পথশিশু – এস এ কাওছার

পথশিশু পথের ধারে
পড়ে আছে অকাতরে
শীতের সাথে যুদ্ধ করে
করছে জীবন পার!
পথশিশু হলো বলে
নাই কি অধিকার?

পথশিশু নাম দিয়েছে
এদের শুনি কে
জন্ম তাদের কে দিয়েছে
কোথায় গেলো সে?
অপরাধী তারা নাকি
সমাজপতি যারা
অবহেলায় তবে কেন
পথশিশুরা?

পথ থেকে এদের সরাতে
রাষ্ট্রের দায় নয়কি তাতে?
স্বাভাবিক জীবন ফিরিয়ে
দেবে এদের কারা!
বেঁচে থাকার অধিকার কি
পাবেনা তবে তাঁরা।




পকেটমার দলের সদস্য মোশাররফ করিম!

ক্যারিয়ারে কখনো চোর, কখনো মানবহিতৈষী, কখনো পাড়ার মাস্তান, কখনো বা বোকাসোকা মানুষ-এ রকম নানা চরিত্রে অভিনয় করে প্রশংসিত মোশাররফ করিম। এবার তিনি নাটকে ক্যানভাসার চরিত্রে হাজির হচ্ছেন। যেখানে তিনি আসলে পকেটমার গ্রুপের একজন সদস্য। নাটকের নাম ‘রঙিলা’। এটি পরিচালনা করেছেন যুবায়ের ইবনে বকর। প্রযোজনা করেছেন সিএমভি।

নাটকের গল্পে দেখা যাবে, দলের দুই সদস্যকে নিয়ে গ্রামে-গঞ্জে লায়লা নাচ-গানের পাশাপাশি বিভিন্ন পণ্য ফেরি করে বেড়ায় মোশাররফ। মূলত সে ক্যানভাসার। তার দলে একটি মেয়ে নাচে। সে ক্যানভাস করে, আরেকটি ছেলে উপস্থিত দর্শকদের পকেটমারায় ব্যস্ত থাকে। এভাবেই চলতে থাকে তাদের ব্যবসা। কিন্তু দলে বিভেদ তৈরি হয় নৃত্যশিল্পীকে নিয়ে। দলের সদস্য ক্যানভাসার ও পকেটমার দুজনেই মেয়েটিকে প্রেমিকা হিসাবে দাবি করে। এ নিয়ে তৈরি হয় ঝামেলা।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটির গল্প কৌতুকধর্মী হলেও বাস্তবে কিন্তু এ রকম ঘটনা হরহামেশাই ঘটে। মানুষকে ঠকিয়ে সব কেড়ে নিচ্ছে প্রতারকরা। সেটাই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। অভিনয় করে ভালো লেগেছে। আমার বিশ্বাস, দর্শকও নাটকটি দেখে সচেতন হবেন।’ নাটকটি শিগ্গির প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান। এদিকে মোশাররফ করিম বর্তমানে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে ব্যস্ত আছেন।




মেহেরপুরে জমি দখলকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন

মেহেরপুরের মল্লিক পাড়ায় জমি জবর দখলকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলনে করেছে সাইফুল ইসলাম ঘটন ও মেহেদী হাসান রোলেক্স ।

শনিবার সকালে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মল্লিক পাড়ায় এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম ঘটন বলেন আমার চাচাতো ভাই মোবিন উদ্দিন গতকাল সংবাদ সম্মেলনে আমাদের নামে ভিত্তিহীন অভিযোগ এনে আমাদের পরিবারের মান খুন্ন করেছে যা আমাদের জন্য দুঃখ জনক।

আমাদের নামে আইন অমান্য করার কথা বলেছে। চাচা আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে ১৪৫ ধারার জন্য মামলা করে। বিজ্ঞ আদালত ১১/০৯/ ২০২২ তারিখে মামলা খারিজ করে দেয়।

তিনি আরও বলেন চাচাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি জীবন নাশের হুমকি দেওয়া তো প্রশ্নই আসে না।

জমির জবর দখলের মূল ঘটনা হচ্ছে আমার পিতামৃত-এ কে এম সামসুজ্জোহা, চাচা আব্দুল মান্নান ও আব্দুল মজিদের সাথে ১৯৬৪ সালে বিনিময় দলিল করে দলিল নং-৫৭৩৪ আমার পিতা তাদের ৬ একর ৭৪ শতক নিজ নামীয় সম্পত্তি প্রদান করে বিপরীতে ৫৭৩৩ নং দলিলে তারা আমার পিতাকে ৬ একর ৯১ শতক জমি প্রদান করে। এর মধ্যে ২ একর ২৩ শতক জমি শরিক নাই আব্দুল মান্নানের। বলে আমার আব্বার সাথে প্রতারনা করে তিন শরীকের জমি প্রদান করে। ২ একর ২৩ শতক জমির মধ্যে ১ একর ৪৮ শতক জমি আমার পিতা বুঝিয়ে দেওয়া হয় নি। পরে চাচাকে উক্ত বিষয়ে বললে মৌখিকভাবে আমাদের জমি বুঝিয়া দিয়া দখল দেয়। সেই থেকে আমরা জমির ভোগ দখল করে আসছি। আমরা কোন জমি জবর দখল করি নাই। আমার পিতা ১৯৯৪ সালে মৃত্যুবরন করলে আমরা চাচার সাথে জমি রেজিষ্ট্রি চাইলে বিভিন্ন তাল বাহান শুরু করে। পরে ২০১৭ সালে আমরা বাধ্য হয়ে আদালতে মামলা করি মামলা নং-৩/১৭ যা এখনও চলমান। মামলা চলাকালীন চাচা ৪টি দলিলে আইন অমান্য করে জমি বিক্রয় করে দলিল নং-১১১৮/১৯, ১৬৭৪/১৯, ১৬৭৬/১৯, ১৬৭৭/১৯ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সামাজিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু আমার চাচা রাজি থাকলেও চাচাতো ভায়ের কারণে সমাধান হয়নি।

তিনি আরও বলেন গত বুধবার ১৮/০১/২০২৩ তারিখে আমার চাচাতো ভাই আমাদের নামে থানায় অভিযোগ করলে শনিবার ২১ জানুয়ারি ২০২৩ তারিখে থানায় বসার কথা থাকলেও আমরা হাজির হলে তারা মেহেরপুর সদর থানার ওসি তদন্তকে মুঠোফোনে জানায় তারা থানায় বসতে রাজি না।




কুষ্টিয়ায় জাগ্রত সাহিত্য পরিষদের আয়োজনে ‘সফল যারা কেমন তাঁরা’ আড্ডা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জাগ্রত সাহিত্য পরিষদের আয়োজনে সফল যারা কেমন তাঁরা শীর্ষক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি কনফারেন্স রুমে এ আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গুনী হতে কোন বয়স লাগে না। সমাজের জন্য কাজ করলেই কেবল গুনী হওয়া যায়। ‘যারা সমাজের জন্য, জাতির জন্য ও দেশের জন্য অবদান রাখেন, তাদের সম্মান করা, গুণিজনের সম্মান করাটাও আমি মনে করি আমাদের কর্তব্য।’ আজকের এই অনুষ্ঠানে অনেক গুনী ব্যাক্তিদের গল্প শুনে আমার অনেক ভালো লাগছে।

তিনি বলেন, মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়, তাই আমি মনে করি গুনি তো তারাই, যে পৃথিবী জয় করেছে সে কখনো কোন অযুহাত দেখায়নি। যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান করতে না পারলে সমাজে গুণী ব্যক্তির সৃষ্টি হয় না। মানুষকে সম্মান করতে পারলেই কেবল সম্মান পাওয়া যায়। তাই মানুষের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধাবোধ দেখাতেও অনুরোধ জানানো হয়।

তিনি বলেন, ব্যবসায়ীরা সেবা দেওয়ার মনোভাব নিয়ে হাসপাতাল তৈরী করে না। যদি তাই করতো তাহলে মানুষ সেখানে নির্বিঘ্নে সেবা পেতো। আমি চাই ধীরে ধীরে সেবার মনোভাব নিয়ে ব্যবসায়ীরা এগিয়ে আসুক। সাধারন মানুষের কল্যাণে কাজ করুক।

তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশটা আমার। আমি বাংলাদেশকে নিয়ে গর্ব করি। ‘আপনারা আজকে এখানে যারা বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। কারণ আপনারা সবাই নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, প্রতিটি ক্ষেত্রেই আপনাদের অবদান রয়েছে।’

জাগ্রত গ্রুপের চেয়ারম্যান জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম আরও বলেন, ‘এ দেশে চিন্তাবিদ, সাধক, দার্শনিকের জন্ম হয়েছে। গায়ক, কবিদের জন্ম হয়েছে; লোকসাহিত্যের জায়গা তৈরি হয়েছে। সৃজনশীল প্রতিভাব বিকাশে কাজ করছে জাগ্রত সাহিত্য পরিষদ। তাছাড়া ব্যবসায়ীদের কল্যাণে জাগ্রত ব্যবসায়ীসহ মানবিক কর্মকান্ড, রক্তদান কর্মসূচী, অনাহারীদের খাবার বিতরণ সহ অলাভজনক ৮ টি সেবার কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। আমরা আমাদের সীমিত সার্মথ্য দিয়ে কবি সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতির সামনে তুলে ধরতে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। আলোকিত দেশ গড়তে সবসময় আমরা এই জাগ্রত কাজ করে যাবে।

নজরুল একাডেমি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক এসএম জামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান, জাগ্রত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভালোবাসার কুষ্টিয়ার চেয়ারম্যান হাসান টুটুল, সুইমিং ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জাগ্রত ব্যবসায়ী জনতা কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক রাসেল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম, জাগ্রত সাহিত্য পরিষদের প্রচার সম্পাদক মেজবাহ উল আলম নাসিম প্রমুখ।

আড্ডায় অংশ নিয়ে জীবনের গল্প বলেন, রক্তযোদ্ধা সাদিক হাসান রহিদ, তিন প্রজন্মের নাট্যভিনেতা শাহীন সরকার, সফল ফ্রিল্যান্সার অনিক মাহমুদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান, দেশসেরা সাঁতারু আমীরুল ইসলাম, পশুপাখি প্রেমী শাহাবুদ্দিন মিলন, ,জেলার শ্রেষ্ঠ শিক্ষক নাদিরা খানম, জেলার শ্রেষ্ঠ জয়ীতা নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম, ক্যান্সার সোসাইটির ফরিদুল ইসলাম, গনহত্যা বিষয়ক গবেষক ইমাম মেহেদী ও সমাজকর্মী কারশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষা, সাহিত্যে, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।




আগামী বছর যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকা

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সম্মানের কোপা আমেরিকার পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে। যেখানে কনমেবল থেকে ১০টি ও কনকাকাফ অঞ্চল থেকে ৬টি দল অংশ নিবে।

উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান কনফেডারেশনের সর্বোচ্চ সংস্থা কনকাকাফের সঙ্গে মিলে আবারো যৌথভাবে দক্ষিণ আমেরিকান অঞ্চলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এই কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের নতুন বিভিন্ন সমঝোতার অংশ হিসেবে যৌথ আয়োজনের এই ঘোষণা দেওয়া হয়েছে। কোপা আমেরিকা ছাড়াও ক্লাব ও নারী ফুটবলেও এই দুই অঞ্চলের মধ্যে যৌথ বেশ কিছু টুর্নামেন্ট আয়োজন করা হবে।

কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিনগুয়েজ জানিয়েছেন, দুটি সংস্থাই চাইছে আরো বেশি ও ভাল প্রতিযোগিতার আয়োজন করতে যাতে করে কার্যত ফুটবলের মান ও শক্তি দুটোই বৃদ্ধি পাবে। উভয় ফেডারেশনেরই বিশ্বজুড়ে জনপ্রিয়তা রয়েছে। কিন্তু যৌথভাবে সবকিছু হলে এর থেকে আরো ভাল কিছু পাওয়া সম্ভব।

কনকাকাফের তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজিত হবে। দুই বছর আগে ১৬ দলের অংশগ্রহণে কোপা আমেরিকা আয়োজন নিঃসন্দেহে সমর্থক ও আয়োজকদের জন্য একটি এসিড টেস্ট হিসেবে গণ্য হবে। এছাড়া ২০২৪ সালের কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় বিশ্বকাপের আয়োজক তিনটি দেশই প্রস্তুতিমূলক টুর্ণামেন্টের সুযোগ পাচ্ছে।

এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ আয়োজনটি যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছিল যেখানে কনকাকাফ’র দেশগুলো অংশ নিয়েছিল। আগামী বছরের কোপা আমেরিকার জন্য কনকাকাফ অঞ্চলের ৬টি দেশ ২০২৩/২৪ কনকাকাফ নেশন্স লিগ প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে বাছাই করা হবে। এই আয়োজনটি মূলত ইকুয়েডরের আয়োজিত হবার কথা থাকলেও তারা টুর্নামেন্ট আয়োজনে অপরাগতা জানায়।

কনকাকাফ আরো জানিয়েছে, আগামী বছর তারা ‘ফাইনাল ফোর’ আদলে একটি প্রতিযোগিতার আয়োজন করবে যেখানে দুই অঞ্চলের শীর্ষ চারটি ক্লাব অংশ নিবে। এই চারটি ক্লাব চলমান কনমেবল ও কনকাকাফ ক্লাব প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হবে।

সূত্র: ইত্তেফাক




দায়িত্ব হারালেন নেপালের উপপ্রধানমন্ত্রী

নাগরিকত্ব আইন ভঙ্গ করায় নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিচানেকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) এই নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৪৮ বছর বয়সী রবি লামিচানে নেপালের নতুন সরকারের উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পদ থেকে অপসারিত হয়েছেন রবি লামিচানে।

নাগরিকত্ব আইন ভঙ্গ করায় নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিচানেকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

নাগরিকত্ব আইন ভঙ্গ করায় নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিচানেকে সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

গত ২৬ ডিসেম্বর নেপালের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এর ঠিক মাসখানেকের মাথায় তার বিরুদ্ধে এমন রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। রবি লামিচানে নেপালের এক সময়ের জনপ্রিয় টিভি উপস্থাপক।

টেলিভিশনে সম্প্রচারিত একটি সরাসরি অনুষ্ঠান টানা ৬২ ঘণ্টা উপস্থাপনা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল তার। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানেই বসবাস করতেন। পরবর্তী সময়ে দেশে ফিরে নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতিতে সক্রিয় হন।

রবি লামিচানে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা। গত বছরের জুনে রাজনৈতিক এই দল গঠন করা হয়। এবারের নির্বাচনে দলটি ১৯টি আসনে জয় পেয়েছে। গত বছরের ডিসেম্বরে নেপালে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জোট সরকার গঠন করা হয়, তাতে যোগ দেয় দলটি।

প্রধানমন্ত্রী হন দেশটির বর্ষীয়ান রাজনীতিক পুষ্পকমল দহল প্রচণ্ড। উপপ্রধানমন্ত্রী পদে বসেন রবি লামিচানে। এক সময় রবি দেশ ছেড়ে স্থায়ী বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছিলেন। যদিও ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন।

পরবর্তী সময়ে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে রবি যথাযথ প্রক্রিয়া মানেননি। দেশে ফেরার পর তিনি নেপালের নাগরিকত্বের জন্য পুনরায় আবেদন করেননি। তাই তার নেপালি নাগরিকত্বের বৈধতা নেই। নেপাল দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। এ পরিস্থিতিতে তার নির্বাচনে অংশ নেওয়া, গুরুত্বপূর্ণ সরকারি পদে বসা বৈধ হয়নি।
সূত্র: ইত্তেফাক




সৌদিতে গাংনীর সহড়াতলা গ্রামের সোহেলের মৃত্যু

সৌদি আরবের দাম্মাম শহরে নিজ ভাড়াকৃত বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের সোহেল আহমেদ (৩০)।

গত শুক্রবার দুপুরে তিনি মারা যান। প্রবাসি সোহেল আহমেদ সহড়াতলা গ্রামের ইয়াসিন আলী কবিরাজের ছেলে।

সোহেলের প্রতিবেশী সাহাবাজ আলী জানান, প্রায় ৮ মাস আগে সৌদি আরবে যান সোহেল। সৌদির আরবের দাম্মাম শহরে বিল্ডিংয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

সোহেলের ভাই তরিকুল ইসলাম বলেন, আগের দিন বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজনের সাথে মোবাইল ফোনে কথা হয় সোহেলের। তখন কেউ বুঝতে পারেনি সোহেল অসুস্থ। সে সময় তার একমাত্র সোহানাসহ বৃদ্ধ বাবা মায়েরও খোজ নেয়। পরদিন দুপুরের পরে ভাইয়ের সহকর্মীদের একজন মৃত্যুর সংবাদ জানায়। তিনি আরো বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাসসহ সংশ্লিষ্ট বিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।




স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাডেটদের সুনাগরিক হয়ে গড়ে ওঠতে হবে

আগামী ৪১’ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব।

বর্তমান সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সেগুলো হল স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি।

বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ এই ক্যাডেটদেরকে সৈনিক হিসেবে উল্লেখ করে সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তোমাদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।’

এছাড়া ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠানে ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে ডিজিটাল বাংলাদেশের বদলে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আহবান জানান সেনাবাহিনী প্রধান। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন (জেক্সকা) এর আয়োজনে তিনদিন ব্যাপি এ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল এসএম রাকিব ইবনে রেজওয়ানের সভাপতিত্বে সেনা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর পরিবারবর্গ অংশ নেয়। প্রধান অতিথি বৃক্ষরোপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বর্তমান শিক্ষার্থীরা গার্ড অব অনার প্রদান করেন। পরে কুচকাওয়াজ প্রদর্শন করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। ১৩তম পুনর্মিলনীর বিশালাকার কেক কাটেন প্রধান অতিথি।

ঝিনাইদহ ক্যাডেটের প্রাক্তন শিক্ষার্থী সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন তার বক্তব্যে কলেজ জীবনের স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতাকামী দামাল ছেলেরা যুদ্ধে ঝাপিয়ে পড়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও তিন লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বহু প্রতিক্ষিত স্বাধীনতা ছিনিয়ে আনে। ডিজিটাল বাংলাদেশ নয়, এখন থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি ক্যাডেট কে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার উদাত্ত আহবান জানান। তিনদিনব্যাপী এ অনুষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




মে‌হেরপু‌রে জমি দখলের অভিযোগে রোলেক্স গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে‌হেরপু‌রে আদালত অবমাননা করে জমি দখলের প্রতিবাদ ও বিচারের দাবিতে রোলেক্স গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে‌ছে ভুক্ত‌ভোগীরা।

শুক্রবার সকালে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড মল্লিক পাড়ায় এই সংবাদ সম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্ত‌ভোগী আব্দুল মান্নানের পুত্র মোঃ মোবিন উদ্দিন বলেন, মল্লিক পাড়ায় আমাদের নিজস্ব জমি । যার আর এস দাগ নাম্বার ৫০২৯, জমির পরিমাণ ১ একর ৪৭ শতক বর্তমান বাংলা সাল ১৪২৯ ও ইংরেজি ২০২৩ সাল হালনাগাদ পর্যন্ত খাজনা পরিষদ করে ভোগ দখল করে আসছি। আমার পিতার সৎ ভাইয়ের ছেলে মেহেদী হাসান রোলেক্স, সাইফুল ইসলাম ঘটন ও আলঙ্গীর হোসেন নান্নু জোরপূর্বক আইনের তোয়াক্কা না করে আদালতকে অবমাননা করে ভূমিদস্যু স্টাইলে আমাদের ন্যায্য জমি জোরপূর্বক দখল এবং বিক্রয় করার চেষ্টা করে যাচ্ছে। দাদা মরহুম মুনসি মোহর আলী তিনি আমার পিতা সহ সকল অংশীদারদের জমি বন্টন করে দেন। জমি বন্টনের পর সৎ চাচা মৃত সামসুজ্জোহা এবং আমার দাদা ১৫ বছর জীবিত ছিল সেই সময় আমার পিতা সহ অন্য চাচা ও তার শরীরে কেউ এই নিয়ে অভিযোগ আপত্তি করেনি। ন্যায্য তার ভিত্তিতে সকলে যে যার জমি ভোগ দখল করে আসছিল অথচ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আমার পিতার সৎ ভাইয়ের ছেলে মেহেদী হাসান রোলেক্স, সাইফুল ইসলাম ঘটন ও আলম হোসেন নান্নু ভূমি দস্যুর স্টাইলে আইন আদালতকে অবমাননা করে আমার পিতা-মাতা সহ আমার পরিবারকে জীবন নাশের হুমকি দিয়ে ন্যায্য সম্পত্তি জোরপূর্বক দখল ও বিক্রয়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমি ও আমার পিতা মাতা আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে আইন আদালত থানা নিরাপত্তা প্রার্থনা সহ ন্যায্য বিচার প্রার্থনা করি তখন আদালত উভয় পক্ষের অভিযোগ শুনানির পর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে যেতে নিষেধ করে আদেশ দেন। এ সত্ত্বেও থানা ও আদালতকে অবমাননা করে বারবার ন্যায্য জমি দখলের অপচেষ্টা অব্যাহত রেখেছে। ন্যায্য কাগজ যার জমি হবে তার কথা থাকলেও এখন আমার পুরো পরিবার অত্যান্ত আতঙ্কগ্রস্থ জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এবং জমি রক্ষা করতে আদালত ও থানার দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে।




দামুড়হুদা জুড়ানপুর বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” তথ্য দিন সেবা নিন, এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার আয়োজনে বিষ্ণুপুর দক্ষিণপাড়া সাবেক ইউপি সদস্য দেলোয়ারা খাতুন এর বসতবাড়ির উঠানে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জুড়ানপুর বিট পুলিশিং ইনচার্জ এসআই মারজান এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য আল মাহমুদ আসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য দেলোয়ারা খাতুন, নুরুল ইসলাম প্রমুখ। এ সময় গ্রামের প্রায় শতাধিক মহিলাদের নিয়ে এই উঠান বৈঠকে বাল্যবিবাহ, চুরি, ইভটিজিং, মাদক, মেয়ে ছেলের প্রেমঘটিত পলায়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, একে অপরের প্রতি স্মমান, স্নেহ প্রদর্শন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন করা,বিট অফিসার ও থানা পুলিশকে যেকোনো সময়ে যেকোন সমস্যায় অবহিত করার জন্য বলা হয়।