মেহেরপুর জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা

আজ মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত মর্যাদার বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করেছিলো মেহেরপুর জেলা প্রেস ক্লাব।

জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ কাশারি বাজারস্থ জেলা প্রেস ক্লাব কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

চিত্রাঙ্কন প্রতিযোগীতায় মেহেরপুর শহরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২ জন শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগীতায় রেজিস্ট্রেশন করেছে। আজ শুক্রবার সকাল ১০টায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতা শেষে দুপুর ১২ টায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে। মেহেরপুর পৌর মেয়র মাহফজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দিবেন।

প্রতিযোগীতায় অংশগ্রহণকারীরা হলো-বি.এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আছিয়া খাতুন, রওজাতুল ফেরদৌস রাইয়া, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ফাবিহা রহমান মাহি, নাফিসা তাবাসুম মালিহা, মিশন প্রাথমিক বিদ্যালয়ের মোহনা ফেরদৌস, মেহেজাবিন তৌফিক, এস এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আরিবা ফাইরুজ ওহী, অনন্যা ইসলাম, হাজী গোলাম কাওছার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর মুনতাসির সাইফ, আনিকা ইবনাত জেবা ও অক্সফোর্ড কিন্ডার গার্টেনের ঋষিকেশ সরকার দিব্য ও মেধা বিনতে মাহামুদ।

জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুসহ প্রেস ক্লাবের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানাবেন।




দর্শনার ধান্যঘরায় গলায় ফাঁস দিয়ে যুবকরে আত্ম*হত্যা

দামুড়হুদা উপজলোর দর্শনা থানার ধান্যঘরায় ঘররের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মলিন হোসেন (৩৫) নামের ভারসাম্য হীন এক যুবক।

সে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিউনের ধান্যঘরা গ্রামের মাঝপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ ঘররের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

মলিন হোসেন র্দীঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা  করার পরও উন্নতি না হওয়ার কারণে এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় দর্শনা থানার ওসি তদন্ত আমানউল্লা আমান ঘটনাস্থল পরির্দশন করে তিনি বলেন, র্দীঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো বৃহস্পতিবার সকালে সবার অজান্তে নিজ ঘররের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে ।

এ বিষয়ে দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




মেহেরপুরে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা অনুষ্ঠান

মেহেরপুরের এসএসসি ২০২২ ব্যাচের ১৬জন কৃতি শিক্ষাথীকে সংবর্ধনা প্রদান করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। গাংনীর ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিজন কৃতি শিক্ষার্থীকে একটি করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহাম্মদ রোকনুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়্যারম্যান আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন শানঘাট-চাঁন্দামারী মাধ্যমিক বিদ্যালের প্রধান শিক্ষক আসাদুল আজাদ, রাইপুর মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর এরিয়া ম্যানেজার এএসএম কামাল হোসেন।

এসময় বিদ্যালেরর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




একাধিক পদে নিয়োগ দেবে এনটিভি

একাধিক পদে নিয়োগ দেবে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি)। প্রতিষ্ঠানটিতে তিনটি বিভাগের মোট আটটি পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

সিনিয়র নিউজরুম এডিটর ও নিউজরুম এডিটর (অনলাইন)

এনটিভির অনলাইন বিভাগের নিউজডেস্কে সিনিয়র নিউজরুম এডিটর ও নিউজরুম এডিটর পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী যেকোনো বাংলাদেশি নাগরিক আবেদনের যোগ্য বিবেচিত হবেন। স্বনামধন্য কোনো সংবাদ মাধ্যমে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন যেকোনো সাংবাদিক এই পদে আবেদন করতে পারবেন। তবে অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত সংবাদিকেরা এক্ষেত্রে প্রাধান্য পাবেন।

চাপের মুখে কাজ করার মানসিকতা, ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সংবাদ যাচাই-বাছাই ও সম্পাদন করে তা প্রকাশ উপযোগী করার দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অফিস অ্যাপ্লিকেশনের পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইটিংয়ে দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর। আগ্রহীরা আগামী ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে jobs.ntv@gmail.com এই ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞাপ্তি দেখতে নিচে সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখুন।

গ্রাফিক ডিজাইনার (টেলিভিশন)

এনটিভির গ্রাফিক বিভাগে গ্রাফিক ডিজাইনার পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইন বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। চারুকলা বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। যেকোনো টেলিভিশনে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে। প্রার্থীকে স্মার্ট হতে হবে ও সুন্দর আচরণের ও মানসিকতার অধিকারী হতে হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী যে কোন বাংলাদেশি এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে jobs.ntv@gmail.com এই ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞাপ্তি দেখতে নিচে সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখুন।

সিনিয়র এক্সিকিউটিভ (অনলাইন)

এনটিভির অনলাইন বিভাগের ভিডিও মনেটাইজেশন সেকশনে সিনিয়র এক্সিকিউটিভ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী যেকোনো বাংলাদেশি নাগরিক আবেদনের যোগ্য বিবেচিত হবেন। স্বনামধন্য কোনো টেলিভিশন বা অনলাইন প্ল্যাটফর্মে ৩ থেকে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীকে দেশি এবং আন্তর্জাতিক ট্রেন্ডিং খবর ও বিনোদন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ইউটিউব ও ফেসবুকের পলিসি সম্পর্কে আপডেট থাকতে হবে। এছাড়া ফটো ও ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের অফিস অ্যাপ্লিকেশনের পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইটিংয়ে দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। আগ্রহীরা আগামী ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে jobs.ntv@gmail.com এই ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞাপ্তি দেখতে নিচে সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখুন।

নিউজরুম এডিটর (ফিচার, অনলাইন)

এনটিভির অনলাইন বিভাগের ফিচারডেস্কে নিউজরুম এডিটর পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী যেকোনো বাংলাদেশি নাগরিক আবেদনের যোগ্য বিবেচিত হবেন। স্বনামধন্য কোনো সংবাদ মাধ্যমে তিন বছর কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন যেকোনো সাংবাদিক এই পদে আবেদন করতে পারবেন। তবে অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত সংবাদিকেরা এক্ষেত্রে প্রাধান্য পাবেন।

চাপের মুখে কাজ করার মানসিকতা, ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সংবাদ যাচাই-বাছাই ও সম্পাদন করে তা প্রকাশ উপযোগী করার দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অফিস অ্যাপ্লিকেশনের পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। আগ্রহীরা আগামী ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে jobs.ntv@gmail.com এই ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞাপ্তি দেখতে নিচে সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখুন।

নিউজরুম এডিটর (স্পোর্টস, অনলাইন) 

এনটিভির অনলাইন বিভাগের স্পোর্টস সেকশনে নিউজরুম এডিটর পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী যেকোনো বাংলাদেশি নাগরিক আবেদনের যোগ্য বিবেচিত হবেন। স্বনামধন্য কোনো সংবাদ মাধ্যমের স্পোর্টস বিভাগে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত সংবাদিকেরা এক্ষেত্রে প্রাধান্য পাবেন। আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবল, ক্রিকেটসহ খেলাধুলা সম্পর্কে সামগ্রিক ধারণা থাকতে হবে।

চাপের মুখে কাজ করার মানসিকতা, ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সংবাদ যাচাই-বাছাই ও সম্পাদন করে তা প্রকাশ উপযোগী করার দক্ষতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অফিস অ্যাপ্লিকেশনের পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। আগ্রহীরা আগামী ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে jobs.ntv@gmail.com এই ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞাপ্তি দেখতে নিচে সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখুন।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার (এনটিভি)

এনটিভির ব্রডকাস্ট বিভাগে  ব্রডকাস্ট   ইঞ্জিনিয়ার  একজনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীদের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা টেলিকমিউনিকেশন বিষয়ে  বিএসসি ডিগ্রিধারী হতে হবে। যেকোনো টেলিভিশনের সংশ্লিষ্ট বিভাগে চার থেকে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে। টিমের সঙ্গে একসঙ্গে কাজ করার মানসিকতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে স্মার্ট হতে হবে ও সুন্দর আচরণ ও মানসিক গুণের অধিকারী হতে হবে। বিশেষক্ষেত্রে প্রয়োজনে দীর্ঘ সময় কাজ করার মানসিকতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।আগ্রহীরা আগামী ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে jobs.ntv@gmail.com এই ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞাপ্তি দেখতে নিচে সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখুন।

এক্সিকিউটিভ (ফাইন্যান্স, এনটিভি)

এনটিভির ফাইন্যান্স বিভাগে এক্সিকিউটিভ পদে একজনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর ন্যূনতম দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিএ (আংশিক) সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

প্রার্থীকে অফিস অ্যাপ্লিকেশনের পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে। চাপের মধ্যে এবং অফিসের প্রয়োজনে দীর্ঘ সময় কাজ করার মানসিকতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩৩ বছর বয়সী যে কেউ এ পদে আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে jobs.ntv@gmail.com এই ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞাপ্তি দেখতে নিচে সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখুন।

জুনিয়র এক্সিকিউটিভ (অনলাইন)

এনটিভির অনলাইন বিভাগের স্যোশাল মিডিয়া সেকশনে জুনিয়র এক্সিকিউটিভ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেকোনো টেলিভিশন বা অনলাইন প্ল্যাটফর্মে প্রার্থীর দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ ও টাইপিংয়ে এ দক্ষ হতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সী যে কেউ এ পদে আবেদন করতে পারবেন।

প্রার্থীকে দেশি এবং আন্তর্জাতিক ট্রেন্ডিং খবর ও বিনোদন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ইউটিউব ও ফেসবুকের পলিসি সম্পর্কে আপডেট থাকতে হবে। এছাড়া ফটো ও ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। আগ্রহীরা আগামী ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে jobs.ntv@gmail.com এই ইমেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞাপ্তি দেখতে নিচে সংযুক্ত পিডিএফ ফাইলটি দেখুন।

আগামী ১ জানুয়ারি ২০২৩-এর মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।




কোটচাঁদপুরে মিথ্যা মামলা থেকে অব্যহতি চান ভুক্তভোগী পিতা-পুত্র

পিতা-পুত্রের নামে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে জামাল হোসেনের বিরুদ্ধে। সে কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের নিকট ভুক্তভোগী পরিবারটি এ মিথ্যা ও হয়রানি মূলক মামলা থেকে অব্যহতি ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

রাঙ্গীয়ারপোতা গ্রামের হাবিবুর রহমান বলেন, জমিটা আলমগীরের কোন কাজে লাগতো না। এ কারনে এতদিন পড়েছিল। ওই সুযোগে তারা জমির মাঝ দিয়ে রাস্তা বানিয়ে ব্যবহার করছিল। এখন তাঁর কাজে লাগছে। এ কারনে জমিটি ঘিরে দিয়েছেন আলমগীর। আর ওই জমিটির উপর দিয়ে কোন সরকারি রাস্তা কোনদিনও ছিল না। আমার জানা মতে তাদের সঙ্গে রাস্তা দেবার জন্য প্রতিশ্রুতিও ছিল না। জামাল হোসেন, আলমগীর ও তার ছেলের নামে মিথ্যা মামলা করে শুধুই হয়রানি করছেন।
ওই গ্রামের আব্দুল হালিম বলেন,জামাল হোসেন, আলমগীরদের কিছুই হয় না। জামাল কুমিল্লার মানুষ। সে এখানে এসে বাড়ি বেধে বসবাস করছেন। আর আলমগীর হোসেন এখনকার বসতি মানুষ। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। এ ছাড়া জামাল হোসেন তাদের কোন শরিকও না।

তিনি বলেন, জামাল হোসেন, যে রাস্তার জন্য আদালতে মামলা করেছেন। তিনি নিজেই প্রাচীর নির্মান করে ওই রাস্তা আগেই বন্ধ করেছেন। এখন সে অন্যের জমির উপর দিয়ে রাস্তা বানাতে আদালতে মিথ্যা মামলা করে তাদের শুধুমাত্র হয়রানিই করছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, জামাল হোসেন, বিল্লাল হোসেন ও মিজানুর রহমান একই পরিবারের তিন ভাই। তারা উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে মৃত সৈয়দ আলীর ছেলে। ওই তিন ভাই আমার কেনা জমির মাঝ দিয়ে চলাচলের রাস্তা দাবি করে আসছিল।

আমি ওই জমির পাশ দিয়ে, তাদের চলাচলের রাস্তা দিতে রাজি হই। এরপরও তারা কোন কথা না শুনে গায়ের জোরে ওই জমির মাঝ দিয়ে চলাচল করতে থাকে।

আমি কোন উপায় না পেয়ে রাস্তা বন্ধ করতে বাধ্য হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আদালতে আমার ও আমার ছেলের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। যাতে করে সামাজিক ভাবে আমাদের সম্মানের হানি ঘটেছে।

জামাল হোসেন মামলায় বলেছেন, আর এস ৮৫ নং খতিয়ানের আর এস ১৩০৭ নং দাগের রাস্তার সমপরিমাণ জমি বিনিময় করিয়া ব্যবহার করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। তাদের সঙ্গে এমন কোন চুক্তি আমার সঙ্গে আদৌও ছিল না। যা আমি আদালতের নৌটিশের জবাবে আগেই বলেছি। এ ছাড়া তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা কোনটাই সত্য নয়।

এ সব তারা আমাকে হয়রানি করার জন্য করেছেন। বিষয়টির আমি সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তব্যক্তিদের আশুহস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত জামাল হোসেন বলেন,ওই রাস্তা সমপরিমাণ জমি আমরা তাকে দিয়ে চলাচল করতাম আগে থেকে। এখন আলমগীর হোসেন আর দিতে চাচ্ছেন না। অনেকবার রাস্তা নিয়ে ওনার সঙ্গে কথা বলা হয়েছে। ওনি রাজি না হওয়ায় আমরা বাধ্য হয়ে আদালতের শরাপন্ন হয়েছি।

এ ব্যাপারে এলাঙ্গী ইউনিয়ন ভুমি অফিসের তহসিলদার শরিফুল ইসলাম বলেন,ওই সংক্রান্ত একটা রিপোর্ট দিয়ে ছিলাম। বেশ কিছু দিন হয়ে গেছে। আমার ঠিক মনে পড়ছে না,কি দিয়ে ছিলাম।




অবশেষে ‘কারাগার টু’ মুক্তি!

চলতি বছর দারুণ প্রশংসিত হয় সৈয়দ আহমেদ শাওকী নির্মিত এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘কারাগার’ ওয়েব সিরিজটি। যার ধারাহিকতায় নির্মাতা শাওকী সিরিজটির দ্বিতীয় পর্ব নির্মাণ করেছেন। যেখানে আগের পর্বের মতোই নানা চমকের আভাস পাওয়া গেছে।

সিরিজটির ট্রেলারে চঞ্চল, আফজাল হোসেন, ইন্তেখাব দিনারের চরিত্রগুলোর রহস্য আরও দানা বেঁধেছে। অনেকেই ভেবেছিলেন প্রথম পর্বের রহস্যের জট হয়তো নির্মাতা দ্বিতীয় পর্বে খোলাসা করবেন। কিন্তু ট্রেলার এরইমধ্যে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছে। ফলে সিরিজটি ঘিরে দর্শকদের কৌতুহল আরও কয়েকগুণ বেড়েছে এটা বলা অবকাশ রাখে না। তবে এমন জল্পনা-কল্পনার মাঝে সিরিজটির মুক্তি কয়েকদিন পেছানোও দর্শকদের অপেক্ষার প্রহরও বেড়েছিল। কথা ছিল গত ১৫ ডিসেম্বর হইচইয়ে মুক্তি পাবে ‘কারাগার টু’। তবে বিশ্বকাপের উন্মাদনা চলায় সেই তারিখটি পিছিয়েছিলেন নির্মাতা শাওকী। ৭ দিন পিয়িছে সেটা ২২ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

সে সময় শাওকী বলেন, ‘আমরা জানি সবাই সিরিজটির জন্য অপেক্ষা করছেন। নির্ধারিত সময়ে মুক্তির পরিকল্পনাও আমাদের ছিল। কিন্তু আমরা আসলে বিশ্বকাপের উন্মাদনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত।’ যদিও মুক্তির তারিখ পেছানো নিয়ে অনেকটাই মন খারাপ ছিল অভিনেতা চঞ্চলের।

তিনি বলেছিলেন, ‘বিশ্বকাপ ফুটবলের কারণে কারাগার পার্ট টু আসছে এক সপ্তাহ পর, ২২ ডিসেম্বর, শুধুমাত্র হইচইতে। তবে এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ তবে অবশেষে সকলের মন আজ ভালো করে দিতে মুক্তি পাচ্ছে ‘কারাগার টু’।

জানা গেছে, আগের পর্বের চেয়ে এই পর্বে আরও বেশি রহস্য থাকছে। সিরিজটির প্রথম পর্বে রহস্যময় এক কয়েদির চরিত্রে দেখা গেছে চঞ্চলকে। হঠাত্ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি। যিনি কি-না বোবা এবং বধির।

ইশারা ভাষায় মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।

সেই গল্পটি এবারের পর্বে কোনদিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। সিরিজটিতে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ছাড়া আরও অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।
সূত্র: ইত্তেফাক




কোটচাঁদপুর মনিরুলের কাঠের তৈরী শিল্পকর্ম

প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মনের ভিতরের ছবি গুলো কাঠের মাধ্যমে গড়ে চলেছেন কাজী মনিরুল ইসলাম। তিনি আপন মনে এ শিল্পকর্মটি করছেন কোটচাঁদপুরের খন্দকারপাড়ার নিজ বাড়িতেই।গড়েছেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিল্পকর্ম। এর মধ্যে কয়েকটি শেষ হলেও চলমান রয়েছে বেশ কয়েকটি। মুক্তিযোদ্ধার উপর গড়া কাঠের শিল্পকর্মটি সুযোগ হলে মুক্তিযোদ্ধা যাদু ঘরে দেবার ইচ্ছা আছে জানিয়েছেন ওইশিল্পী।

জানা যায়, গরুর ফার্ম,তেলের ব্যবসা সহ বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন কাজী মনিরুল ইসলাম। করোনা মহামারিতে ব্যবসা ভাল হচ্ছিল না। প্রায় লোকসান হচ্ছিল। এ কারনে অবসরে যাবার পরের কাজটি শুরু করেছেন তিনি। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও, মনের ভিতরের ছবিগুলো কাঠের মধ্যে ফুটিয়ে তুলতে শুরু করেছেন তিনি। আর এ কাজটি করছেন নিজ বাড়িতেই কাঠ দিয়ে গড়া ছোট একটি ঘরে।

ইতোমধ্যে তিনি কয়েকটি শিল্পকর্ম শেষ করেছেন। যা মানুষের মনে অনেকটা জায়গা করে নিয়েছেন। এর মধ্যে রয়েছে,মাঠ থেকে খেজুরের রস সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন গাছি,ঈগল পাখি,বগ পাখি। চলমান রয়েছে আরো বেশ কয়েকটি শিল্প কর্ম। যার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা নিয়ে একটি বড় শিল্পকর্ম।

তিনি বলেন, সব কিছু একটা ছক ছিল আমার। জীবনের একটা সময় আমি অবসরে যাব। ওই সময় এ কাজগুলো করব। তবে করোনার কারনে একটু এলোমেলো হয়ে গেছে। অবসরের আগেই জীবনে অবসর চলে এসেছে।

তিনি বলেন,আমি শারিরীক ভাবে একটু অসুস্থ্য। এ কারনে করোনার ভিতর বাইরে যায় না। এ ছাড়া শিল্প কর্ম আমার ভিতরে ছোট বেলা থেকে ছিল। সেটাই করার চেষ্টা করছি। কাজ করে যাচ্ছি,যদি ভাল কিছু করতে পারি। তাহলে তো একটা ভাল কিছু আশা করতেই পারি।

এ শিল্প কর্মগুলোর মধ্যে মুক্তিযোদ্ধার উপর গড়া শিল্পকর্মটি সুযোগ হলে ঢাকা মুক্তিযোদ্ধা যাদু ঘরে দেবার ইচ্ছা রয়েছে আমার।

ঝিনু জানান,অনেক আগে থেকে ফলের বাগানের প্রতি আমার আগ্রহ বেশি। এ কারনে আম আর লিচুর বাগান আছে ৩০ বিঘা। যা থেকে চলে আমার জীবিকা। শিল্পকর্ম নিয়ে তিনি বলেন,এ কাজগুলো করতে কিছু কাঠ বাজার থেকে সংগ্রহ করতে হয়েছে। আর কিছু কাঠ আমার বাগান থেকে কাটা হয়েছে। একটা শিল্প কর্ম শেষ করতে প্রায় ৫/৭ হাজার টাকার ব্যয় হয়েছে।




গেজেট আর স্বাধীনতা সড়কেই সীমাবদ্ধ মুজিবনগর স্থলবন্দর

১৯৯৬ থেকে ২০২২। মধ্যে চলে গেছে ২৭ বছর। এই ২৭ বছর বিভিন্ন বিভাগের চিঠি চালাচালি আর দুবার গেজেট প্রকাশেই মেহেরপুরের স্থলবন্দর কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে। ১৯৯৬ সালে মেহেরপুরের বুড়িপোতা এবং ২০২২ এ মুজিবনগর স্থলবন্দর হিসেবে গেজেট প্রকাশিত হয়।

মুজিবনগর স্থলবন্দরের গেজেট প্রকাশ হলেও অবকাঠামো নির্মাণ, জমি অধিগ্রহণ কোনটিই বাস্তবে রুপ পায়নি। ওপারে ভারতের পশ্চিমবঙ্গের নদীয় জেলার চাপড়া থানাধীন হৃদয়পুরেও স্থলবন্ধর বাস্তবায়নে তেমন কোন অগ্রগতি নেই বলে জানা গেছে।

মেহেরপুরের মুজিবনগরের ঐতিহাসিক স্বাধীনতা সড়কে মুজিবনগর স্থলবন্দর নির্মাণের গেজেট প্রকাশ করেছে এনবিআর। তার সময়ও ১০ মাস পেরিয়ে যাচ্ছে। এর আগে মুজিবনগর বিজিবি ক্যাম্প সংলগ্ন মোড় থেকে ভারতের শুণ্য রেখা পর্যন্ত ৫০৪ মিটার সড়ক নির্মান সম্পন্ন হয়েছে। যে সড়কের নামকরণ করা হয়েছে ‘স্বাধীনতা সড়ক’। এছাড়া স্থলবন্দর বাস্তবায়নের যে অবকাঠামো, জমি অধিগ্রহণ তার কোনটিই এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।

স্বাধীনতা সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগরে বিভিন্ন সময়ে পরিদর্শনে আসেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, রাজনৈতিক শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। এসেছেন ভারতীয় হাইকমিশনের রাজশাহী অঞ্চলের দূতাবাস প্রধানও। প্রতিবারই সরকারের বিভিন্ন মন্ত্রী ও উর্ধতন কর্মকর্তারা স্থলবন্দর বাস্তবায়নের আশ্বাস দিয়ে যান।

সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, অচিরেই স্থল বন্দরের সকল কাজ শুরু হবে বলে জানিয়েছেন। এনিয়ে নতুন করে স্থলবন্দর আলোচনায় আসে।

জানা গেছে, ২০১৪ সালের ২৯ মার্চ মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখপাত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এম এ এস ইমনের নেতৃত্বে মেহেরপুর শহরে চার কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়।

পরে ১২ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এছাড়াও স্থলবন্দর বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচী করতে দেখা গেছে।

জানা গেছে, ১৯৯৬ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্ভাব্যতা যাচাই শেষে মেহেরপুরের বুড়িপোতায় স্থলবন্দর স্থাপনের সিদ্ধান্ত নেয়। পরে তা প্রজ্ঞাপন আকারে ২৮ জুলাই গেজেট প্রকাশ করা হয়।

এরপর ২০০১ সালে তৎকালীন খুলনা বিভাগীয় কমিশনার মেহেরপুরের বুড়িপোতায় স্থলবন্দর স্থাপনের যৌক্তিকতা তুলে ধরে ওই বছরের ১০ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে একটি পত্র পাঠান। এরপর এনবিআর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক চিঠি চালাচালি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে এসে স্থলবন্দর নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরের বছর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মফিদুল ইসলাম মুজিবনগর ও বুড়িপোতা সীমান্ত এলাকা ঘুরে যান। তিনি এলাকা পরিদর্শন ও স্থলবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করে স্থলবন্দর স্থাপনের পক্ষে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেন। প্রতিবেদনটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) বৈঠকে অনুমোদন পায়।

২০২১ সালের মার্চে স্থলবন্দর হিসেবে যাতায়াতের লক্ষ্যে বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার সড়ক নির্মাণ করে এলজিইডি। যার নামকরণ করা স্বাধীনতা সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ২৭ মার্চ স্বাধীনতা সড়কটি ঢাকা থেকে জুম মিটিংয়ের মাধ্যমে উদ্ধোধন করেন। এর পর ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি জাতাীয় রাজস্ব বোর্ড থেকে মুজিবনগর স্থলবন্দর নামে গেজেট প্রকাশ করে। এর পরে আর কোন অগ্রগতী দেখা যায়নি। ভ’মি অধিগ্রহণের জন্য কয়েকটি জমি পরিদর্শন করা হয়েছে। ইমিগ্রেশন চেক পোস্ট ভবনের সম্ভাব্য জমি পরিদর্শন করা হয়েছে। কিন্তু তা বাস্তবে রুপ দেয়নি।

স্থাণীয় কৃষক শরিফুল ইসলাম জানান, দুবছর ধরে শুনছি চেকপোস্ট হবে। কিন্তু হচ্ছে না। চেকপোস্টটা হলে ভারতের হৃদয়পুরে আত্মীয়স্বজন আছে তাদেরকে দেখতে যেতে পারতাম। অসুখ বিসুখ হলে দ্রুত কলকাতায় যেতে পারতাম।
মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক বলেন, মুজিবনগর স্থল বন্দরকে ঘিরে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। তাই দ্রুত এর বাস্তবায়ন দাবি করছি।

মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল বলেন, স্থলবন্দরকে ঘিরে অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখছে মেহেরপুরবাসী। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দুই দেশের মানুষের মেলবন্ধনও তৈরি হবে। কিন্তু প্রায় একবছর আগে গেজেট প্রকাশ হলেও দৃশ্যমান কোন উন্নয়ন এখনো দেখা যাচ্ছে না। সরকারের কাছে দাবী দ্রুত স্থলবন্দর বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা।

মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখপাত্র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এম এ এস ইমন বলেন, স্থলবন্দরের অগ্রগতী গেজেট প্রকাশেই সীমাবদ্ধ রয়েছে। স্থলবন্দর মেহেরপুরবাসীর দীর্ঘদিনের আকাঙ্খা। আমরা দীর্ঘদিন ধরে স্থলবন্দর বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছি। মেহেরপুরের সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সেই আন্দোলনে একাত্মতা ঘোষনা করেছেন। কিন্তু মেহেরপুরের কিছু শীর্ষ নেতা স্থলবন্দর নিয়ে আগ্রহ না দেখানোর কারণে এটা সেই সময়ে হয়েছিলো না। পরবর্তিতে ২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবনগরে এসে স্থলবন্দর বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এর পরে চলতি বছরে স্থলবন্দর নিয়ে গেজেট প্রকাশ হয়েছে। কিন্তু অগ্রগতি নেই। এটার জন্য আমাদের আবারও আন্দোলনে নামতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, গেজেট প্রকাশের পর অফিসিয়ালি কোন অগ্রগতি হচ্ছে কিনা সেটা আমার জানা নেই। তবে যতটুকু জানি মন্ত্রণালয়ের কেন্দ্রীয়ভাবে কাজ চলছে। প্রশাসনিক ভাবে আমাদের কাছে কোন তথ্য আসলে জানতে পারবো।

তবে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মুজিবনগর বৈদ্যনাথতলা স্থলবন্দর : এ স্থলবন্দরের রুট হলো স্বাধীনতা সড়ক (মেহেরপুর-মুজিবনগর-চাপড়া-কৃষ্ণনগর সড়ক) সড়কপথ। এ বন্দর দিয়ে পণ্য আমদানি করা যাবে, সেগুলো হলো- মাছ, সুতা, গুঁড়া দুধ, চিনি ও আলু (HS Code ০৭০১.৯০.১৯ ও ০৭০১.৯০.২৯) ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন এস.আর.ও নং ১৪/ডি/কাস/৭২, তারিখ : ২৯-০৪-৭২ এর টেবিলের পার্ট-ঠও এর অধীনে সুনির্দিষ্টকৃত ওজনের মালামাল এবং প্যাসেঞ্জার ব্যাগেজ (Passengers baggages)।




গাংনীতে সাজাপ্রাপ্ত আসামীসহ দু’জন গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাতে গাংনী থানা পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- গাংনীর বালিয়াঘাট গ্রামের রেজাউল হকের ছেলে রাসেল (৩২) এবং সহড়াবাড়িয়া গ্রামের ছের আলীর ছেলে হুমায়ন কবীর(৩৩)।

বৃহষ্পতিবার সকালে দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধৃত রাসেল ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। জামিনে এসে রাসেল পলাতক ছিল। ওই মামলায় বিজ্ঞ আদালত ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। অপর দিকে, হুমায়ন কবীরের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারী করায় তাকে গ্রেপ্তার করা হয়।




মেহেরপুরে সমবায় বিভাগের প্রশিক্ষণ

মেহেরপুর জেলাধীন সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ই-গভর্নেন্স ও উদ্ভাবক কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা সমবায় অফিসারের কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ই-গভর্নেন্স ও উদ্ভাবক কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জুম মিটিং এর মাধ্যমে যুক্ত ছিলেন খুলনা বিভাগীয় যুগ্ম নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান, মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, উপসহকারী নিয়ন্ত্রক এনামুল হক, মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, মেহেরপুর জেলা সমবায় কার্যালয়ের মোঃ নুরুজ্জামান, সহকারি প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার সহ মেহেরপুর সমবায় কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।