দর্শনায় ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গার গোলাপনগর মোড়ে দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযোন চালিয়েছে । অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। সেই সাথে পুলিশ জব্দ করেছে ফেনসিডিল বহনকারী পিকাপ ভ্যানটি।

দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে তিতুদহ ক্যাম্প পুলশের ইনচার্জ এসআই আনোয়ারুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তীত্বে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের গোলাপনগর মোড়ে।

এসময় পুলিশ পেয়ারা ভর্তী একটি পিকাভ্যানের (ঢাকা মেট্র-ন-১৯-৮১৬৩) গতিরোধ করেন। পিকাভ্যানে তল্লাশী চালিয়ে মুখবাঁধা তিনটি চটের বস্তা উর্দ্ধার করেন। বস্তার মুখ খুখে ২১৬ বোতল ফেনসিডিল উর্দ্ধার করে পুলিশ। সেই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে দামুড়হুদা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে হোসেন মন্ডল (৩১) ও মাদারিপুর জেলার চাপাতলি গ্রামের সাহেদ আলী শিকদারের ছেলে রাসেল শিকদারকে (৩২) গ্রেফতার করে পুলিশ।

এ সময় পেয়ারাভর্তি মিনি ট্রাকে থাকা ছয়ঘরিয়া গ্রামের আনোয়ার হোসেন কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় হোসেন মন্ডল, রাসেল শিকদার আনোয়ারসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দর্শনা থানা পুলিশ। ফেনসিডিল উদ্ধারের ঘটনায়

দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।




সাকিব-মমিনুলে ভরসা করেই লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ভারতের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মিরপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও পরপর দুই ওপেনার হারিয়ে বিপদে পড়লেও সেখান থেকে বাংলাদেশকে পথ হারাতে দেননি সাকিব আল হাসান আর মমিনুল হক।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা বেশ ভালো করেছিলো দুই টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান।

ভালো শুরুর পরও বেশিদূর দলকে টানতে পারেননি এই দুজন। দলীয় ৩৯ রানেই ফিরে যান জাকির। ব্যক্তিগত ১৫ রানে উনাদকাটের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন জাকির।

পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার শান্তও। ২৪ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় এই ওপেনারকে। ৩৯ রানেই দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল আর বর্তমান অধিনায়ক সাকিব মিলে।

দুজন মিলে দেখশুনে শুরু করে দল্কে এগিয়ে নিউয়ে যাচ্ছেন ধীরে ধীরে। দুজনের ৪৩ রানের জুটিতে লাঞ্চের আগে ২ উইকেটে ৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সাকিব অপরাজিত আছেন ১৬ রানে আর মমিনুল ২৩ রানে।

সূত্র: ইত্তেফাক




বিএনপির সংসদ সদস্য হারুন পদত্যাগ করবেন আজ

সংসদ সদস্য পদ থেকে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পদত্যাগ করবেন বিএনপি থেকে নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ। বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার।

বিষয়টি বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার নিশ্চিত করেছেন।

চলতি একাদশ জাতীয় সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। গত ১১ ডিসেম্বর বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করেন। এরইমধ্যে সংরক্ষিত নারী আসন ছাড়া অন্য ৫টিতে উপনির্বাচনের তারিখও ঘোষণা করা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই সময় হারুনুর রশীদ বিদেশে থাকার কারণে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।

সূত্র: ইত্তেফাক




দর্শনায় উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরন

দামুড়হুদা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত,দর্শনা প্রবিণ কমিটির আয়োজনে দর্শনার অসহায় ও হতদরিদ্রদের মাঝে ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডের মাঝে কম্বল বিতরন করেছেন।

গতকাল বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১১ টার সময় দর্শনা পুরাতন বাজার প্রবিণ অফিসের সামনে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, এ সময় উপস্থিত ছিলেন দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যপক মোশারফ হোসেন, আকমত আলী, ফজলুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আলী মুনছুর বাবু বলেন, উপজেলা পরিষদ সব সময় দুস্থ, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। দর্শনা শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করায়,দর্শনা প্রবিণ কমিটির সভাপতি ও দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যপক মোশারফ হোসেন দামুড়হুদা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাংবাদিক হানিফ মন্ডল।




দর্শনার ফুলবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা নজিরের ইন্তেকাল

দামুড়হুদার দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের স্কুলপাড়ার আব্দুল করিমের ছেলে বীরমুক্তিযোদ্ধা নজির আহম্মদ (৭৫) (স্টোক) করে ইন্তেকাল করছেন। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)।

তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগেও ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দামুড়হুদা উপজেলা আ লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আ লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।

গতকাল বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টার সময় দামুড়হুদার ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে তাকে গার্ড অফ অনার দেন, দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার সানজিদা বেগম ও সাবেক চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইএম লুতফুল কবীর এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল চৌকস পুলিশ সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান, এসময় উপস্থিত তার সহযোদ্ধারা তাকে শেষ শ্রদ্ধাজানান, মশিউর রহমান, ইকলাস, ফজলুর রহমান, মাহাতাব উদ্দীন, এরশাদ আলী, মতিয়ার রহমান, জামান উদ্দীন ও সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, সাবেক চেয়ারম্যান শাহ ইনামুল করিম ইনু, আজ বেলা সাড়ে ১১টার সময় গ্রামের পারিবারিক কবরস্থানে নামাজের জানাজা শেষে দাফন করে।




গাংনীতে ৯০ জনের মাঝে ৯ লাখ টাকার চেক বিতরণ

গাংনীতে তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আয়মুখী কাজে সহায়তার জন্য ৯০ জন হতদরিদ্রদের মাঝে চেক প্রদান করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সস্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।

জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যশোর অঞ্চলের সমন্বয়ক খোরশেদ আলম।

দি হাঙ্গার প্রজেক্ট এর গাংনী সমন্বয়ক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমান, রাইপুর ইউনিয়নের মেম্বর শামীম আহমেদসহ দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন ইউনিয়নের সমন্বয়ক ও সাংবাদিকবৃন্দ।




জিমেইলে চালু হচ্ছে এনক্রিপশন–সুবিধা

জিমেইলে লেনদেন করা বার্তার নিরাপত্তায় ক্লায়েন্ট সাইড এনক্রিপশন–সুবিধা চালু করছে গুগল। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের পাঠানো ই-মেইল বার্তা বিশেষ কোডের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হবে। প্রাপকের কাছে পৌঁছানোর পরই কেবল সংকেত বা কোডযুক্ত ই-মেইলগুলো পড়া যাবে। ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তায় থাকা তথ্য জানতে পারবেন না। এরই মধ্যে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে জিমেইলে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি প্রযুক্তি ব্যবহার করে ই-মেইলে থাকা বার্তা এনক্রিপ্ট করে লেনদেন করা হয়। এ প্রযুক্তিতে ব্যবহারকারীদের ই-মেইল এনক্রিপ্ট আকারে বিনিময় করা হলেও সেগুলো স্ক্যান করে গুগল। স্প্যাম বা ভাইরাসযুক্ত ই-মেইল শনাক্তের পাশাপাশি প্রাপককে স্মার্ট রিপ্লাই সুযোগ দিতেই এমনটি করে থাকে প্রতিষ্ঠানটি।

এ সুবিধা চালু হলে নিজেদের সার্ভারে থাকা ই-মেইলগুলোর তথ্য গুগলের পক্ষেও জানা সম্ভব হবে না। ফলে জিমেইলে তথ্য বিনিময়ের নিরাপত্তা বর্তমানের তুলনায় আরও বৃদ্ধি পাবে। শিগগিরই এ সুবিধা চালু করা হবে। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, বর্তমানে গুগল ড্রাইভ, গুগল মিট, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস, শিটস ও স্লাইডসে ক্লায়েন্ট সাইড এনক্রিপশন–সুবিধার মাধ্যমে তথ্য লেনদেন করা যায়।

সূত্র: ব্লিপিং কম্পিউটার




একাধিক পদে নিয়োগ দেবে প্রোমি অ্যাগ্রো ফুডস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া সেলস ম্যানেজার, সেলস অফিসার (এস.ও)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।

পদের নাম

এরিয়া সেলস ম্যানেজার, সেলস অফিসার (এস.ও)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (সেলস অফিসার)

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে সমমান পদে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (এরিয়া সেলস ম্যানেজার)

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ/ এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অন্যান্য বিষয়ে ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। এরিয়া সেলস ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এস.ও নিয়োগের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। সঙ্গে সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব-৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও সদ্যতোলা ছবি ও সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি ও ফটোকপি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে উপস্থিত হতে হবে।

মৌখিক পরীক্ষার শেষ তারিখ

৩০ ডিসেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস

বিস্তারিত বিজ্ঞপ্তিতে




মেহেরপুরে হাসপাতাল মোড়ে ৩ হোটেলকে জরিমানা

মেহেরপুর জেনারেল হাসপাতাল মোড় এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে নোংরা পরিবেশের দায়ের তিনটি হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে অধিদপ্তরের মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, অভিযানে হসপিটাল মোড়ের সামনে হোটেল ও দোকানগুলোতে তদারকি করা হয়। এসময় মেসার্স কাওসার হোটেলকে রান্না রুমের সাথে উন্মুক্ত খোলা টয়লেট ও টয়লেটের পাশেই খাবার জিনিস খোলা রাখা, নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে খাদ্য পণ্য তৈরি ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয় ও ৭ দিনের জন্য সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। মুক্তার হোটেলকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা ও ০২ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এছাড়া মেসার্স মায়ের হাতের রান্না নামক হোটেলকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।




গাংনীতে পর্ণগ্রাফি মামলায় আসবাবপত্র ব্যবসায়ী গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে নিজ বাড়ি থেকে পর্ণগ্রাফী মামলায় সোহেল রানা(২৯) নামের এক আসবাবপত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে গাংনী থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সোহেল রানা গাংনীর বাজার পাড়ার ইদ্রীস হোসেনের ছেলে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এক গৃহবধুর সাথে মালামাল কেনাকাটার সময় সোহেল রানার পরিচয় ঘটে। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও প্রেমের অভিনয় করতো সোহেল রানা। একপর্যায়ে সোহেল রানা ওই গৃহবধুকে একটি বাড়িতে নিয়ে ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ধারন করে। সোহেল ও তার বন্ধুরা সেই ভিডিও ও ছবি ইন্টার নেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে স্বর্ণালংকারসহ অন্ততঃ সাড়ে আট লাখ টাকা গ্রহন করে। পরে আরো টাকা দাবী করলে তা দিতে অপারগতা প্রকাশ করলে ওই ভিডিও গৃহবধুর স্বামীর কাছে পাঠিয়ে দেয়।এ ব্যাপারে ভুক্তভোগি গৃহবধু গাংনী থানায় একটি মামলা দায়ের করে। যার নং- ২৯। তারিখ ২১/১২/২২ ইং। এ মামলায় পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার আদালতে প্রেরণ করে।
ওসি আরো জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।