বানভাসি মানুষের পাশে দাঁড়াতে মেহেরপুরের ব্যথিত শিল্পীদের ওপেন কনসার্ট

“সব হারানো মানুষের আশ্রয় নাই, এসো আমরা তাদের পাঁশে দাড়াই” এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুর জেলা ব্যথিত সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে বানভাসি মানুষের সহযোগিতায় জোলার বিভিন্ন স্থানে”পথ কনসার্ট” অনুষ্ঠিত হয়েছে। এসময় দর্শক শ্রোতাদের কাছ থেকে অসহায় বানভাসি মানুষের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে।

সাংস্কৃতিক কর্মী নিসান সাবের, চ্যানেল আই খুদে গানরাজের শিল্পী উদয় বাউল ও ওস্তাদ নান্টু সরকারের পরিকল্পনায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে প্রথম পথ কনসার্টের মধ্যে দিয়ে অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু হয়। এরপর কোমরপুর বাজার, আমঝুপি বাজার ও গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের বড়বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে বানভাসি অসহায় মানুষের জন্য প্রায় ৫০ হাজার টাকা দান করেছেন মানুষ। সংগ্রীহিত এসব অর্থ মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণতহবিলে প্রেরণ করা হবে।

গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর শহরের কাথুলি মোড় থেকে শহর জুড়ে এই কনসার্ট ও অর্থ সংগ্রহ অভিযান চলছে।

চ্যানেল আই খুদে গানরাজ উদয় বাউল বলেন, শিল্পীরাও বানভাসি মানুষের জন্য কিছু করতে চাই। নিজের সামর্থ না থাকায় আমরা গান গেয়ে দর্শক শ্রোতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমাদের ভাই বোনদের কাছে পাঠাবো। আমাদোর সাথে এই কার্যক্রমে আন্তরিকভাবে শ্রম দিয়েছেন স্থানীয় শিল্পী নান্টু সরকার, আরিফুল ইসলাম, পাপিয়া খাতুন, জেসমিন দেওয়ান, ফিরোজ, জবা, আরিফ হোসেন প্রমুখ।

কার্যক্রমের উদ্যোক্তা মেহেরপুর অরণি থিয়েটারের সভাপতি সাংস্কৃতিক কর্মী নিসান সাবের বলেন, মেহেরপুর জেলা ব্যথিত সাংস্কৃতিক কর্মিদের উদ্যোগে বানভাসি মানুষের পাশে থাকতে অনুদান সংগ্রহের জন্য সপ্তাহব্যাপি পথ কনসার্ট বাস্তবায়ন করা হচ্ছে।

আমাদের এই কার্যক্রমের সাথে শিল্পী, সাউন্ড সিস্টেম ও যন্ত্রিরা বিনা পারিশ্রমিকে অংশ নিয়েছেন। তিনি বলেন, সংগ্রীত এই টাকা আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে জমা দেবো।




মেহেরপুরে জেলা বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল

ভারতের পানি আগ্রাসন ও নানামুখী ষড়যন্ত্রসহ স্বৈরাচার হাসিনার ফাঁসির দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর ) বিকেলে বিএনপি’র বড় বাজার অফিস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়।

এসময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলমগীর খান ছাতু।

এসময় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন।

বক্তারা বলেন, গত ১৭ বছরে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছে। ফ্যাসিস্টদের কারণে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। কিন্তু এখন আমাদের সামনে কোনো ফ্যাসিস্ট নেই। ভারতের সব ধরনের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

এসময় বিএনপি নেতা ফরিদুল হক, নাড়ু, খাইরুল, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জান স্বপন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড নজরুল ইসলাম, সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানিসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুর সরকারি মহিলা কলেজে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ও দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ বিতর্ক কর্মশালা।

এসময় বিতর্ক কর্মশালা উদ্বোধন করেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও মেহেরপুর বন্ধুসভার সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল আমিন।

কলেজের বাংলা বিভাগের প্রভাষক রূপালী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ, সহযোগী অধ্যাপক মিরাজ উদ্দিন, ইকরামুল হাসান, নাসির উদ্দীন প্রমুখ।




চাকরি দিবে আইসিবি ইসলামিক ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস/ক্যাশ বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আবেদন নেওয়া শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর থেকেই। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার বিভাগ : কাস্টমার সার্ভিস/ক্যাশ পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : ব্যাংকিংয়ে এমবিএ/মার্কেটিংয়ে বিবিএ/বিএসসি অন্যান্য যোগ্যতা : কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : দেশের যে কোনো জায়গায় বেতন : ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা : টি/এ, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুদিন ছুটি, বিমা, গ্রাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২১ সেপ্টেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 

মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুঃ তানভীর হাসান রুমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মো. শামীম হাসান।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো সুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো আব্বাস উদ্দীন।

এসময় অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিগন অংশগ্রহন করেন। এর আগে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ হাতে আলমোদোভার, সেরা অভিনেত্রী নিকোল

৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতলেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তার পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন তিনি। এটাই তার পরিচালিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির ভেনিস লিদো শহরে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ড থিয়েটারে এবারের আসরের বিজয়ী তালিকা ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। একই ভেন্যুতে গত ২ সেপ্টেম্বর ‘দ্য রুম নেক্সট ডোর’ দেখার পর দর্শক ও অতিথিরা টানা ১৭ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন (স্ট্যান্ডিং ওবেশন) জানায়। ভেনিসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওবেশনের মধ্যে এটি অন্যতম।

পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় আলমোদোভার বলেন, ‘আমি এই পুরস্কার আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। এই সিনেমাটি ইংরেজিতে আমার প্রথম চলচ্চিত্র…তবে আত্মাটি স্প্যানিশ।’

‘দ্য রুম নেক্সট ডোর’-এর গল্পে ইউথানেশিয়া (স্বেচ্ছামৃত্যু) ও জলবায়ু পরিবর্তনের গুরুগম্ভীর আবহ ছড়িয়ে আছে। জীবন, মৃত্যু ও বন্ধুত্বকে আলোকপাত করা হয়েছে এতে। এর মুখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী আমেরিকান দুই তারকা জুলিয়ান মুর ও টিল্ডা সুইন্টন। তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি পেদ্রো আলমোদোভার। স্বর্ণসিংহ গ্রহণের পর তিনি বলেন, ‘পুরস্কারটি তাদেরই প্রাপ্য। দুই নারীকে কেন্দ্র করে চলচ্চিত্রটির গল্প। আর সেই দুই নারী হলেন জুলিয়ান ও টিল্ডা।’

বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসব পরিসীমায় প্রিয়জনের মতোই পেদ্রো আলমোদোভার। সাহসী, উদাসী ও হাস্যরসধর্মী বিষয়বস্তুর স্প্যানিশ-ভাষার চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১৯ সালে তাকে ভেনিস উৎসবে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। ২০০০ সালে ‘অল অ্যাবাউট মাই মাদার’-এর সুবাদে সেরা বিদেশি ভাষার কাহিনিচিত্র বিভাগে অস্কার জয় করেন তিনি।

পেদ্রো আলমোদোভারের বয়স এখন ৭৪ বছর। তার মন্তব্য, স্বেচ্ছামৃত্যুকে রাজনীতি কিংবা ধর্ম দিয়ে অবরুদ্ধ করা উচিত নয়। ভেনিস উৎসবের সমাপনী মঞ্চে স্প্যানিশ ভাষায় তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই পৃথিবীকে নির্মলভাবে ও মর্যাদার সঙ্গে বিদায় জানাতে পারা প্রতিটি মানুষের মৌলিক অধিকার।’

আমেরিকান নারী সাহিত্যিক সিগরিড নুনেজের ‘হোয়াট আর ইউ গোয়িং থ্রো’ অবলম্বনে তৈরি হয়েছে ‘দ্য রুম নেক্সট ডোর’ চলচ্চিত্রের চিত্রনাট্য। এতে ইনগ্রিড চরিত্রে জুলিয়ান মুর ও মার্থা চরিত্রে অভিনয় করেছেন টিল্ডা সুইন্টন। গল্পে দুই নারী একসময় বন্ধু ছিলেন, যারা নিজেদের কর্মজীবনের শুরুর দিকে নিউইয়র্কে একই ম্যাগাজিনে কাজ করতেন। ইনগ্রিড এখন জনপ্রিয় ঔপন্যাসিক। তার বইয়ের কপি বিক্রি হয় লাখ লাখ। তবে ক্যানসারের কারণে জীবন সায়াহ্নে এসে পড়েছেন তিনি। এমন অবস্থায় মার্থার সঙ্গে আবারও যোগাযোগ গড়ে তোলেন ইনগ্রিড। মার্থা ছিলেন যুদ্ধের সংবাদদাতা। ব্যক্তিজীবনে অপূর্ণ একজন মা তিনি।
সনি পিকচার্স ক্ল্যাসিকসের পরিবেশনায় চলতি বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

ভেনিসে সেরা অভিনেত্রী হয়েছেন অস্ট্রেলিয়ান-আমেরিকান তারকা নিকোল কিডম্যান। তিনি ‘বেবিগার্ল’ চলচ্চিত্রে যৌন আকাঙ্ক্ষায় ডুবে থাকা দৃঢ়চেতা সিইও রোমি চরিত্রে তার অভিনয় বিচারকদের মন কেড়েছে। দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে অসন্তুষ্টি থেকে অফিসের শিক্ষানবিশ তরুণ স্যামুয়েলের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে ওঠে রোমির। অসম বয়সী উদ্দাম প্রেমে জড়ানোর কারণে ক্যারিয়ার ও পরিবার উভয় দিক দিয়ে বিপাকে পড়ে এই নারী। যৌনতায় ভরপুর ছবিটিতে নারীর আকাঙ্ক্ষা ও অস্তিত্বের সংকট তুলে ধরা হয়েছে।

গত ৩০ আগস্ট সালা গ্র্যান্ড থিয়েটারে ‘বেবিগার্ল’ চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ারে ছিলেন নিকোল কিডম্যান। তবে মায়ের মৃত্যুর খবর পেয়ে অস্ট্রেলিয়া ফিরে যাওয়ায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন না ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী। ২০০২ সালে ‘দ্য আওয়ার্স’ ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন তিনি। ‘বেবিগার্ল’ তাকে আবারও অস্কারে সাফল্য এনে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

ফ্রান্সের ভাসোঁ লাদোঁ সেরা অভিনেতার ভলপি কাপ জিতেছেন। ফরাসি ভাষায় নির্মিত ‘দ্য কোয়ায়েট সান’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। চরম ডানপন্থী মৌলবাদের কারণে বিচ্ছিন্ন একটি পরিবারকে কেন্দ্র করে এর গল্প।

ইতালিয়ান নারী মাউরা দেলপেরো পরিচালিত ‘ভেরমিলিয়ো’ চমকে দিয়ে রানার-আপ পুরস্কার রৌপ্যসিংহ (সিলভার লায়ন) জিতে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইতালিয়ান আল্পসের পটভূমিতে ধীরগতির গল্প রয়েছে এতে।

সাড়ে ৩ ঘণ্টার চলচ্চিত্র ‘দ্য ব্রুটালিস্ট’-এর জন্য সেরা পরিচালক হয়েছেন আমেরিকান নির্মাতা ব্র্যাডি কোরবেট। ৭০ মিলিমিটার সেলুলয়েডে চিত্রায়িত ছবিটির গল্পে হত্যাযজ্ঞ থেকে বেঁচে ফেরা হাঙ্গেরিয়ান এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে জীবনকে নতুনভাবে শুরু করতে চায়।

সেরা চিত্রনাট্যকার পুরস্কার পেয়েছেন ব্রাজিলের মুরিলো হাউজার ও এইতর লরেগা। ব্রাজিলের পরিচালক ওয়াল্টার সালেসের ‘আই’ম স্টিল হিয়ার’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন তারা। এতে ব্রাজিলের সামরিক একনায়কতন্ত্র তুলে ধরা হয়েছে।

বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে জর্জিয়ার ডেয়া কলামবেগাশভিলি পরিচালিত ‘এপ্রিল’। এর গল্প অবৈধ গর্ভপাতের জন্য অভিযুক্ত এক প্রসূতি বিশেষজ্ঞকে কেন্দ্র করে।

ভেনিস লিদো থেকে খালি হাতে ফিরেছে টড ফিলিপসের বহুল আলোচিত চলচ্চিত্র ‘জোকার: ফোলি আ দো’ (ওয়াকিন ফিনিক্স, লেডি গাগা)। এর আগের পর্ব ‘জোকার’ ২০১৯ সালে স্বর্ণসিংহ জিতেছিল।

ইতালির লুকা গুয়াদানিনো পরিচালিত ‘কুইয়ার’ ছবিতে সমকামী মাদকাসক্তের ভূমিকায় ড্যানিয়েল ক্রেগের অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। একইভাবে চিলির পাবলো লারাইনের পরিচালনায় গ্রিক অপেরা গায়িকা মারিয়া কালাসের বায়োপিক ‘মারিয়া’য় অ্যাঞ্জেলিনা জোলি সমালোচকদের মন কেড়েছেন। কিন্তু দুটি ছবিই কোনও পুরস্কার পায়নি।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহের জন্য লড়েছে ২১টি চলচ্চিত্র। মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক ছিলেন ৭১ বছর বয়সী ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের। তার নেতৃত্বে এবারের বিচারক প্যানেলে কাজ করেছেন চীনা অভিনেত্রী জাং জিয়ি, আমেরিকান পরিচালক জেমস গ্রে, ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রু হেইগ, পোলিশ পরিচালক আগনিয়েস্কা হলান্ড, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলু, মরিটানিয়ান পরিচালক আবদের রহমান সিসাকো, ইতালিয়ান পরিচালক জিউসেপ্পে তোরনাতোরে ও জার্মান পরিচালক ইউলিয়া ফন হাইঞ্জ।

বিশ্বের প্রাচীনতম এই উৎসব থেকেই হলিউডের আসন্ন পুরস্কার মৌসুমের দৌড় শুরু হয়ে থাকে। গত তিন বছরে ভেনিসে নির্বাচিত চলচ্চিত্র অস্কারে ৭৭টি মনোনয়ন পেয়েছে। এরমধ্যে ১৪টিতে জিতেছে। এবারও ভেনিসে প্রদর্শিত চলচ্চিত্রের বেশিরভাগই অস্কারে ফেভারিট হয়ে উঠতে পারে।

গত ২৮ আগস্ট শুরু হয়েছিল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

সূত্র: ইত্তেফাক




দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

দুই ম্যাচের প্রীতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (৮ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল। এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই জামাল ভূঁইয়া। প্রথম ম্যাচে তার পরিবর্তে লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়কত্ব করেছিলেন তপু বর্মণ। তবে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সিনিয়র সোহলে রানা।

ইনজুরির কারণে নেই ফরোয়ার্ড রাকিব হোসেন। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শাহরিয়ার ইমন। এছাড়া ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় এসেছেন ইসা ফয়সাল।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, ফাহিম, শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে রাজনৈতিক পালাবদলে পথ ঘিরে নিয়ে প্রতিবন্ধকতা

ক্ষমতার পালা বদলের পরদিনই বিক্রি করা জমি ঘিরে দখলে নিয়ে নিয়েছে গ্রাম বিএনপির নেতা আতিকুর রহমান পিন্টু। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি ইমতিয়াজ বিন হারুন (জুয়েল) ওই গ্রামের মাঠে নিজের বাগানে এবং মাঠে যাতায়াতের মানুষের সুবিধার্থে সাড়ে তিন শতক জমি কিনে পথ করে দিয়েছিলেন। জমি দখলের পর এখন জুয়েলকে হুমকি দিচ্ছে জমির কাছে না যাবার জন্য।

মেহেরপুরের নতুন মনাডাঙ্গা গ্রামের আতিকুর রহমান পিন্টু ৬ লাখ টাকায় বিক্রি করা প্রায় সাড়ে তিন শতক জমি তারের বেড়া দিয়ে ঘিরে নিয়েছে। বাগানের কোন পাশ দিয়ে যাতে বাগান মালিক জুয়েল প্রবেশ করতে না পারে সেজন্য বাগানের অন্যপাশের জমির মালিকদেরও ঘিরে নিয়ে যাতায়াতে প্রতিবন্ধক তৈরীর জন্য নির্দেশ দিয়েছেন। পিন্টু অকপটে স্বীকারও করছেন মানুষের চলাচলের জন্য বিক্রি করা জমি দখলের বিষয়টি। মানুষের চলাচলের জন্য জমি ক্রেতা আইনজীবী খ. ম. ইমতিয়াজ বিন হারুনসহ (জুয়েল) মানুষ ওই পথ দিয়ে যাতায়াত করতে পারছেনা।

পৈত্রিক সুত্রে বাগানের মালিক মেহেরপুর জেলা শহরের ইমতিয়াজ বিন হারুন। নিজের বাগানে যাতায়াতের জন্য কোন রাস্তা ছিলো না। মাঠে যাতায়াতের এবং নিজের বাগানে যাতায়াতের জন্য গত ২৮ ফেব্রুয়ারি আতিকুর রহমান পিন্টু‘র কাছ থেকে ০.০৫৯৭ একর (প্রায় সাড়ে তিন শতক) জমি ৬লাখ টাকায় কিনে নেন ইমতিয়াজ । জমির দলিলও হয়েছে সাধারণের যাতায়াতের জন্য। ফলে ওই জায়গা দিয়ে এতদিন এলাকার মানুষ মাঠে চাষাবাদের জন্য যাতায়াত করতেন। বিক্রি করা জমি ঘিরে নেয়ার ফলে সাধারণ মানুষ মাঠে যাতায়াত করতে পারছেনা।

গতকাল শনিবার সরেজমিনে নতুন মডনাডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায় বিক্রি করা জমির পাশ দিয়ে খুঁটি পুতে তারের বেড়া দিয়ে ঘিরে নেয়া হয়েছে। মো. রতন নামের একজন জানান, ইমতিয়াজ বিন হারুনের কাছে মাস পাচেক আগে গ্রামের পিন্টু বিক্রি করে। হঠাৎ করে ঘিরে নেয়াতে বাগারমালিকসহ কেউ ওই পথ দিয়ে যাতায়াত করতে পারছে না।

গ্রামের ইব্রাহিম হোসেন, সুমন হোসেন, সাইফুল ইসলামও স্বীকার করেন জমির মালিক ইমতিয়াজের। তিনিই পিন্টুর সাথে জমি কিনে তাদের যাতায়াতের রাস্তা করে দিয়েছেন। চলাচলের রাস্তা ঘিরে নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিতে গ্রামের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।

ইমতিয়াজ বিন হারুন জানান, মাঠে চাষাবাদের কৃষক ও নিজের বাগানে যাতায়াতের জন্য পিন্টুর কাছ থেকে ০.০৫৯৭ একর জমি কিনে জনসাধারণের জন্য পথ করে দিয়েছি। হঠাৎ করে ওই রাস্তা ঘিরে নিয়ে মাঠ ও বাগানে যাতায়াত করা যাচ্ছেনা।

গ্রামের বাজারে নিজের হার্ডওয়ার ব্যবসা প্রতিষ্ঠানে পিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, ইমতিয়াজ তার কাছ থেকে জমি কিনে রাস্তা তৈরী করেছেন। এই জমি কেনার আগে একদিন জেলা শহরে ইমতিয়াজ আমাকে অপমান করেন। তার প্রতিশোধ নিতে জমি ঘিরে নিয়েছি। খোঁজ নিয়ে জানাগেছে পিন্টু গ্রাম বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।




দামুড়হুদা পুরাতন বাস্তপুর ঐতিহ্যবাহী গাদি খেলা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গাদি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৮ টি দল অংগ্রহন করেন। আজ শনিবার পুরাতন বাস্তবপুর গাদি একাদশ ক্লাবের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথম দিনের চারটি দল অংশগ্রহণ করেন কুষ্টিয়া কুমারখালী একাদশ, কুষ্টিয়া দৌলতপুর একাদশ, মেহেরপুর গাংনী একাদশ, পুরাতন বাস্তপুর একাদশ।

কুষ্টিয়া কুমারখালী একাদশ বনাম পুরাতন বাস্তপুর একাদশ ও কুষ্টিয়া দৌলতপুর একাদশ বনাম মেহেরপুর গাংনী একাদশ খেলা অনুষ্ঠিত হয়। উভয় দলকে হারিয়ে খেলার প্রথম রাউন্ডে কুষ্টিয়া দৌলতপুর একাদশ ও পুরাতন বাস্তবপুর একাদশ চ্যাম্পিয়ন হয়।

পুরাতন খেলা নতুন করে জাগ্রত হওয়ায় এলাকার আবালবৃদ্ধ সকলে খেলা দেখার জন্য ভিড় জমায়।গাদি খেলাটি পরিচালনা করেন আক্তারুজ্জামান লাভলু ও আবুল বাসার।




আলমডাঙ্গায় নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার ৪ দিনপর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আলমডাঙ্গায় নেশাদ্রব্য কেনার টাকা না দেওয়ায় ছেলে শিশির আহম্মেদের বিরুদ্ধে তার বাবা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত আব্দুস সোবহান একজন সাবেক নৌ বাহিনীর কর্মকর্তা ছিলেন। আজ শনিবার দুপুরে পৌর এলাকার থানাপাড়ার নিজ বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় আজ শনিবার দুুপুরে অভিযুক্ত শিশির আহম্মেদকে ও তার মা চায়না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। গত বুধবার রাতে পারিবারিক কোলাহলে জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছে।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুুপুরে নিহত আব্দুস সোবহান ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার ভাতা তোলেন। ওই দিন রাতেই তার ছেলের সাথে শিশিরের গোলোযোগ বাধে। পরে দিন বুধবার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলে দুজনের মধ্যে দিনভর হট্রগোল চলে। ওই দিন মাঝ রাতে আব্দুস সোবহানের আত্নচিৎকার শোনেন এলাকাবাসী। এরপর থেকে নিহত সোবহানকে বাইরে দেখেনি প্রতিবেশীরা। শনিবার দুপুরে বাড়ির দ্বিতল ভবন থেকে পচা গন্ধ বের হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

নিহতের ভাইয়ের মেয়ে গুলশান আরা বলেন, তার চাচা ভাই শিশির বখাটে ও নেশাগ্রস্থ ছিল। কোনো কাজকর্ম করত না। নেশার টাকা জোগাতে না পেয়ে তার বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তিনি চিকিৎসার অভাবে মারা গেলেও তার (চাচা) সোবহানের কেউ খোঁজখবর নেয়নি। পরে শনিবার দুপুরে পচা গন্ধ পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, প্রতিবেশীদের খবরে নিহতের বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোবহানের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।