বিদায় বছরে আলমডাঙ্গায় ৭ খুন, আত্নহত্যা ৬৮, ধর্ষণ ৩

আর বাকী কয়েকদিন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছে ২০২২। আগামি (৩১ ডিসেম্বর) সূর্যাস্ত আরেকটি খ্রিস্টীয় বছরের সমাপ্তি ঘটবে। নতুন ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে আসবে আরেকটি নতুন বছর-২০২৩।

দীর্ঘ একটি বছরের (২০২২) বেশিরভাগ সময় আলমডাঙ্গা ছিলো করোনা মুক্ত । করোনা ছাড়া বছরটি আলোচিত ছিলো সড়ক দুর্ঘটনা, হত্যা ও আত্মহত্যায়।

এছাড়াও নুডুলস চুরি, মেয়ে প্রেম করায়- বাবার তুলে দিলো রশি, বিএনপির ইফতার মাহফিলে আওয়ামীলীগের হামলা, পুলিশের ধাওয়ায় নদীতে জুয়াড়ির ঝাঁপ- ডুবে মৃত্যু, সিগন্যাল দেওয়ার পরও মালবাহী ট্রেন না থামানোয় সহকারী চালককে মারধর, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় দুইজনের মৃত্যুসহ বিভিন্ন ঘটনায় চাঞ্চল্যকর অবস্থার মধ্য দিয়ে ২০২২ সাল। এছাড়াও ঠিকাদারকে কুপিয়ে হত্যা, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা ও বয়স্ক স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার ঘটনা জুড়ে আলোচনায়।

সেচ্ছাসেবকলীগ নেতা, ব্যবসায়ী ও ডাবল মার্ডার : আলমডাঙ্গা থানায় ২০২২ সালে ৬টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদায়ী বছরের শুরুতে আলমডাঙ্গায় চাঞ্চল্য সৃষ্টি করে ব্যবসায়ী মার্ডার। গত ৮ মে রাত ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন আলমডাঙ্গা উপজেলায় জেহালা গ্রামের মাঝেরপাড়ার মৃত জাহান মাস্টারের ছেলে। তিনি বিএনপির সাবেক নেতা ছিলেন। বর্তমানে ঠিকাদারির কাজ করতেন। হত্যার দুদিন পর জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে র্যাব।

চাঞ্চল্যকর এ ঘটনার রেশ শেষ হতে না হতেই ৪মাসের মাথায় (১৬ সেপ্টেম্বর) পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্ততরা। নিহত ইমরানের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করে। স্বেচ্ছাসেবক লীগে সাধারন সম্পাদক ইমরান হত্যার ঘটনায় দফায় দফায় আন্দোলন করে নেতাকর্মী ও স্থানীয়রা। এঘটনায় গোবিন্দপুর গ্রামের সাকিবকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকারী সাকিবের স্বীকারোক্তি মূলক জবান বন্দিতে জেল হাজতে পাঠায় আদালত।

ইমরান হত্যার রেশ কাটতে না কাটতেই আবারো পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় ঘরের তালা ভেঙে এক বৃদ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

পুলিশের প্রাথমিকভাবে ধারনা করে শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গোসলখানায় হাত বাঁধা অবস্থায় বৃদ্ধ নজির উদ্দিনের এবং ঘরের ভেতরে তার স্ত্রী ফরিদা খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলে মনে হচ্ছে।

ডাবল মার্ডারের ঘটনায় সিআইডি,ডিবি,র্যাবসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর তাদের গ্রেফতার করে পুলিশ।

হত্যার কান্ডের ৫ দিনপর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগসহ বিভিন্ন জিনিস।

গ্রেফতার চার জন হলো– আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বজলু রহমানের ছেলে সাহাবুল (২৪), একই গ্রামের মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ (২৩), পিন্টু রহমানের ছেলে রাজিব (২৫) এবং তাজ উদ্দিনের ছেলে শাকিল (২১)। তাদের স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করে আদালত।

সর্বশেষ আলোচ্য আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে রাহেলা খাতুন (৮৯) নামের এক বৃদ্ধাকে মারপিট করে হত্যার অভিযোগ ওঠে। (৩০শে নভেম্বর) বুধবার বিকালে পুলিশ বৃদ্ধার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় বৃদ্ধার ছেলে, ছেলের স্ত্রী ও এক নাতিকে আটক করে পুলিশ।

আত্মহত্যা : সদ্য বিদায় হওয়া বছরে আলমডাঙ্গায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে একের পর এক আত্নহত্যা। বিদায়ী ২০২২ সালে আলমডাঙ্গা থানায় বিষপান, গলায় রশিসহ সড়ক দুর্ঘটনায় ৬৮ জন মারা গেছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলার লম্বা সারিতে পরিণত হয়েছে।

অপমৃত্যুর তালিকায় আলোচিত ঘটনাটি গত (৭ সেপ্টেম্বর) আলমডাঙ্গায় তাস খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ এক যুবকের মৃত্যু হয়।
নদীতে নিখোঁজের এক দিন পর ওই যুবকের মরদেহ উদ্ধার করে খুলনার ডুবুরি দল ।

এঘটনায় উপজেলা থেকে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এছাড়াও আলমডাঙ্গার কাবিলনগর গ্রাম থেকে নিখোঁজের তিন দিন পর তরিকুল ইসলাম নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা। তরিকুল ইসলাম তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার শাহজাহান আলীর ছেলে। নববিবাহিত বধূ বিয়ের এক মাস পরেই তরিকুলের সাথে আর সংসার করবে না জানিয়ে দিলে তিনি অভিমান করে আত্মহত্যা করে।

চুরি: বছরের শুরুতে গত ২ ফেব্রুয়ারি আলমডাঙ্গায় চুরির অভিযোগ তুলে দোকানের খুঁটিতে বেঁধে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় এক যুবককে নির্যাতন করে। যুবককে খুঁটিতে বেধে মারপিটের ঘটনাটি বিভিন্ন স্যোসাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়। মুহুর্তেই জেলা-উপজেলায় ব্যাপক হই হুল্লোর শুরু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযুক্ত দোকান মালিককে আটক করে।

এদিকে ৭ মাস পর আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ার একটি বাড়ি থেকে গত (৮নভেম্বর) চুরি হওয়া সাত ভরি স্বর্ণালংকার কুষ্টিয়ায় চোরের বাড়ি থেকে অর্ধেক ও বাকিটা এক জুয়েলারী দোকান থেকে উদ্ধার করে পুলিশ।

চুরির ১৮ ঘন্টার মধ্যে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য আটকসহ চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। স্বর্ণালংকার উদ্ধারে নেমে পুলিশ জানতে পারে পঞ্চান্ন বছর বয়সি জাহানারা বেগম ও তার মেয়ে পলি খাতুন বৃহত্তর কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় কৌশলে বাড়িতে ঢুকে স্বর্নালংকার চুরি করে কুষ্টিয়ার চৌড়হাঁসের সোহাগ জুয়েলার্সে বিক্রি করে ।

অন্য দিকে, আলমডাঙ্গায় মালেশিয়া প্রবাসীর বন্ধু পরিচয় দিয়ে তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি হওয়ার ১২ ঘন্টা পর পুলিশ উদ্ধার করে। আটক করা হয় দামুড়হুদা উপজেলার রামনগর মাঝের পাড়ার মৃত ইলিয়াছ আলীর ছেলে আল-আমিনকে।

২২শের বিষে প্রশসংশিত পুলিশ : চলতি বছরের নানা ঘটনা-দুর্ঘটনা আলোচনায় তো ছিলোই, উপরন্তু এ বছর ২০২২-এর বিষের মধ্যেও পুলিশের ভুমিকা ছিলো গুরুত্বপূর্ণ।

আলমডাঙ্গা থানা পুলিশের কাছে বিশেষভাবে আলোচিত ২০২২ সাল। যা পরিলক্ষিত ভাবে সকল হত্যা, আত্নহত্যা ও চুরিকৃত মালামাল উদ্ধারকৃত ভুমিকা পালনে প্রশসংশিত হয়ে ওঠে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আলমডাঙ্গায় ২০২২ সালের ঘটনাটি গুলো পুলিশ গুরুত্ব-সহকারে তদন্তের মাধ্যমে উপযুক্ত সমাধান করেছে। পুলিশ জনগণের দৌড় গোড়ায় কাজ করছে। বিটপুলিশের মাধ্যমে বিগত দিনের চাইতে আইনশৃঙ্খলা সুষ্টু রেখেছে।




উইকিপিডিয়ায় এ বছর বেশি দেখা হয়েছে যে ১০ বিষয়

অনলাইনে বিভিন্ন তথ্য জানতে আমরা অনেকেই উইকিপিডিয়ার দ্বারস্থ হই। বিশ্বের লাখো মানুষ প্রতিদিন বিভিন্ন বিষয়ে জানতে অনলাইন এ বিশ্বকোষে ঢুঁ মারেন। সম্প্রতি উইকিপিডিয়া নিজেদের ইংরেজি ভাষার ওয়েবসাইটে ২০২২ সালের সবচেয়ে বেশি দেখা ১০টি বিষয়ের প্রবন্ধের নাম জানিয়েছে। বছরজুড়ে যেসব প্রবন্ধ সবচেয়ে বেশি বার দেখা হয়েছে, সেগুলোর তালিকা দেখে নেওয়া যাক—

জেফরি ডাহমার

চলতি বছরে উইকিপিডিয়ায় সর্বাধিকবার দেখা হয়েছে মার্কিন সিরিয়াল কিলার জেফরি ডাহমারের পেজটি। পেজটি ৫ কোটি ২৬ লাখ ৫০ হাজারের বেশি বার দেখা হয়েছে।

তবে তাঁকে নিয়ে পেজটি সর্বাধিকবার দেখার নেপথ্যে কাজ করেছে একটি নেটফ্লিক্স সিরিজ। তাঁর কাহিনি অবলম্বনে নির্মিত ওই সিরিজ চলতি বছরই মুক্তি পায়।

রাশিয়ার ইউক্রেন আক্রমণ
চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ইউক্রেনে রাশিয়ার আক্রমণ। এখনো দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে বহু মানুষের প্রাণহানিসহ বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। যুদ্ধ নিয়ে উইকিপিডিয়ার এ পেজ প্রায় ৪ কোটি ৭৫ লাখ বার দেখা হয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথ

চলতি বছরের ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। তিনি ৭০ বছর ২১৪ দিন সিংহাসনে আসীন ছিলেন। তাঁর পেজটি প্রায় ৪ কোটি ২৬ লাভ বার দেখা হয়েছে।

চলতি বছরে মৃত্যু (ডেথ ইন ২০২২)
চলতি বছরে অনেক বিখ্যাত ব্যক্তি মারা গেছেন। উইকিপিডিয়ার এ পেজে সেসব মৃত ব্যক্তির নাম, বয়স, নাগরিকত্ব, জাতীয়তা, উল্লেখযোগ্য অবদান ও মৃত্যুর কারণ লেখা আছে। পেজটি প্রায় ৪ কোটি ১১ লাখ বার দেখা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২২

আরব বিশ্বের দেশ কাতারে চলতি বছরের ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ আয়োজনের বিভিন্ন তথ্য নিয়ে সাজানো পেজটি প্রায় ৩ কোটি ৮ লাখ বার দেখা হয়েছে।

ইলন মাস্ক

আগেও বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন ইলন মাস্ক। তবে চলতি বছর তাঁর টুইটার কেনার সিদ্ধান্ত ব্যাপক হইচই ফেলে প্রযুক্তি বিশ্বে। তাঁর পেজটি প্রায় ২ কোটি ৫৫ লাখ বার দেখা হয়েছে।

ভ্লাদিমির পুতিন

ইউক্রেন আক্রমণের ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের আলোচিত ব্যক্তিদের একজন হয়ে উঠেন। তাঁর পেজটি প্রায় ২ কোটি সাড়ে ৪৬ লাখ বার দেখা হয়েছে।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

চলত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। তাঁর পেজটি দেখা হয়েছে প্রায় ২ কোটি ২৯ লাখ বার।

ইউক্রেন
গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। মে মাসের মধ্যে ৮০ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়ে পড়ে এবং নভেম্বরে মধ্যে ৭৮ লাখ দেশ ছেড়ে পালায়। পেজটি দেখা হয়েছে প্রায় ২ কোটি ২৪ লাখ বার।

অ্যাম্বার হার্ড

চলতি বছরের এপিল থেকে জুন পর্যন্ত জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানির মামলার বিচার চলে। চলতি ডিসেম্বরে জনির বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করেন হার্ড। তাঁর পেজটি প্রায় ১ কোটি ৯৫ লাখ বার দেখা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টাইমস




শৈলকুপায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে শৈলকুপায় এক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারকে অত্যাচার ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এই সংখ্যালঘু পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করেন তন্ময় মজুমদার। তিনি শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের তুষার কান্তি মজুমদারের ছেলে। সংবাদ সম্মেলনে চিন্ময় কুমার মজুমদার, তুষার কান্তি, অমলা রানী মজুমদার ও তাপসি মজুমদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তন্ময় মজুমদার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি আমাকে ফরিদ মেম্বর ও মাহাতাব খা শ্রীপুর বাজারে ডেকে নিয়ে জোর পুর্বক স্ট্যম্পে স্বাক্ষর করিয়ে নেন। এ ঘটনায় আমার পিতা তুষার কান্তি মজুমদার নিজের প্রাণ রক্ষা ও শিমুলের হাত থেকে জমিজমা রক্ষার স্বার্থে আমার নামে মামলা করে জেলে পাঠিয়ে দেন। আমি ২০২১ সালের ১৫ মার্চ থেকে এ বছরের ২৬ সেপ্টম্বর পর্যন্ত কারাভোগ করি। কারাগারে থাকা অবস্থায় শিমুলের সন্ত্রাসী বাহিনী আমার পরিবারের উপর অকথ্য নির্যাতন ও অত্যাচার করতে থাকে। ২০২১ সালের ৫ জুলাই শিমুলের লোকজন বাড়িতে হামলা করেই ক্ষ্যন্ত হয়নি, মিথ্য মামলা দিয়ে হয়রানী করতে থাকে। তারা পুকরের মাছ ও গাছের নারিকেল লুটপাট করে।

তন্ময় অভিযোগ করেন, আলফাপুর রত্নহাট বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ে চল্লিশ শতক জমি দান করা হলেও দাতা সদস্য হিসেবে তার পিতার কোন নাম রাখেনি। লিখিত বক্তব্যে দাবী করা হয়, এলাকার আতিয়ার, লাল মিয়া, কামাল ও বিল্লাল আমাদের বেদখরকৃত জমি ফেরৎ দিবে বলে কথা দিলেও যুবলীগ নেতা শিমুলের কারণে জমি ফেরৎ দিচ্ছে না। এছাড়া দুইটি পুকুরের লীজের টাকাও তিনি দিচ্ছে না। তন্ময় মজুমদার শিমুল ও তার দলবলের হাত থেকে এই সংখ্যালঘু পরিবারকে রক্ষার জন্য স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তেক্ষেপ কামনা করেছেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও শৈলকুপার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে আমি কোন ভাবেই সম্পৃক্ত নয়। রাজনীতি ও সামাজিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। তিনি বলেন, আমার ছবি ও রাজনৈতিক পদপদবী উল্লেখ করে সংবাদ সম্মেলনে যে মিথ্যাচার করা হয়েছে এটা নিন্দনীয় বলে মনে করি। আমি দুই পক্ষকে ডেকে একটি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু নানা প্রতিকুলতার কারণে বিষয়টি সমাধান সম্ভব হয়নি।

অপরদিকে তন্ময় মজুমদারের পরিবারের বিরুদ্ধে জমি বিক্রি নিয়ে নয়ছয় করার অভিযোগ আছে। তন্ময় মজুমদারের সংবাদ সম্মেলেন করার পরপরই তার প্রতিপক্ষ মাহাতাব খাঁ সংবাদ সম্মেলন করেন। তিনি দাবী করেন তন্ময় মজুদমার জমি বিক্রির জন্য অঙ্গিকারনামা সম্পাদন করলেও তিনি টাকা নিয়ে জমি দিচ্ছেন না। তন্ময় মজুমদার তাদের কাছ থেকে দুই লাখ আশি হাজার টাকায় জমি বিক্রির চুক্তি করে অগ্রিম দুই লাখ কুড়ি হাজার টাকা নগদ গ্রহন করেন। বাকী ষাট হাজার টাকা জমি রেজিষ্ট্রির সময় নিবেন বলে অঙ্গিকারনামায় উল্লেখ করেন। এদিকে মাহাতাব খাঁ যে অঙ্গিকারনামা সংবাদ সম্মেলনে প্রদর্শন করেন তাতে জমির পরিমান ২৯ শতকের স্থলে ৬৯ শতক লেখা হয়েছে।

এছাড়া অঙ্গিকার নামায় বেশকিছু ভুলভ্রান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মাহতাব খা। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থি ছিলেন প্রতিবেশি শরিফুল ইসলাম, মুক্তার খা, মা রাজিয়া খাতুন ও নারজিনা খাতুন।




চার ব্যাটারকে ফিরিয়ে আশা দেখাচ্ছে বাংলাদেশ

ঢাকা টেস্টে বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে ৮৭ রানের লিড নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩১ রানে অল আউট হলে ১৪৫ রানের টার্গেট পায় ভারত। তৃতীয় দিনের শেষ দিকে ব্যাট করতে নামলে ভারতের চার ব্যাটারকে সাজঘরে ফেরায় বাংলাদেশ। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১০০ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৪ ডিসেম্বর) তৃতীয় দিনের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫, মোমিনুল হক ৫, অধিনায়ক সাকিব আল হাসান ১৩ ও মুশফিকুর রহিম ৯ রান করে আউট হন।

আরেক ওপেনার জাকির হাসান ৩৭ ও লিটন দাস শূন্য হাতে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। লাঞ্চ বিরতি থেকে ফিরে নিজের অর্ধশতকের দেখা পান জাকির হোসেন।

সেইসঙ্গে বাংলাদেশকে লিড পাইয়ে দেন তিনি। তবে নিজের অর্ধশতক পূরণের পরেই আউট হয়ে সাজঘরে ফিরে যান জাকির। ১৩৫ বলে ৫১ রান করে উমেশ যাদবের বলে আউট হন তিনি। তার বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদী মিরাজ। তবে ক্রিজে এসেই আউট হয়ে সাজঘরে ফিরে যান মেহেদী।

দলীয় ১১৩ রানে রানের খাতা না খুলেই আউট হন মেহেদী মিরাজ। এরপর ক্রিজে আসা নূরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন লিটন দাস। তবে দলীয় ১৫৯ রানে আউট হন দারুণ ব্যাটিং করতে থাকে সোহান। ২৯ বলে ৩১ রান করে আউট হন তিনি। এরপর তাসকিনকে সঙ্গে নিয়ে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন দাস।

অন্যদিকে লিটনকে ভালো সঙ্গ দেন তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে চা পান বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ব্যাটিং চালিয়ে যান লিটন দাস। তবে দলীয় ২১৯ রানে আউট হন লিটন। ৯৮ বলে ৭৩ রান করে পেসার সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন তাইজুল ইসলাম। তবে এসেই আউট হন তিনি। দলীয় ২২০ রানে ৫ বলে মাত্র ১ রান করে আউট হন তাইজুল। এরপর শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন খালেদ আহমেদ। দলীয় ২৩১ রানে খালেদ রান আউট হলে ২৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।

জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ১৪৫ রান। তাসকিন আহমেদ ৪৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। আর ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ৩টি, অশ্বিন ও সিরাজ নেন ২টি করে উইকেট।

১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় ভারত। দলীয় ৩ রানে ওপেনার লোকেশ রাহুলকে আউট করেন সাকিব আল হাসান। এরপর দলীয় ১২ রানে চেতেশ্বর পূজারাকে সাজঘরে ফেরান মেহেদী মিরাজ। ১২ বলে মাত্র ৬ রান করে আউত হন পূজারা।

এরপর শিবমন গিল ও অক্ষর প্যাটেল মিলে শুরু চাপ সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ২৯ বলে ফের উইকেট হারায় ভারত। ইনিংসের ১৪তম ওভারের মিরাজকে উইকেট ছেড়ে বেড়িয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরে যান গিল। তার বিদায়ের পর ক্রিজে আসেন কোহলি।

এরপর দলীয় ৩৭ রানে কোহলিকে আউট করেন মিরাজ। ২২ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে — রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করে ভারত। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১০০ রান। অক্ষর প্যাটেল ৫৪ বলে ২৬ ও উনাদকাত ৮ বলে ৩ রান করে অপরাজিত আছেন।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গায় কাফনের কাপড়সহ চিঠিতে লিখে চাঁদাদাবি

আলমডাঙ্গা নতিডাঙ্গায় নাসির উদ্দিন নামের রাইচ মিল মালিকের কাছে চার লাখ টাকা চাঁদা চেয়ে সাদা কাফনের কাপড় সহ উড়ো চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার দুপুরে মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশ ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও হুমকি স্বরূপ খোলা চিঠি উদ্ধার করেছে।

নাসির উদ্দিন জানান, শনিবার সকালে মিলের সামনের চালের সাথে একটি ব্যাগ টাঙানো দেখতে পান। চাঁদাদাবিকৃত দুবৃত্তরা রিংকু পরিচয় দিয়ে ওই চিরকুটে তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ টাকা ১৫ দিনের মধ্যে ভাই এর মোবাইল নাম্বারে টাকা না দিলে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এ ঘটনায় নাসির উদ্দিন আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কেউ ভয় দেখানোর জন্য কাফনের কাপড় ও চিঠি পাঠাতে পারে। আমরা গুরুত্বসহ দেখছি।




অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা

২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের তারকা ব্লেইস মাতুইদি সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। এক বছর আগে তিনি সর্বশেষ ফ্রান্স জাতীয় দলে খেলেছেন। চার বছর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মূল একাদশে খেলেছিলেন ৩৫ বছর বয়সী মাতুইদি। এবারের মৌসুমে ইন্টার মিয়ামির স্কোয়াড থেকেও এই মিডফিল্ডার বাদ পড়েছেন। পিএসজির হয়ে মাতুইদি লিগ ওয়ানের ও জুভেন্টাসের হয়ে সিরি-এ শিরোপা জিতেছেন। এর আগে মাতুইদি সেইন্ট-এতিয়েন ও তুলসেতে খেলেছেন।

ফ্রান্সের হয়ে ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাতুইদি। ২০১৯ সালে লেস ব্লুজদের হয়ে সর্বশেষ ম্যাচ খেলার আগে ৯টি গোল করেছেন। ইউটিউবে এক ভিডিও বার্তায় মাতুইদি বলেছেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে আমি ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিচ্ছি। ইউরোপের বিভিন্ন শীর্ষ ক্লাবে খেলার সুযোগ আমার হয়েছে। ফ্রান্সের জার্সি পড়েছি, পরিবারকে সর্বোচ্চ স্থান দিয়েছি, আবেগের সাথে জীবন কাটিয়েছি। আর এসব সাথে নিয়ে জীবনের বাকি সময়টা পার করে দিতে চাই।’

২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের প্রথম সদস্য হিসেবে মাতুইদি অবসরের ঘোষণা দিলেন। তিনি আরও বলেন, ‘আমার মস্তিষ্ক, আমার হৃদয় আমাকে জানিয়েছে এখানেই থেমে যেতে। একইসাথে আমাকে জানিয়েছে যারা আমার ঘনিষ্ঠ, আমার স্ত্রী, আমান সন্তান, তাদের সম্পর্কে চিন্তা করার সময় এসেছে। আমার মনে হয়ে অবসরের জন্য এর থেকে ভাল কোন সময় হতে পারেনা।’

সূত্র: ইত্তেফাক




অস্কারের চূড়ান্ত তালিকায় নেই ‘হাওয়া’

দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত সিনেমা ‘হাওয়া’। ২০২৩ সালের মার্চে অস্কারের ৯৫তম আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগের প্রতিযোগিতায় লড়তে বাংলাদেশ থেকে পাঠানো হয় বছরের সবচেয়ে আলোচিত ও প্রশংসিত এই সিনেমাটি।

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের জন্য পাঠানো ছবিটি শেষ পর্যন্ত অস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করতে পারেনি। গত ২২ ডিসেম্বর এই তালিকা প্রকাশ করা হয়।

অস্কার আয়োজক কর্তৃপক্ষ সব বিভাগে চূড়ান্তভাবে মনোনীত ছবির তালিকা প্রকাশ করেছে। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের ১৫টি চলচ্চিত্র জায়গা পেলেও পায়নি ‘হাওয়া’।

চলতি বছরের ২৯ জুলাই দেশের মুক্তি পাওয়া ‘হাওয়া’ ছবিটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি ব্যাপক প্রশংসা কুড়ায়। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি নিয়ে সবার মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। তাই অস্কার বাংলাদেশ কমিটি ‘হাওয়া’ ছবিটিকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে পাঠানোর জন্য মনোনীত করে।

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রের ‘সাদা সাদা কালা কালা’ মুক্তির আগে বেশ জনপ্রিয়তা পায়। আর মুক্তির পর ছবিটি দর্শকহৃদয় জয় করে নেয়। দেশের প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য টিকিট–সংকটের খবর যেমন শোনা গেছে, তেমনি দেশের বাইরের প্রেক্ষাগৃহেও অগ্রিম টিকিট সংগ্রহ করে ছবিটি দেখেছেন সেখানকার দর্শকেরা। দেশ ও দেশের বাইরের দর্শকের কাছে আলোচিত ও প্রশংসিত সেই ছবি অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে—খবরটি ছড়িয়ে পড়ার পর প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলীরা ভীষণ আনন্দিত হয়েছিলেন।

২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪ শাখায় দেওয়া হবে পুরস্কার।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ চলচিত্র উৎসবের আগামী আসরে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় এবার ৯২টি দেশ অংশগ্রহণ করছে। অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ১৫টি ছবি। এরমধ্য থেকে চূড়ান্তভাবে মনোনীত হবে পাঁচটি চলচ্চিত্র।




মেহেরপুরে বিএনপির গণমিছিল ও সমাবেশ

কর্তৃত্তবাদী সরকারের পদত্যাগ, রাষ্ট্র সংস্কারের ২৭ দফা প্রস্তাব বাস্তবায়ন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে শহরের কাথুলী সড়কে এ গণমিছিল করে দলটি। পরে কাথুলী বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মারুফ আহমেদ বিজন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ বাবলু, আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রশিদ।
গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।




গাংনীতে প্রাক্তন ভাবীর পর্ণগ্রাফি মামলায় দেবর গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে প্রাক্তন ভাবীর সাথে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে দেবর সাহাবুল(৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঢাকা কেরানীগঞ্জ থেকে গাংনী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাংনী থানায় নিয়ে আসে। সাহাবুল এ উপজেলার হাড়াভাঙ্গা হালসানা পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, গাংনীর পীরতলা গ্রামের সজিবর রহমানের মেয়ের সাথে হাড়াভাঙ্গা হালসানা পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল হান্নানের সাথে বিয়ে হয় ২০০৮ সালে। বিয়ের কিছুদিন পর হান্নান বিদেশ গেলে দেবর সাহাবুলের সাথে গড়ে উঠে পরোকীয়া সম্পর্ক। ওই সময় সাহাবুল তার ভাবীর সাথে অন্তরঙ্গ মুহুর্তের কিছু ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে।

এদিকে ওই গৃহবধু প্রবাসী স্বামী আব্দুল হান্নানকে তালাক প্রদান করে প্রতিবেশি আব্দুল কুদ্দুসের ছেলে মহিবুলকে বিয়ে করে। ভাইকে ছেড়ে অন্যজনের সাথে বিয়ে করায় সাহাবুল ওই পর্ণছবি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকী দেয়। ভিডিও এবং ছবি ডিলিট করতে বললে সাহাবুল ১০ লাখ টাকা দাবী করে প্রাক্তন ভাবীর কাছে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা করেন ওই গৃহবধু। যার নং- ৩০, তাং- ০৩-১২-২২ ইং। মামলার পর থেকেই দেবর সাহাবুল পলাতক ছিলেন।

এদিকে সাহাবুলের অবস্থান নিশ্চিত হয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঢাকার কাশিমপুর এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে। আজ শনিবার তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।

একটি সুত্র জানায়, হান্নান বিদেশ যাবার পর একই সাথে সাহাবুল ও মহিবুলের সাথে পরোকীয়া সম্পর্ক করে ওই গৃহবধু। পরে স্বামীর পাঠানো নগদ ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে মহিবুলের সাথে পালিয়ে যায়। এতে রাগান্বিত হয়ে পর্ণছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয় সাহাবুল। যদিও সাহাবুলের পরিবার বিষয়টি অস্বীকার করেছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধুর মামলা তদন্তে গিয়ে পর্ণছবি ও ভিডিও ছাড়ার প্রমাণ পাওয়া যায়। পরে সাহাবুলের অবস্থান নিশ্চিত হয়ে এসআই সাইফুল ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে ইত্তেফাকের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুরে আলোচনা সভা ও কেক কেটে দৈনিক ইত্তেফাকের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার ২৪ ডিসেম্বর মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মসূচী পালন করা হয়।

ইত্তেফাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুব চান্দুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন।

বক্তব্য দেন শিক্ষক ইশতিয়াক মাহমুদ, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, ইত্তেফাকের গাংনী প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীকার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ জন্মের সাথে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলতে ইত্তেফাক ভূমিকা পালন করেছে। এখনও পর্যন্ত ইত্তেফাক পাঠকের কাছে গুরত্ব বহন করে চলেছে।