গাংনীর বাঁশবাড়ীয়া বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমনা

মেহেরপুরে গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও বিক্রিে এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম ও গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম অভিযানে সহযোগীতা করেন।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গাংনীর বাঁশবাড়ীয়া বাজারের হোটেল, মুদিখানা, হার্ডওয়্যার, সার-কীটনাশকসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেসার্স মিজান স্টোরে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৪ হাজার জরিমানা করা হয়।এছাড়া খালেক হোটেলকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও তারিখ বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে একই আইনের ৩৭ ও ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে অন্যান্য প্রতিষ্ঠানগুলো সতর্ক করা হয় এবং ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




ঝিনাইদহ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

ঝিনাইদহে সদর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মাধ্যমিক পর্যায়ে পড়ুয়া ছাত্রীদের মাস ব্যাপি কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ এলাকায় কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার সুমির সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা বেগম কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করেন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন এড: আব্দুর রশিদ, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যন রাশেদুর রহমান রাসেল ও সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব।

মাস ব্যাপি কারাতে প্রশিক্ষণ প্ররিচালনা করবেন সোতোকান কারাতে দো ঝিনাইদহের পরিচালক কাজী আলী আহাম্মেন লিকু। পৌর এলাকার চার টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন ছাত্রী এই কারাতে প্রশিক্ষণে অংশ গ্রহন করবে।




বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীতে ‘কমিশন্ড অফিসার (ডিইও-২০২৩-বি)’ ব্যাচে (চারটি শাখায়) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

কমিশন্ড অফিসার (ডিইও-২০২৩-বি)।

যেসব শাখায় নিয়োগ

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, সাপ্লাই শাখা, শিক্ষা শাখা, শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারং) শিক্ষা শাখায় লোকবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাপ্লাই ও শিক্ষা শাখায় নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

সাপ্লাই শাখায় আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে সম্মান বা বিবিএ ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং স্নাতক পরীক্ষায় সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

শিক্ষা শাখায় আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মনোবিজ্ঞান ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। বিবাহিত বা অবিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য।

শিক্ষা শাখায় (ইঞ্জিনিয়ার) আবেদনের জন্য পাবলিক বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ–৪.৫০ (৫.০০–এর স্কেলে) থাকতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং সিজিপিএ–৩.০০ (৪.০০–এর স্কেলে) থাকতে হবে। বিবাহিত বা অবিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য।

শারীরিক যোগ্যতা

সব শাখার জন্য শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

বেতন

নিয়োগ প্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে (www.joinnavy.navy.mil.bd) আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১০ জানুয়ারি, ২০২৩।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট (লিংক)।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে




মেহেরপুরে দি লেপ্রসি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের সম্মাননা প্রদান

সালোমচার্চ অব বাংলাদেশের আয়োজনে এবং দি লেপ্রসী ইন্টারন্যাশনাল-বাংলাদেশের সহযোগীতায় সোমবার সম্মানিত ব্যক্তিবর্গকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করা হয় মেহেরপুর সিভিল সার্জনের সভা কক্ষে।

সিভিল সার্জন ডাঃ জওয়াহারুল আনাম সিদ্দিকের সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (প্রোগ্রাম ম্যানেজার) শফিকুল ইসলাম।

ডাঃ ইনজাজামুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প কর্মকর্তা  সুজিত মল্লিক। কুষ্ঠকার্যক্রমে সহায়তা প্রদানের জন্য দশজন সম্মানিত ব্যক্তিকে দিলেপ্রসি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ সম্মাননা প্রদান করে।

নির্বাচিত সম্মানিতরা হলেন ইমাম শাহ জাহান কবির,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল আলম, রাজনীতিবিদ অ্যাডভোকেট রুতশোভা মন্ডল, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে টিএলসিএ সুরুজজামান, গাংনী ভবানীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমিরুল ইসলাম, কাজিপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কামাল হোসেন, গুনী দলের সদস্য পিল্লাত পাল, যুব দলের সদস্য সজীব মল্লিক এবং পিরোজপুর সুগন্ধা আত্মসহায়ক দলের সভাপতি হাসেদা খাতুন।




গাংনীতে ট্রলি উল্টে গরু ব্যবসায়ী নিহত,আহত তিন

মেহেরপুরের গাংনীতে গরু বোঝায় ট্রলি উল্টে মুতাহার আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন ।

সোমবার বিকেলে কামারখালি সিন্দুরকোটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুতাহার আলী ঝিনাইদাহ জেলার হরিনাকুণ্ডু বাজার পাড়ার শাহাদত আলীর ছেলে। তিনি নিজেও গরু ব্যবসায়ী।

আহতরা হলেন- হরিনাকুন্ডর আব্দুর রহিমের ছেলে সোহরাব হোসেন(৫০), মেহেরপুরের নিত্যানন্দনপর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনোয়ার হোসেন, আফছার আলীর ছেলে আতিয়ার রহমান(৫৫)।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় বামুন্দি ফায়ার সাভির্সের একটি টীম।

বামুন্দি ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলি জানান, খবর পেয়ে কামার খালী বাজার থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মুতাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গাংনীর বামুন্দি বাজার থেকে গরু কিনে ট্রলি যোগে বাড়ি ফিরছিলেন চারজন। এসময় দ্রতগতির ট্রলিটি কামারখালি ও সিন্দুরকোটা বাজারে পৌছালে একটি নসিমন গাড়িকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলি। এসময় তিনজনকে আহত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




৪ লাখ ৪২ হাজার ডলারে বিক্রি হলো অ্যাপল-১ কম্পিউটার

অ্যাপল কম্পিউটারের দুই প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের নিলাম হয়েছে বহুবার। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের শুরুর দিকের কম্পিউটার ‘অ্যাপল ১’ স্মারক হিসেবে রাখার ব্যাপারে আগ্রহী ব্যক্তির সংখ্যাও কম নয়। আর তাই এবার স্টিভ জবসের হাতে লেখা নম্বরযুক্ত সচল ‘অ্যাপল-১’ কম্পিউটারের দাম নিলামে পৌনে ৪ লাখ ডলার উঠতে পারে বলে ধারণা করেছিল যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে ৪ লাখ ৪২ হাজার ১১৮ ডলারে বিক্রি হয়েছে কম্পিউটারটি।

আরআর অকশনের তথ্যমতে, প্রায় ৪৫ বছর আগের কম্পিউটারটি এখনো সচল রয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলা এই নিলামে প্রথমেই এ কম্পিউটারের দাম পৌনে ৪ লাখ ডলার হাঁকা হয়।

চার দশক আগে বাড়ির গ্যারেজে স্টিভ জবস ও ওজনিয়াক মিলে অ্যাপল গড়ে তোলেন। সেখানে তাঁরা তৈরি করেন ‘অ্যাপল-১’ কম্পিউটার। কম্পিউটারটি মূলত একটি মাদারবোর্ড। কেসিং, মনিটর ও কি-বোর্ড আলাদা করে যুক্ত করে ব্যবহার করতে হয় কম্পিউটারটি।

সূত্র: ম্যাকরিউমারস ডটকম




গাংনীতে অসহায় বৃদ্ধার ঘর মেরামত করে দিচ্ছে ‘কিশোরের ডাক

মেহেরপুরের যুব সমাজ আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে চলেছে। তারা নির্যাতিত নিপিড়িত অসহায় মানুষের পাশেও দাঁড়িয়ে সমাজ গঠনে অনন্য অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় যুব সমাজ বয়োভারে বৃদ্ধ আব্দুল গনির পরিত্যক্ত বসত ঘরটি মেরামত করে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর গ্রামের। মেরামত নয়,অসহায় বৃদ্ধ আব্দুল গনিকে একটি সরকারি পাকা ঘর দেবার দাবীও জানান তারা।

জানাগেছে, নওয়াপাড়া নবীনপুর গ্রামের আব্দুল গনি। বয়স ৯৫ বছর। পেশায় তিনি একজন দিনমজুর। দুই ছেলে তিন মেয়ের জনক। ছেলে ও মেয়েরা নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত। বয়স বৃদ্ধির কারণে তাকে কেউ দিন মজুরের কাজে না নেয়ায় জিবন জীবীকার তাগিদে বেছে নিয়েছিলেন ঘটকালি পেশা। বিয়ের ব্যবস্থা করলে সেখান থেকে যা পাওয়া যেতো তাই দিয়ে চলতো সংসারের সব খরচ। এখন নিজেই নিজের কাছে ভারী হওয়ায় ঘটকালী পেশাটাও তার নেই। এদিকে নিজে ও স্ত্রী খাদিজা বেগম শ্বাস কষ্টের রোগী। কোন রকমে চেয়ে চিন্তে দ’মঠো ভাত জুটলেও জুটেনা রোগ থেকে নিরাময়ের ওষুধ। উপরন্ত বসত ঘরটি জরাজীর্ণ। পয়সার অভাবে সেটিও ঠিক করতে পারেন না আব্দুল গনি। ঝড় বৃষ্টি কিংবা প্রতিকুল আবহাওয়ায় এক রকম সংগ্রাম করেই টিকে থাকতে হয় তাদের। ঘরের ছাউনির টিন গুলি ফুটো হয়ে গেছে। চারিদিকের বেড়াও ভেঙ্গে পড়েছে। ঘরের চারদিক তাল পাতার ঠেকনা দেয়া। প্রচন্ড শীত আর কুয়াশায় ঘরে থাকা দায়। শীত আসলেই বাড়ে স্বাসকষ্ট। আব্দুল গনির এই করুণ অবস্থা দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন একটি স্বেচ্ছা সেবী সংগঠন। ‘কিশোরের ডাক’ নামের ওই সংগঠনটি ঘরের টিন আর বাঁশ দিয়ে মেরামত করার উদ্যোগ নেয়। সোমবার সকাল থেকে সংগঠনের সদস্যরা কাজে নেমে পড়েন। নিজ উদ্যোগে ঘরটি নতুন করে মেরামত করার কাজ শুরু করেন।

আব্দুল গনি (ওরফে গনি ঘটক) জানান, জিবনের অনেক মানুষের উপকার করেছেন। সম্পন্ন করেছেন দুই শতাধিক বিয়ে। গ্রামে গ্রামে ঘুরতে না পেরে সে পেশা ছেড়েছেন বছর পাঁচেক আগে । অর্থের অভাবে বসত ঘরটি মেরামত করতে পারেন নি তিনি। আব্দুল গনির স্ত্রী খদেজা বেগম জানান, স্বামী আব্দুল গনি পরপর দ’ুবার স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে পড়েছেন। তাকে মুখে তুলে খাওয়াতে হয়। ছেলে মেয়েদেরও অভাবের সংসার। তারাও পারেনা বাবা মাকে দেখতে। চেয়ারম্যান মেম্বারদের কাছেও সরকারী ঘর পাবার জন্য আবেদন করেও কোন লাভ হয়নি। গ্রামের কিছু যুবক আমার ঘরটি আপাতত মেরামত করে দিচ্ছেন এতেই বেশ খুশি তিনি। তার পরও জিবনের শেষ সময় একটি ভাল ঘরে বসত করতে চান তিনি। সংগঠনটি ও স্থানীয় লোকজন বৃদ্ধ আব্দুল গনির জন্য একটি সরকারী ঘরের দাবী করেছেন।

স্থানীয় যুবক সোহেল জানান, আমি একটি পারিবারিক কাজে এসে বৃদ্ধ আব্দুল গনির মানবেতর জীবনযাপনের চিত্র দেখে খুবই কষ্ট লেগেছে। আমি একজন ’কিশোরের ডাক’র সদস্য হিসেবে বিষয়টি সকলকে জানালে সকলে তাৎক্ষণিকভাবে অর্থ যোগাড় করে ঘরটি মেরামত করে দিচ্ছি। তবে এটি স্থায়ী নয়, সরকারিভাবে সহায়তা প্রয়োজন। যুবক জাহাঙ্গীর আলম জানায়, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক একটা ব্যবস্থা করে দিচ্ছি। তবে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পেলে তারা নিশ্চিন্ত হবে।

কাথুলী ইনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম বলেন, আমাদের এখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছি মাত্র কয়েকটি। যা সকলকে দেয়া সম্ভব হয়নি। আব্দুল গনি বিষয়টি নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। সামনে সুযোগ আসলে তাদের একটা ব্যবস্থা হবে।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বৃদ্ধ আব্দুল গনির বিষয়টি আমি জানতে পেরেছি। তার জন্য একটি ঘরের ব্যবস্থা করার চেষ্টা করবো।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, এমন মানবিক বিষয় । মানূষ যখন বৃদ্ধ হয়ে যায়,তখন তারা অসহায় হয়ে পড়ে। আমি অবশ্যই চেষ্টা করবো তাদের একটি ঘরের ব্যবস্থা করে দেয়ার জন্য। ঘরের জন্য একটি আবেদন প্রয়োজন। পবিরার থেকে আবেদন করলে আমার জন্য সুবিধা হবে।




মুজিবনগরে বড়দিন উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উপলক্ষে অসহায় শীতার্থদের মাঝে পারিবারিক ভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক ও তার পরিবার।

রবিবার বিকেলে সেলফ প্রজেক্ট বল্লভপুর এর আয়োজনে, এবং বাবুল মল্লিক ও তার পরিবারের সহযোগীতায়, সেলফ প্রজেক্ট বল্লভপুর অফিস প্রাঙ্গনে বল্লভপুর ডিনারির ডিন মৃত্যুঞ্জয় মন্ডল এর সভাপতিত্বে এবং ওয়ার্ড সদস্য বাবুল মল্লিক এর সঞ্চালনায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি এবং মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কম্বল বিতরণ করেন।

এ সময় আরো উপস্হিত ছিলেন, সেলফ প্রজেক্ট বল্লভপুর এর পরিচালক অশোক মল্লিক,বাগোয়ান ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মারিওসুসিত মন্ডল (গনা) সাধারণ সম্পাদক মাইকেল মন্ডল টুইস,বল্লভপুর চার্চ সেক্রেটারি মেরি সুখী মল্লিক,মহিলা নেত্রী তৃপ্তি মন্ডল ও কুমারী খান।




‘টাইটানিক’ এ জ্যাকের মৃত্যু নিয়ে বিতর্ক, ব্যাখা দিলেন জেমস ক্যামেরন

২৫ বছর আগে ‘টাইটানিক’ ছবি মুক্তির পর থেকে সিনেমাটির শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য নিয়ে বিতর্ক চলছে। জাহাজের ডুবে যাওয়ার পরে ছবিতে কেবল মাত্র রোজ (কেট উইন্সলেট) ভাসমান দরজার ওপর তুলে দিয়ে তার জীবন বাঁচানো হয়েছে, তবে দর্শকদের মতে জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও) বাঁচতে পারতেন এমন বির্ততের সুনির্দিষ্ট ব্যাখা দিলেন পরিচালক জেমস ক্যামেরন।

পরিচালক ক্যামেরন শুক্রবার (১৬ ডিসেম্বর) টরন্টো সানকে (ট্যাবলয়েড সংবাদপত্র) বলেছেন, জ্যাক ও রোজকে একটি কাঠের দরজার ওপর রেখে বিশেষজ্ঞদের সহায়তায় ফরেনসিক বিশ্লেষণ করে তারা দেখেছেন, সেই পরিবেশে দরজার ওপর একজনই টিকে থাকতে পারেন। দুজনের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, জ্যাকের মৃত্যু দরকার ছিল। এতে ভালোবাসার সঙ্গে ত্যাগও রয়েছে। ত্যাগ দিয়েই ভালোবাসা পরিমাপ করা যায়।

আলোচিত সেই দৃশ্য নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে ইতিমধ্যে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জেমস ক্যামেরন। এটি আগামী বছরের ফেব্রুয়ারিতে ন্যাশনাল জিওগ্রাফিকে মুক্তি পাবে।

পরিচালক ক্যামেরন টাইটানিক ছবি পর ২০০৯ সালে অ্যাভাটার সিনেমা মুক্তি পাওয়া পর দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পায় এবং এরপর এ সিনেমা নিয়েও বেশ বিতর্ক হয়।

চলতি বছর ১৬ ডিসেম্বর তার ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটি মুক্তি পেয়েছে।




বিশ্বকাপ ছোঁয়া মেসির ছবি দিয়ে শুভেচ্ছা বন্ধু নেইমারের

৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের মুকুট মাথায় তুলেছে আর্জেন্টিনা। উৎসবের আবহে এখন রঙিন আলবিসেলেস্তারা। মুদ্রার ঠিক উল্টোপিঠে ব্রাজিলের হতাশা বেড়ে বিশ্বকাপের সঙ্গে দূরত্ব এখন ২০ বছরে এসে পৌঁছেছে। চিরপ্রতিদ্বন্দ্বীরা যে আসরে শিরোপা জিতে উল্লাসে মাতোয়ারা, সে আসরেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ ব্রাজিল।

আর্জেন্টিনাকে যেমন পথ দেখিয়ে শিরোপার ঠিকানা পাইয়ে দিয়েছেন মেসি, অন্যদিকে প্রাণপণ চেষ্টা করেও ব্রাজিলকে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি নেইমার। নিজে ছিটকে গেছেন, রয়েছে হতাশা। তবে বন্ধুর বিশ্বজয়ের আনন্দ যেন ঠিকই ছুঁয়ে গেলো সেলেসাও প্রাণভোমরা নেইমারকে।

মেসি-নেইমারের বন্ধুত্বের শুরু সেইও বার্সেলোনায় থাকার সময় থেকেই, জাতীয় দলে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও দুই মহাতারকার বন্ধুত্ব যেন অন্যদের যেন উদাহরণ। এবার সেই বন্ধুর বিশ্বকাপ জয়ের ছবি টুইট করেই বন্ধুর প্রতি ভালোবাসাটাও জানিয়ে দিলেন নেইমার।

বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বন্দনায় মেতেছে সারা বিশ্ব। মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার ফ্রেমবন্দি ছবি টুইট করে সেই বন্দনায় সামিল হয়েছেন নেইমারও। সেই টুইটে মেসির প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন নেইমার। বলেছেন, তোমার হাতে এই ট্রফিটা উঠুক… সেটি বন্ধু হয়ে আমিও চেয়েছিলাম।