রহমান, বাগোয়ান ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক,মুজিবনগর অনন্যা পার্কের পরিচালক হাসানুজ্জামান লাল্টু।

এ সময় মুজিবনগরে আসা সকল পর্যটকদের ব্যাবহারকৃত আবর্জনা ডাস্টবিনে ফেলে স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপজেলা প্রশাসনের অর্থায়নে ডাস্টবিন হিসাবে ২০ টি প্লাস্টিকের ড্রাম স্থাপন করা হয়। যাতে পরিচ্ছন্নতা কর্মীর প্রতিদিনের আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে ফেলে তা ধ্বংস করতে পারে।




যৌন নির্যাতনের অভিযোগে ‘সিআইডি’র অভিনেতা গ্রেফতার

লিভ ইন পার্টনারকে ঘরে বন্দি রেখে মারধর ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালিউড অভিনেতা অতীশ ভট্টাচার্য। তার বিরুদ্ধে ভারতের হরিদেবপুর থানায় অভিযোগ করেন তার লিভ ইন পার্টনার।

মঙ্গলবার রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতীশকে।  বাংলা সিরিয়াল ‘সিআইডি’র বাংলা সংস্করণের পরিচিত মুখ অতীশ। তার সঙ্গীও উঠতি মডেল।

পুলিশসূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি নেতাজিনগরের বাড়িতে জোর করে সঙ্গীকে আটকে রেখেছিল অতীশ। শুধু তাই নয়, অতীশের বিরুদ্ধে মারধর-যৌন নির্যাতনের অভিযোগও এনেছে মডেল। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই বাড়ি থেকে গ্রেফতার করা হয় অতীশকে।

দীর্ঘ ছয় মাস ধরে অতীশের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই মডেল। তিনি জানান, ভালোবেসেই অতীশের সঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন তিনি। তবে নির্যাতিতার অভিযোগ এ দীর্ঘ ছয় মাসে নানাভাবে অতীশ তার ওপর অত্যাচার চালিয়েছেন। চড় থেকে শুরু করে লাথি, ঘুষি— এমনকি অতীশ তাকে কামড়ে দিতেন।

পুলিশের কাছে অভিযোগ করলে ফল ভালো হবে না, এমন হুমকিও দিতেন ওই অভিনেতা। অনেকবার জোর করে সঙ্গীকে ঘরবন্দি করে রাখতেন— এমন অভিযোগও করেছেন ওই মডেল।

অতীশের অত্যাচারে প্রাথমিকভাবে অসুস্থ ওই মডেলকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, নির্যাতিত মডেলেন শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। মুখের একাধিক জায়গায় কালশিটে দাগ রয়েছে, শরীরে বহু দাঁতের গভীর ক্ষত রয়েছে। সঙ্গীকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অতীশকে। আজ বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হবে।

বাংলা সিআইডি সিরিয়ালে সিআইডি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অতীশ। এ ছাড়া হিন্দিতে কালার্স চ্যানেলের ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘জানে ক্যায়া হোগা রামা রে’র মতো সিরিয়ালে কাজ করেছেন অতীশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস




গাংনী মহিলা ডিগ্রি কলেজে পিঠা উৎসব

শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। প্রতি শীতেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব। গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব।

আজ বুধবার দিন ব্যাপী অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকেরা ২৩টি স্টল সাজিয়েছিলেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী শত রকমের বাহারী ও মুখরোচক পিঠা। ভোজন রসিকরাও এসে পিঠা খেয়ে নানা প্রশংসা করছেন। আর আয়োজকরা বলছেন প্রতি বছরই এমন আয়োজন থাকবে নতুন প্রজন্মের কাছে পিঠা পুলির পরিচিতির জন্য।

গাংনী মহিলা ডিগ্রি কলেজ চত্ত্বরে শুরু হওয়া এ পিঠা উৎসবে ছিল বেশ ভিন্নতা। গ্রামীণ লোকজ ঐতিহ্য নাম ছিল স্টল গুলোর। শিক্ষার্থীরা নিজ হাতে তৈরী করা এসব পিঠা সাজিয়েছেন তাদের স্টলে। শোভা পাচ্ছে- পিয়াসা, পাটি সাপটা, আন্দসা, চিতই, ভাপা, পুলি, সরু, মালাই রোল, চিটা রুটিসহ ১১১ ধরণের পিঠা সাজানো রয়েছে ২৩টি স্টলে। ভোজন রসিকরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন আর স্বাদ নিচ্ছেন। সেই সাথে অনেকে এসেছেন তাদের সন্তানদেরকে পিঠা পুলির স্বাদের পাশাপাশি পিঠার সাথে পরিচয় ঘটাতে।

একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকাইয়া খাতুন ও সুমাইয়া খাতুন জানান, পিঠা উৎসব পিঠা পুলির সাথে মানুষের পরিচয় করিয়ে দেয়ার মাধ্যম। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মরা যেমন হরেক রকম পিঠার সাথে পরিচিত হতে পারছে তেমনি স্বাদ নিতেও ভুলছেন না। এমনি আয়োজন সব শিক্ষা প্রতিষ্ঠানের করা উচিৎ। একই কথা জানিয়েছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিনথীয়া ও শাহানাজ ইসলাম।

পিঠা উৎসব উপভোগ করতে আসা স্কুল শিক্ষিকা জাকিয়া সুলতানা জানান, বিদেশী অনেক খাবার আমাদের দেশে জায়গা করে নিয়েছে। যার ফলে মায়েদের হাতের অনেক পিঠা বিলুপ্তির দ্বারপ্রান্তে। প্রতিবছর পিঠা উসবের আয়োজন করা হলে নতুন প্রজন্ম দেশি পিঠায় পরিচিত হতে পারবে।

কলেজ শিক্ষিকা নিলুফার চৌধুরী জানান, গ্রামাঞ্চলে বিশেষ করে শীতকালে নানা ধরণের পিঠাপুলি তৈরী হয় প্রতিটি বাড়িতে। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। পিঠা উৎসবের আয়োজন এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ।

পিঠা উৎসবে আসা অতিথি গাংনী থানার অফিসার ইনচার্জ অব্দুর রাজ্জাক জানান, অনেক পিঠার সাথেই আমাদের পরিচয় হারিয়ে যাচ্ছে। অনেক পিঠার নাম জানা থাকলেও স্বাদ মনে নেই। আজকের এই পিঠা উৎসবে অনেক পিঠা খেয়ে ছোট বেলার অনেক স্মৃতিই মন করিয়ে দেয়। এভাবে শীতভর পিঠা উৎসব হোক গ্রামবাংলার প্রতিটি ঘরে ঘরে।

গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক বাংলা বিভাগ রমজান আলী জানান, ছোট বেলায় মায়েরদের হাতের পিঠা পুলির স্বাদে সময় কাটতো। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত পিঠাপুলি তৈরী করা হতো। জামাই আদর ও আত্নীয়তাও করা হতো মুখরোচক ও বাহারী পিঠা দিয়ে। এমন পিঠা উৎসব প্রতিবছরই করা হবে।

কলেজের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম জানান, শীতের শেষের দিকে হলেও আমরা গ্রামবাংলার ঐতিহ্যবাহি পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে বিলুপ্তি হওয়া সহ নতুন নতুন পিঠা নিয়ে স্টল সাজানো হয়েছে। নতুন প্রজন্মের ছেলে মেয়েসহ বিভিন্ন বয়সের মানুষ পিঠা খেতে এসেছেন। আমাদের এই উৎসবে যারা এসেছেন তাদের দাবীর পেক্ষিতে প্রতিবছরই এমন বর্ণাঢ্য আয়োজন হবে। এছাড়াও উৎসবে পিঠা নিয়ে অংশ গ্রহনকারিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।




ঢাকায় নিয়োগ দেবে এসিআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে বিবিএ/ এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিএ সিসি বা সিএ সম্পন্ন বা আংশিক কোর্স সম্পন্ন হলেও অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। ২৬ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস




ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে দক্ষিণ আফ্রিকা

প্রথমবার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা। এবার ইংলিশদের হোয়াইটওয়াশের সুযোগ প্রোটিয়াদের সামনে। প্রথমবারের মত ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ এড়াতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় কিম্বার্লিতে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি মহাগুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার কাছে। ইতোমধ্যে সাতটি দল বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। বাকি আছে মাত্র একটি জায়গা।

অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিতের জন্য সমীকরণের মারপ্যাচে না পড়তে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সব ম্যাচ তো জিততেই হবে, সেই সঙ্গে নিজেদের পরের সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচের সবগুলোতে জিততে হবে প্রোটিয়াদের।

অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার দৌঁড়ে দক্ষিণ আফ্রিকার প্রতিন্দ্বন্দ্বী শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদেরও এখনও তিনটি ম্যাচ বাকি, ওয়েস্ট ইন্ডিজের কোন খেলা নেই।

এখন পর্যন্ত বিশ্বকাপ সুপার লিগে ১৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে শ্রীলঙ্কা।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই দারুণ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে ২৭ রানে ও দ্বিতীয়টিতে ৫ উইকেটে জয় পায় প্রোটিয়ারা। ব্লুমফন্টেইনে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৪২ রানের বড় সংগ্রহ পায় সফরকারী ইংল্যান্ড। জবাবে ৩৪৩ রানের বিশাল টার্গেট ৫ বল বাকি থাকতেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের সিরিজ জয় নিশ্চিতের ম্যাচে বড় ভূমিকা রাখেনঅধিনায়ক টেম্বা বাভুমা। ১০২ বল খেলে ১৪ চার ও ১ ছক্কায় ১০৯ রান করেন বাভুমা। পরের দিকে এইডেন মার্করাম ৪৯, ডেভিড মিলার অপরাজিত ৫৮ ও মার্কো জানসেন অনবদ্য ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও জয় পেতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক বাভুমা বলেন, ‘আমাদের সামনে বিশ্বকাপ সুপার লিগের সমীকরণ। ইংলিশদের শেষ ম্যাচে হারাতে পারলে, সমীকরণ পূরনের পথে বেশ ভালোভাবে টিকে থাকবো আমরা। এজন্য জয় ছাড়া অন্য কিছুই ভাবার অবকাশ নেই।’

এদিকে, হোয়াইটওয়াশ এড়াতে জয়ের বিকল্প নেই ইতোমধ্যেই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করা ইংল্যান্ডের। জয় দিয়ে সিরিজ শেষ করার ইচ্ছার কথা জানালেন মিডল-অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক, ‘বাজে পারফরম্যান্স না হলেও সিরিজের দুই ম্যাচই হেরেছি আমরা। সিরিজ হার অবশ্যই হতাশাজনক। শেষটা ভালোভাবে করতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’

ওয়ানডেতে এখন পর্যন্ত ৬৮বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ২৯টিতে, দক্ষিণ আফ্রিকার জয় ৩৩টিতে। ১টি ম্যাচ টাই ও ৫টি পরিত্যক্ত হয়।

সূ্ত্র: ইত্তেফাক




সাবেক এমপি মকবুলের ভাগ্নে সবুজের বিরুদ্ধে মামলা

মেহেরপুর-২ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের ভাগ্নে সবুজের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছে মেহেরপুর প্রতিদিন।

মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন ও প্রকাশক এম এ এস ইমন বাদী হয়ে মেহেরপুরের সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন। যার মামলা নম্বর, মানি স্যুট-০১/২০২৩। গত ৩০ জানুয়ারি সেমাবার শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক মো: বেলাল হোসেন আসামী সবুজ হোসেনের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ০৬ এপ্রিল মামলার পরবর্তি দিন ধার্য করা হয়েছে।

মেহেরপুর প্রতিদিনের আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারে জানা গেছে, মেহেরপুরের গাংনী পৌরসভার ০৮ নং ওয়ার্ড বাগানপাড়ার বাসিন্দা সবুজ হোসেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ভাগ্নে। তিনি বাদীগণের বিরুদ্ধে ২০২০ সালের ১৩ মে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারে তিনি মেহেরপুর-২ আসনের সাবেক এমপি মোঃ মকবুল হোসেনের ভাগ্নে বলে পরিচয় দেন। তিনি এজাহারে দাবি করেন বাদীগণ তাহাদের মেহেরপুর প্রতিদিন প্রিন্ট ও একই নামে প্রচারিত অনলাইন পত্রিকা www.meherpurpratidin.com এ ২০২০ সালের ১ মে তারিখে “গাংনীর সাবেক এমপি মকবুলের কান্ড, ২৬ বছর দখলে রেখেছেন পরের বাড়ি” মর্মে একটি মিথ্যা, ভিত্তিহীণ ও মানহানিকর সংবাদ প্রচার ও প্রকাশ করেন। এবং যাহার ফলে এলাকায় শান্তি- শৃঙ্খলার অবনতি হওয়ার উপক্রম হয়েছে মর্মে অভিযোগ করেন।

উল্লেখিত এজাহারের প্রেক্ষিতে গাংনী থানার তৎকালীন অফিসার ইনচার্জ গাংনী থানার মামলা নং ১২, তারিখ- ১৩/০৫/২০১০ ইং ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২), ২৯ (১), ৩১ (২) ও ৩৫(২) মতে নিয়মিত মামলা রুজু করেন। যাহা বিজ্ঞ আমলী আদালতে জি.আর- ১৮/২০২০ (গাংনী) মূলে নিবন্ধিত হয়। পরবর্তীতে মামলাটি বিভাগীয় স্পেশাল সাইবার ট্রাইব্যুনাল, খুলনা’তে সাইবার ট্রাইব্যুনাল মামলা নং- ১৮০/২০২১ (খুলনা) মূলে নিবন্ধিত হইয়া বিচারাধীন থাকাবস্থায় মেহেরপুর প্রতিদিনের সম্পাদক, প্রকাশকসহ ওই মামলার আসামীরা বিজ্ঞ আদালতে বিগত ইং ২৩/০২/২০২২ তারিখে ফৌজদারী কার্যবিধি ২৬৫ (প) ধারামতে বস্তুনিষ্ঠ ও যৌক্তিকভাবে অব্যাহতি (Discharge) এর আবেদন করেন। বিভাগীয় স্পেশাল সাইবার ট্রাইব্যুনাল খুলনার বিজ্ঞ বিচারক তার প্রেক্ষিতে বিগত ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখে মামলার আসামীগণ (বর্তমান বাদীগণ) কে মামলার দায় হইতে অব্যহতি প্রদান করেন।

মেহেরপুর প্রতিদিনের মামলার এজাহারে আরো জানা গেছে, প্রকৃতপক্ষে, আসামী সবুজ হোসেনের মামা সাবেক এমপি মকবুল হোসেন, জিনারুল হক এর বাড়ীর ভাড়াটিয়া। দীর্ঘ ২৬ বছর যাবৎ মোঃ মকবুল হোসেন নামমাত্র ভাড়ায় থাকাবস্থায় বাড়িওয়ালা বাড়ি সংস্কারের নিমিত্ত্বে জনাব মোঃ মকবুল হোসেন সাহেকে বাড়ি ছাড়িয়া দিতে অনুরোধ করিলেও তিনি তাহার ক্ষমতার প্রভাবে উক্ত বাড়ির দখল ছাড়িতে অস্বীকার করেন। বাড়িওয়ালা জনাব মোঃ জিনারুল হক বর্তমান বিবাদীর মামাকে অনুরোধ উপরোধ করিয়াও ব্যর্থ হইয়া বিভিন্ন স্থানে ও দপ্তরে ধর্না দিয়াও ফলাফল না পাইয়া ১নং বাদীর দপ্তরে আসিয়া বহুল প্রচলিত ও সনামধন্য “দৈনিক মেহেরপুর প্রতিদিন” পত্রিকায় খবর প্রকাশের অনুরোধ করিলে এই ১ নং বাদী তাহার প্রতিনিধির মাধ্যমে যথাযথ তদন্ত সাপেক্ষে বিভিন্ন অডিও ও ভিডিও রেকর্ডীং সহ ঘটনার সত্যতা পরিলক্ষিত করিয়া সমাজের দর্পন হিসাবে উল্লেখিত সংবাদ প্রকাশ করেন।

সাবেক এমপি মোঃ মকবুল হোসেন মেহেরপুর প্রতিদিনে নিউজ হওয়ারে দেড়মাস পরে ভাড়া বাড়িটি ছাড়িয়া দেন। উক্ত নিউজের সত্যতা প্রমাণিত হওয়ার কারণেই তিনি বাড়ি ছাড়িয়া দিতে বাধ্য হয়েন। কিন্তু বিবাদী সম্পূর্ণ মিথ্যা উক্তি মূলে তাহার রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করিবার মানসে এই বাদীগণের বিরুদ্ধে মামলা দায়ের করিয়া আর্থিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করিয়াছে এবং বাদীগণের মর্যাদার হানী ঘটাইয়াছে। যাহার ক্ষতির পরিমাণ ৫ লক্ষ টাকা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১১ মে মেহেরপুর প্রতিদিনে “গাংনীর সাবেক এমপি মকবুলের কান্ড, ২৬ বছর দখলে রেখেছেন পরের বাড়ি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয় একযোগে প্রিন্ট ও অনলাইন ভার্সনে। যে সংবাদটি অনলাইন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঠক পড়েছেন।




প্রবীণ সাংবাদিক আজাদ মালিতার জন্মদিন আজ

আজ ১ ফেব্রুয়ারী বুধবার ২০২৩ইং। চুয়াডাঙ্গার প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিক ‘আজাদ মালিতা’র ৭৪-তম জন্মদিন। ৭৩ বছর আগে ১৯৫০ সালের এই দিনে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার আব্দুল রহিম মল্লিক-এর (দাদীর নানা) বাড়ী জন্মগ্রহণ করেন।

দৈনিক পশ্চিমাঞ্চল সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা প্রকৃতার্থে দামুড়হুদা উপজেলার গোপলপুর গ্রামের সম্ভ্রান্ত মালিতা পরিবারের জেহের আলী মালিতা-হাজেরা খাতুনের দৌহিত্র ও হাবিবুল জান্নাত মালিতা (মঙ্গল মিঞা)-জাহানারা খাতুনের দ্বিতীয় পুত্র।

আমরা আমাদের শ্রদ্ধেয় পিতা আজাদ মালিতার শারীরিক সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় পাঠক, গুণগ্রাহী, শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজন ও চুয়াডাঙ্গাবাসীসহ দেশ-বিদেশের সকলের নিকট দো’আ প্রার্থনা করেছেন পুত্র রুবাইত-বিন-আজাদ (সুস্থির) ও কন্যা আফসানা আইরিন।




মুখোশের আড়ালে – দিলারা জাহান

মুখোশের আড়ালে থাকে
কতনা ঢাকা মুখ,
ওদের জন্য ভালো মানুষ গুলো
পায়না কোন সুখ।
মুখ ঢাকা লোকে দেখি
ভরা বাংলাদেশ,
শহর বন্দর গ্রামে গঞ্জে
আছে ওরা বেশ।

বোঝা যায় না চলা ফেরা
যায় না বুঝা গতি,
কেউ জানে না কখন ওরা
করে কার ক্ষতি।

পরের ভালো দেখতে পারেনা
ওরা একদম,
ভালো লোকের মন্দ করে
ওরা হরদম।

সমাজের যারা ভালো করে
তারা শত্রু ওদের,
ভালো লোকের চেয়ে না কি
ওরা ভালো ঢের।

কার পিছে কখন লাগে
তারা ও নাহি বুঝে,
কাকে কখন হেনস্থা করবে
সেই ফঁন্দি খুঁজে।

মুখোশ ধারী মানুষ গুলো
নষ্ট করে সম্মান,
সমাজে যে সেখানে থাকেন
ওদের থেকে সাবধান।

চরিত্র বলে ওদের ভাই
নাই কোন কিছু,
তবু ওরা নিবেই নিবে
চরিত্র বানের পিছু।

মুখোশধারীদের এসো
করি সকলে বয়কট,
তাহলেই কমে যাবে
এই সমাজের ফ্রট।




আলমডাঙ্গায় ২ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর

আলমডাঙ্গার নতিডাঙ্গায় বিথী খাতুন (১৪) নামে এক মাদরাসা ছাত্রী নিখোঁজের পর ২ মাস হলেও এখনো সন্ধান মেলেনি। নিখোঁজ বিথী খাতুন উপজেলার নতিডাঙ্গা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী এবং আবাসন এলাকার বাদাম বিক্রেতা সামসুল ওরফে কালুর মেয়ে।

গত ১৯ শে ডিসেম্বর মাঠে ঘাস কাটতে যাওয়ার উদ্দেশে বের হয়ে সে আর ঘরে ফেরেনি। নিখোঁজের তিনদিন পর পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় ডায়েরি করা হয়।

পরিবার ও থানা সূত্র জানায়, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গায় আবাসনে দিনমজুর কালুর পরিবার। সংসারের অভাব অনটনের মধ্যেও বাদাম বিক্রি করে তার মেয়ে বিথী খাতুনকে মাদ্রাসায় লেখাপড়া করায়।

গত ১৯শে ডিসেম্বর দিনমজুর কালুর মেয়ে বিথী খাতুন বাড়ির ছাগলের জন্য দুপুর ১২ টায় মাঠে ঘাস আনতে যায়। দুপুরে গিয়ে বিকেল হলেও সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন এলাকাবাসী বিথীকে খুঁজতে বের হয়।

দুই দিন যাবৎ মাঠের বিভিন্ন অঞ্চলে গ্রামবাসীদের সহযোগীতায় খোঁজ তল্লাশি চালায়। কয়েক গ্রামে বিথীর সন্ধানে মাইকিং করে। তারপরও কোন সন্ধান মেলেনি বিথীর। নিখোঁজের তিনদিন পর পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় সাধারণ ডাইরী করা হয়। গত ২ মাস পার হলেও বিথীর কোন সন্ধান না পেয়ে হতাশায় ভুগছে পরিবার। সন্ধানে স্বজনরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

নিখোঁজ বিথীর পিতা সামসুল ইসলাম কালু জানান, প্রতিদিনের মতো গত ১৯ শে ডিসেম্বর দুপুরে বিথী মাঠে ছাগলের জন্য ঘাস আনতে যায়। দুপুর পেরিয়ে বিকেল হলেও তার কোন সন্ধান না পেয়ে মাঠে খোঁজ তল্লাশি করা হয়। খুঁজে না পেয়ে আলমডাঙ্গা থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। গত ২ মাস অতিবাহিত হলেও মেয়েটি জীবিত আছে কিনা আইনশৃঙ্খলা বাহিনীর খোজঁ করতে অনুরোধ জানান।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিখোঁজ ডায়েরির পর থেকে পুলিশ বিথীকে উদ্ধারে তৎপর রয়েছে।